নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বের বিশালতা, স্রষ্টার উদারতা, মানবতার মহিমা ....., সব কিছুতেই আমি মুগ্ধ।

প্লাবন২০০৩

জীবনের সবচেয়ে বড় সুবিধা জীবনকে কখনো চালাতে হয় না, এ চলতেই থাকে, চলতেই থাক...

প্লাবন২০০৩ › বিস্তারিত পোস্টঃ

কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১৪ (ভালোবাসা দিবসে ভালোবাসার না জানা কথাগুলি)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

প্রেমে পড়লে পেটের ভেতর প্রজাপতি ওড়াওড়ি করে

প্রেমে পড়া অনেকেই নাকি পেটের ভেতর প্রজাপতি ওড়াওড়ি অনুভব করে! প্রজাপতি গুলো পেটের ভেতর এদিক ওদিক ওড়াওড়ি করে, এদিক সেদিক গিয়ে বসে, আবার মারামারিও করে! কি ভয়ঙ্কর কথা!!

বিজ্ঞানীরা রীতিমত গবেষণা শুরু করলেন বিষয়টা নিয়ে। ফলাফল? হ্যা, সত্যিই সম্ভব!

তবে আসল বিষয়টা হচ্ছে ওগুলো কোন বাস্তব প্রজাপতি না। প্রেমে পড়লে আমাদের শরীর অ্যাড্রিনালিন হরমোন তৈরী করা বাড়িয়ে দেয়, অধিক পরিমাণে উৎপন্ন এই হরমোন শরীরে বিভিন্ন অংশে বেশী মাত্রায় পৌছানোয় এরকম অনুভূতি লক্ষনীয় হতে পারে।

বিজ্ঞানীদের বলি, আমার ব্যপারটা নিয়ে একটু গবেষণা করবেন ভাই? আমার না এরকম হয় না, আমার যেটা হয় - প্রায়ই পেটের ভেতর ছুঁচা দৌড়াদৌড়ি করে!

আপনার উনি কি আপনাকে সত্যিই ভালোবাসেন?

সব জুটিই বিষয়টি জানতে চাইবেন – আপনার উনি কি আপনাকে সত্যিই ভালোবাসেন? বা কতটুকু ভালোবাসেন?

তাহলে শুনুন, কোরিয়ান একটি টেলিকম অপারেটর-KTF (Korean Telecom Freetel) পরবর্তীতে Korea Telecom, “Love Detector” নামে একটি সার্ভিস চালু করেছিল। সার্ভিস্ টির কাজ ছিল সাবস্ক্রাইবারের সঙ্গীর ভয়েস প্যাটার্ণ বিশ্লেষণ করে তাতে আবেগ, বিস্ময়, একাগ্রতা এবং সততার পরিমাণ টেক্সট করে সাবস্ক্রাইবারকে জানিয়ে দেয়া।

আমাদের দেশের মোবাইল অপারেটররা কি যে করে?

প্রমাণ করুন সত্যিই একে অন্যকে ভালোবাসেন

আপনারা দু’জন সত্যিই একে অপরকে ভালোবাসেন? যদি তাই মনে করেন, বিষয়টা একটু পরীক্ষা করে ফেলুন। দু’জন মুখোমুখি বসে একে অপরের চোখের দিকে তাকিয়ে দেখুন ন্যুনতম তিন মিনিট অবধি। হার্ট রেট দু’জনেরই সমান হয়ে যাবে।

কথায় আছে মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু হৃদয় বলতে পারে না। আর হার্ট রেট যদি না মেলে? তাহলে অন্ততঃ একজনের মধ্যে তো সমস্যা আছেই।

বুকে ব্যাথা!! আমার হৃদয় টা একেবারে ভেঙ্গে গেছে

মন টা ভেঙ্গে গেলে বুকে ব্যাথা হয়? হয়। গবেষকরা দেখিয়েছেন যে ব্রেক আপ, ডিভোর্স, বা প্রিয়জন থেকে দূরে থাকলে বুকে ব্যাথা হতে পারে, এমনকি বুকে ব্যাথার পাশাপাশি শ্বাসকস্ট পর্যন্ত দেখা দিতে পারে। চিকিৎসা ভাষায় একে ব্রোকেন হার্ট সিনড্রোম (Broken Heart Syndrome) বলে। এ ধরণের সিনড্রোমে ছেলেদের চেয়ে মেয়েরা আক্রান্ত হয় বেশী। তাই এরকম রোগীর দেখা মিললেই হার্ট এ্যাটাক হয়েছে ধরে নেয়াটা বোকামী।

বলি, যে কাজে মন ভেঙ্গে যেতে পারে সে কাজ করার দরকারটা কি শুনি? কই, হাত পা ভাঙ্গার ভয়ে তো ছাদ থেকে লাফ দাওনা। প্রেম করার সময় এসব খেয়াল থাকে না, না?

প্রেমে পড়া মানে বন্ধু হারানো

কথায় আছে যখন আপনি প্রেমে পড়লেন তখন দু’জন ঘনিস্ট বন্ধু হারালেন। অনেকে বিষয়টাকে গুজব বলে উড়িয়ে দিতে চান।

কঠিন সত্য কথাটা হচ্ছে – প্রেমে পড়ার সাথে সাথে আসলেই আপনি আপনার জীবনের সবচাইতে ঘনিস্ট দু’জন বন্ধু হারালেন। এদের একজন আপনি নিজে, আরেকজন হচ্ছে যার প্রেমে পড়লেন।

আরেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজ

অ্যারেঞ্জ ম্যারেজ থেকে লাভ ম্যারেজ চালু হয় কবে থেকে জানেন? বেশী দিন না, এই আঠারশ শতাব্দী থেকে।

চিন্তা করুন এর আগে মানুষগুলো কি পরিমাণ বে-রোমান্টিক ছিল?

রাজা তোমায় স্যালুট

নরওয়ের রাজপুত্র হ্যারাল্ড (Harald), হঠাৎ মন দিয়ে বসলেন সাধারণ এক কাপড়ের ব্যবসায়ীর মেয়ে সোঞ্জা (Sonja) কে। রাজ বংশ বলে কথা, বিষয়টা মেনে নেবে না কেউ। গোপনে মন দেয়া নেয়া চলল প্রায় নয় বছর। হঠাৎ একদিন সব জড়তা কাটিয়ে ভালোবাসার জয় হোল। হ্যারাল্ড, তার বাবা রাজা ওলাভ (Olav) কে নিজ ভালোবাসার কথা খুলে বললেন। কি? রাজবংশের সাথে সাধারণ এক মেয়ের বিয়ে? হতেই পারে না। রাজার এক কথা – “সম্ভব না”। কিন্তু তাই বলে বিষয়টা কি এখানেই শেষ? মোটেই না। রাজপুত্র হ্যারাল্ডও রাজাকে সাফ সাফ জানিয়ে দিলেন তার মনের কথা। মানতি মানলেন, বিয়ে করবেন তো ঐ সোঞ্জা কেই, নয়তো কাউকে না।

পবিত্র এ ভালোবাসার কাছে হার মানলেন রাজাও। মহাসমারোহে তাদের বিয়ে করালেন ১৯৬৮ সালের ২৯শে অগাস্ট।

রাজা তোমায় স্যালুট।

প্রেমহীন জীবন

কেউ কেউ নাকি তার প্রেমহীন জীবন নিয়েই সন্তুষ্ট। আর হবে না? এরা বিরল হাইপোপিটুইটারিজম (hypopituitarism) নামক রোগে আক্রান্ত। প্রেম, ভালোবাসার মহাত্ম এরা উপলব্ধিই করতে পারে না।

প্রেম মানে আকাংখ্যা?

Love শব্দটি সংস্কৃত লাভিয়াতি (lubhyati) শব্দ থেকে উৎপন্ন, যার মানে বাংলায় আকাংখ্যা, ইংরেজীতে Desire.

বিবাহ পূর্বক প্রেম হতে হবে ৩/৪ বছর?


মনোবিজ্ঞানীদের মতে এক জন মানুষকে বুঝতে ৩/৪ বছর সময় লাগে। তাই তারা সাজেশন করেন বিয়ের আগে ৩/৪ বছরের প্রেম একজন আরেকজনকে বুঝতে ও জানতে যথেস্ট সহায়তা করে। এই ধরণের প্রেমের বিয়েও নাকি টেকে।

আমি বাবা কিচ্ছু বলতে পারব না, আগে ঐসব মনোবিজ্ঞানীদের ৩/৪ বছর দেখে নেই। তারপর বলব।

চলবে-

এই সিরিজের অন্যান্য পোষ্টগুলিঃ

১। কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১
২।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-২
৩।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৩
৪।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৪
৫।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৫
৬।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৬
৭।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৭
৮।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৮
৯।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৯
১০।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১০
১১।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১১
১২।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১২
১৩।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১৩

মন্তব্য ৪৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১৮

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক কিছুই জানলাম।

ধন্যবাদ এত কিছু জানানোর জন্য :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ আপু, পরিশ্রম স্বার্থক মনে হচ্ছে।
শুভেচ্ছো জানবেন।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:০৯

প্রবাসী পাঠক বলেছেন: আমি মনে হয় হাইপোপিটুইটারিজম রোগের রুগী।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪

প্লাবন২০০৩ বলেছেন: হায় হায়

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

ধমনী বলেছেন: আমি বাবা কিচ্ছু বলতে পারব না, আগে ঐসব মনোবিজ্ঞানীদের ৩/৪ বছর দেখে নেই। তারপর বলব।
--- বরাবরের মতই দুর্দান্ত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

প্লাবন২০০৩ বলেছেন: কে দুর্দান্ত? আমি? না, লেখা?

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯

ধমনী বলেছেন: যে এবং যার...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ :D :D :D

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

আরজু পনি বলেছেন:
প্রেমে পড়া মানে বন্ধু হারানো...খুব সত্যি কথা ।
প্রেমে পড়া মানে ডিক্টের হওয়া আর ডিক্টেটরের অধীনে নিজেকে সমর্পণ করা ।

একেবারে সঠিক সময়ে সঠিক পোস্টটি করেছেন ।
দারুণ লাগলো...পাঠক থুক্কু লেখক :D

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮

প্লাবন২০০৩ বলেছেন: :D :D :D

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫

আরজু পনি বলেছেন: ডিক্টেটর হবে ডিক্টের এর বদলে ।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

আমিজমিদার বলেছেন: **হার্ট রেট সমান হয়ার কথাটা আরবান মিথ, কোন সত্যতা নাই। গুগলাইয়া দেখেন।

**লাভ ম্যারেজ হ্যাতে শুরু করে নাই, এইটা বহুত প্রাচিন। এটলিস্ট লাভ ম্যারেজের উইকি পেজটা পইড়া দেখতে পারতেন। আর রাজপুত্রের বউয়ের নাম সোনিয়া। 'জা' না, 'ইয়া'।

**লাভিয়াতি না, ''লভ্যতঃ'' হপে। ইংলিশ উচ্চারণ টাইনা আঞ্ছেন। আর এইটা নিয়াও ডিবেট আছে, যেহেতু অর্থে মিল নাই। ধারনা করা হয় সংস্কৃত থিকা না, প্রোটো জার্মান শব্দ 'লুবোঁ' থিকা লাভ আসছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

প্লাবন২০০৩ বলেছেন: @আমিজমিদার ভাই, বুঝা যাচ্ছে বেশ কিছুটা কস্ট করেছেন। ধন্যবাদ।
লেখাগুলি আমি পোস্ট দেবার আগে এর সত্যতা যাচাইয়ের যথেস্ট চেস্টা করি। মাঝে মাঝে যে দু'একটা ভুল হয় না, তা না। তবে বেশিরভাগ সময়েই এর পেছনে সত্যতা থাকে। কিছু কিছু তথ্য হয়ত কালের পরিক্রমায় এক সময় ভুল প্রমাণিত হয়, সেখানে আমার করার কিছু থাকে না। সবগুলো পোস্টের পেছনের রেফারেন্স দিতে গেলে এই ব্লগ পড়ার আনন্দ আর থাকবে না।
কেউ কেউ যখন পোস্টগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন তোলে, বিশ্বাস করেন তখন আনন্দ ছাড়া কোন বিরক্তি উপলব্ধি করি না। আমার কাছে মনে হয় পোস্টগুলোর সত্যতা যাচাইয়ের জন্য আমি যে কস্ট করেছি তার অন্ততঃ একজন ভাগীদার খুজে পেয়েছি। যাই হোক আপনার মতামতের উত্তরগুলো আমি দিচ্ছি-
১। "হার্ট রেট সমান হয়ার কথাটা আরবান মিথ, কোন সত্যতা নাই। গুগলাইয়া দেখেন"
-কথা হচ্ছে ভাই, গুগলাইয়া কোথায় দেখব? লিঙ্কগুলি যদি দিতেন। আমি আপনাকে কয়েকটা লিঙ্ক আর রেফারেন্স দিচ্ছি। একটু কস্ট করে যদি দেখে নিতেন-
ক) Click This Link
খ) Click This Link
গ) 3. Click This Link
ন্যাশনাল জিওগ্রাফিক আবার এদিক দিয়ে আমার চেয়েও আরেক কাঠি ওপরে। তারা বলতে চেয়েছে প্রিয়জন ফায়ার ওয়াক করার সময়েও তাদের হার্ট রেট সিনক্রোনাইজ করে- Click This Link

২। "লাভ ম্যারেজ হ্যাতে শুরু করে নাই, এইটা বহুত প্রাচিন। এটলিস্ট লাভ ম্যারেজের উইকি পেজটা পইড়া দেখতে পারতেন"-আমি কোথায় বললাম লাভ ম্যারেজ হ্যাতে শুরু করছে?
যদি লাইনটা একটু তুলে দিতেন।

৩। "আর রাজপুত্রের বউয়ের নাম সোনিয়া। 'জা' না, 'ইয়া'।
- হ্যা, আমি এটা করেছি, পাঠক “Sonja” লেখা দেখবে আর আমি বলব সোনিয়া, এই রিস্কটা নিতে চাইনি। সরল ভাবে চালিয়ে দিয়েছি। লাভিয়াতি / লভ্যতঃ এর বিষয়টাও একই রকম। সোজাসুজি ইংলিশ উচ্চারণ টেনে এনেছি। যেমন সবাই পারী (Paris) কে প্যারিস বা রেস্তোরাঁ (Restaurant) কে রেস্টুরেন্ট বলে চালায়। এ শুধুমাত্র পড়ার সরলতার জন্যই।

৪। "......যেহেতু অর্থে মিল নাই। ধারনা করা হয় সংস্কৃত থিকা না, প্রোটো জার্মান শব্দ 'লুবোঁ' থিকা লাভ আসছে।"
-ভাই একটু কস্ট করে যদি প্রোটো জার্মান ভাষা বা জাতির উৎপত্তি এবং জার্মান/গথ সভ্যতা ও প্রাচীন ভারতীয় সভ্যতা সম্পর্কে পড়াশোনা করে নিতেন তাহলে বিষয়টা পরিস্কার হয়ে যেত।

ধন্যবাদ। পোস্টে আলোকপাত করার জন্য।


৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫

মায়াবী রূপকথা বলেছেন: মজা পেয়েছি পড়ে । দারুন পোস্ট ভাইয়া :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাইয়া, কস্ট স্বার্থক।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

আবু শাকিল বলেছেন: ভাইয়া ভাইয়া Broken Heart Syndrome সুচিকিৎসা কুতায় হয়!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২

প্লাবন২০০৩ বলেছেন: এর চিকিৎসা নাই ভাই। প্রেম করার আগে খেয়াল থাকে না? প্রেম করতে কইছিল ক্যাডা? হেডিরে আগে ঘাড়ের ওপর কয়েকটা দ্যান, শারীরিক ভাবে না হইলেও মানসিক ভাবে শান্তি পাইবেন।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫

বিজন রয় বলেছেন: কি ব্যাপাার! অন্য রকম।
++++++++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

প্লাবন২০০৩ বলেছেন: হুমমম্‌ . ;) ;) ;)

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার।++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭

প্লাবন২০০৩ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ! বিশেষ দিবসের জন্য বিশেষ পর্ব!!! ++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ @বো_মা ভাই, আসলে বিশেষ দিবসের জন্য বিশেষ পর্ব, তা না। বিশেষ দিবসের কথা চিন্তা করতে গিয়ে তথ্য গুলো একত্রীভূত করে ফেললাম। এ-ই।
বিশেষ দিবসের কথা চিন্তা করে আসলে গতকালের পোস্ট টা দিয়েছিলাম।
অসংখ্য ধন্যবাদ ভাই।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৩

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার পোস্ট।

আপনার এই পোস্ট মানেই, অনেক আজব কিছু পড়া। অনেকটা আগ্রহ নিয়ে পড়তে আসি, আপনিও নিরাশ করেন না।

ভাল থাকুন, সুস্থ থাকুন আর পোস্ট লিখুন :-P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই। আমিও যথাসম্ভব চেস্টা করি যাতে নিরাশ না হন।
তবে মাঝে মাঝে ভয় হয় কবে না নিরাশ করে ফেলি। দোয়া করবেন ভাই।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

সুমন কর বলেছেন: রাজা তোমায় স্যালুট। ...

শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫

প্লাবন২০০৩ বলেছেন: @সুমন দা, তোমায় স্যালুট, সুন্দর কমেন্টের জন্য।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাইজান , আমার পেটের ভিতর নড়ে কিতা ?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

প্লাবন২০০৩ বলেছেন: পেটের সাইজ, তিনটা ফুলস্কেপ সাইজের কালার ছবি, এক্স-রে, আলট্রাসনোগ্রাফি করে আজই আধা ঘন্টার মধ্যে আমার ঠিকানায় পাঠিয়ে দিন।
মনে রাখবেন সব দর্শন বারবার, শেষ দর্শন একবার।
আপনার পেটের ভেতর সব ধরণের নড়াচড়া, ঝগড়াঝাটি, গুতাগুতি, মারামারির মূল রহস্য জানতে আজই যোগাযোগ করুন আমার সাথে।

চুপিচুপিঃ ভাইজান একটু পাবলিসিটি কইরেন, ৫০% আপনার।

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

বনমহুয়া বলেছেন: নরওয়ের রাজপুত্র হ্যারাল্ড (Harald), হঠাৎ মন দিয়ে বসলেন সাধারণ এক কাপড়ের ব্যবসায়ীর মেয়ে সোঞ্জা (Sonja) কে। রাজ বংশ বলে কথা, বিষয়টা মেনে নেবে না কেউ। গোপনে মন দেয়া নেয়া চলল প্রায় নয় বছর। হঠাৎ একদিন সব জড়তা কাটিয়ে ভালোবাসার জয় হোল। হ্যারাল্ড, তার বাবা রাজা ওলাভ (Olav) কে নিজ ভালোবাসার কথা খুলে বললেন। কি? রাজবংশের সাথে সাধারণ এক মেয়ের বিয়ে? হতেই পারে না। রাজার এক কথা – “সম্ভব না”। কিন্তু তাই বলে বিষয়টা কি এখানেই শেষ? মোটেই না। রাজপুত্র হ্যারাল্ডও রাজাকে সাফ সাফ জানিয়ে দিলেন তার মনের কথা। মানতি মানলেন, বিয়ে করবেন তো ঐ সোঞ্জা কেই, নয়তো কাউকে না।

পবিত্র এ ভালোবাসার কাছে হার মানলেন রাজাও। মহাসমারোহে তাদের বিয়ে করালেন ১৯৬৮ সালের ২৯শে অগাস্ট।

রাজা তোমায় স্যালুট।


আমিও স্যালুট দিলাম। বাহ। প্রেম এমনই হবার কথা। প্রজাপতি উড়ার বিষয়টা মজার।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

প্লাবন২০০৩ বলেছেন: "প্রজাপতি উড়ার বিষয়টা মজার"।
-হায় হায় কয় কি? আগে উড়ুক একবার, বুঝবাইন্যে

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

বনমহুয়া বলেছেন: উড়েনি কে বলেছে ?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

প্লাবন২০০৩ বলেছেন: অ, বুঝছি, আইন্যেও পড়ছেন ...........

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

উল্টা দূরবীন বলেছেন: বাঁচতে হলে জানতে হবে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

প্লাবন২০০৩ বলেছেন: জাইনা জাইনা আর কতকাল বাঁচবেন,
মরণ কখন চোখের সামনে সুন্দরীর সাজে সাইজ্জা আইব বুঝবারই পারবেন না।

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

কামরুন নাহার বীথি বলেছেন: প্রেমে পড়লে পেটের ভেতর প্রজাপতি ওড়াওড়ি করে!!!! ----- --------

কবে, কখন প্রজাপতি ওড়াওড়ি করে হয়রান হয়ে থেমে গেল, কিছুই বুঝিতে পারিলাম না!!!!
কি আহাম্মক আমি!!!! :(

দারুন লিখেছেন এ পর্ব!! অনেক অনেক শুভেচ্ছা ভাই !!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

প্লাবন২০০৩ বলেছেন: মন খারাপ কইরেন না আপু।
মনে হয় খুব ভদ্র প্রজাপতি ছিল। আলতো ভাবে উড়াউড়ি করছে শুধু, আপনারে কিছুই বুঝতে দেয় নাই।
আবার আইব, অপেক্ষা কইরেন।

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রজাপতি উড়তে উড়তে হাপসায় গেছে। ;)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩০

প্লাবন২০০৩ বলেছেন: উড়তে উড়তে হাপসায় নাই ভাই,
ওড়া বাদ দিয়া ধাপড়ি মারার প্রস্তুতি নিতাছে, ব্যাড ডেইজ আর কামিং(!)

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১

আমিজমিদার বলেছেন: কমেন্টের উত্তর আমার পছন্দ হৈছে।

১। টাস্কি খাইলাম। আমি স্নোপ্স ডট কম ওয়েবসাইটে একটা লেখা পড়ছিলাম, এইখানে দেখি পুরা পেপার বের কৈরা ফেলসে! ভুল বলসিলাম। মাই মিস্টেক :-/

২। রাজার পয়েন্টের সাথে মিলায়ে লিখে ফেলসি। মূল কথাটা ছিল, ১৮শ শতাব্দি না, লাভ ম্যারেজ অনেক আগে থিকাই প্রচলিত ছিল।

৩। ঠিকাছে। টীকা সিস্টেম করতে পারেন, পুস্টের শেষে যোগ কৈরা দিবেন, যার ইচ্ছা হপে পড়বে।

৪। আমি ক্লিয়ার হৈলাম না। সংস্কৃতের সাথে প্রোটো জার্মানের মিল হৈল, এরা গ্রিক- ল্যাটিনের মতই ইন্দো ইউরোপিয়ানের শাখা। কিন্তু সব গুলার মাঝে ডিস্টিঙ্কটিভ পার্থক্য বৈশিষ্ট্য আছে। উৎপত্তি এক বইলা সবগুলারে সেম ধরলে ত বিপদ।

ভুল কিছু বললে ব্যাখ্যা কইরেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩১

প্লাবন২০০৩ বলেছেন: ভাই, কালকা দিমুনে। আইজকা খুব টায়ার্ড।

২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪

হাসান মাহবুব বলেছেন: উইশ আই হ্যাড hypopituitarism! #:-S

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

প্লাবন২০০৩ বলেছেন: Thanks GOD !!! You had,
Wish you have no more……….

২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬

মনিরা সুলতানা বলেছেন: তাহলে শুনুন, কোরিয়ান একটি টেলিকম অপারেটর-KTF (Korean Telecom Freetel) পরবর্তীতে Korea Telecom, “Love Detector” নামে একটি সার্ভিস চালু করেছিল। সার্ভিস্ টির কাজ ছিল সাবস্ক্রাইবারের সঙ্গীর ভয়েস প্যাটার্ণ বিশ্লেষণ করে তাতে আবেগ, বিস্ময়, একাগ্রতা এবং সততার পরিমাণ টেক্সট করে সাবস্ক্রাইবারকে জানিয়ে দেয়া।

এই সার্ভিস টাই তো চাই .... B-)

চিকিৎসা ভাষায় একে ব্রোকেন হার্ট সিনড্রোম (Broken Heart Syndrome) বলে। এ ধরণের সিনড্রোমে ছেলেদের চেয়ে মেয়েরা আক্রান্ত হয় বেশী।

আয় হায় কন কি আমি তো এই পর্যন্ত সব ছেলে ই দেখছি ,কোণ মেয়ে কেণ চোখে পরল না :-*

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১

প্লাবন২০০৩ বলেছেন: আপু, আমার মনে হয় আমাদের দেশের মোবাইল অপারেটররা ঐ সার্ভিস কোনদিনই আনবে না। কেন আনবে না জানেন? আনলে কত হাজার (বা লক্ষ) রোমিওর কথা বন্ধ হয়ে যাবে? জুলিয়েটদের বিষয়ে বললাম না, কারণ আমি ঐ সমগোত্রীয় না। অতএব মোবাইল কোম্পানীগুলি তাদের ব্যবসা কমে যেতে পারে এমন রিস্ক কোনদিনও নেবে না।

আর ব্রোকেন হার্ট সিন্ড্রোমের বিষয়টা বলছেন? আমি আগেই বলেছি (গবেষকরাও বলে) অনেক গবেষণার ক্ষেত্রেই মেথোডলজি এবং রেজাল্ট স্থান কাল ভেদে পরিবর্তন হয় বা হতে পারে। আর আমাদের দেশের রোমিওরা একেকটা অভিনয়ের বাদশা! (নিজেকে সহই বলছি), আপনি কোনদিনই বুঝবেন না ওগুলো অভিনয় নাকি সত্য।

আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হয় ঐ ব্রোকেন হার্ট সিনড্রোমের শতকরা ৯০ ভাগই হচ্ছে প্রেমিকাকে পুনরায় ফিরে পাবার জন্য অভিনয় (আমিও অনেকবার করেছি), আর জুলিয়েটদের বিষয়ে তা হয় না, এর কারণ হিসেবে মনে হয় ওরা চিন্তা করে -"এত সময় আছে? তুমি যাওনা, সিরিয়ালে কত জন আছে তুমি জানো?"

২৪| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই পর্ব দিকি ছিল পুরাই বালুবাসাময়!!! ;) :-P

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৭

প্লাবন২০০৩ বলেছেন: বালুবাসাময় !!!! :-P :-P :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.