নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমোদাচির ব্লগবাড়িতে স্বাগতম!!

তোমোদাচি

শিকড়ের টানে শিকড় গেড়ে বসতে শিকড়ের কাছে ফিরছি .।

তোমোদাচি › বিস্তারিত পোস্টঃ

আমার চোখে দেখা আমার দেশ :|

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭

অনেকদিন পর ব্লগে লিখছি; আগের মত আসাও হয়ে ওঠেনা। ব্লগের আকর্ষণ কমে যাচ্ছে নাকি আমার ব্যস্ততা বেড়েছে বুঝতে পারছিনা। প্রিয় এই প্লাটফর্মটা থেকে হারিয়ে যেতে চাই না; তাই একটু ঢু মারলাম !! ;)



জানি দেশের মানুষ খুব একটা ভাল নেই; তাই কেমন আছেন সবাই??? এই ধরনের বিব্রতকর প্রশ্ন না করি; বরং সবার জন্য শুভ কামণা! আশাকরি আমাদের দেশের দুঃসময় দ্রুত কেটে যাবে, সুস্থ সুন্দর সময় অচিরেই আসবে।



প্রায় ৫ বছর পরে দেশে গিয়েছিলাম, গ্রাম আর ঢাকা শহর মিলিয়ে দু’ই মাস মত ছিলাম। এই ৫ বছরে অনেকগুলো পরিবর্তন চোখে পড়ল, সেটা শেয়ার করব; কিন্তু গুছিয়ে লিখতে ইচ্ছে করছে না, একটু ছেড়া ছেড়া ভাবে বলি ... ... ...



গ্রামগুলোর অনেক উন্নতি হয়েছে; না খেয়ে দিনপাত করা লোক এখন আর নেই বললেই চলে, এমন কোন পাড়া নেই যেখানে ২/৪ জন লোক বিদেশে থাকে না। যাতায়াত ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে, আগে যেমন ঘরে ঘরে সাইকেল দেখা যেত এখন দেখা যায় মোটরসাইকেল। বিশ্বের অনেক আধুনিক সুবিধায় এখন হাতের নাগালে। দেশের রাজনৈতিক নিয়ে মাতামাতি আরো বেড়েছে, এখন আর কোন কিছুই রাজনীতির বাইরে নেই; কারো গরু অন্যের ক্ষেতের ফসল খেলে সেটাও আম্লিগ-বিএম্পি তে গিয়ে শেষ হয়।

হাইওয়ে গুলোর অবস্থা আগের চেয়ে অনেক খারাপ হয়েছে; অনেক অনেক দামী গাড়ী রাস্তায় আছে কিন্তু রাস্তা ঘাটের অবস্থা খুবই বিপদজনক। ঢাকা থেকে বাসে করে আমাদের বাড়ী পৌঁছানোর আগেই মালয়েশিয়া থেকে পৌছানো সম্ভব।



ঢাকা শহর আগের চাইতে বসবাসের অনুপোযুক্ত হয়েছে। আমার মতে ঢাকা শহরের প্রধান সমস্যা “অতিরিক্ত মানুষ”; এক সাথে এত মানুষের আনাগোনা বিশ্বে আর কোথাও নেই। ঢাকা শহরকে ডি-সেন্ট্রালাইজ না করলে আলাউদ্দিনের দৈত্য এসেও ঢাকা শহরকে বসবাসের যোগ্য করতে পারবে না। আমার ছেলের সবচেয়ে বেশী অপছন্দ হয়েছে গাড়ীর হর্ন। নোংরা ধুলা-ময়লার কথা বলে আর কি হবে, নোংরা দেখে সবাই নাক সিটকায় আর ঘৃণা প্রকাশ করতে এক দলা থুথু রাস্তার উপর ফেলে X((

সবাই অন্যের উপর দোষ চাপিয়ে ইচ্ছে মত নিজের চারপাশ নোংরা করে, নিজে থেকে কেও উদ্যোগ নেই না পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার।



হরতালের কারনে রাস্তা ফাকা থাকায় ঢাকা শহরে যানজটে পড়তে হয়নি; ছোট ভায়ের বাইকের পিছনে চড়ে সারা ঢাকা শহর ঘুরেছি আরামে। ঢাকা শহরেও বাইকের সংখ্যা প্রচুর বেড়েছে; অবশ্য বাইক চালকরা মনেই করে না ট্র্যাফিক আইন গুলো তাদের জন্যও প্রযোজ্য। ঢাকা শহরের সবচেয়ে কাজের জিনিষ যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কিছু ফ্লাইওভার; আরো বেশ কিছু হওয়া দরকার।



কুইক রেন্টাল হোক আর যা-ই হোক বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে।

ছিনতাই বেড়েছে।

মানুষের ধর্য্য কমেছে; অধিকংশ মানুষের চেহারায় কেমন যেন বিরক্তি ভাব।



খুব ইচ্ছা ছিল মা-বাবা, ভাই-বোন আর তাদের বাচ্চা-কাচ্চা গুলোকে নিয়ে দুরে কোথাও ঘুরতে যাব; দুইবার প্লান করেও দুই নেত্রীর কামড়াকামড়ির কারনে তা বাতিল করতে হলো! শেষে ঢাকার বাইরে যাওয়ার চিন্তা বাদ দিয়ে “নাই মামার চেয়ে কানা মামা ভাল” সুত্রের এপ্লায় করে ফ্যান্টাসি কিংডমে চরম ধরা খেয়েছি; ওটাকে এখন যাদুঘরে রাখার সময় হয়ে গেছে!

একটা ব্যাপার না উল্লেখ করলে অপূর্ণতা থেকে যাবে; জানা’পার আন্তরিক নিমন্ত্রণ রক্ষা করতে সামু’র অফিসে গিয়েছিলাম। জানা’পা সহ সহকর্মীদের ঘরোয়া ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। শুধু আমি নই, আমার সহধর্মিণী, যার কাছে ব্লগিং একটা ফালতু কাজ বলে এতদিন বিবেচিত ছিল সেও আমাকে কয়েকবার অনুরোধ করেছে সামুতে একটা একাউন্ট খুলে দিতে। বাচ্চাদের নিয়ে তার কাজ কর্ম নিয়ে ব্লগে লিখবে! আমি বলেছি, ও অনেক ঝামেলার, তুমি পারবে না!! ... ... বহুত জালাইছে আমারে ব্লগিং করা নিয়ে! কয়েকদিন একটু ঘুরিয়ে নিই!! ;)



দেশ নিয়ে আর দশজন প্রবাসীর মত আমারও দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার দেখি না। জাপানে পি এইচ ডি শেষ করে দেশে সেটেল হব কি হব না এই নিয়ে দোটানায় ছিলাম; সামু’তে এই বিষয়ে আলোচনাও করেছিলাম। একটা আশ্চর্য বিষয় কি জানেন??? একমাত্র আমার মা-বাবা ছাড়া আর কেও চায়না আমি দেশে থাকি! সবাই খালি দেশ থেকে পালাতে বলে! মালেশিয়ার একটা ইউনিভার্সিটিতে জব পেলাম, চলে এলাম; তবে দেশে ফেরার ইচ্ছা এখনো ছাড়িনি... ... ... দেখা যাক!



আমাদের প্লেনটা যখন আকাশে উড়ল; আস্তে আস্তে ঢাকা শহরটা দুরে সরে যাচ্ছে ... এক সময় দৃষ্টিসীমার বাইরে চলে গেল। নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছিল। মনে হলো কোন এক যুদ্ধ ক্ষেত্র থেকে সুযোগ পেয়ে আমি বউ বাচ্চা নিয়ে পালিয়ে যাচ্ছি... ... আর যুদ্ধ ক্ষেত্রের বিভিষিকাময় অনিশ্চিত জীবনের মধ্যে ফেলে রেখে যাচ্ছি মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ... অসংখ্য আপনজনদের!

মন্তব্য ৭২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

না প্রেমিক না বিপ্লবী বলেছেন: যত কিছুই হোক একসময় দেশে ফিরে আসতে হবে॥ আপনার প্রবাস জীবন ভালো কাটুক এই কামনায় করি॥

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩

তোমোদাচি বলেছেন: হু সেটাই


ধন্যবাদ

২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

দি সুফি বলেছেন: তোমোদাচি ভাই কেমন আছেন? আমিও অনেকদিন পর এলাম ব্লগে।
দেশের বর্তমান যা অবস্থা, তাতে বাধ্য হয়েই বিদেশে যাওয়ার চিন্তা মাথায় ঢুকাতে হচ্ছে! অথচ, গত বছরও পরিকল্পনা ছিল, যা করার দেশেই করব, বিদেশে যাব না। সাধারন মানুষ বড় অসহায় হয়ে পরছে। ব্যবসা-বাণিজ্য সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে এই ক্ষমতার লড়াইয়ে। রাস্তায় বের হতেই ভয় লাগে! মনে হয় এই বুঝি কোন পেট্রোল বোমা ছুটে এল! :(

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭

তোমোদাচি বলেছেন: ভালই আছি ভাই!


সাধারন মানুষের এই কষ্ট দেখে অসহয় লাগে খুব

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

শরৎ চৌধুরী বলেছেন: মনে হলো কোন এক যুদ্ধ ক্ষেত্র থেকে সুযোগ পেয়ে আমি বউ বাচ্চা নিয়ে পালিয়ে যাচ্ছি... ... আর যুদ্ধ ক্ষেত্রের বিভিষিকাময় অনিশ্চিত জীবনের মধ্যে ফেলে রেখে যাচ্ছি মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ... অসংখ্য আপনজনদের! .......

এরপর আর কিছু বলার নেই তোমোদাচি।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

তোমোদাচি বলেছেন: শরৎ ভাই; আপনাদের সাথে ঐ আড্ডাটা খুব মিস করছি।

মালেশিয়াতে বেড়াতে এলে আমাদের স্বরণ করতে ভুলবেন না।
জানা'পা সহ সকলকে শুভেচ্ছা বলবেন।

দেশে এলে আবার দেখা হবে!

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮

শরৎ চৌধুরী বলেছেন: আপনাদের পেয়েও খুব খুব ভালো লেগেছিল। নিশ্চয়ই যোগাযোগ থাকবে।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০

তোমোদাচি বলেছেন: :#>

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩

মুনেম আহমেদ বলেছেন: আগে চিন্তা করতাম শিক্ষিত মানুষগুলো কেন এভাবে দেশ ছেড়ে চলে যায়? এখন ভাবি তারা কোন দুঃখে বাংলাদেশে পড়ে থাকবে? :(

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

তোমোদাচি বলেছেন: প্রবাসীরা হয়ত অনেক স্বাচ্ছন্দে থাকে কিন্তু ভিতরের কষ্ট গুলো ভুক্তভুগিরা ছাড়া কেও বুঝতে পারে না!

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০

স্বপনচারিণী বলেছেন: কয়েকদিনে তো দেশের পরিস্থিতির ভালই ব্যাখ্যা দিলেন! এভাবেই ভাল-মন্দ মিশিয়ে আমরা ভালই আছি। আপনারাও জাপানের কাজ শেষ করে দেশে চলে আসুন। বাইরে বাস করে মানসিক কষ্টে আর কতদিন থাকবেন।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

তোমোদাচি বলেছেন: জাপান ছেড়েছি ৩/৪ মাস আগে স্বপনচারিণী, এখন মালেশিয়াতে।

দেশের কাছা কাছি এসেছি যাতে প্রায় প্রায় যেন দেশে বেড়াতে যেতে পারি!
ভাল থাকবেন !

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

শায়মা বলেছেন: তারপরেও ........
আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন
শ্যামল কোমল পরশ ছড়ায়ে নেই কিছু প্রয়োজন......

ভাইয়া তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা....

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ শায়মা

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: শুভকামনা।
বাট এটা দিবো না নিবো বুঝতে পারছি না। আপনিই কন! /:)

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০

তোমোদাচি বলেছেন: দুটোই হোক!! ;)

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “ঢাকা শহর আগের চাইতে বসবাসের অনুপোযুক্ত হয়েছে।”
“ছিনতাই বেড়েছে।”


আমাদের দেশের এক মহান ‘উজিরে আলা’ বলেছিলেন: খুন বাড়লেও অপরাধ কমেছে ;)


ডক্টর তোমাদাচি... অনেক কথা জানলাম আপনার কথায় ‘ছেড়াবেড়া’ পরিবেশনায়। ছেড়াবেড়া ছিলো না। দেশে ফেরার ইচ্ছেটুকু এখনও আপনার আছে...জেনে ভালো লাগলো। আপনার মা-বাবার সাথে হয়তো আপনিও চেয়েছিলেন এদেশে থাকতে।

শুভেচ্ছা থাকলো মালয়েশিয়ান জীবনে।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ মইনুল ভাই

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

মুনসী১৬১২ বলেছেন: শুভ কামনা রইল

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ মুন্সী

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২

মামুন রশিদ বলেছেন: শুভ কামনা তোমোদাচি । :)

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ হামা ;)

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪

সায়েদা সোহেলী বলেছেন: হুম আপনার লেখা পড়ে নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে গেল , বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে এটা শতভাগ সত্য , যা দুবছর আগে গিয়েই দেখেছি কিন্তু আমার চেনা সেই সহজ সরল বাংলাদেশ আর নেই , ঢাকার কথা বাদ দিচ্ছি ., কিন্তু আমি যে মফস্বল এ বড় হয়েছি তার চারিপাশ এ ছড়িয়ে ছিটিয়ে থাকা অবক্ষয় স্পষ্ট ছিলো ।

আপনার ফিরে যাওয়ার পক্ষে অন্তত আপনার বাবা মা আছে , আমার ত তাও নেই :( বলে দুই মেয়ে নিয়ে এসে কিভাবে সবদিক একা ম্যানেজ করবে দেশের যা অবস্থা তাতে নিজেদের থাকাই মুশকিল! !!

ভাবী র একাউন্ট টা দ্রুতই করে দেওয়া উচিত :)

শুভকামনা

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১১

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ সোহেলী আপনার চমতকার মন্তব্যের জন্য

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

ইয়ার শরীফ বলেছেন: শুভকামনা রইলো।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ শরীফ

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

জাহিদ ফারুকী বলেছেন: তোমোদাচি ভাই আপনি মালেয়শিয়ার কোন ইউনিভার্সিটি তে আছেন?
সময় করে গিয়ে আড্ডা দেওয়া যাবে আপনার সাথে। আপনার কোন contact অ্যাড্রেস দিলে খুশি হব।

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪২

তোমোদাচি বলেছেন: জাহিদ ভাই, আমি তেরেংগানুতে আছি, ইউ এম টি।
আমার মোবাইল নং ০১১২১৯২৯৯৫৪

ফোন কইরেন, কথা হবে।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

এহসান সাবির বলেছেন: শুভকামনা ভাই।

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৩

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

বেঈমান আমি. বলেছেন: ভালো লাগলো আপনার অভিজ্ঞতার বর্ননা।তবে ছিনতাই কি আসলেই বাড়ছে?

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৬

তোমোদাচি বলেছেন: আমি দুই মাসে আমার পরিচিতদের মধ্যেই ৩।৪ টি খবর শুনেছি। অধিকংশ ল্যাপটপ বা ব্যাগ মটর সাইকেল করে টান দিয়ে নিয়ে যাওয়ার ঘটনা। এক ফ্রেন্ড তো ব্যাগ ছাড়েনি বলে হাতে কোপ দিয়ে ৭ টা ভেন কেটে ফেলেছে।
বাইরে বের হলে এই আতংকে থাকতাম সবসময়!

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

উদাস কিশোর বলেছেন: শুভ কামনা ,
সুস্থ জীবন কামনা করি

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৬

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ উদাস কিশোর

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

সুমন কর বলেছেন: ঢাকা শহর আগের চাইতে বসবাসের অনুপোযুক্ত হয়েছে। আমার মতে ঢাকা শহরের প্রধান সমস্যা “অতিরিক্ত মানুষ”; এক সাথে এত মানুষের আনাগোনা বিশ্বে আর কোথাও নেই। ঢাকা শহরকে ডি-সেন্ট্রালাইজ না করলে আলাউদ্দিনের দৈত্য এসেও ঢাকা শহরকে বসবাসের যোগ্য করতে পারবে না।

লেখাটা ভাল লাগল। শুভেচ্ছা রইলো।

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৭

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

২০| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৪

মনে নাই বলেছেন: সবসময় স্বপ্ন দেখি একদিন দেশে গিয়ে স্থায়ীভাবে থাকতে শুরু করবো, আর পরের দেশে থাকবোনা।

আপনি দেশ থেকে ঘুরে আসছেন শুনে হিংসা হচ্ছে, আপনাকে ভাগ্যবান মনে হচ্ছে.. :)

দেশের এই অবস্থার মধ্যে ঢাকার বিখ্যাত খাবারের দোকানগুলো খোলা থাকে কিনা দেখে এসেছেন তো!!!

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৯

তোমোদাচি বলেছেন: স্বপ্ন তো দেখতেই হবে ভাই, আশা ছাড়লে চলবে না।
বিদেশে যতই ভাল থাকি সেটা আমার দেশ নয়, আমার দেশে যেদিন সভ্য লোকের শাসন আসবে সেদিন নিশ্চয় সুদিন আসবে।

হা খাবারের দোকান অধিকংশ খোলা থাকে, তবে পকেটে মেট্রোনিডাজল রাইখেন কিন্তু ;)

২১| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৬

মহামহোপাধ্যায় বলেছেন: তোমোদাচি ভাইয়া !! অনেকদিন পর !! আশা করি ভাল আছেন। আপনার কথাগুলো জেনে ভাল লাগল। আমরাও সব মিলিয়ে একরকম আছি। আপনি তো প্রায় সবই বলে দিয়েছেন এবার বরং আপনার না বলা কিছু বলি!! দেশে এসে বোধহয় সামুতে লগইন করেন নি তাই জানেন না সামু এখন এত্ত গুলা পচা!! কোন কথাবার্তা ছাড়াই টানা কয়েকদিন অবরোধ দিয়ে রাখে। মাঝে মধ্যে মনে ব্লগ নিকটার জীবন বীমা করিয়ে রাখা অত্যাবশ্যক :( :( :(


ভাল থাকুন। নিকট প্রবাস জীবন ভাল কাটুক। ভাইপোর জন্য আদর রইল :)

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৮

তোমোদাচি বলেছেন: সারাদেশ ই যখন অবরোধের এর মধ্য দিয়ে চলছে সামু আর বাদ যাবে কেন ... ;)


ভাল থাকুন সব সময়!!

২২| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২২

বোধহীন স্বপ্ন বলেছেন: নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছিল। মনে হলো কোন এক যুদ্ধ ক্ষেত্র থেকে সুযোগ পেয়ে আমি বউ বাচ্চা নিয়ে পালিয়ে যাচ্ছি... ... আর যুদ্ধ ক্ষেত্রের বিভিষিকাময় অনিশ্চিত জীবনের মধ্যে ফেলে রেখে যাচ্ছি মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ... অসংখ্য আপনজনদের!

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭

তোমোদাচি বলেছেন: :(

২৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৩

সামাইশি বলেছেন: তোমদাচি ভাই আমিও এক মাস আগে দেশে গিয়েছিলাম। কিছুদিন পর প্রায় পালিয়ে চলে এসেছি। রাগে ক্ষোভে দু:খে তাই লিখলাম "গলি থেকে পলায়ন" সামুতে পোস্ট করেছি। আপনার সাথে আমি একমত বেহল দশা। সড়ক বাতি নেই। তবে লোকজন কিছু না কিছু করে খাচ্ছে। মনে দারিদ্র বেশ কমেছে। যাই হউক মালয়েশিয়ায় আপনার জীবন সাফল্যমন্ডিত হউক এই কামনা করি। একটা প্রশ্ন, নাজে নামায়ে ও তোমদাচি স্কুত্তুন্তান দেসকা? রহস্যে ফেলে দিলাম নয় কি! শুভ কামনা।

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২১

তোমোদাচি বলেছেন: স্কুত্তুন্তান ?? বুঝতে পারলাম না??

আন্দাজে উত্তর দিলাম;
অতাসী ওয়া নিহন নি সুন্দেই মাস কারা ...

লাগছে নাকি ঠিক মত??? ;)

২৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯

দিবা স্বপ্ন বলেছেন: যারা প্রবাস জীবন যাপন করে তাদের দেশের জন্য অন্যরকম ভালবাসা তৈরি হয়। ভালবাসার মানুষটি চলে গেলে তার প্রতি যেরকম মায়া, অনেকটা সেরকম। এই উন্নত বিশ্বের নিরাপত্ত্বার চেয়ে দেশের অনিশ্চিত জীবন মাঝে মাঝে খুব টানে।

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

তোমোদাচি বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ দিবা স্বপ্ন

২৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

আমি ইহতিব বলেছেন: আপনার উপলব্ধি ১০০ ভাগ সঠিক ভাইয়া। ভালোই করেছেন দেশ ছেড়ে গিয়েছেন। দেশ প্রেম দেখিয়ে দেশে থেকে জায়গা বেজায়গায় পেট্রোল বোমা বা ককটেল এর আঘাতে আহত বা নিহত হওয়ার চেয়ে স্বার্থপর হওয়াটাই ভালো। আমারতো প্রতিদিন পথ চলতে এখন ভয় লাগে, কে কখন কোন দিক থেকে বোম ছুঁড়ে মারে এই ভয়ে থাকি শুধু। যেই দেশ আমাকে সুস্থভাবে বাঁচার দূরে থাক ভালোভাবে মরার নিশ্চয়তাও দেয়না তার প্রতি প্রেম দেখানোর কোন মানে নেই।

কিছু মনে করবেননা ভাইয়া। অনেক জমে থাকা ক্ষোভ থেকে কথাগুলো লিখলাম।

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯

তোমোদাচি বলেছেন: আপনার ক্ষোভ বুঝতে পারছি

২৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

লেখোয়াড় বলেছেন:
তা দেশে থাকলেই তো পারেন।
যখন এতই দরদ দেশের প্রতি।

আমরা আছি, আমরা বেঁচে থাকার জন্য লড়াই করছি।
আমরাই দেশটাকে সুন্দর করবো।

লাখ লাখ টাকা বেতন হলেও দেশ ছেড়ে কোথাও যাবো না।
দেশকে ভাল বলবো, খারাপ বলবো, দরদ দেখাবো কিন্তু দেশের জন্য কিছু করবো না, তা কখনো করবো না। মরি-বাঁচি আগে দেশ।

একটি ভাল পরিবর্তনের জন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি, অনেক বিপদের মধ্যে থেকেও।

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬

তোমোদাচি বলেছেন: লেখোয়াড় ভাই, আপনার মত এত স্ট্রেন্থ আমার নেই; সেই জন্যই তো নিজেকে স্বার্থপর মনে হয়।

যুদ্ধক্ষেত্রে থেকে যুদ্ধ করার সামরথ / সিচুয়েশন নেই; দুর থেকে যতটুকু পারি চেষ্টা করি !

আপনার জন্য শুভ কামণা!

২৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: শুভকামনা রইলো।

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ ইলেক্ট্রন

২৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯

জুন বলেছেন: আপনি মালয়েশিয়া বর্তমানে ? শুভ কামনা তোমোদাচি ।

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

তোমোদাচি বলেছেন: হ্যা আপা!
আপনাকে ধন্যবাদ !

২৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১

সংগ্রামী মন বলেছেন: r jai hok desh to amader,desh make to dalaler hata tula dita parina,sobai mila desh mar jonno kichu korar chesta kori,inshaallah sob thik hoya jaba,valo thakben :)

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪

তোমোদাচি বলেছেন: ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে !

৩০| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

লাবনী আক্তার বলেছেন: আর যুদ্ধ ক্ষেত্রের বিভিষিকাময় অনিশ্চিত জীবনের মধ্যে ফেলে রেখে যাচ্ছি মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ... অসংখ্য আপনজনদের

সত্যি ভাইয়া আমরা অনেক অনিশ্চিয়তার মাঝে বসবাস করছি। আতঙ্কে থাকি কখন যেন আগুনে পুড়ে আমরা মরি। যে হারে পেট্রল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়া হয় তাতে আমরা খুবি ভীত। ঘর থেকে বের হলে প্রিয় মানুষগুলো সবসময় চিন্তায় থাকে আমাদেরকে নিয়ে।

অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ভালো থাকবেন।

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২

তোমোদাচি বলেছেন: দেশের এই অনিশ্চয়তা আমাদের খুব দুশ্চিন্তার মধ্যে রাখে; আল্লাহ কবে যে দেশটাকে এই রাহুগ্রাস থেকে রক্ষা করবেন!

ভাল থাকবেন লাবনী

৩১| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

সকাল রয় বলেছেন:
জানিনা কবে শেষ হয়ে যাবো
তবুও ভালোবাসি বাঙলা

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮

তোমোদাচি বলেছেন: ভাল বলেছেন

৩২| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: একটা কপট অভিমান রয়েছে আপনার প্রতি। যদিও সময় অনুকূল ছিলো না। একবার দেখা হলে কি যে ভালো লাগতো!

যেখানে থাকুন, ভালো থাকুন।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

তোমোদাচি বলেছেন: সজীব ভাই আমার খুব লজ্জা লাগছে, আসলেই দেখা হওয়া উচিত ছিল। আপনার ফোন নং টা নিয়ে নেওয়া উচিত ছিল।
আসলে দেশের অবস্থা অনুকুলে না থাকার জন্য অনেকের সাথেই দেখা করতে পারিনি।

যায় হোক, এবার আর ভুল হবে না, এবার দেশে আসলে দেখা হবে ইমশাল্লাহ!

৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

জাহিদ ফারুকী বলেছেন: ধন্যবাদ ভাই। ফোন করবো শীঘ্রই। ভালো থাকবেন।

১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৩

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

৩৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২০

সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট দেখে ভাল লাগলো। আপনার মত মানসিক অবস্থা অনেকের। যেখানে থাকুন ভাল থাকবেন এই প্রত্যাশা থাকলো।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই

৩৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

তাসজিদ বলেছেন: সহজ ভাষায় চমৎকার লিখেছেন।

আসলে আমরা সবাই গোলকধাঁধার মধ্যে আছি। এই মনে হয় ভাল আছি। এই মনে হয় নেই।

একটি বিষয় সব সময় আমাকে ভাবতো। উন্নত বিশ্বের জীবন ছেড়ে কিভাবে বাংলাদেশে চলে আসে?

আসলে উন্নত হোক আর যাই হোক সে দেশ ত আমার না। পরের দেশ।
এ বোধ থেকে মনেহয় মুক্তি পাওয়া যায় না । তা আপনি যত বছর বিদেশে থাকুন না কেন?

৩৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২০

তাসজিদ বলেছেন: আসলে আপনি কখন দেশ কে উপলব্ধি করতে পারবেন না, যদি না আপনি প্রবাসী না হোন।

দেশের প্রতি ভালবাসা, মমত্ব তখনই কেবল বোঝা যায়।

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ এত দিন পরে হলেও চমৎকার কমেন্টের জন্য

৩৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২০

খেয়া ঘাট বলেছেন: অনেক শুভকামনা রইলো ভাই। অনেক ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.