নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমোদাচির ব্লগবাড়িতে স্বাগতম!!

তোমোদাচি

শিকড়ের টানে শিকড় গেড়ে বসতে শিকড়ের কাছে ফিরছি .।

তোমোদাচি › বিস্তারিত পোস্টঃ

ক্যামনে ক্যামনে ৫ বছর হয়ে গেল !! :| ;)

০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:৫০

ব্যক্তিগত ব্যস্ততার কারনে অনেকদিন ব্লগে লেখা হয় না; কিছুদিন আগেও সামু ছিল আমার সবচেয়ে বেশী ভিজিটেড সাইট, আর এখন এমন অনেক দিন আছে সামুতে ঢূ মারাই হয় না। আজ একটি পোষ্টে কমেন্ট করতে গিয়ে লগ ইন করে দেখি সামুতে আমার বয়স ৫ বছর হয়ে গেছে। :| অন্যরকম একটা ভাললাগা কাজ করল!!



আমার ব্লগের নাম তোমোদাচি (জাপানী শব্দ) অর্থ- বন্ধু; ব্লগে আমার প্রথম স্ট্যাটাস ও ছিল “আরও কিছু বন্ধু বানাতে এখানে আসা”। সত্যিই, এই পাঁচ বছরে অনেক গুলো ভাল বন্ধু পেয়েছি এখানে। :D হোক না সে ভার্চুয়াল; সবকিছুর শেয়ারিং তো এখানেই! এই পাঁচ বছরে দেড়শ এর উপরে পোষ্টে আর অসংখ্য মন্তব্যে/জবাবে আমার এমন কোন উল্লেখযোগ্য ঘটনা / অনুভুতি নেই যা আমি শেয়ার করিনি সামুর বন্ধুদের সাথে। এই দীর্ঘ সময় সাথে থাকার জন্য সামুর বন্ধুদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা!



নতুন কিছু লেখার মত সময়/ স্থিরতা নেই; তারচেয়ে বরং একটু সৃতি চারণ করিঃ



সামুতে আমাকে প্রথম পরিচিত করে আমার পোলার জন্য বানানো বই নিয়ে এই পোস্ট

পোলা'র জন্য একখান বই বানালাম, দেখেন তো কেমন হলো? (পোষ্টের বয়স ৩ বছরের বেশী হয়ে গেছে, এখনো মাঝে মাঝে কমেন্ট পাই, বইটা পাঠানোর রিকোয়েস্ট নিয়ে)



সামুতে প্রথম স্টিকি পোস্ট ওসাকা থেকে বলছি- May we help you? (জাপানের সুনামীর সময়ে)



সবচেয়ে বেশী হীট, কমেন্ট ছিল এই ষ্টিকি পোষ্টে ঃ

গ্রামীন ব্যাংকের সুদ - সামুর অর্থনীতিবিদগণের বক্তব্য চাই !!! (৫০ হাজারেরও বেশিবার পড়া হয়েছে এই পোষ্টটি)





জাপান এবং জাপানিজদের নিয়ে লেখা সিরিজ পোষ্ট টি অনেকেই পছন্দ করেছিলেন (শেষ পোষ্টটি এটা; অন্য পোস্ট গুলোর লিঙ্ক এখানে আছে)



কয়েকদিন আগে নির্লজ্জ আত্মপ্রচারণা মূলক এই পোস্টও অসংখ্য কমেন্ট পেয়ে / লাইক পেয়ে নিশ্চিত হলাম, সামুতে সত্যিই আমার কিছু অন্ধ শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে! ;)





ব্যস্ততা একটু সামাল দিতে পারলেই আমার সামুতে নিয়মিত হব আশা করি;



তত দিন ভাল থেক বন্ধু … … … !!!



মন্তব্য ৬২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:০৫

কালোপরী বলেছেন: শুভেচ্ছা :)

০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:১৪

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:০৬

খালি ব্যান খাই বলেছেন: ;) B-) হুম

০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:১৪

তোমোদাচি বলেছেন: হুম ;)

৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন ভাই!! শুভেচ্ছা রইল। :)

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৩৭

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা

৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন।দীর্ঘতর হোক ব্লগ জীবন। চমৎকার সব পোস্টের অপেক্ষায় থাকলাম। ভাল থাকবেন সবসময়।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৪১

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই!

বাই দ্যা ওয়ে, আপনার চেহারা কেমন জানিনা তবে আপনাকে নিকটা দেখলে যে চেহারাটা চোখে ভেসে উঠে তা হচ্ছে হুমায়ুন ফরিদীর চেহারা! =p~ =p~ =p~


উনার সাথে আপনার চেহারার মিল আছে নাকি??? ;)

ফরিদী, আমারও প্রিয় অভিনেতাদের একজন।

৫| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৪৪

সুমন কর বলেছেন: অভিনন্দন !!!!

শুভেচ্ছা রইলো।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৪১

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ সুমন কর

৬| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: শুভকামনা

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৪২

তোমোদাচি বলেছেন: আরেক বন্ধু কে পাওয়া গেল!

আচ্ছা আপনার পরিবেশ বন্ধু নামের মাহত্য কি???

৭| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩৩

ভারসাম্য বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৪৩

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ !

ভারসাম্য ঠিকমত রক্ষা হচ্ছে তো??? ;)

৮| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩৪

বেলা শেষে বলেছেন: অভিনন্দন , শুভকামনা ,ভাল থাকবেন সবসময়।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৪৪

তোমোদাচি বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা!

৯| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩৫

মোঃ নুরুল আমিন বলেছেন: অভিনন্দন

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৪৪

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

১০| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৪২

বেকার সব ০০৭ বলেছেন: এই দীর্ঘ সময় সামুর সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন ও শুভকামনা এবং শুভেচ্ছা ।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৪৪

তোমোদাচি বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১১| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
অভিনন্দন তোমোদাচি !
* আপনার আইডি'র মানে কি ?

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৪৪

তোমোদাচি বলেছেন: বললাম তো ... বন্ধু

১২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৫৭

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা তোমোদাচি :)

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৪৫

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ;)

১৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৪৬

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি ... ;)

১৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:১৬

কামরুল ইসলাম রুবেল বলেছেন: পাঁচ বছর আমিও মনে হয় পার করে ফেললাম, যেন এইতো সেদিন, বাসাবো থেকে জিপি মডেম দিয়ে কত কষ্ট করেই না পোষ্ট গুলো পড়েছি। তবে মজার বিষয় হচ্ছে আমি প্রায় সাড়ে তিন বছর পর জেনারেল হয়েছিলাম।

ভালো থাকবেন।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৪৭

তোমোদাচি বলেছেন: বাহ! আপনার জেল খাটার অভিজ্ঞতাও আছে দেখছি ;)


আপনিও ভাল থাকবেন!

১৫| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

ডঃ তোমোদাচি...অভিনন্দন রইল !:#P !:#P !:#P !:#P !:#P

আপনার সেই আত্নপ্রচারণামূলক পোস্টটি অনেকের জন্যই অনুপ্রেরণার... :)

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৪৮

তোমোদাচি বলেছেন: আমার ব্লগে আপনার ঢূ মারাটাও আমার জন্য অনুপ্রেরনার ... :#>

১৬| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:০০

দি সুফি বলেছেন: শুভেচ্ছা রইল তোমোদাচি !:#P !:#P !:#P

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৪৮

তোমোদাচি বলেছেন: সুফি সাহেব আপনার এই পিক টা ভাল হয়েছে ;)

১৭| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:২৯

পেন্সিল স্কেচ বলেছেন: কিছুদিন আগেও সামু ছিল আমার সবচেয়ে প্রিও সাইট

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৪৮

তোমোদাচি বলেছেন: আবার ও হবে ... ;)

১৮| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:৫৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অভিনন্দন।

জানেন, আকবর আলি খানের 'অন্ধকারে উৎস হতে' বইটা পড়ার পর, এখন আর বলতে মনে চায় না, 'এতো দিন কোথায় ছিলেন?'

আপনাকে আবার আগের মতোই পাবো, এই প্রত্যাশায় রইলাম।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৪৯

তোমোদাচি বলেছেন: সজীব ভাই ... এবার দেশে গেলে ইনশাল্লাহ দেখা হবে

১৯| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১:০৮

এ কে এম রেজাউল করিম বলেছেন: আমিও ঘুরে গেলাম আপনার পোষ্ট। আপনার ব্লগে গিয়ে আপনার লিখাগুলো পড়ার ইচ্ছা র'ল।
আমি পড়ি, লিখি কম, কারন টাইপের ঝামেলা।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৫০

তোমোদাচি বলেছেন: কি বলেন! অভ্র আসার পরেও... ... আপনি আসলেই অলস !!!

এখন থেকে বেশী বেশী লেখা শুরু করে দিন!

২০| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১:২৯

সামুর ভক্ত বলেছেন: অভিনন্দন কিন্তু সামু যে আর আগের মতো নাই ভাই ।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৫৫

তোমোদাচি বলেছেন: কোন কিছুই আগের মত থাকে না রে ভাই!! সব কিছুই চেঞ্জ হয়, এই জন্যইতো পৃথিবীটা এত সুন্দর; চেঞ্জ না হলে তো এক ঘুয়েমী তে ধরে যেত!!

মজার ব্যাপার কি জানেন, আমি যখন ৫ বছর আগে ব্লগে আসি; তখনো দেখতাম অনেকেই অভিযোগ করছে ... সামু আগের মত নাই!!! ;)


অবশ্য, আমার ও মনে হচ্ছে সামুতে আগের চেয়ে অনলাইনে কম মানুষকে দেখি; অথচ হওয়ার কথা ছিল উল্টা। এই ব্যাপারে আমি জানা'পা কেও জিজ্ঞাসা করেছিলাম। উনি উত্তরে কি বলেছিলেন ... ... মনে করতে পারছি না।

এনিওয়ে ... কিপ ইট আপ!!

২১| ০৩ রা মার্চ, ২০১৪ ভোর ৫:২৫

আমিই মিসিরআলি বলেছেন: অভিনন্দন

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৫৭

তোমোদাচি বলেছেন: আচ্ছা এবার তালি থামান;
হাত ব্যাথা করবে ;)

২২| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৯:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অভিনন্দন ডক্টর তোমোদাচি :)

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৯:৪৫

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ মইনুল ভাই!

২৩| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:১৮

মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন ডক্টর তোমোদাচি ...
ডক্টর হবার পর আপনি আমাদের কে বিদায় দিলেন
অনেকদিন আপনার পোস্ট নাই ।।

শুভকামনা :)

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:২৫

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ আপা;

নতুন জায়গা, নতুন জব ... দৌড়ের উপর আছি;
একটু সামলে নেই, আবার শুরু হবে ।

২৪| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:০১

এম নাঈম খুশবু বলেছেন: অভিনন্দন ড. তোমোদাচি। :)

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৫

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ ;)

২৫| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:২০

আমি ইহতিব বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা সব সময়ের জন্য ভাইয়া।

আপনার কয়েকটা পোস্ট পড়েছি। খুব গোছানো লেখা আপনার। তাই পড়তে ভালো লাগে। ভালো থাকুন সব সময়।

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৬

তোমোদাচি বলেছেন: শুভেচ্ছা সব সময়ের জন্য ;)

২৬| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৬

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: সুফি সাহেব আপনার এই পিক টা ভাল হয়েছে

ধন্যবাদ। যদিও এইটা আমার ছবি না ;)

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৯

তোমোদাচি বলেছেন: ;)

২৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আমার চেহার সঙ্গে ফরীদির কোন মিল নেই। আমি তার একজন ফ্যান মাত্র ।

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩২

তোমোদাচি বলেছেন: =p~ =p~

২৮| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৯

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।

১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩২

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

২৯| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৫

পেন আর্নার বলেছেন: শুভকামনা ভাইয়া।

১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩২

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

৩০| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৬

আমিনুর রহমান বলেছেন:




শুভ কামনা রইল।

১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩২

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

৩১| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৮

মুহিব বলেছেন: ভাল কথা তো.....

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৪

তোমোদাচি বলেছেন: :-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.