নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বের বিশালতা, স্রষ্টার উদারতা, মানবতার মহিমা ....., সব কিছুতেই আমি মুগ্ধ।

প্লাবন২০০৩

জীবনের সবচেয়ে বড় সুবিধা জীবনকে কখনো চালাতে হয় না, এ চলতেই থাকে, চলতেই থাক...

প্লাবন২০০৩ › বিস্তারিত পোস্টঃ

কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১৫ (মোবাইল)

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:০২

১। নকিয়া ১১০০

ছবির মোবাইলটির কথা মনে আছে? মোবাইলটি আপনার ছিল নাকি? যদি থেকে থাকে তাহলে গর্ব বোধ করতে পারেন। এ পর্যন্ত ইতিহাসে সর্বাধিক বিক্রিত মোবাইল সেট হচ্ছে এই নকিয়া ১১০০ (Nokia 1100) । মাত্র পাঁচ বছরে বিক্রী হয়েছিল প্রায় পচিশ কোটি সেট। ব্যস্‌ হয়ে গেলেন আপনি ইতিহাসের অংশীদার?

২। মোবাইল বিল

আরেকটা বিষয় নিয়ে আপনি গর্ব করতে পারেন, আপনার মাসিক মোবাইল বিল নিয়ে। হয়ত আপনি মাসিক এক হাজার, দুই হাজার, পাঁচ হাজার, কিংবা দশ হাজার টাকা মোবাইল বিলের পেছনে খরচ করে ফেলেন। কি? করেন?

তাহলে বলে দেই, মাসিক মোবাইল বিলের পেছনে যতই খরচ করেন না কেন আমারিকার সেলিনা আরোন্স (Celina Aarons) এর মত পারবেন না। এক মাসে তার মোবাইল বিল কত এসেছিল জানেন? – বাংলাদেশী টাকায় এক কোটি ষাট লাখ আশি হাজার টাকা (মাত্র)! কি পারবেন এত টাকার বেশী বিল করতে?

৩। দামী মোবাইল

বুঝলাম মোবাইল বিল করে আপনি বিশ্ব রেকর্ড করতে পারবেন না। তাহলে কি করে বিশ্ব রেকর্ড করবেন ভাবছেন? দামী মোবাইল কিনে? তাহলে শুনুন, আই ফোন ৫ ব্ল্যাক ডায়মন্ড (iPhone 5 Black Diamond) এ যাবৎ কাল তৈরী হওয়া সবচাইতে দামী ফোন। ফোনটি তৈরী করেছে লিভারপুলের স্টুয়ার্ট হিউস (Stuart Hughes) নামক একটি জুয়েলারী প্রতিষ্ঠান। চায়নার জনৈক ব্যবসায়ীর অর্ডারে এই মোবাইলটি তৈরি করা হয়েছিল। মোবাইলটি সম্পূর্ণ হাতে তৈরি করতে সময় লেগেছিল প্রায় ৯ সপ্তাহ। এর বহিরাবরণ ছিল ২৪ ক্যারেটের ১৩৫ গ্রাম খাঁটি স্বর্ণ দিয়ে মোড়া। হোম বাটনটি ছিল ২৬ ক্যারেটের একটি কালো হীরা। এ ছাড়াও ব্যবহার করা হয়েছে সাদা হীরা সহ আরও প্রায় ৬০০টি বহুমূল্য জুয়েলারী পাথর। আর দাম পড়েছিল কত জানেন? বেশী না, মাত্র একশত বিশ কোটি টাকা!

যাক্‌, তথ্যটা জানিয়ে রাখলাম। এবার ইচ্ছে হলে পা বাড়ান বিশ্ব রেকর্ডের দিকে। আমার কি? টাকা তো আর আমার পকেট থেকে যাবে না?

৪। ওয়াটার প্রুফ

কি? বিশ্ব রেকর্ড করবেন না? মন খারাপের কিছুই নেই, এ পর্যন্ত অনেকেই বিশ্ব রেকর্ড করতে পারেনি। কিন্তু জাতিগত প্রচেস্টায় অন্তঃত একটা হলেও রেকর্ড করে বসে আছে। যেমন, জাপানীরা।

কোন জাপানীর সাথে আপনার পরিচয় থাকলে একটু জিজ্ঞেস করুন তো উনার মোবাইল ফোন ওয়াটার প্রুফ কিনা?

কেন জিজ্ঞাসা করবেন? জাপানে নাকি ৯০%-৯৫% মোবাইলই ওয়াটার প্রুফ! আর এটা হবে না কেন? নাক চ্যাপ্টা বাবুরা গোসলের সময়েও মোবাইল ব্যবহার করে! আমি বাপু ওই নাক চ্যাপ্টাদের কর্মঠ জাতি বলেই জানতাম! এখন দেখি ব্যাটারা গোসলের সময়েও বকর বকর, বকর বকর..................

আমার কি মনে হয় জানেন? ৭০ এর দশক থেকে এই বাঙালীরাই বোধহয় ওদের দেশে গিয়ে এই বকবকানি রোগটার বিস্তার ঘটিয়েছে। বেচারা নাক চ্যাপ্টা বাবুরা! বাঙ্গালী তো চিনে নাই! আর চিনবেই বা কিভাবে? আমরা নিজেরাও তো চিনি নাই (?)

৫। টয়লেট এন্ড মোবাইল

অবশ্য এই জাপানিদের চেয়ে বৃটিশরা আরও এক কাঠি সরেস! সাদা মূলোরা টয়লেট করার সময়ও মোবাইল ব্যবহার করে! ফলাফল? ইংল্যান্ডে প্রতি বছর প্রায় এক লাখ মোবাইল টয়লেটে পড়ে যায়।
আমরা বাঙালীরা বাপু অতটা সরস নই! আর হবই বা কিভাবে? প্রতিদিন যে পরিমান ভেজাল আর মসলাদার খাওয়া খাই! টয়লেটে ** নির্গমন আর গন্ধের জ্বালা সামলাতেই অস্থির! আবার মোবাইলের জ্বালা?

৬। চীনুর চেনানো

এত সব জাতিগত রেকর্ডের ভিড়ে চীনা বাবুরা আবার বাদ পড়বে কেন? বিশ্বের মোট উৎপাদিত মোবাইল ফোনের ৭০% ই উৎপাদন করে ফেলে এই চীনু-রা! এরা আরও কত কিছু যে চিনাবে আমাদের?

৭। মোবাইল বিপত্তি

জাতিগত রেকর্ডের কথা বাদ দেন। আপনিই এই মোবাইল দিয়ে কম রেকর্ড সৃস্টি করেন নাকি? জানেন? ইনসোমনিয়া (অনিদ্রা), সন্দেহবাতিকতা আর মাথাব্যথা রোগের জন্য অনেকাংশে দায়ী এই মোবাইল ফোনের রেডিয়েশন!

কি? ভয় পাচ্ছেন? না, না, আপনার এই রোগ হয়নি। আর হলেও তো আপনি স্বীকার করবেন না, পাছে আপনার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়া হয়, ঠিক না? আমি কিন্তু বাপু সোজাসাপ্টা বলে দিচ্ছি মোবাইল ফোন হাতের কাছে না থাকলে আমার ঘুমই আসবে না।

৮। অবাক মানুষ

আরেকটা রেকর্ড আছে। এটা জাতিগতও না, এককও না। এটা মনুষ্যগত। সারা বিশ্বে প্রায় ৪০০ কোটির মত মানুষ মোবাইল ব্যবহার করে। আর টুথব্রাশ ব্যবহার করে ৩৫০ কোটির মত মানুষ।

কেন বাপু, বাকিরা কি মোবাইল দিয়েই দাঁত ব্রাশ করে নাকি?

৯। টাফ মোবাইল

আচ্ছা, আমাদের রেকর্ডের কথা বাদ দেন। এবার একটু মোবাইলের রেকর্ডের কথা বলি। অনেকেই টাফ মোবাইল খুঁজেন। হাত থেকে পড়লে ভাঙবে না, আছাড় মারলেও ভাঙবে না এমন মোবাইল। আমি বুঝি না মোবাইল আছাড় মারার দরকারটা কি? আচ্ছা যাই হোক এ প্রসংগ বাদ দেই, মানুষ তো আচারও খায় (আমি আবার আচার খাওয়ার ঘোর বিরোধী)। যারা মোবাইল আছড়া আছড়ি পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness Book of World Records)- এ স্থান পাওয়া সবচেয়ে আছাড় প্রুফ মোবাইল হচ্ছে সোনিম এক্স পি ৩৩০০ ফোর্স (Sonim XP3300 Force), ব্যাটাকে ৮২ ফুট উঁচু থেকে কংক্রিটের মেঝের ওপর আছাড় দেবার পরও কোন প্রকার অপারেশনাল ড্যামেজ হয়নি। এর পর দিব্যি এটা দিয়ে কথা বলা এবং মেসেজ করা গেছে।


এই সিরিজের অন্যান্য পোষ্টগুলিঃ

১। কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১
২।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-২
৩।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৩
৪।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৪
৫।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৫
৬।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৬
৭।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৭
৮।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৮
৯।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৯
১০।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১০
১১।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১১
১২।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১২
১৩।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১৩
১৪।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১৪

মন্তব্য ৫০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৩

প্রামানিক বলেছেন: ১ম হলাম। চা চাই।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৫

প্লাবন২০০৩ বলেছেন: হুম, দেনা থাকল। জম্পেশ একটা চা আড্ডা হবে।

২| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৯

চিটাগং এক্সপ্রেস বলেছেন: কিছু আগে থেকে জানতাম । আর কিছু নতুন করে জেনে নিলাম ।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪২

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টের জন্য।

৩| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৯

আবু তালেব শেখ বলেছেন: সুন্দর হইছে

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৩

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

৪| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: নকিয়া -১১০০ আমারও একটা ছিলো। আমার একটা মটোরোলা ছিল আছাড় দিলেও ভাংগতোনা।। কয়েকবার মাটিতে আছাড় দিয়েছি।। যাইহোক অসাধারণ একটা পোস্ট। খুব ভালো লাগলো। নতুন অনেক কিছুই জানলাম। প্রিয়তে নিলাম। ভালো থাকুন।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৪

প্লাবন২০০৩ বলেছেন: ভাই, আপনি তাহলে ইতিহাসের অংশীদার। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৪

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মজার সিরিজ মজা করে পড়লাম। +।
কেমন আছেন?

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৭

প্লাবন২০০৩ বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ভাই, ভালো আছি। লেখা ভালো লেগেছে শুনে প্রীত হলাম। অনেক দিন পর কথা হোল, আপনি ভালো আছেন তো?

৬| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেলিনা আরোন্স কী করে? :||

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৭

প্লাবন২০০৩ বলেছেন: কি করে জানি না তো ভাই।

৭| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি.....

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৯

প্লাবন২০০৩ বলেছেন: ইনশা-আল্লাহ্‌ ভালো থাকবেন। দোয়া রইল।

৮| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৫

প্রশ্নবোধক (?) বলেছেন: দুঃখিত প্রথমেই ভুল চোখে পড়ল। লিখলেন নকিয়া১১০০ আর পিক দিলেন ১১১০ এর ?

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:১০

প্লাবন২০০৩ বলেছেন: যাচ্চলে, ভুলটা ধরিয়ে দিলেন?

আচ্ছা, আমিও ঠিক করে দিলুম। পরীক্ষাটা আর হোল না।

৯| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৩

কলাবাগান১ বলেছেন: সেলিনা এরন্সের বিল পরে $২০০,০০০ থেকে $২৫০০ করা হয়। তার বধির ভাই এর করা ইন্টারন্যাশনাল রোমিং এর জন্য ই এত বিল আসে।
Celina Aarons

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৮

প্লাবন২০০৩ বলেছেন: হুম। ধন্যবাদ।

১০| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর পোস্ট।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৯

প্লাবন২০০৩ বলেছেন: সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

১১| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩০

হাফিজ হুসাইন বলেছেন: অনেক ভাল পোষ্ট। আপনি মনে হয় এবার নোবেল প্রাইজ টা পেয়ে যাবেন

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৩

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই। নোবেল প্রাইজ পাইলে আপনেরে ৫০% দিয়া দিমু। আপনে খালি অ্যারেঞ্জ করেন।

১২| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪০

এপিস বলেছেন: তথ্য বহুল পোষ্ট।ধন্যবাদ পোষ্ট দাতাকে।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৭

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই।

১৩| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৯

বাকোশপোলের কালাম বলেছেন: বেশ ভাল পোষ্ট।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৬

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই।

১৪| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩৭

হাসান মাহবুব বলেছেন: লাস্টের্টা দিয়া মানুষ মারা যায়?

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৬

প্লাবন২০০৩ বলেছেন: মারা যাইতেও পারে, তয় এহন পর্যন্ত কেউ এত খরচ করে নাই। মানুষ মারতে এহন মোবাইল লাগে? মানুষ তো এহন এমনি এমনিই মরে।

১৫| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১২

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে।

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯

প্লাবন২০০৩ বলেছেন: কস্ট করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই।

১৬| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন:
চমৎকার মোবাইল উপাখ্যান!! আপনাকে একটা স্যালুট না দিয়ে যাই কোথায়??? :)

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৫

প্লাবন২০০৩ বলেছেন: অন্নেক অন্নেক ধন্যবাদ। বহুদিন পর আপনাকে দেখলাম, এতদিন কোথায় ছিলেন?

১৭| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩০

সিফটিপিন বলেছেন: নকিয়া ১১০০ আমার ছিল।
iPhone 5 Black Diamond কিনতে মুঞ্চাই তয় ট্যাকা নাই।


পস্টু ভালা।

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৪

প্লাবন২০০৩ বলেছেন: ধইন্যা।

১৮| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মেলাদিন পরে আপনার লেখা.........।

অনেক আনন্দ পেলাম :)

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৪

প্লাবন২০০৩ বলেছেন: উনেক ধন্যবাদ ভাই। দোয়া করবেন।

১৯| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অ মাগো...
কি হুনাইলেন... মাথায় খালি চক্কর দ্যায় আর দ্যায়... :-*

কত অজানারে জানাইলেন ;)
দারুন পোষ্টে ++++


২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:১২

প্লাবন২০০৩ বলেছেন: হায় হায়, মাথায় মোবাইল ঢুকল ক্যামনে? এইডা চক্কর না, ভাইব্রেশন। অহনই বেডারি কুলেন।

হা হা হা ভাই। অনেক ধন্যবাদ।

২০| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক দিন পর এই সিরিজের লেখা পড়লাম। +++

বহুদিন ইরেগুলার ব্লগে... 'মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না' টাইপ আর কি।

কেমন আছেন ভাই? আশা করি ভাল। দোয়া থাকে সবসময়, ভাল কাটুক দিনগুলো।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৩

প্লাবন২০০৩ বলেছেন: হুম, আলহামদুলিল্লাহ্‌ ভাই। ভালো আছি। আপনি কেমন আছেন? দোয়া করবেন।

২১| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক কিছু জানলাম ভাইয়া অনেকদিন পর
আশা করছি ভাল আছেন ।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৪

প্লাবন২০০৩ বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। আপনি কেমন আছেন? লেখালিখি কেমন চলছে আপু?

২২| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অপূর্ব.............চেটেপুটে খেলুম

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:২২

প্লাবন২০০৩ বলেছেন: স্যার, এইবার যদি বিলটা দেতেন। কেতুজ্ঞ থাকতুম।

আমি কিন্তু কৃতজ্ঞ, সেইসাথে আন্তরিক ধন্যবাদ। ঐ ব্যাটা ওয়েটার একটা অভদ্র। কিছু টাকা দিয়ে বিদায় করে দিন।

২৩| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩৬

জুন বলেছেন: মোবাইলের ইতিহাসের সর্বাধিক বিক্রীত নোকিয়া ১১০০ এর একজন গর্বিত মালিক ছিলাম আমি :``>>

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩৮

প্লাবন২০০৩ বলেছেন: আমিও ছিলাম। এখনও মনে পড়ে খুব কস্ট করে টাকা জমিয়ে মোবাইলখানা কিনেছিলাম।

২৪| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৪

ক্লে ডল বলেছেন: খুব মজা পেলাম!!

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩৮

প্লাবন২০০৩ বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।

২৫| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৩

আরজু পনি বলেছেন: সেলিনা আরোন্স এর কান মাথা ঠিক ছিল তো? আপডেট জানতে চাই।

আর বাঙালীদের টয়লেট নিয়ে যা বললেন! হাহাহাহা

আপনার এ ধরনের পোস্টগুলো দারুণ লাগে!

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৫

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ আপু। আপনার কাছে এ ধরণের পোস্ট ভালো লাগে জেনে খুব আনন্দিত হলাম। আপনার মন্তব্য আরও নতুন নতুন পোস্ট লিখতে উৎসাহ যোগায়।

সেলিনা আরোন্স- এর ব্যপারে আরও ডিটেইলস জানতে চাইলে এই লিঙ্কটাতে ক্লিক করতে পারেন -
http://www.dailymail.co.uk/news/article-2050717/Celina-Aarons-Florida-womans-shock-200k-phone-ROAMING-charges.html

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.