নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

আধকেজি করোলা

২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৬


১৯৮৩ সালে গলাধাক্কা পাসপোর্টে ভারতের পশ্চিম বঙ্গের কোচবিহার গিয়েছি। তখন কোচবিহারের বিখ্যাত রাসের মেলা চলতেছিল। মেলা দেখা শেষে বারো কিলোমিটার দূরে পিসির বাড়ি ফিরছি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন পিসি পেলেন কই? পিসিরা আমাদের গ্রামেই থাকতেন। আমার বাবাকে ভাই বানিয়েছিলেন। সেখান থেকেই আমাদের পিসি ভাইপো সম্পর্ক।

সেই সময় ভারতে টেইলর বাস চলতো। অর্থাৎ দুইটা বাস একসাথে জোড়া দিয়ে প্রথম বাসের ইঞ্জিন দিয়ে পরের বাস টেনে নেয়া হতো। পরের বাসটিতে কোন ইঞ্জিন থাকতো না। কানা মানুষকে আরেকজন হাত ধরে যেমন টেনে নিয়ে যায় এই টেইলর বাসেরও সেই অবস্থা। টেইলর বাসে ভারত সরকারের অনেক খরচ কম হতো, কারণ এক খরচে দুইটি বাস চলতো।

কোচবিহার থেকে বিকাল ৫টার পরে রওনা হয়েছি। তখন অফিস ছুটি হয়েছে। বাস ভর্তি যাত্রী। অনেকেই সিট না পেয়ে দাঁড়িয়ে আছে। আমার সিটের কাছেই দুইজন ভদ্রলোক দাঁড়িয়ে কথা বলছে। সম্ভাবত তারা অফিস ফেরত যাত্রী হবে। হঠাৎ তাদের কথোপোথনে কান গেল। এক ভদ্রলোক আরেক ভদ্রলোককে বলছে, বাবু কি আর বলবো, সবজির যা দাম বেড়েছে কিনে খাওয়াই মুশকিল।
দ্বিতীয় ভদ্রলোক বলল, কিছু কিনেছেন নাকি?
-- কিনবো কি করে, করোলা দেড়টাকা কেজির কম কিছুতেই দিলে না। আমি পাঁচসিকে বললুম তাও দিলে না। দিলে অবশ্য আধকেজি নিতুম।

আমার কাহিনী পড়ে হয়তো অনেকেই ভাবছেন মাত্র চারানার জন্য করোলা কিনল না! ১৯৮৩ সালে ভারতে চারানা পয়সার অনেক দাম ছিল। সেই সময় ভারতের মানুষের আয়রোজগার এবং ক্রয় ক্ষমতার বিবরণ পরে একদিন দিব।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৪

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার স্মৃতিচারণ কবি প্রামানিক দা
ভাল থাকবেন---------

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৮

প্রামানিক বলেছেন: প্রথম মন্তব্য করায় অনেক অনেক শুভেচ্ছা।

২| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৮

জুন বলেছেন: প্রামাণিক ভাই এখনকার জেনারেশনের অনেকেই কিন্ত আর আগের মত নেই। তারা এখন হাত খুলেই খরচ করে।

২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

প্রামানিক বলেছেন: তখনকার বাজার দরের সাথে এখনকার বাজার দরের রাত দিন তফাৎ। ধন্যবাদ আপা, আপনি কেমন আছেন?

৩| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৭

নয়ন বড়ুয়া বলেছেন: আহা সেই যুগ আর এখনকার যুগের যোজন যোজন পার্থক্য...

২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

প্রামানিক বলেছেন: সেই সময় ইচ্ছা করলেই যেমন ইচ্ছা মতো রোজগার করা যেত না তেমনি ইচ্ছা মতো খরচও করা যেত

৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বড়উ আচানক ঘটনা।
আফসোস!

২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

প্রামানিক বলেছেন: আসলেই আচানক

৫| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৩

বিজন রয় বলেছেন: করলার চবিটি সুন্দর হয়েছে। একদম প্রাকৃতিক।

আর দামের কথা যা বললেন তা এখনকার সময়ে তাজ্জ্ববের বটে!!

২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

প্রামানিক বলেছেন: এখনকার প্রজন্ম করলার এত কম মূল্যকে গালগপ্প মনে করবে।

৬| ২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

রাজীব নুর বলেছেন: আমার জন্মের আগের ঘটণা।

২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

৭| ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৪

শেরজা তপন বলেছেন: টেইলর বাসের ঘটনা জানা ছিল না!

২৪ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩১

প্রামানিক বলেছেন: ১৯৮৩ সালে টেইলর বাস কোচবিহার জলপাইগুড়িতে চলাচল করতো। সেই সময় কয়েকবার এই বাসে উঠার সৌভাগ্য হয়েছিল।

৮| ২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০

আলামিন১০৪ বলেছেন: গলাধাক্কা পাসপোর্ট কি?

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

প্রামানিক বলেছেন: পোসপোর্ট ছাড়া দালালের মাধ্যমে বর্ডার পার হওয়ার নাম গলাধাক্কা পাসপোর্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.