নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন জে শাওন

আমি মানুষ, আমি মুসলিম, আমি বাংলাদশি, আমি বাঙালি । সব মিলেই আমি।

এন জে শাওন › বিস্তারিত পোস্টঃ

রিশা হত্যার বিচার এবং অন্যান্য

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪০

আমি রিসার ইভটিজিং এর বিচার চাইনা। কারণ আমার লজ্জাবোধ হয়।
স্বাধীন দেশ হওয়ার, গণতন্ত্র পাওয়ার পরে প্রত্যেকটা হত্যার পর এইভাবে বিচার চাইতে হবে কেন? কেন প্রশাসন নিজ দ্বায়িত্বে বিচার চাওয়ার আগেই বিবৃতি দিবেনা?? আর যথাসময়ে কেন বিচার হবেনা?? এততে আপনি পুলিশের দোষ দিবেন??

আমার মনে হয়না পুলিশ ব্যর্থ। গত কয়েকদিনের জঙ্গী প্রতিরোধ ব্যবস্থায় মনে হইছে যে আমাদের পুলিশবাহিনী যথেষ্ট শক্তিশালী। তাদের নিয়ে গর্ববোধ করা যায়। তারা ২-১ ঘণ্টা তে জঙ্গীদের মারতে পারলেও ২ বছরেও কোন হত্যাকারীকে সাব্যস্ত পর্যন্ত করতে পারেনা। এটার কারণ কি তা জানিনা। তাহলে কি হত্যাকারীদের শনাক্ত না করতে পারার পিছনে কারো কালো হাত আছে?? (জানিনা)

তনু,মিতু হত্যায় কে খুনী ছিল তাই জানা যাইনি, শুধু তদন্তই চলছিল। কিন্তু রিসা হত্যার ব্যাপার আলাদা। খুনীর ছবি প্রত্যেকের ওয়ালে ওয়ালে ঘুরতেছে। এটাও যদি ধরা না খায় কিংবা আগামি ছয়মাসে ফাঁসিতে না ঝুলে তাইলে আর কারো বিচারের আশা করতে পারিনা।
#justiceforrisa

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.