নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে আলাদা ভাবে কিছুই বলার নেই। খুব সাধারন মানুষ। অন্য আট, দশজনের মতোই।

রাসেলহাসান

লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7

রাসেলহাসান › বিস্তারিত পোস্টঃ

"গজব ফেসবুকের আজব সব কাহিনী!! :P

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২৮



আমার ফ্রেন্ড লিস্টে মেয়েদের সংখ্যা "আল্লাহর" রহমতে মোটামুটি ভালোই।

(ফেক কত গুলান আছে তা হাতে গুনে শেষ করা যাবেনা!!)



তো ঘটনা সেইটা না, ঘটনা হচ্ছে গত কিছুদিন যাবত অনেক মেয়েকে দেখতেছি

হাই,হ্যালো দেই। আমিও দেই, সেটাও প্রব্লেম না, প্রব্লেম হইলো গত দুইদিনে

রাতারাতি ৩/৪ টা মাইয়া পোলা হইয়া গেছে!!

আরে আতঙ্কিত হওয়ার কোন কারন নেই..

মানে আইডি নেম চেঞ্জ করে পোলাগো

নাম লাগাইছে। তার মাস খানেক আগে থেকে কিন্ত এরা মাইয়াই আছিলো।

( কি বিচ্ছু! কি বিচ্ছু!)

যাই হোক এদের মধ্যে থেকে একজন কে গতকাল ম্যাসেজ করলাম...

-হাই, আপু! "ধুর" সরি' ভাইয়া! তা ক্যামনে ঘটলো এইটা ?

সে: what ?

আমি, এই যে এক রাতে মাইয়া থেকে পোলা ক্যামনে ?

ওওওও আচ্ছা আচ্ছা..

আমি হুম ওইটাই কি করে ?

সে: ভাইয়া কাওকে বলবেন না প্লিজ!!

ওকে বলবোনা.. বলেন।

আসলে আমার আরেকটা আইডি আছে সেটা গত বছর খুলেছিলাম, কিন্ত, আমি..

কিন্ত কি ?...

কিন্ত এক বছরে ওই আইডিতে "ফ্রেন্ডস" অনলি ৭০ জন হইছে!

তাই ভাব্লাম একটা মাইয়া আইডি খুইলা ফ্রেন্ড বাড়াইয়া নাম চেঞ্জ করে ফেলবো।

আমি: ও তাই এটা তো খুবই ভালো আইডিয়া...তা এখন কত ফ্রেন্ড হইছে এটাই ?

সে: এটাই এই দুই মাসে ৫০০০ ফ্রেন্ড হইছে।।

আমি: অউ!! খুব সুন্দর! তা আপু? "ধুর" সরি' ভাইয়া, বাই..

.

এই হইলো কাহিনী! কি বুঝলেন ?

আপনার ফ্রেন্ড লিস্ট থেকেও রাতারাতি যদি কোন পোলা মাইয়া হয়ে যাই তাইলে

অবাক হওয়ার কোন কারন নেই। এটা সিম্পল ব্যাপার! হতেই পারে...

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জ্বী, আপনার মতরাই অ্যাড করে ৫০০০ বানিয়েছে।

আমার ফ্রেন্ডলিস্টে এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

রাসেলহাসান বলেছেন: আমার নিজেরই তো ৫০০০ পুড়ে নাই!! তাইলে আমার মত হইলো ক্যাম্নে? :D :P

ধন্যবাদ ভালো থাকবেন "স্বর্ণা" আপু।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৬

বন্ধুহারা০০ বলেছেন: :-B :-B

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

রাসেলহাসান বলেছেন: হে হে... :-B :-B :-B

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাইসাহেব "ই" আর "য়" ব্যবহারে যত্নবান​ হন !

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৭

রাসেলহাসান বলেছেন: সরি ভাইয়া! দ্রুত লিখতে যেয়ে "য়" এর জায়গাতে "ই" হয়ে গেছে।। 8-| :P

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯

মামুন রশিদ বলেছেন: :-B :-B

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

রাসেলহাসান বলেছেন: :D :D :-B :-B :-B

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

ফিলিংস বলেছেন: এত ফ্রেন্ড খায় না পরে.......।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

রাসেলহাসান বলেছেন: ফিলিংস বলেছেন: এত ফ্রেন্ড খায় না পরে.......।

সম্ভাবত মাথায় দেই... :D :D

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১

জাহিদ ২০১০ বলেছেন: ফিলিংস বলেছেন: এত ফ্রেন্ড খায় না পরে.......।

আমারও একটা আইডি আছে তয় মাইয়া আইডি না। ওই টায় আমিও আমার ফ্রেন্ড বাড়াইতাছি কিন্তু জুকার মামা বার বার বেহুশ হইয়া কয় স্লো ডাউন স্লো ডাউন। আর আমার মেইন আইডি তে অপরিচিত কোন মানুষ রাখি নাই। আর অপরিচিত কারও রিকু গ্রহন ও করি না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

রাসেলহাসান বলেছেন: ভালো। :)

মন্তব্যে প্রকাশের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১৯

বৃষ্টিধারা বলেছেন: আপনার ফেইসবুক আইডি কি ?

০৪ ঠা মার্চ, ২০১৪ ভোর ৫:০৩

রাসেলহাসান বলেছেন: এটা আমার ফেসবুক লিঙ্কঃ :)
https://www.facebook.com/rasel.hasan.7

৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৮:০৭

বৃষ্টিধারা বলেছেন: এড দিলাম । B-))

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪১

রাসেলহাসান বলেছেন: আপনি কি "Tawhira Raiyen" :)
একসেপ্ট করেছি।।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৮:২৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
মিউচুয়াল ছাড়া আমি একসেপ্টই করি নাহ B-)

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪২

রাসেলহাসান বলেছেন: আমিও।। :)

১০| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৮:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
২০০/ ৩০০ মিউচুয়াল থাকলেও, না চিনলে অ্যাড করি না।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:১৩

রাসেলহাসান বলেছেন: :-খুব ভালো।।

আমি ৪০/৫০ মিউচুয়াল দেখলে নিয়া নেই। :)

১১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৮:৩০

লিন্‌কিন পার্ক বলেছেন:
আপনার ফেসবুকে অ্যাকাউন্ট আছে নাকি !! B:-)

জানতাম নাহ :-0 @ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:১৩

রাসেলহাসান বলেছেন: :-B :-B

১২| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৪

দি সুফি বলেছেন: ৫০০০ ফ্রেন্ড! আমার ফ্রেন্ডলিষ্টে ১০০ জনও নাই :|| অপরিচিত মানুষজনকে অ্যাড করার কোন মানেই হয় না। /:)

০৫ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৪০

রাসেলহাসান বলেছেন: আমি মিউচুয়াল বেশী দেখে, আর ভালো পোষ্ট দেই কিনা? এগুলো দেখে এড রিসিভ করি এ ব্যাতিত একসেপ্ট করিনা। আর ২/১ টা ভং চং থেকে যায়, যেগুলো পরবর্তীতে আনফ্রেন্ড নইলে ব্লক মেরে দেই। :) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.