নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বের বিশালতা, স্রষ্টার উদারতা, মানবতার মহিমা ....., সব কিছুতেই আমি মুগ্ধ।

প্লাবন২০০৩

জীবনের সবচেয়ে বড় সুবিধা জীবনকে কখনো চালাতে হয় না, এ চলতেই থাকে, চলতেই থাক...

প্লাবন২০০৩ › বিস্তারিত পোস্টঃ

শুরু যত্নে / শেষ ডাস্টবিনে - আমার ছোট্ট ছবি ব্লগ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৮


অবশেষে পরিস্ফুটন! (১৪ই ফেব্রুয়ারী, বিশ্ব ভালোবাসা দিবস, সকাল ৮ ঘটিকা)



প্রিয় মানুষটির হাতে যাবার অপেক্ষা। সুযত্নে সজ্জিত। (১৪ই ফেব্রুয়ারী, বিশ্ব ভালোবাসা দিবস, সকাল ৯ ঘটিকা)

অতঃপর ...........................


১৫ই ফেব্রুয়ারী, বিশ্ব ভালোবাসা দিবসের পরদিন



কেউ অবহেলিত, সাড়া মেলেনি প্রিয়'র কাছ থেকে। কারও প্রয়োজন ফুরিয়েছে, তাই এখন স্থান ডাস্টবিনে।


পুনশ্চঃ সবগুলো ছবিই শাহ্‌বাগ থেকে আমার মোবাইলে তোলা।

মন্তব্য ৩৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
এই ছবিব্লগটা ম্যাটাফোরিক্যাল। এই ছবিগুলো থেকে আমাদের অনেক কিছু বুঝবার আছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯

সাধারন বাঙালী বলেছেন: কাজের বেলায় কাজী কাজ ফুরালে ফাযি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

প্লাবন২০০৩ বলেছেন: হুম,

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

আহসানের ব্লগ বলেছেন: টাকা ,অর্থ আর শ্রমের অপচয় ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

প্লাবন২০০৩ বলেছেন: অপচয় কেন হবে?

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রয়োজনেই যতো খাতিরদারি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

প্লাবন২০০৩ বলেছেন: এ তো সারা দুনিয়ারই নিয়ম।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

সুমন কর বলেছেন: হুম ! মোটামুটি লাগল। অর্থটিই মূল বিষয় !!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

প্লাবন২০০৩ বলেছেন: হুম্‌, মোটামুটি কই?
সবই তো শুকনা-শুকনি, স্লিম ফিগারের।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

মৃদুল শ্রাবন বলেছেন: ফুলের ছবি দিলেন, খাবারের ছবি দিবেন না?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

প্লাবন২০০৩ বলেছেন: আমার ক্যামেরা খুব সাধারণ, খাবারের ছবি উঠেই না।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ভাল থিমেটিক পোস্ট।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

তার আর পর নেই… বলেছেন: প্রয়োজনেই যত্ন, আবার প্রয়োজন শেষ হলেই যত্নও শেষ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

প্লাবন২০০৩ বলেছেন: হুম্‌ - "প্রয়োজনেই যত্ন, আবার প্রয়োজন শেষ হলেই যত্নও শেষ"

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪

হাসান মাহবুব বলেছেন: অল্প কয়েক্টা ছবি, বিস্তৃত অর্থ। গুড স্ন্যাপ্স।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ @হাসান মাহবুব ভাই।
মন্তব্য খুব ভালো লেগেছে।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

ফেরদৌসা রুহী বলেছেন: ভালোবাসা থাকুক যত্নে।

কেউ অবহেলিত, সাড়া মেলেনি প্রিয়'র কাছ থেকে। কারও প্রয়োজন ফুরিয়েছে, তাই এখন স্থান ডাস্টবিনে।

আসলে এখন এমনি হয়।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১

প্লাবন২০০৩ বলেছেন: আসলেও তা'ই মনে হয়।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

ভিটামিন সি বলেছেন: আমিও এটা এই জায়গাতেই দেখেছি। প্রতিদিনই দু'পায়ে মাড়িয়ে যাই আগের দিনের পুরাতন বাসি ফুলগুলো। আর সকালে তো এই ফুটপাত ধরে হাঁটাই যায় না ফুলের বিক্রেতা, ক্রেতাদের জন্য।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

প্লাবন২০০৩ বলেছেন: হুম, সেখান থেকেই তোলা ছবিগুলি।

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

আলভী রহমান শোভন বলেছেন: কারো কারো কাছে ভালোবাসার সংজ্ঞা এমনই। যখন দরকার তখন লুতুপুতু করে আগলে রাখে। আর যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন ডাস্টবিনের আবর্জনার মত ছুঁড়ে ফেলে দিতেও দ্বিধা বোধ করে না। :(

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

প্লাবন২০০৩ বলেছেন: সুন্মদর মতামতের জন্য ধন্যবাদ ভাই।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫

নীলসাধু বলেছেন: হুম।

পোষ্টটির জন্য ধন্যবাদ জানবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

প্লাবন২০০৩ বলেছেন: কৃতজ্ঞ।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

প্রামানিক বলেছেন: হায়রে ভালোবাসা দিবস! যত অত্যাচার ফুলের উপরে!!

ধন্যবাদ ভালোবাসা দিবসের উপর চমৎকার আইডিয়ার জন্য।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০

প্লাবন২০০৩ বলেছেন: হায়রে ভালোবাসা দিবস! যত অত্যাচার ফুলের উপরে!! "

হা হা, বেচারার কিছুই বলতে পারে না। শুধু নীরবে হজম করে যায়।

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এর চাইতে ভয়াবহ দৃশ্য দেখবেন ২২ শে ফেব্রুয়ারি সকালে, শহীদ মিনার এলাকায়, ২১ তারিখের সন্ধ্যের পর থেকেই শুরু হবে জুতো পায়ে শহীদ মিনারের বেদীতে ফুলসব পৃষ্ট করার উৎসব। বাসা হতে ১৫-২০ মিনিটের দূরত্বে বলে প্রায় বছরই দেখে আসছি। :(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

প্লাবন২০০৩ বলেছেন: সকালের শ্রদ্ধা, বিকেলে পিস্ট পায়ের তলায়?
ভাই দেখতে মন চায়।

১৬| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৪৯

অন্তঃপুরবাসিনী বলেছেন: জগতটা এমন কেন! :(

পোষ্টে+

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬

প্লাবন২০০৩ বলেছেন: জগতটা মোটেই এমন না। প্রত্যেকের জগত ভিন্ন, এখানে ভিন্ন জগতকে নিজস্ব হিসেবে কল্পনা করে দুঃখ বিলাসের কোন সুযোগ থাকে না।

যদিও আমরা সবাই তা করার চেস্টা করি। ব্লগে শুভেচ্ছা জানবেন।

১৭| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫

আরজু নাসরিন পনি বলেছেন:
প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে সুবিধাবাদী জনগণ দ্বিধা করে না আর এসবতো বস্তু...!
তবে এই যে, নোংরা ভাগাড়ের সৃষ্টি করা এর বিরুদ্ধে প্রচারণা আরো জোরসে চালানো উচিত।

ভালো পোস্ট।
শুভেচ্ছা রইল।

২৫ শে মে, ২০১৬ রাত ১২:৪৬

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ আপু।

১৮| ২৪ শে মে, ২০১৬ সকাল ৭:৫৯

ফরিদ আহমাদ বলেছেন: আপনার ব্লগে এসে ভালোই লাগলো।
ছোটব্লগ!খারাপ না।
শুভকামনা

২৪ শে মে, ২০১৬ দুপুর ২:০১

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ জানবেন। আমি কৃতজ্ঞ।

১৯| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৩

সাদা মনের মানুষ বলেছেন: এটাই জীবনের বাস্তবতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.