নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বের বিশালতা, স্রষ্টার উদারতা, মানবতার মহিমা ....., সব কিছুতেই আমি মুগ্ধ।

প্লাবন২০০৩

জীবনের সবচেয়ে বড় সুবিধা জীবনকে কখনো চালাতে হয় না, এ চলতেই থাকে, চলতেই থাক...

প্লাবন২০০৩ › বিস্তারিত পোস্টঃ

আবেগের কাঙাল

১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২২





আবেগের কাঙাল

ঘোলা ঘোলা দৃষ্টি
দূরে দূরে সরে যায়
স্মৃতিরা সব উত্তাল
কি যেন বলে যায়!

নীল নীল স্বপ্ন
পরিপাটি বিছানা
সবকিছু ঠিক ছিল
ছিলো না যে ঠিকানা!

আবেগের কাঙাল
ঐ দূরে দেখা যায়
দড়ি দিয়ে বেঁধে যেন
চাঁদটাকে টেনে যায়!

তুমি বসে টুংটাং
চুড়ি নিয়ে মাতছ
এত সুখের আড়ালেতে
কি নিয়ে কাঁদছ?

আমি তাই একা বসে
ছন্দের বাড়িতে
প্রজাপতি ধরে ধরে
ভরে ফেলি হাড়িতে.........

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০০

ক্লে ডল বলেছেন: ওয়েল্কাম ব্যাক!

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৪৮

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০১

হাসান মাহবুব বলেছেন: শব্দগুলো রিনিঝিনি আওয়াজ করছে। সুন্দর।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৫৬

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ @হাসান মাহবুব ভাই।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৩৫

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: সুন্দর হয়েছ।

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:০৩

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ২৯ শে জুন, ২০১৭ ভোর ৫:১২

চাঁদগাজী বলেছেন:


"আচ্ছা, আপনাকে যদি ১ আর ১ যোগ করতে বলা হয়, তাহলে নিশ্চয়ই পারবেন। কিন্তু ১ টা কলা আর ১টা গরু যোগ করতে বলা হয় তাহলে পারবেন? পারবেন না। "

-এটা আপনার কমেন্টের অংশ।
- ১ টা কলা আর ১টা গরু যোগ করলে হয়: ১ টা কলা আর ১টা গরু

-আপনার পড়ালেখায় সমস্যা আছে

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৮

প্লাবন২০০৩ বলেছেন: থাকুক না কিছু সমস্যা। সমস্যা নিয়েই জীবন।

সমাধান তো শুধু মরণেই। ঠিক না?

৫| ২৯ শে জুন, ২০১৭ সকাল ৭:১৪

খায়রুল আহসান বলেছেন: ছন্দময় কবিতা, স্বপ্নীল আবহ। ভাল লেগেছে।

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৮

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৮

এরাউন্ড ওয়াল্ড বলেছেন: খুব ভালো লেগেছে ভাইয়া , ধন্যাবাদ

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৩

প্লাবন২০০৩ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.