নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমোদাচির ব্লগবাড়িতে স্বাগতম!!

তোমোদাচি

শিকড়ের টানে শিকড় গেড়ে বসতে শিকড়ের কাছে ফিরছি .।

তোমোদাচি › বিস্তারিত পোস্টঃ

ক্যান্টিনে ফাও খাওয়া এবং ---

১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৫



মালয়েশিয়ায় আমি যে উইনিভারসিটিতে পড়াই, ছবিগুলি সেই ক্যাম্পাসের একটা জায়গার। ক্লাশে যাওয়ার সময় প্রতিদিনই দৃশ্যটা দেখি; খুব ভাল লাগে ....। বিষয়টির কি নাম দেওয়া যায় বা মালয়েশিয়ান ভাষায় এর কোন নাম আছে কি না জানি না। সহজ করে বলি... ক্যাম্পাসে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে বিল্ডিঙয়ে ছাত্রছাত্রীদের ক্লাশ হয় সেখানে সিড়ির পাশে ছোট ছোট বক্সে করে কিছু খাবার; পানীয় আর টুকটাক ষ্টেশনারী রাখা। এখান থেকে ছাত্রছাত্রীরা প্রয়োজন মত স্ন্যাক্স বা টুকটাক জিনিস কিনতে পারে। পাশে একটি বক্স আছে টাকা রাখার জন্য। প্রায়-ই দেখি ছেলেমেয়েরা যার যার পছন্দ মত জিনিষ ওখান থেকে নিয়ে নিচ্ছে আর বক্সে টাকা রাখছে। কোন দোকানদার বা টাকা গুনে নেওয়ার জন্য কোন লোক সেখানে নেই।

দৃশ্যটা যতবার-ই দেখি ততবার-ই আমাদের দেশের ভার্সিটির ছাত্রছাত্রদের কথা মনে পড়ে যায়। যেসব ছ্যাচ্চড়-ছুচো গুলো ক্যান্টিনে ফাও খায় তাদের কথা বাদ-ই দিলাম, আমাদের দেশের উচ্চ-শিক্ষাপ্রতিষ্ঠানে পড়া সাধারণ ছাত্রছাত্রীরা কি এতটুকু সততা অর্জন করতে পেরেছি যে, ক্যাম্পাসে মালিকবিহীন দোকান থেকে খাবার কিনে নিজ দায়িত্বে তার দাম রেখে যাব???

এখানে দেখেছি, অসংখ্য পাবলিক টয়লেটের সামনে টাকা নেওয়ার জন্য কোন মানুষ বসে থাকে না। একটা টেবিলের উপর শুধু একটা কৌটা রাখা হয়, আর একটা কাগজে লেখা থাকে পায়খানা করলে কত টাকা আর প্রস্রাব করলে কত টাকা – অধিকংশ লোক ই তো দেখি টাকা রেখে যাচ্ছে!!

মালয়েশিয়া আমাদের দেশের চেয়ে আহামরি কোন ধনী দেশ না, বা মালয়েশিয়ার মানুষগুলো আমাদের থেকে বিশাল কিছু যোগ্যতা সম্পন্ন নয়; কিন্তু সততায় ওরা মনে হয় আমাদের থেকে অনেক এগিয়ে। সততা, মূল্যবোধ, নৈতিকতাবোধ এসব ব্যাপারে আমরা সবসময় অন্যের উপর দোষ চাপিয়ে আত্মতৃপ্তিতে থাকার চেষ্টা করি; কিন্তু আসলে নিজে সৎ না হলে সমাজটা কখনো পরিবর্তন হবে না।

আস, ভিতরের মানুষটাকে আগে সৎ করি! কোন খারাপ কিছু করার আগে একবার ভাবি, "আর কেও না দেখুক আমি তো দেখছি"। নিজের কাছে ছোট হয়ে যাওয়া সবচেয়ে বড় লজ্জার!

মন্তব্য ৫২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব দামী একটি প্রশ্ন রেখেছেন, যে আমাদের দেশের উচ্চ-শিক্ষাপ্রতিষ্ঠানে পড়া সাধারণ ছাত্রছাত্রীরা কি এতটুকু সততা অর্জন করতে পেরেছি যে, ক্যাম্পাসে মালিকবিহীন দোকান থেকে খাবার কিনে নিজ দায়িত্বে তার দাম রেখে যাব??

বাস্তবতা হচ্ছে নাহ! আমরা সততা অর্জন করতে পারি নি।

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৩

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা।

আসুন সবাই মিলে এই লজ্জাজনক বাস্তবতা কে চেঞ্জ করি।

আমি সৎ মানুষ; আপনিও সৎ হোন! - এটাই হোক আমাদের স্লোগান!

২| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪০

নতুন বলেছেন: খুবই দরকারি একটা বিষয়... এই জিনিসটাই আমি বুঝতে পেরেছি যে কেন মালোয়েশিয়ানরা আমাদের চেয়ে ভাল করতে পেরেছে।


২০০৬এ প্রথম দিনই আমার কাগজপত্রের ব্যাগটি টেক্সীতে রয়ে যায়। পরের দিন ঐ ট্যাক্সি চালক সকাল বেলা আমাদের কন্ডোমনিয়েমের সামনে দাড়িয়ে ছিলো এবং আমাকে তা ফেরত দেয়। আমি যখন তাকে জিঙ্গাসা করি আমি তোমার জন্য কি করতে পারি। তিনি বলে আমাকে ১০ রিং্গিত দেও ট্যাক্সিভাড়া হিসেবে। ১০ রিংগিত নুন্নতম ভাড়া মালোয়েশিয়া।

মি: লিম বলেছিলেন যে ব্যাগে সাটিফিকেট দেখ তিনি বুঝতে পারেছেন যে এটা দরকারী এই জন্যই পরের দিন সকালে বাড়ী থেকেই এখানে আমাদের গেটের সামনে অপেক্ষা করছিলেন যে আমাদের দেশী কাউকে পেলে জিঙ্গাসা করবেন কারুর হারিয়েছে কিনা।

আরেক বার এক বাস ড্রাইভার ভাড়া নেয়নাই কারন তার কাছে টিকিট বই ছিলো না।

এই সব কিছুই বোঝা যায় যে সবাই নিজের স্থানে সসতার চেস্টা করে তাই দেশটি এগিয়েছে। আমাদের অনেক পরিবতনের দরকার আছে।

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৭

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ নতুন!

এমন অসংখ্য গল্প আছে আমার জাপান লাইফে ---
পরের দেশের গল্প আর দিতে চাইনা; এসব গল্পে নিজেকে ছোট লাগে।

নিজের দেশের মানুষগুলোর সততার গল্প বুক ফুলিয়ে করতে চাই!

৩| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৬

ক্যান্সারযোদ্ধা বলেছেন: অবাক হওয়ার মত তথ্য..

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৮

তোমোদাচি বলেছেন: আমাদের কাছে তো অবাক লাগবেই;
কারণ আমরা সততার সংজ্ঞা চেঞ্জ করে ফেলেছি।

"চুরি করা মহা বিদ্যা, যদি ধরা না পড়ি"

৪| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: সৎ না হলে জীবনে কিছুই অর্জন সম্ভব নয়,
তাই কাজে, কর্মে কথায় সৎ হবার বিকল্প নাই।
ধন্যবাদ লেখক আপনাকে।

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৮

তোমোদাচি বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ

৫| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৩

সেলিম আনোয়ার বলেছেন: মালয়েশিয়া আমাদের দেশের চেয়ে আহামরি কোন ধনী দেশ না, বা মালয়েশিয়ার মানুষগুলো আমাদের থেকে বিশাল কিছু যোগ্যতা সম্পন্ন নয়; কিন্তু সততায় ওরা মনে হয় আমাদের থেকে অনেক এগিয়ে। সততা, মূল্যবোধ, নৈতিকতাবোধ এসব ব্যাপারে আমরা সবসময় অন্যের উপর দোষ চাপিয়ে আত্মতৃপ্তিতে থাকার চেষ্টা করি; কিন্তু আসলে নিজে সৎ না হলে সমাজটা কখনো পরিবর্তন হবে না।

যথার্থ বলেছেন ।মালয়েশিয়াতে যতটুকু ভেজাল আছে সেটুকু করছেন বাংলাদেশের মানুষ আর তামিলরা । তামিলরা করছে ছিনতাই,ডাকাতি আর সিংহভাগ বাংলাদেশীরা ব্যবসায় করছে ফটকামী ।মালয়েশিয়া গিয়ে প্রথম প্রথম দরদে উথলিয়ে বাংলাদেশিদের কাছ থেকে দ্রব্যাদি কিনতাম ।পরে তাদের এভয়েড করে চাইনিজ অথবা মালয়দের কাছে থেকে কিনতাম ।ওখানকার পুলিশদের ঘুষ খাওয়া নাকি শিখিয়েছেন আমাদের স্বজাতীয়রাই ।

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৬

তোমোদাচি বলেছেন: মাঝে মাঝে স্বজাতিদের এদেশে মূল্যায়ন দেখলে খুব আত্মসম্মানে লাগে; কিন্তু কি আর বলব, আমাদের স্বভাবের কারনেই আমরা এমন মুল্যায়ন পেয়ে থাকি।
কুয়ালালামপুর এয়ার পোর্টে নতুন নিয়ম চালু হয়েছে, জানেন নাকি?? বাংলাদেশ থেকে আসা প্লেনের যাত্রী নামার পরই লাইন ধরে সবাইকে দাড় করানো হয়, তারপর পুচকে পুচকে ৩/৪ জন পোলা সবার পারপোরট চেক করে করে ভিতরে যেতে দেয়।


৬| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১০

গোধুলী রঙ বলেছেন: একটা জাপানিজ কোম্পানির মিয়ানমার অফিসে কাজ করেছি কিছুদিন। সেখানেও এমন স্নাক্সের বক্স আর ফ্রিজ দেখছি, পাশে একটা বক্সে টাকা রাখতে হয়। প্রথম দেখে খুব আজব লাগছিলো, পরে চিন্তা করলাম আসলে চুরির চিন্তাটা শুধু আমরা করি, ওদের মধ্যে নাই।

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৭

তোমোদাচি বলেছেন: প্রথম দেখে খুব আজব লাগছিলো, পরে চিন্তা করলাম আসলে চুরির চিন্তাটা শুধু আমরা করি, ওদের মধ্যে নাই। ;)

৭| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিই সততাই মানুষকে এগিয়ে নেয়।






ভালো থাকবেন নিরন্তর।

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৮

তোমোদাচি বলেছেন: সৎ হইতে পয়সা লাগে না; শুধু ইচ্ছা করলেই জীবনের ৯০% ভাগ কাজে সৎ থাকা যায়!

৮| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৩

সুমন কর বলেছেন: আমাদের দেশে সত্যি যদি এমন হতো--খুব ভালো হতো !!!!

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২২

তোমোদাচি বলেছেন: যদি আমি সৎ হই তবে
নিশ্চয় একদিন হবে!

৯| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৪

নতুন বলেছেন: আমাদের দেশে এটার প্রচলন করা দরকার। প্রাইমারি স্কুলে চালু করা দরকার যাতে ছোট বেলাথেকেই এটা শেখে।

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৪

তোমোদাচি বলেছেন: আমার মতে প্রাইমারী স্কুলে অক্ষর গ্যানের বাইরে আর বেশী পুস্তকী গ্যান দেওয়ার দরকার নেই। তার চেয়ে মানবিক মূল্যবোধ এর ভিত্তিটা মজবুত করা বেশী প্রয়োজন।

১০| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৬

হাসান মাহবুব বলেছেন: নত হয়ে যাই এসব দেখলে। লজ্জিত হই তুলনাতে নিজেদের নিয়ে এলে।

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৫

তোমোদাচি বলেছেন: নো কমেন্ট --- মাহবুব ভাই :)

১১| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৭

আহলান বলেছেন: ভালো খারাপ সব জায়গাতেই আছে ... ... আমরা সবাই খারাপ ওরা সবাই ভালো, এমনটা ভাববার কোন কারণ নেই .....এমন তো আর নয় যে মালয়েশিয়ার কোন দোকানেই দোকানদার নাই, পুলিশ নেই, পাহারাদার নেই, .... ...। সিসি ক্যামেরার দ্বারা অনেক কিছুই নিয়ন্ত্রিত হয় এখন, কেন হয়? নিজেদেরেকে ছোট করে দেখাও আমাদের একটা অভ্যাস ...

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩২

তোমোদাচি বলেছেন: বিরাট মূল্যবান কথা বলেছেন; সাধারণত গ্ম্যানীরা এধরনের কথা বলে থাকেন।
তবে আমি মালয়েশিয়ানদের সাথে আমাদের সার্বিক বিষয় এখানে কম্পেয়ার করিনি; শুধু একটি ব্যাপার উল্লেখ করেছি মাত্র।


"নিজেদেরেকে ছোট করে দেখাও আমাদের একটা অভ্যাস ..."

হা হা হা --- দেখেছেন? আপনি পজিটিভ কথা বলতে গিয়েও বাংলাদেশীদের একটা নেগেটিভ পয়েন্ট বলে ফেলেছেন???

কি আর করবেন ---- সব -ই স্বভাবের দোষ!!! ;)

১২| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৯

আবু শাকিল বলেছেন: পরিবর্তন কোথা থেকে আসবে?
দেশ থেকে আমাদের অধিকার কতটুকু আমরা জানি না।
যত টুকু জানি,সেই অধিকার থেকে আমরা বঞ্চিত।
প্রতিটা সরকার আমাদের ঠকাচ্ছে।
মূল্যবোধ,নৈতিকতা অবক্ষয় না হয়ে যাবে কোথায়???
পরিবর্তন আসবে -

যেদিন দেশ আপনাকে সঠিক মূল্য দিবে। সম্মান জনক পারিশ্রমিক দিচ্ছে।


১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৪

তোমোদাচি বলেছেন: কি জানি, তবে আমার মনে হয় ছোট খাট এসব সততা, ভাল অভ্যাসের জন্য "সম্মান জনক পারিশ্রমিক" কোন ফ্যাক্টর না।
মেইন ফ্যাক্টর হচ্ছে প্রপার শিক্ষা এবং তার বাস্তব প্রয়োগ।

১৩| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৮

আবু মুছা আল আজাদ বলেছেন: ভাই তারাই প্রকৃত বাংগালী

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৫

তোমোদাচি বলেছেন: ;)

১৪| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪২

হাসান মিঠু বলেছেন: "আর কেও না দেখুক আমি তো দেখছি"। নিজের কাছে ছোট হয়ে যাওয়া সবচেয়ে বড় লজ্জার!

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৫

তোমোদাচি বলেছেন: হু, সবার সাথে চালাকী করে বাঁচা যায়, নিজের কাছে লুকানোর কিছু না!

১৫| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০২

সামছুল ইসলাম মালয়েশিয়া বলেছেন: আমি ১০ বছর মালয়েশিয়াকে দেখছি!!

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৬

তোমোদাচি বলেছেন: হা হা হা --- আপনার নিক এর সাথে দেখি মালয়েশিয়া কে যুক্ত করে ফেলেছেন!!

১৬| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে দুর্ণীতিবাজ দেশ হল বাংলাদেশ। সবচাইতে নীতি বিবর্জিত অসভ্য মানুষ হল বাংলাদেশীরা, এসব তো প্রতিষ্ঠিত সত্য।

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৯

তোমোদাচি বলেছেন: আমরা অনেক প্রতিষ্ঠিত সত্য কে মিথ্যা প্রমান করেছি; এটাও মিথ্যা প্রমান করব, ইনশা আল্লাহ্‌!
আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে সর্বক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করব; আপনি ও প্রতিজ্ঞা করুণ --- দেখবেন অবস্থার পরিবর্তন হবে।

ভাল থাকবেন!

১৭| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩

তারছেড়া লিমন বলেছেন: ভাইরে রাজা মশায়ের দুধ পুকুর বানানোর গল্প ওরা শোনেনি..... তাই ওরা এমন চিন্তা করতে পারে ...

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪১

তোমোদাচি বলেছেন: রাজা মশায়ের দুধ পুকুর বানানোর গল্প - আসলেই আমাদের জাতীয় চরিত্রের সাথে একদম মিলে যায়!

১৮| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭

গেম চেঞ্জার বলেছেন: মালেশিয়াও নষ্ট হইব। আমাগোর লোকেরা যাইতেছে না?

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৩

তোমোদাচি বলেছেন: গেম চেঞ্জার! গেম চেঞ্জ করে কি হবে??? আগে নিজে চেঞ্জ হোন, তার পর আশেপাশে লোক গুলোকে চেং করার চেষ্টা করুণ --- আমি আছি আপনার সাথে!

১৯| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৪

ভোরের সূর্য বলেছেন: কিভাবে সম্বভ ভাই? যে দেশের বাবা মায়েরা পরীক্ষার আগের দিন ফেসবুকে বসে থাকে কখন প্রশ্নপত্র ফাঁস হবে আর সেটা তার বাচ্চা কে নিজে হাতে দিয়ে পরীক্ষার হলে পাঠাবেন সেই দেশে কিভাবে সততা সম্ভব? বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের দোষ দেয়ার আগে ভাবা উচিৎ তাদের পিতা মাতার কথা। কি শিখিয়েছেন তারা? আচার-ব্যবহার,সততা কিংবা মিথ্যা কথা না বলা এসব প্রাথমিক শিক্ষাগুলো পরিবার থেকেই আসে। আমার বাবা- মা ঘুষ খায় তাহলে আমি কি শিখবো বা তারা কিছু বল্লে কিভাবে তাদের কথা মানবো? আমার বাবা ছাত্র রাজনীতি করে টেন্ডারবাজি করতেন। তিনি আমাকে আর কিই বা শিক্ষা দিবেন বা কিই বা তাঁর কথা আমি শুনবো? গোঁড়াতেই গলদ।পরিবর্তনের দরকার হলে সেটা গোড়া থেকেই শুরু করা উচিৎ। আমাদের মিনিমাম শততাও আমরা হারিয়ে ফেলেছি। একজন হুজুর মাথায় টুপি লাগিয়ে ফ্লেক্সি লোডের ব্যবসা করতে বসেছে। ৩০টাকা রি চার্জ করলে ১টাকা কেটে ২৯টাকা চার্জ করে দেয় মোবাইল ফোনে। সেই দেশে আমরা কি আর বেশী আশা করতে পারি??? বরং আপনি হক কথা বল্লে আপনার দিকে লোক অবাক হয়ে তাকিয়ে থাকবে যে মনে হয় আপনি অন্য গ্রহ থেকে এসেছেন। হায়রে সততা বাংলাদেশে!!!!!!!!

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৭

তোমোদাচি বলেছেন: ভাই একদম সঠিক কথা বলেছেন।
আমার এক পরিচিত মহিলা তার মেয়ের ফাইভের কোশ্চেন না পাওয়ার জন্য আফসস করছিল; আমি অবাক হয়ে বললাম, ক্লাশ ফাইভের রেজাল্ট এমন কি গুরুতব?? কেন ফাস হওয়া প্রশ্ন জোগাড় করে ভাল রেজাল্ট করাতে হবে??? সে উত্তর দিল, সবাই যে করে, আমি না করলে পিছনে পড়ে যাব।

"সবাই করছে আমি কেন করব না" এই ধারনা ই সব নষ্টের মূল ।

২০| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: নত হই , লজ্জিত হই, আফসোস করি, মনে মনে প্রতিজ্ঞা করে... শেষমেশ ভুলে যাই। ইহাই , পাঁচটি ধাপ আমাদের মনোজগতে। কিছু অর্জন করতে হবে না, খালি ভুলে যাওয়াটুকু বাদ দিতে হবে। এইতো।

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৭

তোমোদাচি বলেছেন: খুব সুন্দর করে বলেছেন; ধন্যবাদ

২১| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬

প্রামানিক বলেছেন: খুব দামী একটি প্রশ্ন রেখেছেন, যে আমাদের দেশের উচ্চ-শিক্ষাপ্রতিষ্ঠানে পড়া সাধারণ ছাত্রছাত্রীরা কি এতটুকু সততা অর্জন করতে পেরেছি যে, ক্যাম্পাসে মালিকবিহীন দোকান থেকে খাবার কিনে নিজ দায়িত্বে তার দাম রেখে যাব??

ভাই বাংলাদেশে যত বড় শিক্ষিত তত বড় চোর।

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৮

তোমোদাচি বলেছেন: প্রশ্ন রেখে আর কি হবে ভাই; নিজেদেরকে শোধ্রাতে হবে। আর শুরু করতে হবে নিজের থেকে

২২| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৪

সুজন চন্দ্র পাল বলেছেন: আমি মনে করি আমাদের দেশেও এটা সম্ভব যদি প্রত্যকটি প্রতিষ্ঠানে এর চর্চা করা হয়।

এক্ষেত্রে পরীক্ষামূলক বিনিয়োগ করে অভ্যাস গড়ে নেয়া যেতে পারে।

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২১

তোমোদাচি বলেছেন: এক্ষেত্রে পরীক্ষামূলক বিনিয়োগ করে অভ্যাস গড়ে নেয়া যেতে পারে।
শুরু করাটা জরুরী

২৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সততা ! সাকুল্যে চিন্তা করলে, জাতিগত ভাবে এই জিনিসটই আমাদের থেকে অনেকটাই গত হয়ে গেছে ...

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২২

তোমোদাচি বলেছেন: বাট জিনিষটা খুব জরুরী;
আসুন আবার শুরু করি নিজেদের থেকে...
কেও দেখুক আর নাই দেখুক, সৎ থাকব নিজের কাছে!

২৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২১

জসিম বলেছেন: দেশে সেই রকম অবস্থা কবে হবে বশা মুশকিল. তবে দোষ কিন্তু সেই গোড়াতেই. স্কুল থেকে এসব কিছুর চর্চা না হলে পরে আর হওয়া অনেক কঠিন. যে বাচ্চাটি ছোট থেকেই দেখছে আপনি, অন্যরা কি করছে, সে সেভাবেই অনুসরন করছে. আর আপনি নিজে যখন নিয়ম ভেঙ্গে তাকে নিয়ে অন্য পথে যাচ্ছেন, সে সেটা থেকেও শিখছে. পরে সেই বাচ্চাটি ধীরে ধীরে বড় হয়ে সেটাকেই আদর্শ ধরে নিচ্ছে. এখন একদিন আকস্মিক তাকে সততা শিখালে সেটার জন্য তার মস্তিষ্কে খালি জায়গা কোথায়!

তারপরও অবস্থা পরিবর্তন সম্ভব. নিজেরা নিজে ঠিক হলে.

শুভকামনা
ভালো থাকুন.

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৪

তোমোদাচি বলেছেন: দোষ খুজা খুজি করে আর লাভ নেই; শুরু করে দেই ... সব ক্ষেত্রে সৎ থাকার সরবচ্চো চেষ্টা করি!

২৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হতাশ :(
আমি ভেবেছিলাম ক্যান্টিনে ফাও খাওয়া নিয়ে বুঝি নতুন কোন পদ্ধতি আবিষ্কার হয়েছে ;)




ডক্টর তোমোদাচি.... এভাবে আমাদেরকে আলোকিত করুন :)

২৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সততায় ওরা মনে হয় আমাদের থেকে অনেক এগিয়ে।

সততা, মূল্যবোধ, নৈতিকতাবোধ এসব ব্যাপারে আমরা সবসময় অন্যের উপর দোষ চাপিয়ে আত্মতৃপ্তিতে থাকার চেষ্টা করি;

কিন্তু আসলে নিজে সৎ না হলে সমাজটা কখনো পরিবর্তন হবে না।

শতভাগ সত্যি। কিন্তু আমাদের যে সবচে প্রিয় ধর্ম, যেখানে এই সততার বিশ্বাসের সবচে গভীর পাঠ দেবার কথা -সেটাও কেমন যেন আপোষকামীতার নামে চলমান গড্ডালিকায় গা ভাসিয়ে চলছে! আবার আমরাও দায়ী- কারণ কোন শিশু মিথ্যার জন্য যদি শিক্ষক কর্তৃক প্রহৃত হয় উল্টো ক্ষেপে যাই তার বিরুদ্ধে!
আমাদের মিডিয়া পুরাই ভোগ আর পূজির পূজোয় চলছে-

সেখানে সততা নয়- কৌশলী শব্দের মারপ‌্যাচে সকল অন্যায়কে মোডিফায়েড করে চালাচ্ছে! যা খুশি কর, যেমন খুশি চল. ব্যক্তিক স্বার্থপরতা, দায়হীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করছে- বিজ্ঞাপনে, নাটকে সিনেমায়...

এখন যে সত থাকার চেষ্টা করে- তারে বলা হয়- আরে বেটা সেই আদিম যুগেই রয়ে গেলি! একটু চালাক চতুর হ!

তবে আপনার এ কথাই গুরুত্বপূর্ন শুরু করতে হবে। কারো না কারো থেকে প্রথম শুরুটা আসতে হবে। তা পরিবার থেকেই শুরু হোক।
ব্যাক্তি জীবনের আচরি কর্মে শুরু হোক।
কথায়, ওয়াদায়, চলা বলায়...

ফেসবুকে ইভেন্ট পেইজ খোলা যায় নাকি? সময়ের স্রোতানুপাতে মেসেজ কনভে করার জন্যই-
" আমি প্রতিজ্ঞা করছি, আপনি ও প্রতিজ্ঞা করুণ --- "
আজ থেকে সর্বক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করব;

++++++++



২৭| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪০

বিদগ্ধ বলেছেন:

আমরা তো আয়নায়ই মুখ দেখি না.... মালয়েশিয়াকে দেখতে বলেছেন আপনি!

২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: নিজের কাছে ছোট হয়ে যাওয়া সবচেয়ে বড় লজ্জার!

আসলেই। প্রবাসী আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.