নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বিদায় বেলায় - ২৩

৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:০৫


ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং


ভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে বেশ কিছু সূর্যাস্তের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত সূর্যাস্তের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সেখান থেকে ৫টি বিদায়বেলার ছবি রইলো।


বিকেলের সূর্য

ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, কালীগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২১/০১/২০১৯ ইং



মেঘলা দিনের সূর্য

ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, কালীগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২১/০২/২০১৬ ইং




আইল গোধূলি সৌর রঙ্গ ভূমে,-
নামিল পশ্চিমে ধীরে যবনিকা,
ধূসর বরণা; ফুরাইল ক্রমে
দিনেশ দৈনিক গতি অভিনয়।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং





শহুরে সূর্যাস্ত

ছবি তোলার স্থান :উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০১৫ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
বিদায় বেলায় - ০১, বিদায় বেলায় - ০২, বিদায় বেলায় - ০৩, বিদায় বেলায় - ০৪, বিদায় বেলায় - ০৫
বিদায় বেলায় - ০৬, বিদায় বেলায় - ০৭, বিদায় বেলায় - ০৮, বিদায় বেলায় - ০৯, বিদায় বেলায় - ১০
বিদায় বেলায় - ১১, বিদায় বেলায় - ১২, বিদায় বেলায় - ১৩, বিদায় বেলায় - ১৪, বিদায় বেলায় - ১৫
বিদায় বেলায় - ১৬, বিদায় বেলায় - ১৭, বিদায় বেলায় - ১৮, বিদায় বেলায় - ১৯, বিদায় বেলায় - ২০
বিদায় বেলায় - ২১, বিদায় বেলায় - ২২

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:১৬

সোনাগাজী বলেছেন:



সুর্য উদয়ের ছবি তো কখনো দেননি; মনে হয়, ঘুম থেকে দুপুরে উঠেন?

৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার মতো লোকের পক্ষেই সন্ধ্যে বেলা সূর্য উদয়ের খোঁজ করা সম্ভব।

এই সিরিজটি হচ্ছে সূর্যাস্তের, এখানে এসে সূর্য উদয়ের ছবি খোঁজলে না পাওয়া টাই স্বাভাবিক। যদিও আমি এই সিরিজেই ৩-৪টা সূর্য উদয়ের ছবি দিয়েছি।
তাছাড়া শিশির বিন্দু - ০১, শিশির বিন্দু - ০২, শিশির বিন্দু - ০৩, শিশির বিন্দু - ০৪, শিশির বিন্দু - ০৫
শিশির বিন্দু - ০৬ এই গুলিতেও খুঁজে দেখতে পারেন, ১০-১২টা সূর্য উদয়ের ছবি পেয়ে যাবেন।

২| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৫

সোনাগাজী বলেছেন:




ঘুম থেকে কয়টায় উঠেন?

৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: যখন প্রয়োজন হয় তখই উঠি।
এখন উঠি ৭টা, মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয়। স্কুল বন্ধ থাকলে ১০ টায়। রমজানে উঠবো ১১টায়।

৩| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:৫০

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন, "... স্কুল বন্ধ থাকলে ১০ টায়। রমজানে উঠবো ১১টায় "

-বুঝা যাচ্ছে, আপনার ১১টা, মানে দেশের ১২টা

৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার বুঝা ক্ষমতা প্রায় পয়গাম্বদের পর্যায়ে পৌছে যাচ্ছে!!
অভিনন্দন আপনাকে।

৪| ০১ লা এপ্রিল, ২০২২ ভোর ৬:৩০

সোবুজ বলেছেন: শহরে সূর্যাস্তের ছবিটা ভালো লেগেছে।এটা যে শহর বুঝা যায়।

০১ লা এপ্রিল, ২০২২ সকাল ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: শহরের চিত্রই আলাদা, চোখে কোনো শান্তির প্রলেপ দিতে অক্ষম।

৫| ০১ লা এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: আপনি এত অল্প ছবি দেন, মন ভরে না।

০১ লা এপ্রিল, ২০২২ দুপুর ২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, ছবি ব্লগ গুলিতে সাধারণতো আমি ৫টি করে ছবি দেই, এবং প্রতিনিয়োতোই পোস্ট করি।
৫টি ৫টি করে ছবি রেডি করতেই অনেক সময় বেরিয়ে যায়।
তবে আমি ভ্রমণ ব্লগগুলিতে কিন্তু প্রচুর ছবি ব্যবহার করি।
যাইহোক, অতৃপ্তি থেকে যাওয়াটা উত্তম।

৬| ০১ লা এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: আপনার কাছে ভাই, বন্ধু হিসেবে একটা অনুরোধ আছে।
সোনাগাজীকে 'উজবুক' বা এই টাইপ কথা বলবেন না। উনি জ্ঞানী মানুষ। ভালো মানুষ। দেশের প্রতি তার সীমাহীন ভালোবাসা রয়েছে।

০১ লা এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার এই মন্তব্যের কিছু বিষয়ে আমার দ্বিমত আছে।

প্রথমতো উজবুক কোনো গালি নয়।
উজবুক শব্দটির অর্থ হচ্ছে - আহাম্মক, বোকা, মূর্খ, আনাড়ি, অপটু, অনভিজ্ঞ, অজ্ঞ, অনভ্যস্ত, অনিপুণ ইত্যাদি।

সোনাগাজী অবশ্যই একজন চমৎকার ব্লগার এবং উনার বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ। তবে উনি জ্ঞানী মানুষ কিনা সেটার বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
সম্ভবতো উনি ভালো মানুষ (সম্ভবতো বলছি কারণ তার সম্পর্কে আমি কিছুই জানি না।)
দেশের প্রতি তার সীমাহীন ভালোবাসার যেকথা আপনি বলছেন সেটি অযৌক্তিক। দেশকে ভালোবেসে কেউ গিয়ে বিদেশে বসে থাকে না। আবার দেশে থাকলেও যে দেশকে ভালোবাসা হয়ে যায় তেমনটাও না।
ব্যক্তি সোনাগাজী বা ব্লগার সোনাগাজী সম্পর্কে আপনার যে মতামত বা ধারনা আমি সেটাকে সম্মান জানাই। আমার মন্তব্যে কষ্ট পেলে সরি বলছি।

ব্যক্তিগত ভাবে আমি সোনাগাজীর লেখা পছন্দ করি।
যে মন্তব্যের কারণে আমি সোনাগাজীকে উজবুক বলেছি সেটি যদি অযৌক্তিক হয় তাহলে আমি উজবুক শব্দটি প্রত্যাহার করতে রাজি আছি। ঐ মন্তব্যে উজবুক বলাটা কেনো অযৌক্তিক হয়েছে সেটা আপনাকে বিশ্লেষন করতে হবে।

দেখেন আপনি মন্তব্যের শুরুতে বলেছেন - "আপনার কাছে ভাই, বন্ধু হিসেবে একটা অনুরোধ আছে।"
এই বাক্যটি যদি আপনি লিখতে এভাবে - "আপনাকে বলছি ভাই, আপনি কখনোই সোনাগাজীকে উজবুক বলবেন না।"
আপনি আমার কাছে অনুরোধ করতেই পারেন, নির্দেশ দিতে পারেন না। এই সামান্য সৌজন্য বোধের জ্ঞনটুকু আপনার আছে। অনেকের আবার নেই।

আপনার জন্য শুভকামনা রইলো।
ইদানিং আপনার পোস্টগুলি কেমন ট্রাক ছাড়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কোনো কারণে কি মোন বিক্ষিপ্ত?

৭| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ৯:১০

অপু তানভীর বলেছেন: প্রথম ছবিটা আমার ধার দেন দেখি ! ইলাস্ট্রেশন করার ইচ্ছে জাগলো মনে !

০১ লা এপ্রিল, ২০২২ রাত ৯:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটি পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো।
দেয়া হলো। নিয়ে নেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.