নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

সার্চিংঃ এ ফাদার ফাইন্ডিং হিজ ডটার (মুভি রিভিউ)

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১২




আমাদের এক জীবনে কারা আপন । কাদের কাছে আমাদের গুরুত্ব সবচেয়ে বেশি । সবচেয়ে কাদের কাছে আমাদের সকল অভাব অভিযোগ নিয়ে দাঁড়িয়ে যাই । হ্যা, আমাদের বাবা মা । সন্তানরা যত ই বন্ধু বা অন্যান্য মানুষের কাছে আপন হয়ে উঠুক না কেন । বাবা মায়ের কাছে সবচেয়ে বেশি আপন । আর বাবা মা ও তাদের সবচেয়ে কাছের বন্ধু । কেউ মায়ের কাছে আবার কেউ বাবার কাছে বেশি আপন । তবে আমাদের সকল বিপদ আর সমস্যায় তারা ঢাল হয়ে দাঁড়িয়ে যান । তাহলে বুঝুন তো আপনি হারিয়ে গেলে তাদের মনের উপর কি প্রভাব পরে । এমন হারিয়ে যাওয়ার এক কাহিনী নিয়ে তৈরি হয়েছে “Searching” মুভি ।


কাহিনীসুত্র


ডেভিড কিম তার এবং তার স্ত্রীর পুরাতন ছবি ও স্মৃতি গুলো খুজে দেখছিল । তার সাথে তাদের মেয়ে মারগোট এর অনেক ছবিও আছে । সেগুলো ই নাড়াচাড়া করছিল । ডেভিড কিম এর স্ত্রী পামেলা তাদের এক মাত্র সন্তান হচ্ছে মারগোট । তবে ভাগ্যের নির্মম পরিহাস যে পামেলার লিমফোমা ধরা পরে । এরপর অনেক চেষ্টা করে যায় কিম কিন্তু তার স্ত্রী তাকে আর মেয়ে ছেড়ে চলে যায় পরপারে ।

এরপর থেকেই মেয়ের সাথে একটু দুরত্ব তৈরি হয় । কারণ কিম মেয়েকে সেভাবে সময় দিতে পারত না । তবে তারা দুজনেই সব সময় নেটে কানেক্টেড থাকত । প্রায় সব সময় ই কথা হতো । ভিডিও কলে এবং ফোনে কথা বলত তারা । তারপরও কিম চেষ্টা করে যেত যাতে করে মারগো মায়ের অভাব বুঝতে না পারে । তবুও কিছুটা হলেও দুরত্ব থেকে যেতো ।





সেই দুরত্ব থেকেই মারগো একা হতে শুরু করে । একা হতে হতে নিজেকে সবার থেকে মোটামুটি আলাদাই করে ফেলে । সে পিয়ানো ক্লাশে যাওয়া বন্ধ করে দেয় । সেই টাকা আবার জমাতে শুরু করে । তবে সে অনলাইনে ফ্রেন্ড পায় । তাদের সাথেই তার যোগাযোগ বেশি হতো । এমনকি এক ফ্রেন্ডের মায়ের অসুস্থতার জন্য তাকে ২৫০০ ডলার পাঠিয়ে দেয় । এক রাতে কিম মারগোর সাথে কথা বলে ঘুমিয়ে পরে । রাতে হঠাৎ করে মারগোর ফোন আসে তিন বার । তারপর থেকে তার আর কোন খোজ পাওয়া যায় না ।

সকালে উঠে কিম মারগোর সাথে যোগাযোগের চেষ্টা করেও তার কোন খোজ পাওয়া যায় না । কিম তার ভাই পিটার কিম এর সাথে যোগাযোগ করে । কিন্তু সেও কিছু জানে না বলে জানায় ।

ডেভিড হতাশ হয় না । সে খুজতেই থাকে । ধীরে ধীরে অনেক সত্যের মুখোমুখি হয় সে । কিন্তু জানত না যে সে পর্যন্ত কি আসছে সামনে ।

মারগো কি হবে মারা গিয়েছে ? নাকি সে বেচে আছে ? ছবির শেষ মিলবে উত্তর ।





আলোচনা

অনেক দিন পর কোন মুভি না টেনে দেখেছি । সত্যি বলতে টেনে দেখে কিছুই বুঝি নাই । তাই প্রতি স্টেপ বুঝতে প্রতিটি সিন ই দেখতে হয়েছে । প্রতিটি ফ্রেম দেখতে হয়েছে । বুঝতে হয়েছে আসলে কোথায় যাচ্ছে এই মুভি । কাহিনীর প্রতিটি ধাপ আলাদা । একটা শেষ হলে মনে হয় মুভি শেষ । তখন দেখলাম মুভির আরো ৫০ মিনিট বাকী । আবার দেখি ৩০ মিনিট বাকি । মানে আমাকে ভাবতে বাধ্য করেছে যে এরপর কি হতে পারে ।

থ্রিলার হিসেবে বলতেই হবে ভাল কাজ হয়েছে । কাহিনীর নির্মান শৈলী বলার অপেক্ষা রাখে না । সুন্দর ভাবে সাজানো । যেন মানুষের মনে কৌতুহল সৃষ্টির জন্য ই মুভির কাহিনী তৈরি হয়েছে । একটা মুভি কত ভাবে টুইষ্ট দেয়া যায় । এতে তেমন ভাবে দেয়া আছে ।

তবে মুভিটির যখন আপনারা দেখবেন অবাক হবেন । বলার ইচ্ছে ছিল না । তারপরও বলছি । মুভিটি দেখার সময় মনে হবে এটি ল্যাপটপ এর ক্যামেরায় দেখছেন আবার মনে হবে বাসার সিসি টিভি ক্যামেরায় দেখছেন । এখানে ক্যামেরার ব্যবহার দেখে অবাক হয়েছি । মনেই হয়নি যে আসলে তার কোন ক্যামেরা ব্যবহার করেছে । পুরোটাই ল্যাপটপ এ করা হয়েছে এমন ।





ইন্টারনেটের ব্যবহার আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারবেন । ইন্টারনেট্র ভাল খারাপ দুটি দিক ই আপনি দেখতে পারবেন এখানে । আপনি এটাও বুঝতে পারবেন আসলে আমাদের কি করা উচিত ইন্টারনেট দিয়ে । ভাল খারাপ দুটো কাজেই ইন্টারনেট ব্যবহার করা যায় । আপনি কোনটি করছেন । তাছাড়া সোশ্যাল মিডিয়া আমাদের কাছ থেকে কি নিয়ে যাচ্ছে আর কি দিচ্ছে । সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে সচেতন হতে পারবেন ।

ছবিটি কিন্তু ছোট । মাত্র ১০২ মিনিটের । তারপর ও টুইষ্ট এ ভরপুর । আপনি শেষ বলে উঠতে যাবেন তখন ই দেখবেন আবার মুভি শুরু ।

ডেভিড কিম এর ভুমিকায় ছিলেন জন চো । যাকে আপনারা “ হারোল্ড এন্ড কুমার ” মুভি সিরিজে হারোল্ড এর ভুমিকায় দেখেছেন । যদিও সার্চিং এর তার ভুমিকা একটু সিরিয়াস । সারা শোহন ছিলেন পামেলা কিম, ডেব্রা মেসিং ছিলেন ডিটেক্টিভ, মিচেল লা ছিলেন মারগো আর জোসেফ লি ছিলেন ডেভিড কিম এর ভাইয়ের ভুমিকায় ।

সবশেষে বলব, যারা টুইষ্ট পছন্দ করেন তাদের জন্য অবশ্যই দেখার মত একটা মুভি ।

ভাল থাকুন । সুস্থ থাকুন । গাছ লাগান । আপনার চারপাশ পরিস্কার রাখুন ।


ডাউনলোড লিংকঃ এখানে ক্লিক করুন

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: Ghost in the shell দেখেছেন??

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন:




নাম তো ভুতের । নাম শুনেছি । কিন্তু ভুত আছে মনে করে দেখিনি ।

ভুত না থাকলে দেখতাম ।

২| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৫

তারেক ফাহিম বলেছেন: লিংক দিলে ভালো হতোনা? B-)

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:





সরি । এখন আপডেট করে দিয়েছি ।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের এক জীবনে কারা আপন ।
.........................................................
আপনার আমার আত্তার আত্বীয়রা শুধু আপন হয়,
মাঝে মাঝে এর নিয়ম ভঙ্গ হয়, তবে তা একমাত্র
হতে পারে ।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমাদের আত্তার আত্মীয়রা তো আপন ই । তবে যাদের আমরা বেশি কাছে পাই তারা তো আমাদের বাবা মা ।

ধন্যবাদ ।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: আজই দেখে ফেলব। এটা দেখব তারপর ঘুমাবো।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




ঘুম নষ্ট করে দিলাম নাকি ভাই ।

তারপরও দেখুন ভাল লাগবে ।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছবিটা ভাল। এখনকার দিনে নতুন প্লট পাওয়া খুব কষ্ট। তার মাঝেও একটু ভিন্ন কিছু দিয়ে শেষ পর্যন্ত দর্শক ধরে রাখা মুন্সিয়ানার পরিচয়। আমার মনে হয় একবারও নরমাল ফ্রেমে ছবি আসেনি। সবগুলো হয় ল্যাপট না হয় সিসিটিভিতে রেখেছিল। অনেকটা আনফ্রেন্ডেড সিরিজের মত...

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




দেখে ফেলেছেন মনে হচ্ছে ।

হুম ।

এই কনসেপ্টটাই ভাল লাগেছে ।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

নাহিদ০৯ বলেছেন: ধন্যবাদ। গতকালকেই দেখলাম। আপনার বিশ্লেষন ভালো লাগলো।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩১

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ । আমি একটু দেরি করেই দেখি । ভাল প্রিন্ট ছাড়া দেখতে ভাল লাগে না ।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! ভালো আলোচনা করেছেন । মনে হল এখান থেকে ছবিটা দেখে ফেলেছি। ।

শুভকামনা প্রিয় অপুভাইকে।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩২

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ প্রিয় ।

তবে আপনি মুভিটা দেখতে পারেন যদি থ্রিলার প্রিয় হয়ে থাকেন । ভাল লাগল ।

ভাল থাকবেন সব সময় ।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:



চোখের উপর বাড়তি চাপ পড়ে, সেজন্য মুভি দেখাও ছেড়ে দিয়েছি অনেক আগে; এখনো শুরু ও শেষ দেখি মাঝে মাঝে।
বর্তমান কোরিয়ান মুভিগুলো কেমন?

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



বর্তমানে কোরিয়ান মুভি গুলো অসাধারন করেছে ।

আর সময় পেলে এটা নিয়ে একটা লিস্ট দেব ।

স্যার আপনি সুস্থ থাকুন আপনাকে আমাদের অনেক দরকার ।

৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

নজসু বলেছেন:



যেভাবে রিভিউ লিখেছেন দেখার প্রবল ইচ্ছে হচ্ছে।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




চেষ্টা করছি লেখা লিখি করার ।

দেখে ফেলুন ।

ধন্যবাদ ।

ভাল থাকবেন ।

১০| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

হাবিব বলেছেন: দেখবো সময় পেলে

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

অপু দ্যা গ্রেট বলেছেন:




দেখুন । আশা রাখি ভাল লাগবে ।


ধন্যবাদ ।

১১| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ঘুম নষ্ট করে দিলাম নাকি ভাই ।
তারপরও দেখুন ভাল লাগবে ।

কাম কাজ নাই। বেকার মানুষ। দুই হাত ভরতি সময় আর সময়।
রাত দুইটার আগে একদিনও বিছানায় যাই না। বই পড়ি অথবা মুভি দেখি।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১১

অপু দ্যা গ্রেট বলেছেন:





আপনার মত বেকার হতে চাই । সারাদিন বই পড়ে কাটিয়ে দেব ।

১২| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

সুমন কর বলেছেন: রিভিউ চমৎকার লিখেছেন। ক্যামেরা'র ঐ ব্যবহারের জন্য দেখতে ইচ্ছে করছে না.............

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



দাদা ভাল আছেন?

হ্যা মুভির শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে ক্যামেরা ছিল । কনসেপ্টটা দারুন ।

আপনি দেখতে পারেন ।

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬

সুমন কর বলেছেন: এইতো আছি। তাহলে নাম মনে রাখলাম...........

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




কি বলেন দাদা । আমি তো প্রতিদিন একবার করে আপনার ব্লগ ঘুরি ।

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫

বোকামানুষ বলেছেন: দেখতে হবেতো

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




দেখুন । ভাল লাগবে আশা করি ।

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক ভাল লিখেছেন। শুভ কামনা রইলো ভাইয়া আপনার জন্য।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২২

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

সজল_ বলেছেন: দেখিনি, কয়েকদিনের মধ্যেই দেখে ফেলবো।

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

অপু দ্যা গ্রেট বলেছেন:



আশা করি ভাল লাগবে ।

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২

অলিভিয়া আভা বলেছেন: সুন্দর রিভিউ---
দেখতে বসে গেলাম।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:


ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.