নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমোদাচির ব্লগবাড়িতে স্বাগতম!!

তোমোদাচি

শিকড়ের টানে শিকড় গেড়ে বসতে শিকড়ের কাছে ফিরছি .।

তোমোদাচি › বিস্তারিত পোস্টঃ

এই নিউজটি আমি পড়তে চাই না !!!

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২২

পত্রিকায় ১০০ সংখ্যাটা দেখে হঠাত আতঁকে উঠলাম!! তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম; মনে মনে বললাম, না! আমি কিছু দেখিনি; অথবা কিছু ভুল দেখেছি। ১০০ টি নিষ্পাপ শিশুকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা!! অসম্ভব! এটা কখনো হয় নাকি???

পাকিস্তানের পেশোয়ারে একটা স্কুলে নাকি এই ঘটনা ঘটেছে; তাও আবার সেই হত্যাকান্ডের দায়িক্ত স্বীকার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান না কি যেন নামের এক কুত্তার বাচ্চার দল নাকি বিবৃতিও দিয়েছে!

এমন জঘন্য ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার মনে হয় বিশ্বের কোন দেশের, কোন ভাষার, কোন ডিকশনারীতে নেই!

আমাদের দেশ নিয়ে হাজারো অভিযোগ আছে; এমন কি মুক্তিযুদ্ধে কার কি অবদান তা নিয়েও বিতর্কেরও শেষ নেই। সবকিছু ছাড়িয়ে আমি শুধুমাত্র একটা কারনে নিজেকে সৌভাগ্যবান মনে করি এই জন্য যে, আমরা পাকিস্থানের মত একটা অসভ্য-বর্বর দেশের অংশ-বিশেষ নই।

অফুরন্ত কৃতজ্ঞতা সেইসব বীর মুক্তিযোধাদের প্রতি, যারা নিজেদের জীবনের বিনিময়ে দেশটাকে পাকিস্থানের হাত থেকে স্বাধীন করেছিল। তাদের এই ঋণ কেমনে শোধ করি???
কে জানে, সেদিন তারা যদি জীবন না দিত, তাহলে হয়ত আজ আমার সন্তান কে স্কুলে যেয়ে এমন লাশ হয়ে ফিরতে হতো!!

মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৯

এস. দেওয়ান বলেছেন: সত্যি ভাবা যায় না ।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

ফরিদুর রহমান বলেছেন: না ও শিশু হত্যার নিন্দা জানাবার কোনো ভাষা নেই। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে আপনার উপলব্ধি যথার্থ। ধন্যবাদ।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩

সোহানী বলেছেন: হাঁ নিউজটা পড়ে এতোটাই আতংকিত হয়েছিলাম যে নিজের বাচ্চার দিকেও তাকাতে ভয় পাচ্ছিলাম..... কোন টিভি নিউজ দেখিনি, পাছে ওরা ছবি দেখায়। আচ্ছা, এদের কে পশু হিসেবে বললে ও পশুরা লজ্জা পাবে।... আমি তাকিয়ে আছি বিশ্ব কিভাবে ওদের বিচার করে..........

সহমত লিখায়.......

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮

কলাবাগান১ বলেছেন: "শুধুমাত্র একটা কারনে নিজেকে সৌভাগ্যবান মনে করি এই জন্য যে, আমরা পাকিস্থানের মত একটা অসভ্য-বর্বর দেশের অংশ-বিশেষ নই। "

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৬

নীল আকাশ ২০১৪ বলেছেন: সমস্ত দোষ এখন হামলাকারী তেহরিক তালিবান না কি একটা কুত্তার বাচ্চার দল, তাদের। না না, ঠিক তাদেরও নয়। তারা তো মুসলিম, আর মুসলিমরা তো এরকম কাজ করতেই পারে, তাই না? দোষ তাই ইসলামের। কারণ আল্লাহ পাকই (!) তো আদেশ করেছেন প্রতিশোধের নামে শিশু হত্যা করতে! তাই সব দোষ এখন আল্লাহ্‌র (না...ক)

না, না। আরও দোষ আছে। যারা এই হামলার শিকার হল, তারাও দোষী। কারণ তারা পাকিস্তানি। অসভ্য পাকিদের এভাবেই শিক্ষা পাওয়া দরকার। তাই নয় কি, কলাবাগান১?

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

মামুন রশিদ বলেছেন: বর্বরদের জন্য ঘৃণা ।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

ডি মুন বলেছেন:
এমন জঘন্য ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার মনে হয় বিশ্বের কোন দেশের, কোন ভাষার, কোন ডিকশনারীতে নেই!

ঠিকই বলেছেন।

আচ্ছা, ওদের কারো কি ছেলে মেয়ে নাই !!!!!
আশ্চর্য!!!! বর্বরদের জন্যে তীব্র ঘৃণা ।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

আহলান বলেছেন: খুবই দুঃখজনক ... লজ্জাকর ....

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫

ইফতেখার ভূইয়া বলেছেন: ধিক্কার জানাই। এই ধরনের উগ্রপন্থী সকল গোষ্ঠীর সমূলে উৎপাটনের প্রত্যাশা করছি।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

মৃদুল শ্রাবন বলেছেন: কে জানে, সেদিন তারা যদি জীবন না দিত, তাহলে হয়ত আজ আমার সন্তান কে স্কুলে যেয়ে এমন লাশ হয়ে ফিরতে হতো!!

সব সময়েরই কৃতজ্ঞতা মুক্তিযোদ্ধাদের প্রতি।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

কলমের কালি শেষ বলেছেন: এসব জগন্য ঘটনা পাকিস্তানেই সম্ভব কারন ১৯৭১ এর কর্মকান্ডেই তো বোঝা গেছে তারা কতটা অসভ্য । আমরা পেপারে পড়েই দঃখে বুক ভারী হয়ে যায় আর তারা এই নিষ্পাপ শিশুদের নিজ হাতে গুলি করে মারে । এইখানে কি আর কিছু বলার আছে ?

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অফুরন্ত কৃতজ্ঞতা সেইসব বীর মুক্তিযোধাদের প্রতি, যারা নিজেদের জীবনের বিনিময়ে দেশটাকে পাকিস্থানের হাত থেকে স্বাধীন করেছিল। তাদের এই ঋণ কেমনে শোধ করি???

সহমত।

ওরা কি ভিনগ্রহের জীব!! স্বাভাবিক বোধ বুদ্ধি বিবেচনা কিছূই কি কাজ করেনা তাদের মস্তিষ্কে!!!????

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০

খেলাঘর বলেছেন:


১০০ টি?

বাংগালী রাজাকারেরা লাখ লাখ মেরেছে, আপনি কোথায় ছিলেন, মংগল গ্রহে?

২০১৩ সালে কত জন বাংগালীকে পোড়ায়েছেে?

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫

শায়মা বলেছেন: এমন পৈচাশিক ঘটনা কোনো মানুষকে দিয়ে হওয়া সম্ভব না! এটা পশুদের কাজ!

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৫

খেলাঘর বলেছেন:


সেই পাকিস্তানের ট্রেনিং দেয়া লাখ খানেক শিবির এখন বাংলাদেশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.