নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

ঘুরে এলাম প্রকৃতির মাঝে - জিন্দা পার্ক

২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪




ছবিতে যে গেট দেখা যাচ্ছে সেটা পার্কের প্রবেশ গেট । এমন আরো তিনটি গেট আছে । তবে এই গেট দিয়ে শুধু মানুষ চলাচল করে । বাকি গেট গুলোতে যারা পিকনিক করতে আসে তারা গাড়ি নিয়ে প্রবেশ করতে পারে ।

জিন্দা পার্কের কথা অনেক আগে থেকে শুনে আসছি । কিন্তু যাওয়া হয়নি । তাই বন্ধুকে সংগে নিয়ে ঘুরে এলাম । ঢাকার কাছে এত সুন্দর একটা জায়গা আছে না গেলে বুঝতে পারতাম না । কোলাহল মুক্ত পরিবেশ আর সবুজ প্রকৃতি যারা ভালবাসেন তাদের জন্য একদম সঠিক জায়গা । একটা তথ্য দেই, এখানে ই ডুব ছবির স্যুটিং হয়েছে ।




টিকেটের দাম দেখে বুকটা একটু মোচড় দিয়ে উঠেছিল । দাম ১০০ টাকা । তবে নুহাস পল্লীর চাইতে কম এইটা স্বান্তনা দিছি মনেরে ।





ক্রিকেট বা ফুটবল খেলার জায়গা না পেলে এখানে গিয়ে খেলতে পারেন । ঢাকার মধ্যে তো মাঠ ই নাই ।





মাঠ থেকে সামনে একটূ এগোলেই এই সুন্দর মসজিদ দেখতে পাবেন । ডিজাইনেই মুগ্ধ হয়ে যাবেন ।





এটা কি বুঝতে পারিনি । কোথাও কোন ফলক চোখে পরল না । চারপাশ ঘুরলাম তাও কিছু দেখলাম না । মনে হয় মুঘল আমলের কোন জিনিশ ।




এটা আর একটা গেট । এখান থেকে আপনি আরো ভিতরে প্রবেশ করতে থাকুন ।



প্রথমে ভেবেছিলাম ছোট ঘর বসে থাকার জন্য । পরে দেখি টোনাটুনির রান্না ঘর । যদিও এখানে রান্না হয় না । এটা হাতের ডানে ই দেখতে পাবেন ।





এই রাস্তা ধরে সামনে এগিয়ে চলুন । অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে ।




ভদ্র লোক সেই, বড় সেই,
যে সত্যের উপাসক
- শেখ সাদী

এমন অনেক বানী দেখতে পাবেন ।



এটা রেস্টুরেন্ট । তবে খাবার হিসেবে দাম একটু বেশি ।



রেস্টুরেন্ট এর চেয়ার টেবিল এর ডিজাইন সুন্দর ।




এবার সোজা চলে আসুন এই লেক পেয়ে যাবেন ।




লেকের পাশে এই বাড়িটা আমাকে অবাক করেছে । ভেবেছিলাম এটা কি হতে পারে তাও গোল । পরের ছবিতে এটা বলছি ।



এবার বাড়িটার কাছে চলে এসেছি । ভেতরে ঢুকেই তো অবাক হয়েছি । এটা একটা লাইব্রেরি ।



লাইব্রেরিতে ঢোকার দরজা । এর আবার চার্জ আছে । তাছাড়া জুতা খুলে ঢুকতে হয় ।



লাইব্রেরির সামনে এই লেক ।



এই রাস্তাটা আমাকে কোন এক সিনেমায় দেখা রাস্তার কথা মনে করিয়ে দেয় ।



এই সাকো দিয়ে ছোট দ্বীপে যেতে পারবেন । বরিশালের মানুষ হওয়াতে পার হতে কোন কষ্ট হয়নি । যদিও আমাদের গুলো এত মজবুত আর চলাচলের জন্য এত সুবিধার ছিল না ।



সাকোর পুরো দৃশ্য । এটা মানুষের জন্য ফ্ল্যাট বক্স আকারে হাটার জন্য দেয়া হয়েছে ।



দ্বীপ থেকে পুরো লেকের দৃশ্য ।



পিগমীদের বাড়ি ঘর । ভিতরে ছবি তুলতে পারি নাই । লোকজনের কোন কাজ নাই ভিতরে ঢুকে ছবির পর ছবি তুলে যাচ্ছে ।



ঘরের উলটো দিকেই এই টিলা । সবুজ ঘাসে শুয়ে পরতে ইচ্ছে হবে ।



অনেক দিন ঘাসে শুয়ে থাকি না । তাই একটু শুয়ে নিলাম ।



সবুজ ঘাসের টিলা থেকে সোজা নেমে আসুন । পদ্ম পুকুর পেয়ে যাবেন ।



পুকুর পাড়ে গাছের রেল । সুন্দর করে ঘেড়াও দেয়া ।



তোমার যেখানে সাধ চলে যাও
- আমি রয়ে যাব এই বাংলার পরে;
দেখিব কাঠালপাতা ঝড়িতেছে ভোরের বাতাসে ।

-- জীবনানন্দ দাশ



আবারো জীবনানন্দ দাশ ।



লেকে ঘোরার জন্য বোট । তবে এটার জন্যও পে করতে হবে । আর সেটা কত নির্ধারন করে নিন ।



ফ্লোটিং ব্রিজ । যাদের সাহস কম তাদের না ওঠাই ভালো । এক কাপল উঠেছিল । তারপর সেই আপু কে নিয়ে আর আসতে আধা ঘন্টা লেগেছে ।



যাদের ভালবাসা বেশি তাদের জন্য গাছ দিয়ে লাভ আকা । তাড়াতাড়ি এই জায়গা ত্যাগ করেছি । ভালবাসা বাসি আমার জন্য না ।



হাটতে হাটতে টার্কির দেখা পেলাম । শান্ত শিষ্ট ভদ্র লোক এরা । দুষ্টামি করে না ।



গরুর খামার । গন্ধ আছে তাই কাছে না যাওয়াই ভালো ।



ডুব ছবিতে ব্যবহৃত সেই বাড়ি



আমি গাছ কম চিনি । তবে এটা মনে হয় পাম গাছ । বন্ধু এইটাই বলছে ।



কাঠের আসবাব পত্রের কাজ চলছে । মিস্ত্রীররা কাজে ভীষন ব্যস্ত । কারন শীতের সময় বিয়ে বেশি হয় ।



এবার বের হতে হবে । যেখান দিয়ে ঢুকেছি । সেখান দিয়েই বের হতে হয় । তবে বের হবার আগে এই ডাস্টবিন আমার মন খারাপ করে দিয়েছে ।



এই কাকা ফুল বিক্রি করছে । চাইলে আপনি কিনতে পারেন । তবে ফুলের প্রতি ভালবাসা থাকলে গাছে দেখতেই আপনার ভাল লাগবে ।



এবার যেতে হবে । তবে আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবার দেখা হবে



আপাতত ঢাকার কাছাকাছি এই জায়গাটা অসম্ভব সুন্দর । প্রাকৃতিক পরিবেশ আর পাখির ডাক শুনতে চাইলে আপনাকে যেতে হবে জিন্দা পার্ক । যারা বেশি ছুটি পান না । তারা এখানে আপনাদের সময়টা কাটাতে পারেন । কম সময়ে দারুন কিছু সময় উপভোগ করতে পারবেন ।

লোকেশনটা বলে দিচ্ছি , জিন্দা পার্ক নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় দাউদপুর ইউনিয়নে অবস্থিত। নারায়ণগঞ্জ রাজধানী শহর ঢাকার খুব নিকটেই অবস্থিত। আপনি কুড়িল ফ্লাই ওভার ধরে তিনশ ফিট রাস্তায় ঢুকে সোজা কাঞ্চন ব্রিজ পর্যন্ত চলে যাবেন । বামের রাস্তায় ঢুকে যাবে যেটা গাজীপুর এর দিকে গিয়েছে । সেখান থেকে দু থেকে পাচ মিনিট সোজা গেলেই দেখবেন সাইনবোর্ড আছে মেরিন সিটি । হাতের ডানের রাস্তায় নেমে যাবেন একটু ঢালু রাস্তা । সেই রাস্তা ধরে সোজা জিন্দা পার্কের গেটে । সবচেয়ে ভাল হয় গুগল ম্যাপ ব্যবহার করলে ।

আর সবার প্রতি একটা অনুরোধ । আপনার ঘুরতে যেতে আপনাদের চিপসের প্যাকেট, পানি-জুস এর বোতল আর অন্যান্য যেসব জিনিস যা পরিবেশের জন্য ক্ষতিকারক সেগুলো নির্দিষ্ট জায়গায় ফেলুন ।

ধন্যবাদ । ভাল থাকুন । সুস্থ থাকুন । আপনার চারপাশ পরিস্কার রাখুন ।

মন্তব্য ৩৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! সুন্দর ছবি ব্লগ ,এক কথায় মনমুগ্ধকর। ++

শুভকামনা প্রিয় অপুভাইকে।

২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:


ধন্যবাদ ভাই ।

তবে একটু খানি আপডেট বাকি ছিল ।

প্লাস এর জন্য অনেক অনেক ধন্যবাদ ।

ভাল থাকবেন ।

২| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সুমন কর বলেছেন: পরিবেশ কেমন? পরবর্তী টার্গেট আছে সেখানে যাবার......

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০০

অপু দ্যা গ্রেট বলেছেন:



এক কথায় অসাধারন ভাই । আমি নিজেই অবাক হয়েছি । ঢাকার কাছাকাছি এত ভাল নিরব শান্ত এক জায়গা । চাইলে পরিবার নিয়ে সাধারিন ঘুরতে পারেন ।

৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫

বনসাই বলেছেন: এ বছরের শুরুতেই গিয়েছিলাম, আপনার মতোই মুগ্ধ হয়েছি। ওখান থেকে মানে গেটের বাইরে থেকে তেতুল, লাউ ইত্যাদি কিনেছিলাম।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি আর বন্ধু মিলে এক ডজন কলা সবার করেছি ।

তবে বাইক ছিল তাই কিছু আনতে পারিনি ।

৪| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লেকের পানি খুব একটা পরিস্কার বলে মনে হল না!
বোটের ভাড়া কত?
আর গোছল করার ব্যবস্থা কেমন আছে?

যাতায়াতটা কেমন পোস্টে তা এড করে দিলে ভাল হত।

ছবিতে প্লাস+++

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২২

অপু দ্যা গ্রেট বলেছেন:


লেকের পানি তেমন পরিস্কার নয় । গোসল করতে পারবেন তবে কোন চেঞ্জ রুম নেই । এটাই সমস্যা ।

যাতায়াত এর জন্য আপনি বিশ্বরোড থেকে বিআরটিএস বাসে করে কাঞ্চন ব্রিজ হয়ে যেতে হবে । তবে আমি বাইকে ছিলাম তো এত শিওর নই ভাড়া কত ।

প্লাস এর জন্য ধন্যবাদ ।

৫| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

আখেনাটেন বলেছেন: বাঃ চমৎকার। এত কাছে অথচ দেখা হয় নি।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬

অপু দ্যা গ্রেট বলেছেন:


আমি তো নিজেই অবাক । যে আমার বন্ধুরা ঘুরে গেছে আমি কি করেছি ।

৬| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২১

নজসু বলেছেন:






অসম্ভব সুন্দর।
সুন্দরে ভরপুর এই ছবি ব্লগটি।
২/১ টা বাদে সবগুলো ছবিই চোখে লেগে রইল।
ক্যাপশন সমেত ছবিগুলো যেন জীবন্ত।।
এরকম সুন্দর সুন্দর আরও ছবি ব্লগের অপেক্ষায় রইলাম।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ।

আশা রাখি দ্রুত ই কোথাও ঘুরতে যেতে পারব ।

মন্তব্যের জন্য ধন্যবাদ

ভাল থাকবেন ।

৭| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পিগমি... চাঁদগাজীর বহুল ব্যবহৃত শব্দ ;)

সুন্দর পোস্ট ++++++

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:



লেখার সময় মনে ছিল না ।

আপনার কথায় মনে পরল

প্লাস এর জন্য ধন্যবাদ ।

৮| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০

মাহিরাহি বলেছেন: মসজিদে নামাজ পড়েছিলাম, মসজিদের ভেতরাটাও বেশ সুন্দর।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



ভেতরে যাইনি । তবে আবার গেলে যাবো ।

মন্তব্যের জন্য ধন্যবাদ

৯| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: সুন্দর পোস্ট। :) এখনও যাওয়া হয়নি। ইচ্ছা আছে যাওয়ার।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৬

অপু দ্যা গ্রেট বলেছেন:


ঘুরে আসুন । কম সময়ে এত ভাল জায়গা ঘোরার আর কোন কিছুই হতে পারে না ।

১০| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আচ্ছা আমি কোন পোস্ট দিলে প্রথম পাতায় একটু বেশি জায়গা নেয়।

আপনার এই পোস্ট এর মতো প্রথম পাতায় একটি বেশি স্পেসওয়ালা পোস্ট দিতে চাই।

কিন্তু জায়গা বেশি নিচ্ছে।

আমি চাই এই পোস্ট এর মতো প্রথম পাতায় অল্প জায়গা নিতে।

কিভাবে করব?

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯

অপু দ্যা গ্রেট বলেছেন:


ছবি ছোট করে দিন ।

আর লেখা গুলো একটু নিচ থেকে শুরু করুন ।


আমি চেষ্টা করি এন্টার দিয়ে লেখা গুলো নিচে নিয়ে আসি । আর ছবি গুলোর সাইজিং করার চেষ্টা করি ।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

অপু দ্যা গ্রেট বলেছেন:


আর প্রথম ছবিটা দেয়ার আগে দুইটা এন্টার দিয়ে দিন । ছবির পর আবার দুটো এন্টার দিন । প্রিভিউ দেখে নিলে সবচেয়ে ভাল হবে ।

১১| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯

মাহমুদুর রহমান বলেছেন: ছবিগুলো চমৎকার।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১০

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ।

১২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছবিব্লগ ভালো হয়েছে। কিন্তু লোকেশনটা বোঝা গেল না। ঢাকার কাছে কোথায়?

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



আসলে এটার লোকেশন দেয়াটা একটু কষ্টের । তিনশ ফিটের পর কাঞ্চন ব্রিজের ওঠার আগে বামে গাজীপুরের রাস্তায় ঢুকতে হয় ।

আমি ম্যাপ দেখে দেখে গিয়েছি ।

১৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: যেতে তো বললেন কিন্তু জিন্দা পার্কের ঠিকানা না দিলে যাই কেমনে?

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি তো গুগল ম্যাপ দিয়ে গিয়েছি । বাইকে ছিলাম তাই কষ্ট হয়নি আপডেট করে দিচ্ছি ।


তিনশ ফিটের পর কাঞ্চন ব্রিজের ওঠার আগে বামে গাজীপুরের রাস্তায় ঢুকতে হয় । তারপর সাইনবোর্ড আছে হাতের ডানে মেরিন সিটি রাস্তায় গেলেই পাওয়া যাবে ।

১৪| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর বর্ণনা ও ছবি। লাইব্রেরীটা সুন্দর...

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

অপু দ্যা গ্রেট বলেছেন:





ভিতরে বসিনি বা উপেরেও যাইনি । তবে আবার গেলে যাবো ।

ধন্যবাদ ।

১৫| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪

পদ্মপুকুর বলেছেন: গতবছর গিয়েছিলাম.,... অসাধারণ। ঢাকার খুবই কাছে। কুড়িল ফ্লাইওভার থেকে মাত্র বিশ/পঁচিশ মিনিটের দুরত্ব।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১২

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমিও ভাবিনি এতো কাছে হবে । গুগল ম্যাপ ধরে গিয়েছি ।

ধন্যবাদ

১৬| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: আমি গিয়েছি। সারাদিন থেকেছি।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩

অপু দ্যা গ্রেট বলেছেন:






আসলেই সারা দিন থাকলেও মন ভরবে না ।

১৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২০

মনিরা সুলতানা বলেছেন: পারফেক্ট ছবি ব্লগ !!
অনেক সুন্দর সব ছবি ! সাথে মজাদার বর্ণনা।
অনেক অনেক ভালোলাগা :)

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




দেরিতে রিপ্লাই দেয়ার জন্য দুঃখিত ।

ধন্যবাদ আপু ।

কমেডি জিনিশটা সম্ভবত আমার সাথেই এসেছে । আবার আমার সাথেই যাবে ।

দোয়া করবেন ।

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! ভাইয়া আরো চাই কিন্তু এমন পোষ্ট.....
শুভ কামনা নিরন্তর।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




খুব শীঘ্রই আর একটা জায়গায় যাবো ।

ধন্যবাদ । সাথে থাকার জন্য ।

১৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার ছবি ও বর্ণনায় নিপুন কথনে পোস্টটিতে ঘুরে মজা পেলাম।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ।

ভালবাসা নিয়েন ।

ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.