নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বের বিশালতা, স্রষ্টার উদারতা, মানবতার মহিমা ....., সব কিছুতেই আমি মুগ্ধ।

প্লাবন২০০৩

জীবনের সবচেয়ে বড় সুবিধা জীবনকে কখনো চালাতে হয় না, এ চলতেই থাকে, চলতেই থাক...

প্লাবন২০০৩ › বিস্তারিত পোস্টঃ

কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১১ (আলবার্ট আইনস্টাইন)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৩


১৪ই মার্চ, শুক্রবার, ১৮৭৯ সালে সকাল সাড়ে এগারটায় জার্মানীর উলমে জন্ম নিল একটি ছেলে বাচ্চা। সুস্থ, স্বাভাবিক, সব কিছুই ঠিক ঠাক। মায়ের অতি আদরের ছেলেটি আস্তে আস্তে অন্যান্য সব বাচ্চাদের মতই বেড়ে উঠতে লাগল। বাচ্চাটির বয়স যখন দেড় কি দু’ বছর তখন সবাই আস্তে আস্তে খেয়াল করল অন্যান্য সব বাচ্চারা যখন এ বয়সে কট্‌ কট্‌ শব্দে বিভিন্ন অদ্ভুৎ উচ্চারণে সমস্ত বাড়ি ব্যতিব্যস্ত করে রাখে তখন এ ছেলে কিনা একেবারেই চুপ! সারাক্ষণ চুপচাপ ব্যস্ত নিজের খেলনাগুলো নিয়ে! আরে বাবা এ কি বোবা হয়ে জন্মালো নাকি?

ছেলেটির বয়স তখন চার হবে, এই সময়ে একদিন সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছে। সবার সাথে ছেলেটিও আছে। মা এই প্রথম একটি ভুল করে ফেললেন – স্যুপের বাটিটা সহ্য করার মত ঠান্ডা না করেই ছেলেটির সামনে দিয়ে ফেলেছেন। এতদিনে সবাই মোটামুটি নিশ্চিত যে, ছেলেটি বোধ হয় কোনদিন কথা বলতে পারবে না। এদিকে যে ঘটনাটি ঘটল তা হচ্ছে - স্যুপের বাটিটিতে হাত দেয়া মাত্রই সবাইকে অবাক করে দিয়ে একেবারে নির্ভুল উচ্চারণে ছেলেটি বলে উঠল, “ স্যুপটা অনেক গরম”।

সবার এবার খাদ্য খাওয়া বাদ দিয়ে ভিড়মি খাওয়ার যোগাড়, “আরে! তুমি তো বাপু দিব্যি কথা বলতে পার, তাহলে এতদিন বলনি কেন?”

“বা রে, কেন বলব? এতদিন তো সব কিছু ঠিকঠাক মতই ছিল!”- এক্কেবারে যুক্তিযুক্ত উত্তর ছেলেটির। আর হবেই না বা কেন? এ কি আর সাধারণ ছেলে? এরকম ছেলে কি ঘরে ঘরে জন্মায়?


এ-আলবার্ট আইনস্টাইন! বিশ্বের সর্ব কালের সেরা বিজ্ঞানীদের মধ্যে অন্যতম, থিওরি অফ রিলেটিভিটির জনক!

আপনারা জানেন? তিনি এত বড় বিজ্ঞানী কিন্তু তার কোন গাড়ি ছিল না! এমন কি কোনদিন গাড়ি চালানোও শিখেন নি! কোথাও যেতে হলে তিনি হেটে অথবা সাইকেলে চড়ে যেতেন। খুব দরকার হলে তিনি বন্ধুদের বা আত্মীয় স্বজনদের কাছ থেকে গাড়ি ধার নিয়ে ব্যবহার করতেন, তাও ড্রাইভার সহ।

আসলে গাড়ি তার মোটেই পছন্দ ছিল না, তার পছন্দ ছিল বোট। তিনি বোট কিনেছিলেন এবং মাঝে মাঝেই বোটে চড়ে ঘুরতে বেরুতেন। কিন্তু সেখানেও সমস্যা ছিল, তিনি সাঁতার জানতেন না, তার উপর কোন সময়েই লাইফ জ্যাকেটও পড়তেন না। তার বোটে চড়ে ঘুরে বেড়ানোর সময়টা তার পরিবারের কাছে ছিল রীতিমত আতংকের সময়।

তিনি হেঁটে বেড়াতেও পছন্দ করতেন, হাঁটতে হাঁটতে তিনি ঘাস ফড়িং খুঁজতেন। ভাগ্যক্রমে দুই একটা জুটে গেলে অমনি মুখে পুরে চ্যাবাৎ! অর্থাৎ একেবারে দাত দিয়ে চিবিয়ে খেয়ে ফেলতেন!

তিনি ছিলেন খুব শান্তি প্রিয় মানুষ, পাখি দেখতে খুব পছন্দ করতেন। মিউজিক তাকে খুব টানত, মিউজিকের করুণ সুরগুলোতে তিনি অঝোর ধারায় কাঁদতে পারতেন।

অসাধারণ প্রতিভাবান এই বিখ্যাত ব্যাক্তিটি অন্যান্য বিখ্যাত ব্যক্তিদের মতই পাপারাৎজিদের অন্তর থেকে ঘৃণা করতেন। পাপারাৎজিদের তার ছবি তুলতে দেখলেই তিনি জিহ্‌বা বের করে চেহারাকে কিম্ভুতিকামার করে ফেলতেন।


সোমবার, ১৮ই এপ্রিল, ১৯৫৫ সালে ৭৬ বছর বয়সে আমেরিকার নিউ জার্সির প্রিন্সটনে একটি হসপিটালে তিনি মারা যান। তাঁর মৃত্যুর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ডঃ থমাস এস হার্ভে নামক একজন গবেষক গবেষণা করার জন্য কারও অনুমতি ছাড়াই তাঁর মাথা থেকে মগজ অপসারণ করে ফেলেন।

এত কিছু জানার পর পাঠক কি তাঁর কবর দেখার জন্য কোন আগ্রহ বোধ করছেন? যদি আগ্রহ বোধ করেন তাহলে বলে দেই, তাঁর কোন কবর নেই। আইনস্টাইনের অন্তিম ইচ্ছানুযায়ী তাঁর মৃত্যুর পর তাঁর দেহ পুড়িয়ে অজানা কোন স্থানে তাঁর দেহ ভস্ম ছিটিয়ে দেয়া হয়, এটা কোথায় তা কেউ জানে না, জানবেও না কোন দিন।

আলবার্ট আইনস্টাইন (Albert Einstein)
জার্মানীতে জন্মগ্রহণকারী থিওরিটিকাল ফিজিসিস্ট। থিওরি অফ রিলেটিভিটি’র জনক।
জন্মঃ ১৪ই মার্চ, ১৮৭৯, উলম, জার্মানী
মৃত্যুঃ ১৮ই এপ্রিল, ১৯৫৫, প্রিন্সটন, নিউ জার্সী, ইউনাইটেড স্টেটস্‌।


চলবে-

এই সিরিজের অন্যান্য পোষ্টগুলিঃ

১। কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১
২।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-২
৩।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৩
৪।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৪
৫।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৫
৬।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৬
৭।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৭
৮।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৮
৯।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৯
১০।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১০
১২।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১২

মন্তব্য ৬৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৩

প্রামানিক বলেছেন: জানা ছিল না জানা হলো। ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৪

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই, আপনি ভালো আছেন? আমাকে দেয়া চায়ের (আমার দাবী কফি) দাওয়াতটা এখনো বলবৎ আছে তো?

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৮

মারুফ তারেক বলেছেন: আপনার পোষ্টগুলো ভাল হয়। বিজ্ঞানের ছাত্র বলে কথা। :P

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫০

প্লাবন২০০৩ বলেছেন: হায় হায়, বলেন কি? আমি বিজ্ঞানের ছাত্র? আমি ভাই কমার্সের ছাত্র।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৮

নতুন বলেছেন: ১৪ই মার্চ, শুক্রবার, ১৮৭৯ সালে সকাল সাড়ে এগারটায় জার্মানীর উলমে জন্ম নিল একটি ছেলে বাচ্চা। সুস্থ, স্বাভাবিক, সব কিছুই ঠিক ঠাক।

জন্মের পরে উনার মাথার পেছনের অংশ বেশ বড় ছিলো যেটা কয়েক সপ্তাহ পরে আস্তে আস্তে ঠিক হয়। জন্মের সময় এটা দেখে তারা মনে করেছিলো যে হয়তো শিশুটি অস্বাভাবিক।

সবার এবার খাদ্য খাওয়া বাদ দিয়ে ভিড়মি খাওয়ার যোগাড়, “আরে! তুমি তো বাপু দিব্যি কথা বলতে পার, তাহলে এতদিন বলনি কেন?”
“বা রে, কেন বলব? এতদিন তো সব কিছু ঠিকঠাক মতই ছিল!”- এক্কেবারে যুক্তিযুক্ত উত্তর ছেলেটির।


উনি ৪ বছর বয়সে কথা বলা শুরু করেছিলো এটা অনেকে বলে। কিন্তু এতো ডিটেইলস কাহিনি ভালো কোন সাইটে দেখিনাই। :)
http://www.huffingtonpost.com/2013/10/17/abert-einstein-facts_n_3987801.html

তাঁর মৃত্যুর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ডঃ থমাস এস হার্ভে নামক একজন গবেষক গবেষণা করার জন্য কারও অনুমতি ছাড়াই তাঁর মাথা থেকে মগজ অপসারণ করে ফেলেন। <<

উইকিপিডা https://en.wikipedia.org/wiki/Albert_Einstein
উনি তার ময়নাতদন্ত করছিলেন। এবং পরিবারের অনুমুতি না নিয়েই মস্তিক্ত অপসারণ করেন।

আপনার সিরিজটা জটিল... অনেক নতুন জিনিস হাজির করেন আপনি। :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৯

প্লাবন২০০৩ বলেছেন: লেখক বলেছেন: "সবার এবার খাদ্য খাওয়া বাদ দিয়ে ভিড়মি খাওয়ার যোগাড়, “আরে! তুমি তো বাপু দিব্যি কথা বলতে পার, তাহলে এতদিন বলনি কেন?”
“বা রে, কেন বলব? এতদিন তো সব কিছু ঠিকঠাক মতই ছিল!”- এক্কেবারে যুক্তিযুক্ত উত্তর ছেলেটির।"
https://ravenambition.wordpress.com/2014/01/25/10-genius-minds-with-surprising-habits-and-pasttimes/
Albert Einstein Anecdotes: http://oaks.nvg.org/sa5ra17.html
পড়ার আগ্রহ আনানোর জন্য কিছুটা শব্দ রস যোগ করেছি, এই যা।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৫

চলন বিল বলেছেন: ভালো ছিল

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২২

প্লাবন২০০৩ বলেছেন: জ্বী ভাই।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪

রিকি বলেছেন: আলবার্টের মগজ তো এখনও কোন মিউজিয়ামে সংরক্ষিত আছে :) চলতে থাকুক প্লাবন ভাই এই সিরিজ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ রিকি ভাই। চলবে-

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

জেকলেট বলেছেন: আইনস্টাইন সম্পর্কে আরেকটা মজার ইনফোরমেসন, আইনস্টাইনের মগজ এভারেজ মানুষের থেকে ৫% ছোট ছিল!!! ;)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

প্লাবন২০০৩ বলেছেন: তথ্য সূত্র দেয়া যাবে @জেকলেট ভাই?

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

জুন বলেছেন: মগজই যখন সরিয়ে ফেলেছে তখন আর দেহ দিয়ে কি হবে :(
জগৎবিখ্যাত বিজ্ঞানী সম্পর্কে তথ্যগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ প্লাবন ২০০৩ ।
+

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ আপু, মগজ সরিয়ে না ফেললে ওটাও তো দেহভস্মের সাথে হারিয়ে যেত।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

জেকলেট বলেছেন: ডিসকভারি চ্যানেল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই, তাহলে বের করছি।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওলললজজজজজ..........সেই রকম একখান সিরিজ
চেটেপুটে খেলুম
চালিয়ে যান মশাই

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

প্লাবন২০০৩ বলেছেন: এ চলতেই থাকবে মশাই, মোটামুটি আগামী তিন বছরের মাল মশল্লা যোগাড় যন্ত্র করা আছে (প্রতি মাসে দুইবার করে রান্না হলে), উৎসাহ পেলুম।

ধন্যবাদ, সাথে থাকবেন আশা করি।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫১

আমিনুর রহমান বলেছেন:


দারুণ পোষ্ট +
আইনস্টাইন এর ব্রেইন

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২১

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

সাহসী সন্তান বলেছেন: দারুন বিষয়! আর্লবাট আইনস্টাইন সম্পর্কে আগেও অনেক পড়েছি, তার পরেও আপনার লেখাটা পড়ে অনেক ভাল লাগলো! সিরিজ চলতে থাকুক, পাঠক হিসাবে সঙ্গ দেওয়ার চেষ্টা করবো ইনশা-আল্লাহ!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৮

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই। এ অনেক বড় পাওয়া।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়েলকাম ব্যাক!

সব শোক কাটিয়ে আবার আমাদের প্রিয় সিরিজ নিয়ে হাজির হওয়ায় অভিনন্দন।

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই, শোক কাটাতে হবেই। এতদিন শোক ছিল বউ হারিয়েছি বলে, এখন শক্তি আসছে এতগুলি ভাই পেয়েছি বলে, আল্লাহ্‌ একটা কিছু নিলে দশটা দান করেন, আসলেই সত্যি। আপনাদের সাথে ভাইয়ের মত থাকতে চাই বলেই ফিরে আসা।

দোয়া করবেন @বিদ্রোহী ভৃগু ভাই, মাঝে মাঝে খুব মন খারাপ হয়, সেটা থেকে যেন বের হয়ে আবার স্বাভাবিক হতে পারি।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫

আরণ্যক রাখাল বলেছেন: ভাবিনি আপনাকে আবার ব্লগে পাব! আর আমি জানতাম আইন্সটাইনের ব্রেইন স্বাধারণ মানুষের চেয়ে দ্বিগুন বড়

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১

প্লাবন২০০৩ বলেছেন: কেন @আরণ্যক ভাই? আমাকে পাবেন না কিভাবে ভাবলেন? আপনাদের ছেড়ে কোথায় যাব আমি? আমার যে আর যাওয়ার কোন যায়গা নেই।

আইনস্টাইনের ব্রেইন সম্পর্কে @জেকলেট ভাই বলেছেন তা নাকি সাধারণ মানুষের ব্রেইন থেকে সাইজে ৫% ছোট ছিল (সূত্রঃ ডিসকভারি), আমি অবশ্য এখনো চেক করে দেখতে পারিনি।

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৯

প্রামানিক বলেছেন: আগামী কাল সকাল বেলা পল্টনে আসেন আপনাকে চায়ের সাথে ভাই ভাই হোটেলের নেহারী খাওয়াবো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

প্লাবন২০০৩ বলেছেন: আরে, এ যে মেঘ না চাইতেই ঘুর্ণিঝড়! তাহলে কাল সকাল দশটায় অবশ্যই আসছি, কিন্তু পল্টনে কোথায়ই বা আসব? আর আপনাকে খুঁজে পাবই বা কিভাবে?

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩১

হাসান মাহবুব বলেছেন: ঘাসফড়িং চিবিয়ে খেয়ে ফেলতেন! B:-) :-/ :|

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০

প্লাবন২০০৩ বলেছেন: আমি কিন্তু নিজ চোখে দেখিনি ভাই, আমিও শধু পড়েছি আর তা এখানে তুলে দিয়েছি।

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: অনেক ভালো লাগা!


কিন্তু ফড়িং মনে হয় তার সহ্য হতোনা!:(

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

প্লাবন২০০৩ বলেছেন: সহ্য হোত। সহ্য হোত বলেই খেত, অবশ্য এখনকার সময়ে হোলে সহ্য হোত না, এটা নিশ্চিত। আপনার হাতের অত সুন্দর সুন্দর রান্না দেখলে ঘাস ফড়িং কেন, ফাইভস্টার হোটেলের খাওয়াও সহ্য হোত না। আর কিছু বলার আছে ভাইয়া?

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

শতদ্রু একটি নদী... বলেছেন: প্রতিভাবানদের মাথায় কিছু না কিছু সমস্যা থাকেই, আচরনেও তাই। তবে বাচার আনন্দ সাধারন হয়েই। আইনস্টাইনের এই কাহিনীগুলো পড়ছিলাম কম বেশি। তবে ব্লগের জন্য একটা ভালো শেয়ার।

++

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

প্লাবন২০০৩ বলেছেন: আসলেও @শতদ্রু ভাই, "বাচার আনন্দ সাধারন হয়েই"। আমি ১০০% একমত।

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

সুমন কর বলেছেন: অনেক দিন পর, পোস্ট দিলেন। কেমন আছেন?

অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

প্লাবন২০০৩ বলেছেন: হ্যাঁ সুমন ভাই, অনেক দিন হয়ে গেছে, আস্তে আস্তে সামলে নিচ্ছি।

এখন মোটামুটি ভাল। আপনি ভাল আছেন তো?

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫

তারছেড়া লিমন বলেছেন: এত অপেক্ষার মানে হয় ............. কতদিন পর পড়লাম।। ;)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১

প্লাবন২০০৩ বলেছেন: দুঃখিত @লিমন ভাই, এখন থেকে আবার নিয়মিত পোস্ট যাবে।

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৫

পাজল্‌ড ডক বলেছেন: :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২০

প্লাবন২০০৩ বলেছেন: :)

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৩

ফ্লাইং সসার বলেছেন: ছবি তুলতে গেলে জিহ্ববা বের করে দিত!! হা হা ! আমি ঐছবিটা দেখে ভাবতাম ওটা হয়তো কোন বিশেষ মুহূর্তে ক্যাপচার্ড হয়ে গিয়েছিল।

গ্লাস এখনও ফেলতে পারি নাই।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৮

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ, এতদিনেও গ্লাস ফেলতে পারেন নি শুনে খুব অবাক লাগল।

গ্লাস ফেলার দুটি উপায় আছে- ১। গ্লাস ফেলে দিন, অথবা ২। গ্লাস ফেলার দরকার নেই, গ্লাস টি ধরে রাখারও দরকার নেই।
আর যদি আপনি নিজেই গ্লাস ফেলতে না চান, সেটা অন্য কথা।

ভালো থাকবেন।

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই, শেয়ার করার জন্য।

+++

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৩

প্লাবন২০০৩ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২৩

প্রামানিক বলেছেন: আমি পল্টনে বাসস অফিসের নিচে দাঁড়ানো আছি। তাড়াতাড়ি আইসা পড়েন। যদি আমারে চিনতে না পারেন বাসস-এর দারোয়ানদের আমার নাম জিজ্ঞেস করবেন। তারা আমারে দেখায়া দিব।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

প্লাবন২০০৩ বলেছেন: স্যরি, প্রামানিক ভাই, আমি মোটামুটি ভোর ছয়টা পর্যন্ত জেগে ছিলাম। ঐ পর্যন্ত আপনার কোন প্রতিউত্তর না পেয়ে ঘুমাতে চলে গিয়েছিলাম।

আপনাকে অপেক্ষায় রাখার জন্য আন্তরিক দুঃখিত এবং লজ্জিত।

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩১

গোল্ডেন গ্লাইডার বলেছেন: দারুন শেয়ার প্লাস +++্

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ, @গ্লাইডার ভাই।

২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

প্রামানিক বলেছেন: কাজটা ভাল করেন নাই পারলে এখনও চলে আসতে পারেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

প্লাবন২০০৩ বলেছেন: বিকালে আসি ভাই, ছয়টার দিকে?

২৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০

আরজু পনি বলেছেন:

আমিও কতোকিছু জানিনারে পাঠক !

ঘাসফড়িং-এ পুষ্টি উপাদান কী পরিমাণ ছিল/আছে তা ভাবছি :P

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩১

প্লাবন২০০৩ বলেছেন: কিছু তো আছে, অন্ততঃ প্রোটিনটা তো ধরতে হবেই
আপনার শরীর কেমন আছে এখন?

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

আমি তুমি আমরা বলেছেন: আইনস্টাইনকে নিয়ে মজাদার এমন অনেক গল্প প্রচলিত আছে। সত্যতা কতটুকু- কে জানে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

প্লাবন২০০৩ বলেছেন: সত্যতা জানার আর কোন উপায় তো নেই, সব সত্যই উনি সাথে করে নিয়ে গেছেন।

এখন শুধু অন্যের কথায় ভরসাই সম্বল।

২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪১

সিপন মিয়া বলেছেন: ভাই, যদি দয়া করে আপনার ফেবু আইডির লিংকটা দিতেন তবে কৃতজ্ঞ হতাম।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

প্লাবন২০০৩ বলেছেন: ভাই, আমি ফেবুতে অনেক দিন আগে একটা আই ডি খুলেছিলাম, এটুকু পর্যন্তই মনে আছে। ফেবুতে আমি ঢুকি না।

২৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

মায়াবী রূপকথা বলেছেন: মজার পোস্ট ভাইয়া । ভাললেগেছে খুব :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

প্লাবন২০০৩ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

৩০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯

মিমমা সুলতানা মিতা বলেছেন: খুব ভাল লাগলো আপনার লেখাগুলো পড়ে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

প্লাবন২০০৩ বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আশা করি সাথে থাকবেন।

৩১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

কামরুন নাহার বীথি বলেছেন: আলবার্ট আইনস্টাইন (Albert Einstein) -এর অবাক করা জীবনকথা সত্যিই খুব ভাল লাগল!!!
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে!!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ আপু, আপনাকে একই সাথে ঈদের শুভেচ্ছা।

৩২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আরজুপনি বলেছেন:

আমিও কতোকিছু জানিনারে পাঠক !

ঘাসফড়িং-এ পুষ্টি উপাদান কী পরিমাণ ছিল/আছে তা ভাবছি :P

২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

প্লাবন২০০৩ বলেছেন: আমি তো এটা সবসময়েই ভাবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.