নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমোদাচির ব্লগবাড়িতে স্বাগতম!!

তোমোদাচি

শিকড়ের টানে শিকড় গেড়ে বসতে শিকড়ের কাছে ফিরছি .।

তোমোদাচি › বিস্তারিত পোস্টঃ

আমার গাড়ী পাগল পোলা'র প্রথম স্বরচিত (প্যারোডী) ছড়া! ;)

২২ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪২

ঐ দেখা যায় তালগাছ,

ঐ আমাদের বাড়ী।



ঐখানেতে আছে আমার

সুন্দর একটা গাড়ী।



ও গাড়ী তুই খাস কি?

পেট্রোল চাস কি?



পেট্রোল আমি খাই না,

সি এন জি পাই না।



একটূ যদি পাই,

ওমনি ধরে গপ গপ করে খাই!!





মন্তব্য ৪৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
গাড়ি পাগল পোলা... হাহাহাহা!

প্যারোডি নয়, এটি কানাবগির ছা’র হালনাগাদ ছড়া ;)

২২ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৫

তোমোদাচি বলেছেন: এটি কানাবগির ছা’র হালনাগাদ ছড়া !
ভালই বলেছেন !



নাকি ডিজিটাল সংস্করণ ;)

২| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৪

কালোপরী বলেছেন: :P :P :P

২২ শে মার্চ, ২০১৪ রাত ৯:০১

তোমোদাচি বলেছেন: ওকে এলফাবেট সেখানোর জন্য গাড়ী দিয়ে বই বানিয়ে দিতে হয়েছিল; ঐ সময় তার গাড়ী প্রেম ছিল ভয়াবহ রকমের!

তখন তার বাবার কোন গাড়ী ছিল না; এখন অনেক কষ্টে সস্তা-মস্তা একটা কেনা হয়েছে; কিন্তু পোলা এই গাড়ীতে বসে বলে বাবা তুমি, ---- গাড়ীটা কিনলে না কেন???


এমন এমন গাড়ীর নাম বলে ওর বাবাকে ১৪ বার বিক্রি করলেও তা কেনা সম্ভব নয়! ;)

৩| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৭

ভারসাম্য বলেছেন: গাড়ি দিয়ে অক্ষর চেনালে, কবিতা-ছড়াও এমন গাড়িময় হয়ে যাওয়া বিচিত্র নয়। ;)

+++++++

২২ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৩

তোমোদাচি বলেছেন: হা হা ... এখন তার চিন্তা গাড়ী থেকে রকেট, সাবমেরিন এ গিয়ে ঢেকেছে ;)

৪| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৯:১০

কালোপরী বলেছেন: এইসব ফাঁকিবাজি পোস্ট আমরা মানি না

২২ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩১

তোমোদাচি বলেছেন: মিছিল শুরু করেন ;)

৫| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৯:১২

এম এস নিলয় বলেছেন: বাহ বাহ :)

২২ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩১

তোমোদাচি বলেছেন: ;)

৬| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৯

উপপাদ্য বলেছেন: চমৎকার হয়েছে। :) :)

অনেকদিন পর দেখলাম আপনাকে।

ভালো আছেন তো?

২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৮

তোমোদাচি বলেছেন: হ্যা ভাই, ব্লগে এখন অনিয়মিত হয়ে গেছি;


দৌড়ের উপর আছি ...


ভালই আছি, আলহামদুলিল্লাহ্‌

৭| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৫

দি সুফি বলেছেন: ওরে একটা ফেরারী কিনে দেন B:-/ B:-/

২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৯

তোমোদাচি বলেছেন: ওই যে বললাম না অর বাপ রে ১৪ বার বেচা লাগবে ;)

৮| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৮

বেলা শেষে বলেছেন: একটূ যদি পাই,
ওমনি ধরে গপ গপ করে খাই!!
=p~ =p~ :P :P :) :) =p~ =p~

২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৪

তোমোদাচি বলেছেন: ;)

৯| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৮

নাহিদ২৯ বলেছেন: আপ নার ফোন নম্বর বা ইমেইল আই ডি পেতে পারি?

২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৫

তোমোদাচি বলেছেন: অবশ্যই;
আপনার ই-মেইল এড্রেস দিন আমি মেইল করব।

১০| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:০১

নাহিদ২৯ বলেছেন: [email protected]

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫১

তোমোদাচি বলেছেন: :(

দেখতে পাচ্ছি না

১১| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৭

আমিনুর রহমান বলেছেন:





পড়ায় তো সেই রকম ইন্টেলেকচুয়াল বাপের মতই :)

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৩

তোমোদাচি বলেছেন: ;)

১২| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৭

এহসান সাবির বলেছেন: দারুন লিখেছে তো......!! :D

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৫

তোমোদাচি বলেছেন: লিখেছি আমি;

কবিতা বানিয়েছে সে আর মা ... দুজনের যৌথ প্রযোজনা ;)

১৩| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৪

স্বপ্নসমুদ্র বলেছেন: ভাই পোলারে বলগে একটা আইডি বানাই দেন। নাম তোমদাচির ছানা। ও গাড়ি নিয়া রচনা লিখতে থাকুক। পোলা কি মার্সিডিজ চায়? নাকি ল্যাম্বরগিনি? হা হা।

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৮

তোমোদাচি বলেছেন: দারুন বলেছেন;
তোমদাচির ছানা - নামটাও চমৎকার ! আর একটু বড় হোক খুলে দিব!

এক এক দিন এক একটার নাম বলে; ও যত গাড়ীর নাম জানে আমি তার অরধেক ও জানি না! ;)

১৪| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫০

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~


বাহ! দারুন লিখিয়াছে। :P :P

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৮

তোমোদাচি বলেছেন: ;)

১৫| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭

মুহিব বলেছেন: বাহ।

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০৬

তোমোদাচি বলেছেন: একটা মজার ঘটনা বলি, ওর বয়স তখন আড়াই কি তিন; ওসাকাতে মসজিদে নামাজ শেষে মোনাজাত হচ্ছে;
এক বাঙ্গালী মুরব্বী মোনাজাত পরিচালনা করছেন। তিনি আল্লাহর কাছে এহকাল পরকালের শুখ-শান্তির জন্য অনেক কিছু চাচ্ছেন।

আমার পোলা ও সবার সাথে হাত উঠিয়েছে ...
হঠাত সে জোরে বলে উঠেছে ...

আল্লাহ, আমারে একটা গাড়ী দাও !!! ;) :) ;)

হুজুর সহ সবাই হাসি থামাতে ব্যস্ত; পরে হুজুর তাড়াতাড়ী মোনাজাত শেষ করে মান বাচালেন!

১৬| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহাহা! গাড়িময় শৈশব!

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৯:০৯

তোমোদাচি বলেছেন: ;)

১৭| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৬

হাসান মাহবুব বলেছেন: :#)

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৩

তোমোদাচি বলেছেন: =p~

১৮| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৯

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর লিখেছে । আপনার ছেলের জন্য শুভ কামনা ।

২৭ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০১

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

১৯| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১:১১

মনে নাই বলেছেন: গাড়ির ছড়া সুন্দর হয়েছে। :)

ছেলেকে আমাদের ভাষা ভালোকরে শেখাতে পেরেছেন দেখে ভালো লাগলো।

২৭ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০২

তোমোদাচি বলেছেন: জাপানী, ইংলিশ আর কিছুটা মালয় জানলেও বাংলা ই অর প্রধান ভাষা

২০| ২৭ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তোমদাচির ছানারে শুভেচ্ছা! ;) নামটা আমারও পছন্দ হইছে :):):)

আসলে পরিবেশে সব হয়।

আমার পিচ্চি ভাই একটা রেসিং সাইকেলের জন্য সেকি বায়না!

কাট-কোট -একর্ডিং- ক্লথে পইড়া যতই বুঝাই-ওর সব শেষে কথা সাইকেল! একটা নরমাল কিনা দিছি! উহু- রেসিংটাই চাই- গিয়ার সহ!!!

এক্সিডেন্টর ভয়, দেখাই- আমার বা হাতের কনুইর নীচে ১৪ বছর আগের সাইকেল দূর্ঘটনার ক্ষত টিহ্ন দেখাই..

কিছূতেই কিছু মানে না- সবশেষে চাই-গিয়ার সাইকেল!!!!!

আমরা আসলেই একেকজন একেকটা বৃত্তে আবদ্ধ! আপন চাহিদা, স্বপ্নের বলয়ে!

২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৪৩

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ

২১| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর হয়েছে!!

১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৩

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

২২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মসজিদে ছেলের প্রার্থনা পড়ে, অনেকক্ষণ হাসলাম।

কেমন আছেন?

১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৭

তোমোদাচি বলেছেন: ভালই আছি আলহামদুলিল্লাহ্‌

২৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৪

নীল জোসনা বলেছেন: আপনার ছেলের জন্য অনেক দোয়া । ভালো থাকুন আপনারা ।

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩২

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ

২৪| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:০৮

নাহিদ২৯ বলেছেন: আপনার মেল আমি এখন ও পায় নাই।

[email protected]

১১ ই মে, ২০১৪ রাত ৯:৪৯

তোমোদাচি বলেছেন: আমি খুবই দুঃখিত ভাই, ফাইল টা পি সি তে খুজে পাচ্ছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.