নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন জে শাওন

আমি মানুষ, আমি মুসলিম, আমি বাংলাদশি, আমি বাঙালি । সব মিলেই আমি।

এন জে শাওন › বিস্তারিত পোস্টঃ

একজন শিক্ষার্থীর চাওয়া

১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

গত ১১ তারিখ থেকে শিক্ষকদের কর্মবিরতি। কিছু বিশ্ববিদ্যালয় তো আরো আগে থেকেই কর্মবিরতি দিয়েছে। ক্লাস হবেনা,পরীক্ষা হবেনা, আর দেশের মেধাবীরা সেশনজট নামে এক বিভীষিকার চিন্তায় অস্থির। অথচ অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী তাদের দাবি অপ্রয়োজনীয় বলে যাচ্ছে। তাদের দাবি কতটা যৌক্তিক আর সরকারের কাজ কতটা উচিত তা নিজেরা নিজেদের সম্মেলনে না বলে পরস্পর বসেন। একটা সুরাহায় আসেন। এখন পর্যন্ত শিক্ষামন্ত্রীর একটা বৈঠক ছাড়া তেমন কোন অগ্রগতি নেই। সরকারের কাছে যেন এটা তেমন কিছুই না, অনেকটা অন্য সাধারণ আন্দোলনগুলোর মত। অথচ এটাই হওয়া উচিত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এতে লাখ লাখ শিক্ষার্থীর উপরন্তু বাংলাদেশর যে ককি পরিমাণ ক্ষতি হচ্ছে তা কি সরকার বুঝেনা? অন্যদের যা সমস্যা সবচেয়ে বড় ভয় যারা এই বছর ভর্তি হইছে। একটা শিক্ষার্থী কত কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয় জানেন?? এরপর ভর্তি হওয়ার পর তাদের সব কষ্ট স্বপ্নে পরিণত হয়।  আর যখন তাদের স্বপ্ন বাস্তবায়নের শুরুর আগেই তারা ভয় পায় যে তাদের স্বপ্ন কি ভুল ছিল, হতাশা ঢুকে যায়, তাদের অবস্থা কি হয় তা ভেবে দেখেছেন?? তাদের স্বপ্ন গুলো শুরুতেই ভেঙে যাওয়ার দায়ভার কে নিবে??  শিক্ষক নাকি সরকার?? যাই হোক, যেভাবেই হোক একজন শিক্ষার্থী হিসেবে আমার দাবি যে, অতিদ্রুত সরকার ও মন্ত্রনালয় থেকে এই সমস্যার সমাধান চাই।

এন জে শাওন 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 
চট্টগ্রাম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.