নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বের বিশালতা, স্রষ্টার উদারতা, মানবতার মহিমা ....., সব কিছুতেই আমি মুগ্ধ।

প্লাবন২০০৩

জীবনের সবচেয়ে বড় সুবিধা জীবনকে কখনো চালাতে হয় না, এ চলতেই থাকে, চলতেই থাক...

প্লাবন২০০৩ › বিস্তারিত পোস্টঃ

নবী’জির বাণী আমেরিকার গবেষণায় উপকারী প্রমাণিত হইতে হইবে। নচেৎ মানিতে মুঞ্চায় না (আমার ছোট ব্লগ)

২৩ শে মে, ২০১৬ রাত ১১:৩৪



গত রাতে (২২/০৫/২০১৬, লাইলাতুল বরাত) মসজিদে নামাজ পড়ছি। নামাজের ফাঁকে এক দোস্ত এসে কানের সামনে ফিসফিস করে বলল “দোস্ত, দরকারি কথা আছে”।

“হুম্‌, বল” – বলি আমি।

"দোস্ত, পায়ের টাখনুর ওপরে প্যান্ট রাখতে হইবই"।

চোখ আমার টাখনুর দিকে চলে যায়, বলে কি? কোন ভুল হয়ে গেল? নাহ্‌, ঠিক আছে। আমার পায়জামা অন্ততঃ টাখনুর বিঘৎ খানেক ওপরে। নিশ্চিন্ত হয়ে বলি “হঠাৎ এই কথা?”

ও অবাক হয়ে বলল "ক্যান? তুই জানস না? আমেরিকায় এক গবেষণায় প্রমাণ হইছে টাখনুর নীচে কাপড় থাকলে পুরুষের শুক্রাণূ শুকাইয়া যায়?"

আমার চোখের ডায়া ইঞ্চি খানেক হয়ে যায় "বলিস কি? তাই নাকি?"

দোস্ত সারা শরীরে শিহরন কাঁপিয়ে বলে "চিন্তা কর দোস্ত, এই কথাডা আমাগো নবী ১৫০০ বছর আগে বইলা গেছে"।

আমি আর পারি না - "নবী আবার তোগো হইল ক্যামনে? নবী যেইডা ১৫০০ বছর আগে কইছে তোর সেইটা গত চল্লিশ বছর মানতে মুঞ্চায় নাই। যেই আমেরিকা কইছে - হ, টাখনুর ওপরে কাপড় রাখা ভালো, অমনি মানা শুরু করছস"। আবার কয় "আমাগো নবী ! আরে ব্যাডা, শবে-বরাতের রাইতে তো অন্ততঃ সত্যি কথা কইবি, তোরা নবীর কথা শুইনা চলবি? নাকি আমেরিকা গবেষণা কইরা অনুমতি দিলে নবীর কথা মানবি? নবী কি আমাগো মাননের লাইগা? নাকি আমেরিকার গবেষণা করণের লাইগা? এইডা আগে ঠিক কইরা 'ক' ।”

মন্তব্য ২৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৬ রাত ১২:১১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আসলে ম্যারিকান বিজ্ঞানীরা অত্যাধুনিক মেশিনপত্র দিয়ে গবেষনা করেন তো.....

২৪ শে মে, ২০১৬ রাত ১২:৩০

প্লাবন২০০৩ বলেছেন: হা হা হা, ভালোই বলেছেন।

২| ২৪ শে মে, ২০১৬ রাত ১২:১৫

মনিরা সুলতানা বলেছেন: ধরছিলেন তো ক্যাক কইরা বন্ধুরে ,তবে এটাই সত্যি ।

অনেক দিন পর ভাইয়া ফিরলেন ব্লগে,ক্যামন ছিলেন ? ছেলে ক্যামন আছে ?
ওয়েলকাম ব্যাক :)

২৪ শে মে, ২০১৬ রাত ১২:৩৫

প্লাবন২০০৩ বলেছেন: আপুনি, ক্যাক কইরা ধরতে পারলাম কই? তবে ধরতে মন চাইছিল। মসজিদ তো তাই ধরতে পারি নাই। আমার আবার রাগ করা নিষেধ আছে।

কিছুদিন পার হয়ে গেছে ঠিক। এখন বেশ ভালো আছি। বাবা-ছেলের অতি সুখের সংসার। আপনি কেমন আছেন? লেখালিখি চলছে তো?

৩| ২৪ শে মে, ২০১৬ রাত ১২:১৯

ক্যারট হেভেন বলেছেন: এদের এন্টার্কটিকায় পাঠাইয়া দেন ভাই। নাইলে আম্রিক্রায় শীতের সময় গেলে থ্রি কোয়ার্টার পইড়া হাটতে বইলেন।

বাই দ্যা ওয়ে, উচা বুট জুতা পড়লে ওইটা কি টাখনু ঢাকা হবে নাকি হবে না? ওই ব্যাপারে শরীয়া কি বলে?

২৪ শে মে, ২০১৬ রাত ১২:৩৮

প্লাবন২০০৩ বলেছেন: খাইছে। ভাইজানের দেশ কই?
ভাই, যারা উঁচা বুট জুতা পড়ব তাদের মাথায় কি টাখনু ঢাকার কথা ঢোকানো যাইব? আপনার কি মনে হয়?

৪| ২৪ শে মে, ২০১৬ রাত ১২:২৫

কবীর হুমায়ূন বলেছেন: এ কথাডা কি সত্যিই হাছা?
তাইলে, হগল পায়জামা, প্যান্ট কাইট্টা ছোড় কইরা ফালামু।

তবে, আমাগো নবী (সঃ) যেইডাই কইয়া গেছে; হেইডা এ পর্যন্ত অবৈজ্ঞানিক কথা অয় নাই।
কিন্তু, আমরা হগল কথা মাইন্না চলি না।

ভাগ্য রজনীর দোয়া আল্লাহ কবুল করুক।

২৪ শে মে, ২০১৬ রাত ১২:৪০

প্লাবন২০০৩ বলেছেন: কথা ১০০% হাছা। ১৫০০ বছর আগের থেইকাই হাছা। মুসুলমান পুরুষদের টাখনুর ওপরে কাপড় পড়তে হইবই।

৫| ২৪ শে মে, ২০১৬ রাত ১২:৪৪

ক্যারট হেভেন বলেছেন: বাংলাদেশ।

টাখনু ঢাকে এমন যেকোনো জুতা পায়ে দেয়া হারাম ঘোষিত হোক। তা সেইটা আলজেরিয়াতেই হোক বা আলাস্কায়।

২৪ শে মে, ২০১৬ রাত ১২:৫৬

প্লাবন২০০৩ বলেছেন: টাখনু ঢাকা হারাম ঘোষণা করা তো আছেই। সেটা ওপর থেকেই হোক (প্যান্ট, পাজামা) আর নীচ থেকেই হোক (জুতা)।

৬| ২৪ শে মে, ২০১৬ সকাল ১০:১৪

হাসান মাহবুব বলেছেন: হা হা হা! কী বেরহম মানুষ আপনে :-/

২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:২৮

প্লাবন২০০৩ বলেছেন: হায় হায়!! ভাইজান কি বলেন? রহম করার মালিক কি আমি?

৭| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৩:২৬

কবি নজরুলের ছাত্র বলেছেন: হ্যা ভাইজান, হয়ত বাধ্যতামূলক কাজের সময় ফুল প্যান্ট পড়ি।
কিন্তু নামাজের সময়ও অনেকে টাকনুর উপ্রে প্যান্ট, (যদিও লুঙীর দেশে নাই)
তুলতে নারাজ।
আর আমাদের কথাই বলি, দেশে থাকতে এমন মানুষ অনেক দেখেছি যাদের লুঙী মাটি দিয়ে
চেছড়ে যায়।

২৪ শে মে, ২০১৬ বিকাল ৩:৫০

প্লাবন২০০৩ বলেছেন: ওরা উপলব্ধি করতে পারে না। আল্লাহ্‌ সবাইকে ক্ষমা করুক।

৮| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৩:৫১

অদৃশ্য বলেছেন:



লিখাটি পড়ে খুবই মজা পেলাম... মাঝে মাঝে দু'চারজনকে ধরতে হবে... কেননা, ধরে দেখবেন যে তারা বিষয়টি জানেওনা... আবার অনেকেই জানে কিন্তু সামাজিকতা বা অভ্যস্থ হয়ে যাবার কারনে তারা টাখনুর উপর কাপড় পরিধান করেনা, শুধুমাত্র নামাজের সময় ছাড়া... অথচ এই বিষয়টা অত্যন্ত জরুরী...

এখানে হাদিসের কিছুটা উল্যেখ করলাম... আপনি সহি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ-এ ''পোশাক অংশে খোঁজ করলেই বিষয়টি পেয়ে যাবেন...

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করে বলেন, ’লুঙ্গির যে অংশ টাখনুর নিচে থাকবে তা আগুনে প্রজ্জলিত হবে। (বুখারি)

'' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের শরীরের যে কোনো পোশাক টাখনুর নিচে ঝুলে পড়া হারাম। পোশাক যদি টাখনুর নিচে ঝুলে যায়, তাহলে টাখনুর নিচের ঐ অংশকে জাহান্নামের অংশ বলে ধরা হল। (বুখারি)
হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির সঙ্গে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না। এমনকি তিনি তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আমি জিজ্ঞাসা করলাম, তারা কারা? তবে এরা তো ধ্বংশ, তাদের বাঁচার কোনো রাস্তা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথা তিনবার বলেছেন। তারা হলো-

১) যে ব্যক্তি টাখনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে।
২) যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যাবসার পণ্য বিক্রি করে।
৩) যে ব্যক্তি কারো উপকার করে আবার খোটা দেয়। (মুসলিম, তিরমিজি, আবু দাউদ ও ইবনে মাজাহ্‌)
হজরত জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “টাখনুর নিচে ঝুলিয়ে কাপড় পড়ার ব্যাপারে সাবধান হও। কারণ, তা অহংকারের অন্তর্ভুক্ত। আর আল্লাহ অহংকার করাকে পছন্দ করেন না। (আবু দাউদ)''।

আমরা হালকার উপর ঝাপশা টাইপের ইসলাম পালন করছি... মুসলিম হিসেবে আমাদের আরও সতর্ক হওয়া ও জানা প্রয়োজন কিভাবে সরল পথে চলতে পারা যায়...

শুভকামনা...

২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:০৮

প্লাবন২০০৩ বলেছেন: বিস্তারিত তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।

৯| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৫

বিজন রয় বলেছেন: আপনার বন্ধু আসল হুজুর।

২৫ শে মে, ২০১৬ রাত ১২:১৪

প্লাবন২০০৩ বলেছেন: হুম, এক্কেবারে আসল হুজুর। ভেজালবিহীন। এক কথায় বলতে গেলে "ম্যারিকান" ;)

১০| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

শাহাদাত হোসেন বলেছেন: এরা হলো তারা যারা নিজের ধর্মকে প্রমাণ করার জন্য বলবে অমুক বিজ্ঞানী ইসলাম গ্রহণ করছে তমুক নভোযাত্রী চাদেঁর ফাটাঁ দেখে ইসলাম গ্রহণ করছে।

২৫ শে মে, ২০১৬ রাত ১২:১৭

প্লাবন২০০৩ বলেছেন: এটা আসলে ঈমানের দূর্বলতা। ঈমান আছে ঠিকই কিন্তু "মানব কি মানব না, মানা উচিত কি উচিত না" এই জাতীয় সন্দেহে দোদুল্যমান ।

১১| ২৪ শে মে, ২০১৬ রাত ৮:৪৫

প্রামানিক বলেছেন: আরে ব্যাডা, শবে-বরাতের রাইতে তো অন্ততঃ সত্যি কথা কইবি, তোরা নবীর কথা শুইনা চলবি? নাকি আমেরিকা গবেষণা কইরা অনুমতি দিলে নবীর কথা মানবি? নবী কি আমাগো মাননের লাইগা? নাকি আমেরিকার গবেষণা করণের লাইগা? এইডা আগে ঠিক কইরা 'ক' ।”

দারুণ একটা তথ্য তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

২৫ শে মে, ২০১৬ রাত ১২:১৮

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। আপনি ভালো আছেন তো ?

১২| ২৪ শে মে, ২০১৬ রাত ১০:২৬

muftisiraji বলেছেন: এই বিষয়ে আমার মনে পরা কথাটি হল :

খলিফাতুল মুসলেমিন হযরত ওমর ফারুক (রাদিঃ) হখন মুমূর্ষাবস্থা শয্যাশায়ী তখন এক ব্যক্তি ওনাকে দেখার জন্য উপস্থিত হইলেন, আগুন্তক ব্যক্তিটির পরিধিয় পা'জামা তখন টাখনোর নিছে ঝুলতে ছিল। এমন সময় খলিফাতুল মুসলেমিন মৃত্যুর প্রাক্কালে ওসিয়ত করছেন ওনার দৃষ্টি ব্যক্তিটির উপর পরতেই বলতে লাগলেন তোমায় পায়ের কাপড় টাখনোর নিছ থেকে উঠাও কারণ আমি রাসুল (সাঃ) কে বলতে শুনেছি... পুরুষের টাখনুর নিছের কাপরের অংশটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। (আল-হাদীস)

পর্যালোচনা ;
মুমূর্ষাবস্থা একজন ব্যক্তি কথা বলাটা কতটুকু কষ্টকর যে ঐ অবস্থায় জীনের ইতি টেনেছে সেই বলতে পারবে و اللّه اعلم

এমন কঠিন মুহূর্ত তিনি ওসিয়ক করছিলেন গায়ের সবটুকু শক্তি ব্যয় করে। আর এই কথাটুকু কতটুকু গুরুত্ব হলে তিনি মৃত্যুর পূর্বমুহূর্তে বলেছিলেন?

২৫ শে মে, ২০১৬ রাত ১২:২০

প্লাবন২০০৩ বলেছেন: অসংখ্য কৃতজ্ঞতা জানবেন। অনেক সুন্দর এবং দরকারি কথা তুলে ধরেছেন ।

১৩| ২৪ শে মে, ২০১৬ রাত ১০:৫৫

সিলা বলেছেন: ভালো একটা কথা বলেছেন এটা আসলে অনেকেই জেনেও মানতে চায়না কেন জানিনা।
আপনার লিখাটা পরে হয়তবা অনেকেই একটা সুন্নত অনুসরন করবে। তাদের কে আল্লাহ জাঝা দান করবেন।
আর জারা মানবেনা ( ওয়াইজা খতবা হুমুল জাহিলুনা কলু সালামা.....)

২৫ শে মে, ২০১৬ রাত ১২:২২

প্লাবন২০০৩ বলেছেন: টাখনুর ওপরে কাপড় রাখা ত সুন্নতের পর্যায়ে পড়ে না। এটা ফরজের পর্যায়ে পড়ে। নাকি ভুল বললাম? কেউ কি বলতে পারবেন?

১৪| ২৫ শে মে, ২০১৬ সকাল ১০:১১

সিলা বলেছেন: হতেই পাড়ে ভাইয়ু.....
ছেলেদের জিনিস তেমন জানিনা

২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:১১

প্লাবন২০০৩ বলেছেন: উপস্‌, বুঝতে পারিনি বোন। ক্ষমা করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.