নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বের বিশালতা, স্রষ্টার উদারতা, মানবতার মহিমা ....., সব কিছুতেই আমি মুগ্ধ।

প্লাবন২০০৩

জীবনের সবচেয়ে বড় সুবিধা জীবনকে কখনো চালাতে হয় না, এ চলতেই থাকে, চলতেই থাক...

প্লাবন২০০৩ › বিস্তারিত পোস্টঃ

আ মরি বাংলা ভাষা, আর জেনারেশনের দোষ !!!! (আমার ছোট ব্লগ)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪



এ লেভেল পড়ুয়া আমার ভাগ্নীরে জিজ্ঞাস করলাম, "বল তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে"?

-সে উত্তর দিল, "টুয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারী"।

-"এই উত্তরটাও বাংলায় দিতে পারো না? বেশী ইংরেজী শিক্ষা ফালাইছ?" চেঁচিয়ে উঠি আমি।

-"ক্যান, তোমরা যখন বল ২১শে ফেব্রুয়ারী, তখন দোষ হয় না? ঐটারে ৮ই ফাল্গুন বলতে পারো না? নাচতে নাইমা ঘোমটা দাও ক্যান? আমরা নাচলে ঘোমটা খুইলাই নাচি।

আমি মনে মনে বলি, "জেনারেশনের দোষ"।

মন্তব্য ৫৭ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

বিজন রয় বলেছেন: দারুন। +++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯

প্লাবন২০০৩ বলেছেন: দারুন? তয় লাইক কই ?

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাগ্নির কথায় যুক্তি অাছে কিন্তু!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

প্লাবন২০০৩ বলেছেন: যুক্তি আছে, উপলব্ধিও আছে। যা আমাদের মধ্যে নাই।

দেখি, কয়জন এটা উপলব্ধি করতে পারে .............।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২

মোহাম্মদ শামছুদ্দীন বলেছেন: আমি ভাগ্নির পক্ষে , কারণ এর কথার যুক্তি আছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

প্লাবন২০০৩ বলেছেন: হুম্‌ ধন্যবাদ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪

অগ্নি কল্লোল বলেছেন: খুব ভাল লাগলো।।
জেনারেশনের আর কি দোষ যারা চালাচ্ছে তারাইতো এগুলা শিখাচ্ছে।।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

প্লাবন২০০৩ বলেছেন: হুম, জেনারেশন যারা চালাচ্ছে তাদের অত হিসেব করলে হয়?
বছরে একদিন পাজামা-পাঞ্জাবী, শাড়ি পড়ে বিভিন্ন বক্তৃতা আর সেমিনার সিম্পোজিয়ামে অংশ নিয়ে কে কি বলতে পারল, কেমন বলতে পারল তার হিসেব বাদ দিয়ে অত কিছু হিসেব করার সময় কি তাদের আছে?

মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে তারা যে এইসব সভা, সেমিনার বা টক শো তে অংশ নিয়ে বাংলা ভাষার চর্চার ওপর বিভিন্ন বক্তৃতা দেয়, এর বিনিময়ে কি তারা পয়সা নেয়?
-যদি পয়সা নেয়, তাহলে কি বলবেন?

ওদের কি এত সব হিসেব করার সময় আছে?

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

অলওয়েজ ড্রিম বলেছেন: আমাদের এই স্ববিরোধিতায় আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। বাংলাভাষার আন্দোলন পরিচিত হচ্ছে ইংরেজি তারিখ ও সাল অনুসারে।
বাংলা তারিখটা যাওবা জানি সালটা তো জানিই না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭

প্লাবন২০০৩ বলেছেন: সালটা ১৩৫৮
ধন্যবাদ ভাই।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

গেম চেঞ্জার বলেছেন: আমি আপনার ভাগ্নির যুক্তির পক্ষে নই। (কারণ ভাগ্নি বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হলো ব্যাপারটা গুরুত্বপূর্ণ)

আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী,
আমি কি ভুলিতে পারি......

ফেব্রুয়ারী যদিও বাংলা ভাষার শব্দ না, তারপরও এটা গ্রেগরিয়ান ও জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছরের ২য় মাসের নাম। আর অনেকেই ইংরেজী মাস ইংরেজী মাস বলে। এটা আসলে মুর্খতা বৈ কিছু নয়। (রোমান ক্যাথলিক চার্চ থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের উদ্ভব।)

যাইহোক, উপমহাদেশে ইউরোপীয়দের আগমনের কারণে বাংলা ভাষায় বেশ কিছু শব্দ ঢুকে গেছে তাদের ভাষা থেকে। আর ৫২'র ঘটনায় ফেব্রুয়ারী শব্দটাও চেয়ার/টেবিল শব্দের ন্যায় আমাদের ভাষায় ঢুকে গেছে বলেই মনে করি।
আমার কাছে মনেই হয় না, ২১ শে ফেব্রয়ারী কোন বিদেশী বাক্য। মনে হয় যেন নিজের মাতৃভাষারই একটা বাক্য পড়ছি।
টুয়েন্টি-ফার্স্ট শুনতেই কেমন লাগে দেখেন। আর ২১'শে ফেব্রুয়ারী শুনতে কেমন লাগে।

(অনেক বককবক করে ফেলেছি। সেজন্য কিছু মনে করলে দুঃখিত ভাই।)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

প্লাবন২০০৩ বলেছেন: @গেম চেঞ্জার ভাই, ছয় জনের মধ্যে ৫ জনই অন্যপক্ষে। আমি শুধু মতামত গুলো জানতে চাচ্ছি।
আপনার মতামতের জন্য আসংখ্য ধন্যবাদ।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


হয়তো কেহ কেহ বাংলা মাস অনুসরণ করেন; কিন্তু আমাদের সরকার চলেন ইংরেজী ক্যালেন্ডার ধরে; সেদিক থেকে ১২ ফেব্রু ঠিক আছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

প্লাবন২০০৩ বলেছেন: শ্রদ্ধেয় @চাঁদগাজী ভাই,
সরকার ইংরেজি (গ্রেগরিয়ান) ক্যালেন্ডার মেনে চলেন, সেটা ঠিক আছে। আমিও সেটা মেনে চলি।
অবাক লাগে যখন দেখি ১৪ই এপ্রিল এই সরকারই আবার পয়লা বৈশাখ মেনে চলে। ২১শে ফেব্রুয়ারীতে বাংলা তারিখ কি অনুপস্থিত? নাকি বছরে শুধু ১৪ই এপ্রিলেই বাংলা তারিখ উপস্থিত থাকে?
৮ই ফাল্গুন, ১৩৫৮ বঙ্গাব্দ আমার নির্ভেজাল অহঙ্কার।
পক্ষান্তরে ২১শে ফেব্রুয়ারী, ১৯৫২ইং কিঞ্চিত খাদ মিশ্রিত।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: এখনতো ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস!!!
তাই ফেব্রুয়ারি গ্রহনযোগ্য!!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩২

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ আপু, বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের বাঙ্গালী অস্তিত্বের সাথে মিশে গেছে। এর অনেক পর তা আন্তর্জাতিক ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে। এর মানে কি এটা যে জাপানেরও মাতৃভাষা বাংলা? না, তারা তাদের জাপানী ভাষাকে তাদের মাতৃভাষা দিবস হিসেব ২১শে ফেব্রুয়ারী কে স্বীকৃতি দিয়েছে।

এবার আসেন আন্তর্জাতিক গন্ডিতে। এই গন্ডিতে আপনার পরিচয় প্রদান করবে আপনার পাসপোর্ট, আর নিজ দেশের গন্ডিতে আপনার জাতীয় পরিচয় পত্র। কই, সরকার তো ইচ্ছা করলে জাতীয় পরিচয় পত্রের বদলে একেবারে পাসপোর্ট করে দিলেই পারত। তা করেনি কেন?
কারণ আমাদের স্বকীয়তা। বিশ্বের প্রতিটা জাতি তাদের স্বকীয়তা রক্ষা করতে চায়। এই কারণেই পাসপোর্টের সাথে সাথে ন্যাশনাল আই ডি কার্ডের প্রচলন রাখা হয়।

আন্তর্জাতিক পরিমন্ডলে যখন বলব তখন অবশ্যই বলব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারী। কিন্তু নিজ দেশের গন্ডিতে? কই আমরা তো বাংলা নববর্ষ ১৪ই এপ্রিলে পালন করি না! অথবা বসন্ত বরণ ১৩ই ফেব্রুয়ারীতে!

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমি মনে করি এইখানে আপনি এবং আপনার ভাগ্নী দু'জনেই ঠিক! কারণ-
পৃথিবীতে একমাত্র বাঙালি জাতি ছাড়া অন্য জাতি/গোষ্টির মধ্যে এতটা পার্থক্য নেই যতটা আমরা আছি। দেখুন, চীন, জাপান, জার্মানি কিংবা এই ধরনের দেশ গুলোর মানুষের মধ্যে পার্থক্যটা খুবই কম। অথচ একজন বাঙালির চেহারার সাথে আর একজন বাঙালির চেহারার অনেক গড়মিল। কেউ কাল, কেউ ফর্সা, কেউ লম্বা আবার কেউ কাল।

ঠিক তেমনি ভাবে আমাদের এই বাংলা ভাষাটাও এসেছে অনেকগুলো ভাষার সংমিশ্রণে। ইংরেজি, উর্দূ, ফারসি, সাংস্কৃত, পর্তুগীজ, ওলন্দাজ ইত্যাদি। কারণ আমাদের এই বাংলা দেশটা যখন যে জাতি শাসন করেছে তখন আমরা তাদের সেই ভাষাটাকে নিজেদের মধ্যে ধারন করে নিয়েছি। আর সেজন্যই আমাদের এই প্রিয় ভাষাটার মধ্যে এতটা সংমিশ্রণ।

এছাড়াও একটা ব্যাপার দেখেন, আমাদের নিত্য ব্যবহার্য্য এমন কিছু জিনিস আছে যেগুলোকে আমরা বাংলায় উচ্চারণ না করে অন্যভাষাতে ভাল উচ্চারণ করতে পারি।
উদাহরণ সরুপঃ খাটের বাংলা শব্দ হলো 'তখতোপষ' অথচ আমরা সেটাকে তখতোপষ না বলে খাট বলতেই বেশি সাচ্ছন্দবোধ করি। অথচ খাট শব্দটা একটা বিদেশি শব্দ।

সুতরাং এটা শুধুমাত্র জেনারেশনের দোষ নয়। এই দোষটা আমাদের প্রতিটা বাঙালির রক্তে মিশে আছে। আর সেদিক থেকে আমরা সবাই দোষী।
তবে আমার মতে, আমি যা কিছুই বলিনা কেন সেটা বড় নয়। বড় হলো আমার কথার মূল ভাবটা। কিংবা আমি আসলে কি বলতে চাচ্ছি সেটাই হলো মূখ্য।

ধন্যবাদ। ভাল থাকবেন!
(মন্তব্যটা আপনার পোস্ট থেকে মনে হয় বড় হয়ে গেল) :`>

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

প্লাবন২০০৩ বলেছেন: কই, বাংলা নববর্ষ তো ১লা বৈশাখেই হয়, ১৪ই এপ্রিলে না। বসন্ত বরণ ১লা ফাগুনেই হয় ১৩ই ফেব্রুয়ারী না।
ঈদ তো চাঁদ দেখেই হয়, গ্রেগরিয়ান ক্যালেন্ডার দেখে না।
পূজা, পার্বণ, সবই তো বাংলা পঞ্জিকা অনুসরণ করেই হয়।
আমি তো আর বাংলা ক্যালেন্ডার মানতে বলছি না। শুধু বিশেষ দিনটার পাশে "২১শে ফেব্রুয়ারী" না বসিয়ে "৮ই ফাল্গুন" বসাতে বলছি। নিজ ভাষা এবং নিজ জাতির প্রতি সম্মান এতে বাড়বে? নাকি কমবে?

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

কামরুন নাহার বীথি বলেছেন:
আন্তর্জাতিক পরিমন্ডলে যখন বলব তখন অবশ্যই বলব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারী। কিন্তু নিজ দেশের গন্ডিতে? কই আমরা তো বাংলা নববর্ষ ১৪ই এপ্রিলে পালন করি না! অথবা বসন্ত বরণ ১৩ই ফেব্রুয়ারীতে! -------

ঠিক তাই!!! সহমত ------ অনেক ধন্যবাদ ভাই!!!

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: যেহেতু বিষয়টা আন্তর্জাতিক তাই সমস্যা নেই। আমার মতে।

গুরুত্বটাই আসল। ত্যাগ আবেগ আর প্রেরণা কিন্তু নিখাদ বাংলার নির্যাসে আসে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২

প্লাবন২০০৩ বলেছেন: হুম, বিষয়টা আন্তর্জাতিক, কিন্তু তা-ই বলেই সমান আবেগের না।
আমরা এর জন্য রক্ত দিয়েছি, অন্য কেউ দেয়নি। আমাদের অক্লান্ত চেস্টায় তা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে। অন্য কারও চেস্টায় না।

বাবা-মায়ের পরিচয়ে সন্তান পরিচিত হয়, সন্তানের পরিচয়ে বাবা-মা না।

আমাদের রক্তের বিনিময়ে, আমাদের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত একটি দিবস, তার সাথে উড়ে এসে জুড়ে বসবে একটি ইংরেজী তারিখ, এটা কি মেনে নেয়া যায়? তা-ও নিজ দেশে, নিজ পরিমন্ডলে? তাহলে "বাংলা আমার অহঙ্কার" কথাটার মর্যাদা থাকল কিসে?

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অবশ্যই বাড়বে। তবে একটা ব্যাপার কিন্তু ভুলে গেলে চলবে না?
২১ শে ফেব্রুয়ারি কে মাতৃভাষা দিবস হিসাবে শুধুমাত্র বাঙালিরা পালন করে না! গোটা পৃথিবী বাংলাদেশ, বাঙালি জাতি আর বাংলাভাষার প্রতি সম্মান জানিয়ে কিন্তু এই দিনটাকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসাবে পালন করে? সুতরাং অবশ্যই এইদিক থেকে পৃথিবীর অন্য জাতির তুলনায় আমরা অনেক খানি এগিয়ে। এজন্য অবশ্যই আমাদের গর্ব হওয়া উচিত।

দেখুন আমি যতদূর জানি, একমাত্র আমরা ছাড়া পৃথিবীর অন্যজাতি বাংলা ক্যালেন্ডার ব্যবহার করে না। তাহলে তারা কিভাবে এই দিনটাকে পালন করবে? সুতরাং সবার কথা বিবেচনা করে আমার মনে হয় '২১শে ফেব্রুয়ারি' খুব একটা দোষণীয় নয়।

তবে আপনার কথাগুলো অবশ্যই ভেবে দেখবার মত একটা বিষয়!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

প্লাবন২০০৩ বলেছেন: শ্রদ্ধেও @দ্যা রয়েল বেঙ্গল টাইগার,
আমি আবারও বলছি সারা পৃথিবী ২১শে ফেব্রুয়ারী দিনটাকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবেই মানুক। আমরাও মানি। তাতে কোন সমস্যা নেই।
কিন্ত আমরা বাংগালীরা আমাদের মাতৃভাষা দিবসের পাশে "২১শে ফেব্রুয়ারী" না বসিয়ে "৮ই ফাল্গুন" বসালে সমস্যাটা কি?
আপনি যখন “International Mother Language Day” না লিখে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" লিখছেন তখন বাঙ্গালী ছাড়া কেউ এমনিতেও বুঝতে পারছেন না আপনি কি লিখেছেন। তার সাথে ২১শে ফেব্রুয়ারী বসালেই কি? আর না বসালেই কি?
এখন পর্যন্ত আমরা মাতৃভাষা দিবসই পালন করছি, তাই এর সাথে ৮ই ফাল্গুন বসানোটাই অধিক মাত্রায় সমীচীন।
যখন থেকে সব কিছু ভুলে “International Mother Language Day” পালন করব তখন না হয় 21st February লিখলাম।
২১শে ফেব্রুয়ারী আর ৮ই ফাল্গুনের মধ্যে কোন পার্থক্য আছে কি?

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গেম চেঞ্জার এর সাথে সহমত।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

প্লাবন২০০৩ বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ।

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

জুন বলেছেন: :(

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

প্লাবন২০০৩ বলেছেন: :-<

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

রক্তিম দিগন্ত বলেছেন: আমার মনে হয় ২১ শে ফেব্রুয়ারী বললে সেটাতে কোন ক্ষতি হচ্ছে। ৮ ই ফাল্গুন বললেই যে, বাংলা ভাষার প্রতি খুব শ্রদ্ধা প্রদর্শন হয়ে যাবে - সেটাও তো নয়।

ব্যাপারটা হল - আপনি এটাকে কতটা নিজের মন থেকে মানেন - কতটা শ্রদ্ধা করেন অন্তর থেকে।

এটা তো লোক দেখানোর জন্য দিন নয় - নিজের মনকে বাংলা ভাষার প্রতি আরো নিমজ্জিত করার দিন।

দিনপঞ্জিকা বলার ধরণটাই সব না।

এছাড়া গেম চেঞ্জার যথার্থটা বলে দিয়েছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

প্লাবন২০০৩ বলেছেন: হুম, মতামতের জন্য ধন্যবাদ ভাই।
মনে হচ্ছে @গেম চেঞ্জার ভাইয়ের পাল্লাটাই ভারী হয়ে যাচ্ছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

প্লাবন২০০৩ বলেছেন: "এটা তো লোক দেখানোর জন্য দিন নয় - নিজের মনকে বাংলা ভাষার প্রতি আরো নিমজ্জিত করার দিন"।
তাই যদি হয় তাহলে ঐ দিনে নিজেকে বাংলা ভাষায় নিমজ্জিত না করে মানুষের ভিড়ে নিমজ্জিত করে দেই কেন? মনে না রেখে মুখে অ, আ, ই, লিখে ঘুরে বেড়াই কেন? এদের কয়জন বাংলা ভাষার বর্ণ গুলো নির্ভুল বলতে পারবেন?

আর "দিনপঞ্জিকা বলার ধরণটাই সব না" যদি হয়ই, তাহলে "২১শে ফেব্রুয়ারী" কি কোন দিন পঞ্জিকার অংশ না?

"৮ ই ফাল্গুন বললেই যে, বাংলা ভাষার প্রতি খুব শ্রদ্ধা প্রদর্শন হয়ে যাবে - সেটাও তো নয়"। কিন্তু ৮ই ফাল্গুন বললে কি বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা কমে যায়?

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম, বিষয়টা আন্তর্জাতিক, কিন্তু তা-ই বলেই সমান আবেগের না।
ত্যাগ আবেগ আর প্রেরণা কিন্তু নিখাদ বাংলার নির্যাসে আসে।
একি কথা তো আমিও বললাম। অন্যভাবে।
৮ই ফাল্গুন কিংবা ২১ ফেব্রুয়ারি
আমি এখানে বিতর্ক দেখি না। এটা আমার মতামত।
আন্তর্জাতিক তাই ২১ শে ফেব্রুয়ারি। ১লা বৈশাখ কে কিন্তু ১৪ই এপ্রিল বলি না। কারণ ওটা একান্ত আমাদের। ভাষাদিবস ও আমাদের। নিজস্ব। স্বকীয়তা। কিন্তু তার মহাত্ব ছড়িয়েছে বিশ্বজুড়ে। সবার কাছে সহজিয়াভাবেই তো উপস্থাপন করবো তাকে। তা না হলে ফাল্গুন নিয়ে গবেষণাতেই দিন শেষ হয়ে যাবে বিলেতিদের।
আমি অহংকার করি ২১ নিয়ে। তবে তারিখ নিয়ে নয়। মাস নিয়ে নয়। ওর পেছনের ইতিহাস নিয়ে। এই ইতিহাস যদি বাংলাতে আটকে রাখতাম ৮ ফাল্গুনের মতো। তবে তো অজানাই থাকতো আমাদের গৌরব বিশ্বের কাছে। বাংলাকে ধারণ করি লালন করি। তবে ক্ষেত্রবিশেষ এই বাংলার কথা ছড়িয়ে দিতেই ইংরেজিতে ভর দিতে হয়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩

প্লাবন২০০৩ বলেছেন: "আমি অহংকার করি ২১ নিয়ে। তবে তারিখ নিয়ে নয়। মাস নিয়ে নয়। ওর পেছনের ইতিহাস নিয়ে। এই ইতিহাস যদি বাংলাতে আটকে রাখতাম ৮ ফাল্গুনের মতো। তবে তো অজানাই থাকতো আমাদের গৌরব বিশ্বের কাছে। বাংলাকে ধারণ করি লালন করি। তবে ক্ষেত্রবিশেষ এই বাংলার কথা ছড়িয়ে দিতেই ইংরেজিতে ভর দিতে হয়"।

যথার্থ বলেছেন। আমাদের গৌরব বিশ্ববাসীর কাছে জানা হয়ে গেছে, এ নিয়ে কোন সন্দেহ নেই (নাকি আছে?)। যদি তাই হয়, তাহলে নিজেরা এই দিবসটি মানার জন্য এখন ৮ই ফাল্গুন বললে সমস্যা কি? ইংরেজীত ভর দেবার দিন তো শেষ হয়েই গেছে (অন্ততঃ এক্ষেত্রে)

আর যদি ইংরেজীতে ভর দেবার গুরুত্ব এখনো থাকে তাহলে "মাতৃভাষা দিবস" বলি কেন? “International Mother Language Day” বললেই হয়।

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

সুমন কর বলেছেন: কি বলবো....বুঝে উঠতে পারছি না !! কথায় কিন্তু যুক্তি আছে !!

ভালো থাকুন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

প্লাবন২০০৩ বলেছেন: আমিও বুঝে উঠতে পারছি না, সমাধান টা কি হওয়া উচিত?
তাই একাই যুদ্ধ করে যাচ্ছি অন্য ব্লগারদের সাথে। যদি আমি জিতি, তাহলে খুশী হব। যদি ওরা জেতে, তাহলেও খুশী হব, কারণ-সমাধান তো এসেছে।
আমার সমাধান টা দরকার, জেতা দরকার না।

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

ফেরদৌসা রুহী বলেছেন: ঘুরে ফিরে সেই একি কথা।

আমরা বাংলাতে ২১ শুনে অভ্যস্থ তাই টুয়েন্টি ফার্স্ট শুনতে ভালো লাগেনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

প্লাবন২০০৩ বলেছেন: ২১ আর টুয়েন্টি ফার্স্ট নিয়ে আসলে কথা হচ্ছে না। কথা হচ্ছে ২১শে ফেব্রুয়ারী আর ৮ই ফাল্গুন, কোনটাতে মাতৃভাষার প্রতি আবেগ, ঘনিস্টতা, বেশী প্রমাণিত হয় (হোক না, তা একদিনের জন্যেও)।

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
হুদাই চ্যাঁচামেচি ||

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১০

প্লাবন২০০৩ বলেছেন: আর কান দিয়েন না ভাই, আমারও মাথা নস্ট হইয়া যাইতাছে।

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

তাসলিমা আক্তার বলেছেন: ফেব্রুয়ারিটা বাংলার মতোই শুনায়। শুন্যমাত্রিক। ব্যাপারটা অভ্যাস আর বোধের। কিন্ত টুয়েন্টি ফার্স্ট টা একেবারেই কানে লাগে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

প্লাবন২০০৩ বলেছেন: এক গ্রামের এক লোক সৌদি আরবে হজ্জ্ব করতে গেল। গ্রামের আর কোন লোক এর আগে দেশের বাইরের মাটিতে পা রাখেনি। হজ্জ্ব শেষে লোকটি যখন ফিরে এল, সবাই মিলে তাকে ঘিরে বসল। কি দেখেছে, কেমন দেখেছে, দেশের মানুষ জন কেমন ইত্যাদি, ইত্যাদি। লোকটিও একের পর এক সবার কৌতুহলের উত্তর দিয়ে যাচ্ছিল।

সেখানকার ভাষা প্রসংগ যখন আসল, লোকটি উত্তেজনায় লাফ দিয়ে উঠল, "আরে বাই, হেইগানকার হগগলে কতা কয় আরবীতে, কিন্তু আযান দেয় বাংলায়"।

বুঝেছেন তো ব্যাপারটা?

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

প্রামানিক বলেছেন: হা হা ভাগ্নী ঠিকই কইছে। ধন্যবাদ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

প্লাবন২০০৩ বলেছেন: জানি না, জানার চেস্টা করতেছি।

২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

প্রবাসী পাঠক বলেছেন: প্লাবন ভাই, আপনার ভাগ্নির যুক্তির সাথে আমি আরও কিছু পুরাতন বিতর্ক যোগ করি!

২১ ফেব্রুয়ারি কিংবা ৮ ই ফাল্গুন এখন আমরা সবাই একবাক্যে বলি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু একজন বাঙালি, বাংলাদেশী হিসাবে আমাদের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নাকি শহীদ দিবস কোনটা জরুরী? আমরা কিন্তু খুব কম সংখ্যক লোকই শহীদ দিবস হিসাবে উল্লেখ করি! বাংলা ভাষার মর্যাদার জন্য আমাদের পূর্ব পুরুষ শহীদ হয়েছিলেন। তাদের সম্মানার্থে আমরা শহীদ দিবস পালন করি। শহীদ দিবস শুধুমাত্র বাংলা ভাষাটাকেই মর্যাদা দেয় বলে আমি মনে করি। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের আত্মত্যাগের কারণে দৃষ্টান্ত হিসাবে প্রতিটি দেশের মাতৃভাষাকে সম্মান দেয়া হয়। এখন আমরা বাংলাদেশী হিসাবে কোনটা বেশি গুরুত্ব দেব, একক ভাবে বাংলা ভাষার শহীদ দিবস নাকি সক্ল মাতৃভাষার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

প্লাবন২০০৩ বলেছেন: আপনার কথায়ও যুক্তি আছে। তবে এখন ফাইট হচ্ছে শুধু তারিখটা নিয়ে।
আপনি চাইলে আপনার ফাইট শুরু করতে পারেন। আমি আমারটা নিয়েই বেশ ক্লান্ত।

২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫০

সায়েদা সোহেলী বলেছেন: আমাদের পূর্ব পুরুষ রা একটা প্যাঁচের মধ্যে ফেলে দিয়ে গেছে আমাদের , ভাগ্নির আর কি দোষ !! তবে ইংরেজি মাসের ভিত্তিতে পালন করা হয়েছিল বলেই হয়ত এখন এটা শুধুমাত্র বঙ্গালীদের নাহয়ে সারা বিশ্বের ভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেতে সক্ষম হয়েছে :)

কিন্তু এই এতো বড় একটা জনপ্রিয় বাংলা ব্লগের নাম কেন বাংলায় না হয়ে অন্য ভাষাতে সেটা আমি আজও বুঝে উঠিনি , যখন বাংলা এর জন্ম বাংলা ভাষা প্রতিষ্ঠিত হবার পড়েই !!! 8-|

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

প্লাবন২০০৩ বলেছেন: হায় হায়, আপ্পি দেখি আরও সেনসিটিভ বিষয় টান দিয়া আনলেন।
আর বেশী কিছু চিন্তা করতে পারলাম না বলে দুঃখিত। আমার মাথাটা হ্যাং করার রিস্ক নিলাম না।

২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫১

সায়েদা সোহেলী বলেছেন: *** যখন এই বাংলা ব্লগ এর জন্ম বাংলা ভাষা প্রতিষ্ঠিত হবার পড়েই !

২৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৬

রাফা বলেছেন: ৫২-এর ভাষা আন্দোলনকে ঘিরেইতো আমাদের সব গর্বের অর্জন গুলো হয়েছে।তাহোলেতো আপনার বা অন্য কারো ভাবনার মত ১৬ই ডিসেম্বর বা ২৬শে মার্চ না হয়ে সব গুলো বাংলাতেই হওয়া উচিত ছিলো।ব্যাপারটা কি সেরকম কোন কিছু! না কখনই নয় আমরা সারা বিশ্বের বাইরে নই।সব কিছুই হয়েছে অনেক ত্যাগ তিতিক্ষা ও অন্যদেরকে নিয়েই ।কাজেই বিশ্বের সামনে উপস্থাপনের জন্য ও স্বিকৃতির প্রয়োজনেই এসবের ব্যাবহার।যা যেভাবে ব্যাবহারে অভ্যস্ত সেটা সেরকমই হওয়া উচিত বলে মনে করি।

১লা বৈশাখ বা ফাল্গুন বাঙালীরা ছাড়া কেউ পালন করিনা তাই সেটা সমিচিন মনে করি।সবকিছু একভাবে কি চলে আমাদের? সো প্রজন্ম ও আমরা সবাই সঠিক ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

প্লাবন২০০৩ বলেছেন: @রাফা ভাই, আপনার বক্তব্য সম্পূর্ণ মানতে পারলাম না (যদিও অনেকটাই মেনেছি)।
পৃথীবির অনেক জাতিই যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, সেই দিক দিয়ে আমরা অনেকেরই সমকক্ষ। কিন্তু কোন জাতিই মাতৃভাষার জন্য জীবন দেয় নাই, সেদিক দিয়ে আমাদের সমকক্ষ কেউ নাই।
আমাদের গৌরব কে আমরা নিজেরাই খাটো করছি, অন্যদের সমকক্ষে নিয়ে যাচ্ছি।

২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রশ্নের উত্তরে প্রশ্ন হয় না। তবু করছি


ইংরেজি ক্যালেন্ডারটাই ছুড়ে ফেলছি না কেন?

এর উত্তরটাই মাতৃভাষা দিবস" বলি কেন? “International Mother Language Day” বললেই হয়। এর উত্তর।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

প্লাবন২০০৩ বলেছেন: ইংরেজি ক্যালেন্ডার টা ছুঁড়ে ফেলব কেন?
ঐ এক দিনে আমরা কেউ স্যুট, টাই পড়ে বের হই? নাকি জিন্স প্যান্ট আর টপস্‌ পড়ে বের হই? যেমনটা বের হই থার্টি ফার্স্টে, বা ভ্যালেন্টাইন'স ডে তে?
ঐ এক দিনটাতেই আমরা সর্বক্ষেত্রে বাংলার প্রতি শ্রদ্ধা জানাই। এখন বলেন, ঐ দিনটাতে মুখে বাংলা, গানে বাংলা, গালে বাংলা (গালের পেইন্টের কথা বলছি), পোষাক আশাকে বাংলা, শুধু তারিখটা ইংরেজিতে (!)
অস্বস্তি লাগে না?

২৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

মোস্তফা সোহেল বলেছেন: আপনার ছোট ব্লগ অসাধারন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

প্লাবন২০০৩ বলেছেন: ভাই অসংখ্য ধন্যবাদ।

২৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

আমি মিন্টু বলেছেন: আমিও আপনার সাথে ওই একই মত আছি । কেন আমরা টুয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারী বা ২১শে ফেব্রুয়ারী বলবোকেন আমরা বলি না ৮ই ফাগুন মাতৃভাষা দিবস । এখানে আমি মনে করি প্লাবন ভাই ভাগ্নীর কোন দোষ নেই দোষ যা তা সব আমাদের বোন দুলাভাইদের কেন তারা তাদের সন্তানদের বিষয়গুলো বুঝিয়ে বলে না ।আসুন সকলে ২১ ফেব্রুয়ারি না বলে ৮ ই ফাগুন মাতৃ ভাষা দিবস বলতে শিখি

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪১

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই।

২৯| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:০৪

আরজু নাসরিন পনি বলেছেন:
ভালো একটা বিষয়ের অবতাড়না করেছেন...

ধন্যবাদ।

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৩

প্লাবন২০০৩ বলেছেন: বিষয়টার অবতাড়না করেছি শুধু, আর কিছু না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.