নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

ভাঙন লাগাইছে

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫


ভাঙন লাইগাছে রে বন্ধু ভাঙন লাইগাছে
খিড়কি আঁইটা ভবের নদী, গেরাম ভুলাইছে
পাগলা খোলস ঘূর্ণি হাওয়ায় আগল খুলাইতে
থ-থৈ কাঁথায় হিজল গুঁইজা ভাঙন ডাকাইছে

ভাঙন আইসা পুঁতির দানায় শঙ্খ বাজাইলো
চণ্ডা ফড়িং দীঘল বাজনায় প্রার্থনা গাইলো
ল্যাংরা শেকড় ঢেঁকুর তুইলা বীজ নুয়াইতে;
জিন্দা-সাকার বীজের গীতে কল্প দেখাইলো

নিসাড় চুমকির উজ্লা শাড়ি কুয়োত পড়িলে;
ইছাপুরের ছিচকা চোট্টা, ফাল দিয়া মরলো
তাই দেখিয়া পানসি গায়েন দলিল লেখিলো
স্রোতের টানে সওয়ার কইরা পত্র পাঠাইলো
পত্র আইসা হাজির হইলে নদের কিনারায়;
অফ্লা বঁধুর লাজ-শরমে পিয়াস জাগাইলো

আঙ্গন-বাড়ির কলাগাছটায় নাচন নাচিয়া
সালিশ বইছে বিচার হইবো; যৌবন মাপিয়া
একশ দোররা ছুটলো পিঠে টগবগ করিয়া
চাইয়া চাইয়া দেইখা গেলো কাগ্জের অস্তিনা

ভাঙন তখন যাইতেছিলো আচানকের গঞ্জে
পরাণমুকুর সঙ্গে নিছে পরব কিনা আনতে
হইলদা কাকের নাদ শুইনা থামলো এ’লগ্নে।

আলচালের শিন্নি পাকছে;সুবাসে এরেম ধন্দা?!
আগে পিছে সমন ডাকছে, জিহ্বাডারে বাইন্দা
বিড়ি কাঁখের লেঠেল কবজিত মহুয়ারে পিন্ধা—

কুত্তা দৌড়ে কাচ্চাবাচ্চা যা আছিলো ভাগলো
বুইরাগিলি চিৎপটাইয়া কাদা-ময়লা মাখলো।
ছেঁদো কান্দন গামছা দিয়া হাল্কাতে তিতলে;
গোয়ালিরে দম কষাইয়া নয়ন দেখায় চিনলো!

ভাঙন লাইগাছে রে বন্ধু ভাঙন লাগাইছে
বোল শুধিছে উল্টো ডাঙায় রিপুর ফাঁকিতে
হালের কলি খইসা নিলো দোহাই বুঝাইতে
পণ্ড জলে ঢাইকা শরীর চমেতকার হইতে;
অমনি থ্বেইকা ভাঙন তাগো ভাঙ্গন ধরাইছে।






(অষ্টম শতকের চৈনিক কবি ‘লি বাই হোয়াংহো’ চীনে যাকে বলা হয় সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কবি; চাঁদের আলিঙ্গন পেতে য়াংজে নদীতে ঝাঁপ দিয়েছিলেন। পেয়েছিলেন কীনা আমরা জানিনে, তবে তাকে ডুবে মরতে হয়েছিল। তিনি ছিলেন অত্যন্ত ভবঘুরে ও চড়া মদ্যপী। কবিতায় লিখে গেছেন, ফুলেল একটি পাত্রে রাখা মদ থেকে/ একাকী পান করছি/ সাথে কেউ ছিল না/ যে আমার হাতে পেয়ালা ওঠিয়ে দিত/ আমি উজ্জ্বল চাঁদ কে জিজ্ঞাসা করলাম/ আমার ছায়া এনে দাও এবং মিলে হই তিন জন/ ওহ চন্দ্র, ভুলেই আছি! তুমি পান করতে অক্ষম। চীনা সংস্কৃতিতে লি বাই এর মৃত্যু-ঘটনাটিকে তাগাদা করা হয় ‘কশ্যন এগেইন্স্ট ইলিউশনস’ উপমায়। বন্ধনীতে ক্ষুদ্র-অনুবেদনটি লিখলেম, কারণ লেখক এবং পাঠকেরা—গদ্য ও পদ্যের প্রাচীনতম স্বাতন্ত্র্যকে যাতে বিস্মরণ না করেন। ধন্যবাদ।)




৩০ অগ্রহায়ণ ১৪২২
অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ
পদ্যভঙ্গি ও ভাবযোজনা লেখকের নিজস্ব

মন্তব্য ৭৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


এইটা দিয়ে একটা ফোক ধর্মী গান করা যেতে পারে।


ভাঙন লাইগাছে রে বন্ধু ভাঙন লাগাইছে

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
কান্ডারি,
চারণগীতি/লোকগীতি/ফোকের যে ভান্ডার আমাদের রয়েছে। আমি দারুণভাবে অনুপ্রাণিত হই। গীতেরঅংকে ঝোঁক রেখেই এর সৃষ্টি। তবে সুযোগ হলে সুরের জন্য আরও বেশ কিছুটা ফাইন-টিউনিং করবো। আপনার মন্তব্যে ‘প্রত্যাশা’ পেলেম।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

গেম চেঞ্জার বলেছেন: প্রাচীন রীতি হলেও সুখপাঠ্যই এটি। তবে আরো কিছু মিনিং পেলাম, রুপকের আড়ালে। তা নাইবা হলো বলা। হাঃ হাঃ :) :)

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

অন্ধবিন্দু বলেছেন:
সংস্কৃতির প্রবহমানতায় প্রাচীন-বর্তমান-হবু সবই পরস্পরসংযুক্ত। রূপকের আশ্রয়ে আমরা অনেক কিছুই বলি/বলতে চাই ভাইটি। কিন্তু নজর আকর্ষণ করতে পারি নে হয়তো ... বলেছিলমা-না, বুড়ো হয়ে গেছি। হা হাহ হা।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

জেন রসি বলেছেন: বাহ! চমৎকার! :)

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

অন্ধবিন্দু বলেছেন:
আরেহ চমৎকার বললেন, জেন রসি। অতি সামান্য; আমাদের গীত-সাহিত্যের সমৃদ্ধির তুলনায় আমার এইসব কিছু্ই না হয়তো।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

অন্ধবিন্দু বলেছেন:
হাসান,
আমাদের গ্রাম-বাংলার হাটে-মাঠে-ঘাটে; মানবসত্তা-সন্ধানী ও তার জীবন, অসীম ভাবনা, দর্শনের অভিনব-অকপট সব প্রকাশ রচিত হয়েছে। আমরা এখন আর পারছিনে সেগুলো স্বজাতির ভাব-মানসে আপন করে নিতে। এ দূরত্ব বড় বেদনাদায়ক...

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যিই ভাঙন লেগেছে। তবু ভালো লেগছে?

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

অন্ধবিন্দু বলেছেন:
প্রশ্নবোধক চিহ্নসহ ভালো লেগেছে শুনে বুঝতে পারছি ভাঙন লাগলেও ভাঙেনি এযাবৎ। হাহ হা। প্রকৃতির নিয়ম, ভাঙন তো লাগবেই। আবার প্রকৃতিই জুড়ে দেবে। আমাদের একসাথ থাকা চাই। :)

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

নেক্সাস বলেছেন: আমিও কান্ডারীর সাথে একমত..এটা দিয়ে একটা ভাল ফোক গান হয়।
বেশ ভাল লেগেছে ছন্দে ছন্দে মিলে মিলে জীবনের কোন গভীর অনুভুতি।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

অন্ধবিন্দু বলেছেন:
নেক্সাস, এ অনুভূতিতে রয়েছে জ্ঞানতত্ত্ব, ইতিহাস-ঐতিহ্য, জিজ্ঞাসিত দর্শন ... কত কী। শেকড়ের ছন্দ আজকাল আর কে শুনতে চায় বলুন। সামান্য স্ব-উপলব্ধি নিয়ে তবুও লিখি মন-আনন্দে ...

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

ফেরদৌসা রুহী বলেছেন: প্রথমে আমি ভেবেছিলাম কোন ফোক গান।

পরে বন্ধনীর লেখা থেকে বিস্তারিত জানলাম।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

অন্ধবিন্দু বলেছেন:
ফেরদৌসা রুহী,
বন্ধনীতে যা লিখেছি; ওতো গুরুত্বপূর্ণ কিছু নয়, ব্লগের পাঠক/লেখকদের সচেতন রাখার চেষ্টা আর-কি। আমার মূল লিখাটি অবশ্যই ফোক টাইপের। তাই আপনার প্রথম ভাবনাটিকে অধিক স্বাগত জানাচ্ছি। :)

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: ভালো লাগল। ফোক জাতীয়। +।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

অন্ধবিন্দু বলেছেন:
সুমন,
আশাকরছি পাঠকের শক্ত-পঠনে ভাল লাগা আরও গাঢ় হবে। :)

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

কল্লোল পথিক বলেছেন: বাহ! বাহ! বেশ হয়েছে

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

অন্ধবিন্দু বলেছেন:
হুম। ভাল থাকুন, কল্লোল পথিক।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

সাবলীল মনির বলেছেন: শুরু থেকে শেষ পর্যন্ত একটা লোকায়ত সুরের মায়াজাল খেলা করছে, অনবদ্য অায়োজন, খুব ভাল লাগল ।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫

অন্ধবিন্দু বলেছেন:
মনির,
সুর/ছন্দ/লয় মনে খেলা করে যায়। লিখাতেও চলে আসে স্বাভাবিক। ভাল লাগছে যে সে সুরের জালে আপনাকে ধরতে পেরেছি। হাহ হা। মন্তবে ভালোলাগা রইলো।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০

দীপংকর চন্দ বলেছেন: মুগ্ধতা!!

তিনভাগে ভাগ করে ফেলি আয়োজনটিকে।

মূল আয়োজন গীতিকাব্যিক লেখাটি। অসাধারণ!

সংযোজিত চিত্র। অনন্য। এবং বিশেষ মুগ্ধতা থাকছে ছবিটিতে।

সর্বশেষ, ক্ষুদ্র-অনুবেদন বলছেন যে অংশটিকে, সে অংশটি পাঠককে যোজন করছে সময়ের ভিন্ন তলে।

শুভকামনা অনিঃশেষ শ্রদ্ধেয়।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮

অন্ধবিন্দু বলেছেন:
দীপংকর,
সময়ের ভিন্ন তলে আপনাদের সঙ্গ পেয়ে সামান্য লিখাটি অসাধারণ হলো। ভালোবাসা ও ধন্যবাদ রইলো।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুখপাঠ্য! যদিও ছন্দে আরও উন্নয়ন করার জায়গা রয়েছে। কিন্তু ভাবের ছন্দ অপ্রতিরোধ্য!



নিচের পটভূমিটুকু যেন লেখার সাহিত্য ধারাটিকে কিছুটা ক্ষুণ্ন করেছে। এটি আমার অভিমত।

অন্ধবিন্দুকে অনেক শুভেচ্ছা..... :)

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

অন্ধবিন্দু বলেছেন:
মইনুল,
সুচিন্তিত ও সমীচীন অভিমত পেয়ে অন্ধবিন্দু খুব খুশী হয়েছেন। লিখে, ছন্দ-মাধুর্যতার প্রগাঢ়-স্বর থেকে মানব মনের বহুবর্ণ শরীরে দোলা দেয়া যায় না। তবুও স্বর-মাত্রা-অক্ষরবৃত্তর(বাংলায়) চালে গমন করার চেষ্টা করে আমরা মস্তিষ্কের সাথে সিক্রোনাইয হই। মিল/অন্তমিল ছন্দ; ছড়া বা শিশুসাহিত্যের জন্য ঠিক থাকলেও। আমরা যখন অনেক বড় পটে কাজ করি; এখানে মাত্রাটাও বিশাল। সাথে সাথে পরীক্ষণ-নিরীক্ষণ, সদা বহমান তাই উন্নয়নের প্রবাহও নিরবধি ... (বলে রাখা ভাল, ছন্দে কিন্তু উন্নয়ন হয়নে, টিউন হয়) নিশ্চয়ই কাজ করার রয়েছে। এবং থাকবে।

পাঠকের পাঠ-কালীন মেজাজ, প্রতিবেশ, ধ্বনির উচ্চারণ ও শ্রুতিতে তার প্রকৃতি ইত্যাদি ইত্যাদি বিবেচনায় নেয়াও পাঠকের দায়িত্ব। আর লেখকদের উচিত পর্বগুলো যতোটা সম্ভব সাবলীল রাখা। এই শেষ না, কথা বিস্তর আছে; আপনার সময় আর নিতে চাইছি না।

হ্যা! মূল লিখাটির সাহিত্য-ধারা(after-image) ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু আমার পাঠকেরা অন্তত-তাতে বিবেচক হবেন। আর এটাই চাই। আমার অন্য একটি লেখায় লিখেছিলুম— না পেলেম মান/কিছু দিয়ে তো গেলাম। এখন আবার বইলেন না, ‘ইহ্ যেই না ঢঙের ফালতু লেখক আমার, আইছে উদ্ধার করতে’ ;) হাহ হাহ হা।

পর্টেবল ডিভাইস থেকে গুতোগুতি করে বাংলা-উত্তর লিখলেম। আশাকরি যা বলতে চেয়েছি; ঠিকঠাক পাবেন। শুভ কামনা রইলো জনাব। :)

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: অন্যরকম অনুভূতির ভাললাগা । ঘোরলাগা ।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

অন্ধবিন্দু বলেছেন:
অন্যরকম অনুভূতি ! ঘোরলাগা ! হুম। আপানার এই ভালোলাগা আমাকেও আপ্লুত করে গেলো। অনুভূতির কথা শব্দে শব্দে আরও কিছুটা জানতে পারলে, মন্দ হতো না। :)

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৫

শতদ্রু একটি নদী... বলেছেন: Really nice. +

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৯

অন্ধবিন্দু বলেছেন:
সামান্য লিখা। পাঠকেরা সুন্দর করে পড়ছেন। তাই নাইস।
‘শতদ্রু একটি নদী...’ কাব্যিক একটি নিকনেম!

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১১

সাহসী সন্তান বলেছেন: কবিতা (?) অথচ আমার কাছে কেমন যেন সুরেলা গানের মত মনে হলো? অবশ্য লেখকের লেখা পাঠক যেভাবেই দেখবে সেভাবই ভাল লাগবে.....!!


চমৎকার লাগলো! পোস্টে ভাল লাগা জানিয়ে গেলাম!


বিঃদ্রঃ- আপনার মন্তব্যের প্রতি উত্তর করার স্ট্যাইলটা আমার কাছে সব থেকে বেশি ভাল লাগছে! ভাল থাকবেন!

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

অন্ধবিন্দু বলেছেন:
সুরেলা গানের মত মনে হলো! জেনে আনন্দিত হলেম, সাহসী সন্তান। আবাহন করাতে পেরে সত্যিই আমি আনন্দিত। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আসেন,পড়েন, মন্তব্য করেন। প্রতি- উত্তরে আমি সে কদরটি করতে চাই। যদিও সময়ের বড্ড অভাব থেকে খুব একটা পারিনে।

আপনার মঙ্গল হোক।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন:
সংস্কৃতির প্রবহমানতায় প্রাচীন-বর্তমান-হবু সবই পরস্পরসংযুক্ত। রূপকের আশ্রয়ে আমরা অনেক কিছুই বলি/বলতে চাই ভাইটি। কিন্তু নজর আকর্ষণ করতে পারি নে হয়তো ... বলেছিলমা-না, বুড়ো হয়ে গেছি। হা হাহ হা।


অন্য কোনও লেখায় ইমো ( ;) ) প্রসংগে এই কথাটিই বলেছিলেন।
ভাই! :) আপনার স্মৃতিশক্তির পরিচয় পেয়ে অনেক ভাল লাগলো। আমি নিজের মধ্যেও আবিস্কার করছি যে, জাগতিক প্রায় সবকিছুই নিউরন সেলে বন্ধী রয়ে যাচ্ছে। আমি সাধারণত স্মৃতিশক্তি সচেতনভাবে ব্যবহার করি না। তারপরও যেন তথ্যগুলো থেকে যায়। এভাবে থেকে যাওয়া ভাল। থাকুক। :)

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

অন্ধবিন্দু বলেছেন:
নিউরোসায়েন্সে স্ট্রং থিউরি রয়েছে যে, আমাদের মস্তিষ্ক সবই জমা করে রাখে সেরিব্রাল কর্টেক্সের নিচে হিপোক্যাম্পাস অংশটিতে। এমেগডালী, মেমোরির সাথে ঘটনার পদবিন্যাস করে থাকে। তবে রিকল হবার ক্ষেত্রে আবেগই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার এই আবিষ্কার/অনুভূতিটি কিন্তু খুবই পজিটিভ; সজাগতা বাড়ছে এর ইঙ্গিত বহন করে। আমরা অধিকাংশই ভাললাগা থেকে ব্লগিং করে থাকি; তাই স্মৃতিশক্তি এখানে বেশী কাজ করতে পারে। যদিও আমার স্মৃতিশক্তি অতি ক্ষীণ। এই যা, অপ্রাসঙ্গিক কথা শুরু করে দিচ্ছিলেম। থামলাম এবং আপনার মন্তব্যে লাইক দিলুম। :)

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাঙ্গনের তোড়ে ভেসে যাচ্ছে সব
সহজাত সুকুমার বোধ, অনুভব, সামাজিকতা, সহানুভূতি
প্রকৃতির নিত্যতার অনুভবে যখন অজ্ঞানতার দোররা চলে
ভাঙ্গনের গতি বাড়ে বৈকি!

পূতির দানায় শঙ্খের অন্তরাটার খটকা ছাড়া বাকী টুকু নিজের মতোই বুঝতে পারলাম! অসাধারন।

+++

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

অন্ধবিন্দু বলেছেন:
প্রকৃতির কি কোনও সম্প্রদায় আছে ? স্থান-কাল-ভূগোলসহ প্রতিটি উপাদান এক হয়ে, সেতো সৃষ্টি করে চলেছে প্রাণের জন্যই আবার ভেঙেও পরে তারই শুদ্ধি ঘটাতে। আপনি বিজ্ঞান-জানা মানুষ, এক্ষণে খটকা পরিষ্কার হয়ে গেছে, আমি জানি। আপনার সাথে কথা বলে তৃপ্তি পাই, আপনি পাঠক উদাসীন নন। দেখে-শুনে মন্তব্য করেন। ব্লগে ফিরে ফিরে আসি, আপনার মতো মানুষদের দুটো কথা শুনতে-বলতে। এ আমার সৌভাগ্য!


ভাল থাকবেন, বিদ্রোহী ভৃগু। ভাল থাকবেন।

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

পার্থ তালুকদার বলেছেন: বাহ ! চমৎকার !

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
পার্থ,
চমৎকার কি আর লিখতে পারি। তবুও চিৎকার করে যাই ...

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

প্রামানিক বলেছেন: কুত্তা দৌড়ে কাচ্চাবাচ্চা যা আছিলো ভাগলো
বুইরাগিলি চিৎপটাইয়া কাদা-ময়লা মাখলো।
ছেঁদো কান্দন গামছা দিয়া হাল্কাতে তিতলে;
গোয়ালিরে দম কষাইয়া নয়ন দেখায় চিনলো!


দারুণ। ধন্যবাদ

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

অন্ধবিন্দু বলেছেন:
আপনাকেও ধন্যবাদ, প্রামানিক।

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

আলোরিকা বলেছেন: আউলা চুলের বাউলা দোতারা , কাঁসর নিয়া
মজার সুরে গাইছে গান নাচিয়া নাচিয়া -

ভাঙন লাইগাছে রে বন্ধু ভাঙন লাগাইছে
বোল শুধিছে উল্টো ডাঙায় রিপুর ফাঁকিতে
হালের কলি খইসা নিলো দোহাই বুঝাইতে
পণ্ড জলে ঢাইকা শরীর চমেতকার হইতে;
অমনি থ্বেইকা ভাঙন তাগো ভাঙ্গন ধরাইছে। :)

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

অন্ধবিন্দু বলেছেন:
আলোরিকার ছন্দযোগ মন্তব্যটি ভাললাগা দিলো :)

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

গোর্কি বলেছেন:
বাঙালির প্রাণের ভাবগুলো বেশ সুন্দর আকারে ফুটে উঠেছে এবং মিষ্ট হয়েছে। সাম্য এবং বৈষম্য সমন্বয়ে ভাবগত ছন্দময় লেখাটিতে একরাশ ভাললাগা। শুভকামনা রইল।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

অন্ধবিন্দু বলেছেন:
গোর্কি,
আপনি বেশ ভাল করেই জানেন, বাঙালির প্রাণের ভাবগুলো দিন দিন পুরাণ হয়ে যাচ্ছে। কারণ আমাদের ভাললাগা আসলে অন্যকোথাও লেগে যাচ্ছে/আছে ...

২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: যদিও পুরাতন রীতির লেখা কিন্তু ভাল লেগেছে

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

অন্ধবিন্দু বলেছেন:
আরন্যক রাখাল,
পুরাতন ঠিক নয়, ফিউশ্যন বলতে পারেন। হাহ হাহ। :)

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

রুদ্র জাহেদ বলেছেন: বেশ সুখপাঠ্য।ফোকধর্মী লেখা।এভাবে এখন তেমন কেউ লিখে না।দারুণ ভালো লাগা রইণ
+++

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪

অন্ধবিন্দু বলেছেন:
জাহেদ,
আপনার সুখপাঠে প্রীত হলেম। তেমন কেউ লিখে না, কারণ তেমন কেউ পড়ে না ! হাহ হা।

২৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯

মানবী বলেছেন: অদ্ভুত সুন্দর লেখা..... খুব সম্ভবত প্রতিটি পাঠক পাঠিকা পাঠের সময় পংক্তির আড়ালে বেজে যাওয়া সুর ও লয়ের মাঝে হারিয়ে গিয়েছিলো।

"লেখক এবং পাঠকেরা গদ্য ও পদ্যের প্রাচীণতম স্বাতন্ত্র্যটিকে....."
-হয়তো নিজের সীমাবদ্ধতার কারনেই পড়ার সময় গদ্য পদ্যের পার্থক্যের ভাবনা তেমন বিচলিত করেনা, লেখার কন্টেন্ট, কোয়ালিটি মনছঁয়ে যাবার ক্ষমতাটাই প্রধান হয়ে উঠে।

অনেক ধন্যবাদ অন্ধবিন্দু।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

অন্ধবিন্দু বলেছেন:
মানবী,
সীমাবদ্ধতা আমাদের সকলেরই রয়েছে। আমরা এক অপরকে সাহায্য করে চলছি এ সীমাবদ্ধতা কাটিয়ে নিজেদের আরও সমৃদ্ধ করার ও হওয়ার। আপনাদের দরদযুক্ত পঠনই সামান্য লিখাটির প্রকৃত সুর-লয়।

কৃতজ্ঞতা।

২৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১০

শাহাদাত হোসেন বলেছেন: লিখায় প্লাস

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২

অন্ধবিন্দু বলেছেন:
হুম। প্লাস বরণ করলেম। :)

২৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,



দিনদিন বেশ ষ্টাইলিস হয়ে উঠছে আপনার লেখা । হরেক স্বাদের , হরেক রংয়ের লেখায় রসনা তৃপ্ত হচ্ছে ।
গদ্য ও পদ্যের প্রাচীণতম স্বাতন্ত্র্যটি বিস্মরিত হইনি বলেই ভালো লাগলো । আসলেই খিড়কি আঁইটা ভবের নদী, গেরাম ভুলাইছেন

সাথে আজকাল আবার "সংবিধিবদ্ধ সতর্কীকরণ" এর মতো একদম শেষটাতে আপনার ট্রেডমার্ক দেখতে পাচ্ছি । রেজিষ্টার্ড হয়েছে তো আপনার ট্রেডমার্ক ? নইলে আপনার লেখা থেকে -----
চুরী চামারী কইররা
ল্যাকমু পৃষটা ভইররা
আপনে কি কইররা
রাকপেন তারে ধইররা ????? :(

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭

অন্ধবিন্দু বলেছেন:
আহমেদ জী এস,
দিনদিন ‘ষ্টাইলিস’ গুটিয়ে নিচ্ছি আশপাশের অসাধারণ সব প্রতিভা অবলোকন করে। আর আপনি বলছেন হয়ে উঠছে! এ আপনার বিনয়; আজাত-কুজাত এক কলম-চালিয়ের প্রতি। ঘটনা হচ্ছে অন্ধবিন্দুর-লেখায় সময় দিতে পারি নে/চাইনে, উদ্দেশ্য যে ‘অন্ধবিন্দু’ পাঠক থাকুক। আপনি জানেন সেটা।

ট্রেডমার্ক! :-&
নাগো নাহ ... ওতো জ্ঞান/মেধা কী আছে আমার। লিখেছি অবান্তর মন্তব্য এড়াতে। প্রিক্যশন ;)

আপনার মঙ্গল হোক।

২৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,



আমি কিছুই জানিনে যা আপনি ইঙ্গিত করেছেন ।
কেবল জানি , শুধু পাঠক অন্ধবিন্দুই নয় , আমাদের একটা তুখোড় লিখিয়ে অন্ধবিন্দু চাই যে !!!!!!! যে রসে ঢঙে অনেক বিদগ্ধ কথা বলে যায় , বলে যায় বিভিন্ন বিষয়ের কথা অপ্রচলিত আঙিকে । তাকেই চাই ...।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

অন্ধবিন্দু বলেছেন:
আহমেদ জী এস,

অনেক... অনেক.. অনেক.. কিছুই লিখতে শিখি নি, বলতে পারি নি, বোঝাতে পারি নি, জানতে পারি নি, জানাতে পারি নি। তবে এইটুকো অন্তত বুঝিছি যে- আমি আশিংক হলেও মানুষ; কিন্তু ছাগল নই ! হাহ হাহ হা।

এই যে ব্লগে আসি, সে সস্তা-বিনোদন/টাইমপাস/আড্ডা মারতে নয়; তার জন্যও অন্য আরও বহু মাধ্যম আছে। আপনারা আপনাদের মেধা-জ্ঞান-অভিজ্ঞতা থেকে যা লিখেন; নিশ্চয়ই শেখার রয়েছে, নানান-বিন্যাসের বোধ উপলব্ধি করার রয়েছে। তাই আসছি... বলছি... শুনছি...। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।

২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

জুন বলেছেন: ব্যতিক্রমী এক কবিতা পড়ে মুগ্ধ হোলাম । অবশ্য আপনার পোষ্টগুলো ও আমার মত এক ঘেয়ে বিষয় নিয়ে লেখা হয়না , আপনার লেখায় থাকে অভিনবত্ব আর চমক ।
অনেক অনেক ভালোলাগা অন্ধবিন্দু ।
+

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
জুন,
অভিনবত্ব, চমক; এসবে আমার খেয়াল নেই। ছিলো না কোনও কালে। খেয়াল নেই আপনার একঘেয়েমি তেও। যদি আমার বা আপনার লেখায় শক্ত-যুক্তি,সঠিক তথ্য-ইতিহাস,বিশেষ জ্ঞান,মানবতা থেকে থাকে তবেই সেটাই হচ্ছে আসল কথা; আমার নিকট গণনীয়। লেখক নয় মানুষ হওয়াটাই বড় কথা। আশাকরি আপনিও আমার সাথে একমত আছেন।

শুভ কামনা রইলো বোন।

২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বাহ্ দারুণ!!!

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫

অন্ধবিন্দু বলেছেন:
ভাল থাকুন, বঙ্গভূমির রঙ্গমেলায়।

৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১

অগ্নি সারথি বলেছেন: ভাললাগা।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫

অন্ধবিন্দু বলেছেন:
ভাল থাকুন, অগ্নি সারথি।

৩১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার! সম্পূর্ণ অন্যরকম। ব্লগে আগে কখনো এমন লেখা পড়েছি কি না মনে পড়েছে না। +++

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
সম্পূর্ণ অন্যরকম নয় গো। আমাদেরই কথা। আমাদের মত করে বলা...। ব্লগের লেখা মনে রাখার চেষ্টা করেন, শুনে খুব খুশি হলেম। ভাল থাকা হোক।

৩২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

এহসান সাবির বলেছেন: ফুলেল একটি পাত্রে রাখা মদ থেকে/ একাকী পান করছি/ সাথে কেউ ছিল না/ যে আমার হাতে পেয়ালা ওঠিয়ে দিত/ আমি উজ্জ্বল চাঁদ কে জিজ্ঞাসা করলাম/ আমার ছায়া এনে দাও এবং মিলে হই তিন জন/ ওহ চন্দ্র, ভুলেই আছি! তুমি পান করতে অক্ষম।


৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭

অন্ধবিন্দু বলেছেন:
সাথে থাকার জন্য ধন্যবাদ, সাবির।

ভাল থাকবেন :)

৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: কিছু অনুভূতি আছে পুরোপুরি প্রকাশ করা যায় না, অল্প কিছু শব্দে প্রকাশিত হয় । আপনার এই কবিতায় তেমন একটা অনুভূতিই পেলাম । পড়তে গিয়ে কেমন একটা হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া আবহ তৈরী হয় । আসলে কী আমাদের আছে কিছু !!

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

অন্ধবিন্দু বলেছেন:
যথার্থই বলেছেন, কথাকথিকেথিকথন। কিছু অনুভূতি আছে পুরোপুরি প্রকাশ করা যায় না, অল্প কিছু শব্দে প্রকাশিত হয়। এমন অল্প কিছু শব্দের দেখা পাওয়াও ভাগ্যের ব্যাপার। আছে আছে অনেক কিছু আছে। দোষ তো আমাদের স্বভাবে। লালন যেমন বলেন সময় গেলে সাধন হবে না ... সময় চলে যায় আমরাও চলে যাই। সাধন করা আর হয়ে ওঠে না।

অনেক ধন্যবাদ আন্তরিক মন্তব্যে লিখাটিকে বিশেষ করে দেবার জন্য।

৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

ডরোথি গোমেজ বলেছেন: প্রথম লাইনট আসলেই একটা গানের আবহ তৈরি করে। ভালো লাগলো। +
চৈনিক কবির কবিতার অংশটুকুও চমৎকার!

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

অন্ধবিন্দু বলেছেন:
ডরোথি গোমেজ,
আবহটি ভাল লেগেছে জেনে তৃপ্ত হ’লেম। গান হবে বলেই লেখাটি শুরু করেছিলুম।

অনেক শুভকামনা রইলো।

৩৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৩

ভ্রমরের ডানা বলেছেন: এই ফোক ঘরনার কবিতার আবেদন খুবই ভাল লেগেছে। কবিতা পাঠের সময় ঘোরের মধ্যে ছিলাম।

এমন লেখা আরো চাই।

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১

অন্ধবিন্দু বলেছেন:
ভ্রমরের ডানা,
ঘোরের মধ্যে থাকার পাশাপাশি, আশাকরি লেখাটির মূল বক্তব্যেও খেয়াল করেছেন। সেটাই যে প্রকৃত আবেদন।

অনেক ভাল থাকুন। শুভ কামনা রইলো।

৩৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

ভ্রমরের ডানা বলেছেন: রুপক কবিতা! মিনিং পরিষ্কার। সে আর বলতে চাইনে।

১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

অন্ধবিন্দু বলেছেন:
সে আর বলতে চাইনে

হাহ হা, আমিই যেনো বলছিলুম কথাটি। ধন্যবাদ, ভ্রমরের ডানা। :)

৩৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৭

রেজওয়ান তানিম বলেছেন: বেশ লাগলো।

ফোক গান হিসেবে বেশ যায়

নতুন একটা দিলাম পোস্ট

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪০

অন্ধবিন্দু বলেছেন:
হ্যাঁ! রেজওয়ান মাহবুব। ফোকে আমার বেশ টান বলতে পারেন। টুকটাক লিখেও ফেলি আরকি! হাাহ হা :)
নতুন পোস্ট দিয়েছেন জেনে খুশি হ’লেম। সময় করে আসছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.