নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে আলাদা ভাবে কিছুই বলার নেই। খুব সাধারন মানুষ। অন্য আট, দশজনের মতোই।

রাসেলহাসান

লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7

রাসেলহাসান › বিস্তারিত পোস্টঃ

মধ্যেবিত্তের টানাপোড়েন,

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

লাঞ্চ আওয়ারে অফিস থেকে বের হয়েছে করিম সাহেব। মাথার উপর প্রচণ্ড রোদের তাপ। নাহ এই বয়সে যে আর বাধ মানে না।

পাশের মন্টুর চায়ের দোকানে গিয়ে বসলেন। কপালের ঘাম মুছতে মুছতে মন্টুকে এক কাপ চা দিতে বললেন। কি চা দেবো ? দুধ চা না লাল চা ? তোকে কি প্রতিদিন মনে করিয়ে দিতে হবে, তুই জানিস না আমি দুধ চা খাইনা..

মন্টু: চাচা কিছু মনে নিয়েন না, আসলে সবার কেছে জিগাইতে জিগাইতে অভ্যাস হয়ে গেছে তো তাই মুখ ফস্কে বাইর হইয়া যায়..

নে হইছে জলদি চা বানা। চাচা কি দুপুরে খাইছেন কিছু ? আজকে বাড়ি যাবেন না ? আর খাওয়া, নাহ আজকে আর বাড়ি যাওয়া হবেনা অফিসে অনেক কাজ বাকি পড়ে আছে, হাতের কাজ শেষ না করে বাড়ি ফিরবোনা।

তুই আমাকে একটা রুটি আর কলা দে এতেই হবে, কোন মতে পেটটা ভরলেই হল। গরীবের বেশী কিছু খাওয়ার প্রয়োজন হয়না।

করিম সাহেব চায়ের কাপে এক এক চুমুক দিচ্ছেন আর ভাবছেন, মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে সুন্দর একটা ছেলের সাথে বিয়ে দিতে হবে। ছেলেটার দুই মাসের বেতন বাকি, পরিশোধ করা লাগবে।

বাড়ীর বিদ্যুৎ বিল, বাজারে কিছু টাকা বাকি, সব সামনের মাসের মধ্যে কি শোধ করতে পারবো ?..হাতের চা শেষ করে,

এক পিচ রুটি আর ২ টা কলা নিয়ে দোকান থেকে বের হল করিম সাহেব। পিছ থেকে মন্টু ডাক দিয়ে স্মরণ করিয়ে দিল,

চাচা ১৮০ টাকা হয়ছে কিন্ত, আচ্ছা লিখে রাখ, বললেন করিম সাহেব। মাথার উপরে প্রচণ্ড রোদ নাহ এই বয়সে আর বাধা মানে না.........

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

রাসেল মাহমুদ মাসুম বলেছেন: সত্য যে কঠিন, করুন কেন বার বার মনে করিয়ে দেন

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৫

রাসেলহাসান বলেছেন: সত্য সব সময় নির্মম!!

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

রাতুল_শাহ বলেছেন: :)

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাসেল মাহমুদ মাসুম বলেছেন: সত্য যে কঠিন, করুন কেন বার বার মনে করিয়ে দেন

!!!!!

দেশের উন্নতি করতে হলে এই মেইনস্ট্রীম মেরুদনন্ডে আগে প্রাণ সঞ্চার করতে হবে!!!

কর্পোরেট পূজির অবস্থা পেটমোটা লিকলিকে চিকন হাতপা ালা মানুষের মতো!!!!

কিন্তু চাই সুষম স্বাস্থ্যের অর্থনীতি।

তখন করিম সাহেবরা নিশ্চিত কাজে মনোযোগ দিতে পারবে।।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৬

রাসেলহাসান বলেছেন: ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.