নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমোদাচির ব্লগবাড়িতে স্বাগতম!!

তোমোদাচি

শিকড়ের টানে শিকড় গেড়ে বসতে শিকড়ের কাছে ফিরছি .।

তোমোদাচি › বিস্তারিত পোস্টঃ

মেকানিক্যাল ইঞ্জিনিয়রদের জন্য নেদারল্যান্ডে একটা পিএইচডি স্কলারশীপ

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭

নেদারল্যান্ডের টুয়েন্টে ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়রদের জন্য একটি পিএইচডি স্কলারশিপের খবর আমার কাছে এসেছে। ১লা ফেব্রুয়ারী এর মধ্যে এপ্লায় করতে হবে। নিচের লিংক এ যোগাযোগের ইমেইল এড্রেস সহ বিস্তারিত ইনফরমেশন আছে। আগ্রহীরা ট্রাই যোগাযোগ করতে পারেন।



বাই দ্যা ওয়ে, শুধু ইনফরমেশন দেওয়া ছাড়া এই ব্যাপারে আমার কোন রেস্পন্সিবিলিটি নেই।



Click This Link





শুভ কামনা!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭

ভিটামিন সি বলেছেন: ভাইজান কি দেশে ফিরে এসেছেন?

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬

তোমোদাচি বলেছেন: দেশে গিয়েছিলাম, আবার বাইরে এসেছি; তবে অন্য দেশে

২| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯

লিখেছেন বলেছেন: শুধু ইনফরমেশন দেওয়া ছাড়া এই ব্যাপারে আমার কোন রেস্পন্সিবিলিটি নেই।

কথাটি মানতে পারলাম না - গাছে উঠিয়ে মই কেড়ে নেয়াড় মত ব্যাপার- আপনাকে দ্যায়িত্ত নিতেই হবে নিতেই হবে -

৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৩

হিজবুল বাহার বলেছেন: ভাইজানের গ্রামের বাড়ি দেখি মাগুরা । দেখে ভালো লাগলো । আমিও মাগুরার , আড়পাড়া এর । চাকুরি সুবাদে ঢাকা নামক জঘন্য শহরে থাকি ।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩১

ডঃ আলম বলেছেন: স্টামফোর্ড উইনিভার্সিটিতে জয়েন করেন নি? আমি দেশে ফিরে জয়েন করতে গিয়েছিলাম (ছুটি নিয়া গিয়েছিলাম কিনা)।
কথা বলে মনে হইছিলো, তারা পিএইসডি করাদের দরকার মনে করে না, আরেক আপুরও এই কেস, দেশে ফিরলেও জয়েন করতে দেয়নি।
আমাদের সবার সাথেই কি এমন হয়েছে???? নাকি শুধু আমি??

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

তোমোদাচি বলেছেন: আমি অবশ্য জয়েন করার চেষ্টা করিনি; এবার গিয়ে ছেড়ে এসেছি।
আমার আগে একজন আমাদের ডিপার্টমেন্টে অবশ্য জয়েন করতে পেরেছিল; যদিও প্রথমে একটু ঝামেলা করেছিল।
স্টামফোর্ড কোয়ালিটির দিকে বরাবরি একটু কম খেয়াল!

আপনি এখন কই আছেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.