নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে আলাদা ভাবে কিছুই বলার নেই। খুব সাধারন মানুষ। অন্য আট, দশজনের মতোই।

রাসেলহাসান

লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7

রাসেলহাসান › বিস্তারিত পোস্টঃ

-----"ভিডিও গেম"-----

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯





ছোট বেলায় ভিডিও গেমের প্রতি নেশা ছিল মারাত্মক! আমাদের এলাকায় কয়েকটা ভিডিও গেমের দোকান ছিল। সেখান যেয়ে সারা দিন পড়ে থাকতাম। মোস্তফা গেম খেলার নিশা ছিল বেশি। "মোস্ত" গেম চেনেনা, এমন মানুষ পাওয়াও দুষ্কর। একবার ছোট বেলার ঘটনা। আমি তখন ক্লাস ফাইবে পড়ি। স্কুল থেকে এসেই, দিতাম বাজারে দৌড়। "মোস্ত" খেলার জন্য। ছোট বেলায় কাছে তো বেশি টাকা পয়সা থাকতোনা তাই মাঝে মধ্যে বিভিন্ন পন্থা অবিলম্বন করতে হতো। একবার কাছে কোন টাকা পয়সা নেই। ওদিকে গেম খেলতে প্রতি কয়েন ১ টাকা করে লাগে। এখন টাকা কোথায় পাই?

আমার এক ফ্রেন্ড ছিল, নাম আনারুল' কিন্ত সবাই তাকে ম্যান্ডেলা নামেই চিনতো। তো ম্যান্ডেলা আমাকে বুদ্ধি দিলো,

দোস্ত একটা বুদ্ধি পাইছি?

আমি: কি বুদ্ধি?

ম্যান্ডেলা: ওইজে ইস্ক্রুপ লাগায় না দেয়ালে? ওই ইস্ক্রুপের সাথে যে সাদা পইসার মত দেখতে একটা কয়েনের মত থাকে ওইগুলো দিয়ে ট্রাই করে দেখি।

আমি: বুদ্ধি খারাপ না, চল দেখি। কাছে আছে তো?

ম্যান্ডেলা: আরে পকেটে করে আগেই নিয়ে আসছি। এখন চল...

দোকানে যেয়ে এদিক, ওদিক তাকাতে লাগ্লাম যেই দোকানের মালিক বাইরে গেলো সেই পকেট থেকে কয়েন গুলো নিয়ে একটার পর একটা ছাড়তে থাকলাম, ভিডিও গেমের ভেতরে। কিন্ত কোন কাম হলোনা, সব গুলো কয়েন ছিল মোটা মোটা, তাই সব অর্ধেক যেয়ে বেধে থাকলো। অবস্থা খারাপ দেখে জলদি ওখান থেকে কেটে পড়লাম। বাইরে জেয়ে ম্যান্ডেলা কে ইচ্ছা মত ঝারতেছিলাম। শালা কি কয়েন আনছিস কাজ হয়না? এখন গেম খেলবো কি করে? মাথা পুরাই নষ্ট। ম্যান্ডেলার মাথায় বুদ্ধি আসলো। ও বলল,

দোস্ত তোদের বাড়ি সুবরি গাছ আছে না?

আমি: হ্যাঁ আছে? কিন্ত কেন?

ম্যান্ডেলা: আরে সুবরি চুরি করে বেচবো। আমি গাছে উঠতে পারি কোন সমস্যা নাই।

আর দুই থলি বেচতে পারলে সারাদিন "মোস্ত" খেলা যাবে।

আমি: তাইতো ভালো বুদ্ধি। তোর মাথায় এতো ভালো বুদ্ধি আসে কই থেইকা?

দেরী না করে জলদি চল...

বাড়ীর ভেতরে ঢুকে, চারিদিকে ভালো করে লক্ষ্য রেখে ম্যান্ডেলা কে গাছে উঠিয়ে দিলাম। সুবরি পেড়ে একটা ব্যাগে ভরে বাজারে চলে গেলাম বেচতে। জীবনে প্রথমবার চুরি করলাম, আবার প্রথমবার কিছু বেচতেও গেলাম বাজারে। পরান ধুক ধুক করছিলো ভয়ে। সুবরি বেচে ভালোই টাকা হয়ছিলো। ৩০/৪০ টাকার মত। সেকি খুশি আমি আর ম্যান্ডেলা। সারাদিন গেম খেলা যাবে এইভেবে। কিন্ত ঘটনা আরেক জায়গায় ঘতে গেলো। আমাদের সুবরি বেচতে বাজারে দেখে ফেলেছিলো আমার ছোট খালু। সেটা আবার আমরা খেয়াল করি নাই। খালু বাসায় যেয়ে আব্বুকে সব বলে দিলো। আমরা তো সুবরি বেচে টাকা নিয়ে গেমের দোকানে ঢুকে গেলাম। আমি খুব মনোযোগের সাথে গেম খেলছিলাম। কিছুক্ষন পর কে যেনো আমার পিঠে হাত

রাখলো । আমি গেমের দিকে মনোযোগ তাই বার বার হাত সরিয়ে দিচ্ছিলাম। ভাবছিলাম ম্যান্ডেলাই এই কাজ করতেছে। আবার যেই হাত রাখলো, আমি রেগে গিয়ে পিছের দিকে তাকাতে তাকাতে বলতে লাগ্লাম শালা ম্যান্ডেল দাড়া আজকে তোর একদিন কি আমার...বলা শেষ হলোনা মুখ বন্ধ হয়ে গেলো। পিছে ম্যান্ডেল না আমার ফাদার দাঁড়ানো। আমার ঘেটিতে হাত শক্ত করে ধরে টনতে টানতে বাইরে নিয়া গেলো। বাইরে বেরিয়ে আমি কোন মতে চেষ্টা করতে করতে ছুটে গেলাম। দিলাম দৌড়। কিন্ত শেষ রক্ষা হলোনা। খালুর সাথে দৌড়ায় পারলাম না। উনি দৌড়াইয়া আমারে ধইরা ফেলছিল। হেরপর আর কি কমু...সেই রাতের মাইরের কথা এখনো মনে পড়ে...

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

ইকরাম বাপ্পী বলেছেন: হা হা হা ছোট বেলায় এই খেলার কন্ট্রল নিয়া ঝামেলায় পড়তাম বলে খেলাটা পারতাম না. তবে বেশ কয়েকবার চেষ্টা করেও খেলতে পারি নাই। পরে বাসায় পিসি কেনার পর পিসিতে খেলা হয়েছে। এখন হালের এন্ড্রয়েডেও খেলা যায়। খেলবেন নাকি?

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

রাসেলহাসান বলেছেন: না ভাই আর খেলুম না :)

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ।
এই গেমটা পিসিতেও আসে, ভাইয়ার অ্যান্ড্রয়েডেও আসে।আমি সময় কাঁটাতে মাঝে মাঝে খেলি।
ঐসব দোকানে গেম খেলতে গিয়ে মাইর খায়নাই এমন রেকর্ড কমই আসে ||

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

রাসেলহাসান বলেছেন: ভাল, :)

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

এেলক্সান বলেছেন: পুরান স্মৃতি মনে করিয়ে দিলেন মিয়া ভাই...

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

রাসেলহাসান বলেছেন: মাঝে মাঝে পুরান সৃতি মনে করা ভালো.।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: খেলবেন নি ?

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৩

রাসেলহাসান বলেছেন: এখন খেলি মাঝে মাঝে মোবাইলে :)

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

এনটনি বলেছেন: মোস্তফা :(
বড় হয়ে জানলাম গেম টার নাম Cadillacs and Dinosaurs

Click This Link

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০১

রাসেলহাসান বলেছেন: আরে ভাই, আমিতো জানতাম না! ধন্যবাদ ভাই, জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.