নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

ম্যাঁওপ্যাঁও গান গাও

১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৮


পবন সরকার

ম্যাঁও প্যাঁও পোষ্ট দিয়ে
আর ভাই লাভ নাই
ছোট বড় সকলে
কম বেশি গান গাই।

হুজুরেরা গান গায়
ওয়াজের ভিতরে
গাছে উঠে গান গায়
বাদরে আর ইতরে।

পানির ভিতর গান গায়
পুটি টেংরা শিং মাছ
আষাঢ়েতে ব্যাঙের গানে
থাকে নাকো শরম লাজ।

জামাই বউ গান গায়
পৌষ মাসের ঠান্ডায়
ছোট মুরগী গান গায়
জন্ম নিলে আন্ডায়।

মুচি মেথর গান গায়
সুরা তাড়ি খাওয়ার পর
গায়িকারা গান গেয়ে
কত লোকের ভাঙে ঘর।

মাতালেরা গান গায়
পঁচা ড্রেনে পড়লে
উল্টাপাল্টা কথা বলে
তাকে কেহ ধরলে।

পাগলেরা গান গায়
মাথা গরম হলে পর
ধরুমধারুম কাজ করে
দেখলে পরে লাগে ডর।

চাঁদগাজী নুরু ভাই
তাদের কাছে বলে যাই
ঠেলাঠেলির গান হলে
আমি পবন সেথা নাই।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:



প্রতিটি মানুষ সুখে দু:খে প্রাকৃতিকভাবে গান গেয়ে থাকেন; সারা বিশ্বে গানের বিপক্ষে বাংলাদেশ ও আফগানের কিছু গুহা-মানবেরা মাত্র।

১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৭

পবন সরকার বলেছেন: কেউ গান গায় কেউ গান শোনে, তবে রুচিতে কিছু পার্থক্য থাকতে পারে। যেমনঃ কেউ ইসলামী গান ভালোবাসে, কেউ হরিসংগীত ভালোবাসে, কেউ আধুনিক গান ভালো বাসে, কেউ বাউল গান ভালোবাসে, কাজেই সবাই গান ভালোবাসে। গান ভালো লাগে না এমন লোক পাগল ছাড়া সুস্থ্য মানুষ খুঁজে পাওয়া কঠিন।

২| ১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

নেওয়াজ আলি বলেছেন: প্রতিটি মানুষই গানের বক্ত। তবে কিছু মানব ব্যতিক্রম ।

১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৭

পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন

৩| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: আধুনিক সমাজে বাস করার এই অসুবিধা, মনের কথা খোলাখুলি কখনো বলা যায় না ।

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ২:১১

পবন সরকার বলেছেন: ঠিক বলেছেন, যা ইচ্ছা তাই বলা যাবে না, বলা উচিতও না।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে খুশি হলাম।‌
গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান।
কাজেই আপনি নিরাপদে থাকবেন বললেই নিরাপদে থাকতে পারবেন না। সকলের সঙ্গে গান গাইতেই হবে।

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ২:১২

পবন সরকার বলেছেন: পদাতিক দা কেমন আছেন, ব্লগ বিপদে থাকায় আমিও ঢুকতে পারি নাই। গান সবাই গায় শুধু শুধু এ ওরে দোষ দেয়।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১:০০

ভ্রমরের ডানা বলেছেন: ফোকলা দাতে ডাল চিবিয়ে ভর্তা বানানো হচ্ছে।

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ২:১৩

পবন সরকার বলেছেন: দারুণ একখান কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
জামাই বউ গান গায়
পৌষ মাসের ঠান্ডায়
ছোট মুরগী গান গায়
জন্ম নিলে আন্ডায়।

ছন্দডা মিলছে ভালা।

২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৫

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা।

৭| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫২

তাহেরা সেহেলী বলেছেন: মাশাআল্লাহ! মাশাআল্লাহ!

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৫

পবন সরকার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.