নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মজার খাওয়া

২৮ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১১


শহীদুল ইসলাম প্রামানিক

ভাতের সাথে শুটকি ভর্তা
পান্তার সাথে আলু
মজা করে খাচ্ছে বসে
চিকন মিয়ার খালু।

কাঁচা পিয়াজ লঙ্কা পোড়া
সাথে রসুন পাতা
খাওয়ার সময় হুসহাস করে
বলছে গরম মাথা।

ঝালের চোটে টাল হয়েছে
গাল দিয়েছে মামা
দৌড়ে এসে গৌড়ি বাবু
বলছে খাওয়া থামা।

চুলার ভিতর আলু দিয়েছি
সবই গেছে পুড়ে
খাবার খায়নি বিড়ালগুলো
দিয়েছে কান্না জুড়ে।

তোর খাবারটাই দেনা আধেক
বিড়াল ক্ষুধায় মরে
নিজের খাবার বিড়ালকে দিল
গৌড়ি বাবুর ডরে।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


চিকন আলীর খালু নিশ্চয়ই অনেক পয়সাওয়ালা।
আলুর দাম ৮০ টাকা কেজি।
সবাই খেতে পারে না।
আফসোস!

২৮ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬

প্রামানিক বলেছেন: পয়সা ওয়ালা তবে ভাত পায় না

২| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: আলু কম খাওয়াই
ভালা -ভালা -ভালা
গ্যাস হবে না পেটের
জ্বালা পুড়া আলু কম খাবা

২৮ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬

প্রামানিক বলেছেন: বিপদে পড়ে আলু খেতে হয়

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: ছড়া সুন্দর হয়েছে ।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৮

মোগল সম্রাট বলেছেন:

সরকার এক সময় বলতে ভাতের বদলে আলু খান, ভাতের উপ্রে চাপ কমান। এখন সেই শ্লোগান উল্টো করে বলতে হবে। আলুর উপ্রে পাবলিক এমন চাপ দিয়েছে একদম ভর্তা হয়ে গেছে। :)

ছড়া ভালো হয়েছে। ছন্দের অন্তমিলও ভালো লেগেছে।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: ফকরুদ্দিনের সময় চাউলের দাম বৃদ্ধি পাওয়ায় আলু দিয়ে অনেক রকমের খাবার প্রচার করেছিল, তখন দেশে আলুর ফলনের পরিমাণ বেশি ছিল। এখন আলুর দাম বেশি হওয়ায় আলু মানুষ প্রয়োজনের চেয়ে কম কেনে। আলুর দাম যাই হোক তবে নতুন আলু ভর্তার স্বাদের তুলনা নাই। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: আলুভর্তা আর পানতা ভাত সাথে শুকনো পুঁড়া মরিচ। দারুণ টেস্ট

২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৬

প্রামানিক বলেছেন: আগের দিনে সকালের মুখোরোচক নাস্তা এটাই ছিল। ধন্যবাদ

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৩৪

সোহানী বলেছেন: এইতো দিলেন ঝামেলা বাঁধিয়ে। এখন আলুভর্তা খেতে ইচ্ছে হচ্ছে...................

২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৭

প্রামানিক বলেছেন: নতুন আলু পেলে তাড়াতাড়ি ভর্তা করে খান, এখন নতুন আলুর যে স্বাদ আছে কয়েকমাস পরে সেই স্বাদ থাকবে না।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: চিকন মিয়ার খালুর মতো আমারও খেতে ইচ্ছে করছে।

০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৬

প্রামানিক বলেছেন: মজাদার মন্তব্য করায় অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.