নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিটল রাইটার এবং জার্নালিস্ট

মোঃ রাকিব খান

লিটল রাইটার এবং জার্নালিস্ট

মোঃ রাকিব খান › বিস্তারিত পোস্টঃ

জিপিএ-৫ বনাম বাস্তবতা

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫২

ছাত্রজীবনে ভাল ফলাফল করার লক্ষে সবাই কম বেশি প্রচেষ্টা চালিয়ে যায়। আমি বা আপনিও হয়তো এসএসসি বা এইচএসসি তে জিপিএ -৫ পাওয়ার অদম্য প্রচেষ্টা চালিয়েছি। আবার কেউ হয়তো খুব একটা চেষ্টা করি নি। আজকাল সমাজের ধ্যান -ধারণা এমন হয়ে গেছে যে জিপিএ -৫ না পেলে সে হতভাগা ভাল ছাত্র হিসেবে স্বীকৃতি পায় না।প্রতিটা পদে পদে তাকে বৈষম্যের স্বীকার হতে হয়। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে ভাল জিপিএ ছাড়া আবেদনই করা যায় না, পরিক্ষা তো দূরের কথা! অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরিক্ষায়ও জিপিএ এর দৌরাত্ন লক্ষনীয়। অনেকে ভাল পরিক্ষা দিয়েও দুর্ভাগ্যবশত জিপিএ -৫ অর্জন করতে ব্যর্থ হয় ,অপমানের গ্লানি সহ্য করতে না পেরে কেউ কেউ আত্নহত্যার পথ বেছে নেয়। জিপিএ -৫ ছাড়া আর্মি অফিসার হওয়ার স্বপ্নও দেখা যায় না। জিপিএ ৫ কি প্রতিভাবান মানুষগুলোকে বাছাই করতে পারে?? সাকিব আল হাসান বা মুস্তাফিজের মতো জ্বলন্ত প্রতিভাগুলো পরিক্ষায় জিপিএ ৫ এর মুখ দেখেনি! এমন জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র -ছাত্রীও আছে যারা ভর্তি পরিক্ষায় পাশ নম্বর উঠাতে পারে না! আবার এমন অনেকই আছে যারা জিপিএ ৫ না পেয়েও মেরিট লিস্টে ভালভাবে জায়গা করে নেয়। অতএব সকল সুযোগ সুবিধা জিপিএ ৫ ওয়ালাদের জন্য কুক্ষিগত না রেখে নন জিপিএ ৫ ওয়ালাদের মধ্য থেকেও ভাল অবস্থানে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। কারণ যারা যোগ্য তারাই সক্ষম হবে সফল হতে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:



কয়েকবার টেবিল চেয়ারকে জিপিএ-৫ দেয়ায় এই অবস্হার সৃস্টি হয়েছে

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ২:২২

মোঃ রাকিব খান বলেছেন: যথার্থই বলেছেন।

২| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৩

প্রজ্জলিত মেশকাত বলেছেন: এখনো চেয়ার টেবিলকেই জিপিএ -৫ দেওয়া হচ্ছে কিছু ব্যতিক্রম ছাড়া। আর যেভাবে প্রশ্ন আউট হচ্ছে তাতে ভবিস্যত প্রজন্ম ধ্বংসের মুখে পড়তে বাধ্য। ৯০ স্কোর নিয়ে আমার এমবিবিএস বিসিএস সবই হয়ছে। আমার আরেক ফ্রেন্ডের আরো কম। যে ছেলেগুলো ৩.৭৫ পেতনা সেগুলোও এখন গোন্ডেন এ প্লাস পায়।

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৭

মোঃ রাকিব খান বলেছেন: গণহারে জিপিএ.৫ সাপ্লাই দেওয়ার কারণে আজ জিপিএ. ৫ এর প্রকৃত মর্যাদা ক্ষুন্ন হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.