নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে আলাদা ভাবে কিছুই বলার নেই। খুব সাধারন মানুষ। অন্য আট, দশজনের মতোই।

রাসেলহাসান

লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7

রাসেলহাসান › বিস্তারিত পোস্টঃ

"দুঃখ ছাড়ো, মুখে রাখো হাঁসির সঞ্চার, তোমরা তো মোদের "রয়েল বেঙ্গল টাইগার"!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

আহ! দ্বারপ্রান্তে এসেও জয়টা হাত ছাড়া হয়ে গেলো!!



আশা ছিলো ম্যাচটা জিতবো! কিন্ত হলোনা। ছোট ছোট কিছু ভুলে

এই জেতা ম্যাচটাও হাত ছাড়া হয়ে গেলো আমাদের।

"সাকিবের" শূন্যতা ভালভাবেই ভাবেই অনুভব করা গেলো।



স্কোয়াড ঠিক ছিলো শুধু সোহাগ গাজীর জায়গাতে সাকিব থাকলে ম্যাচটা

জেতার অনেকটা নিশ্চয়তা ছিলো! "মাহমুদুল্লাহ" কে রাখলেও একটা ভালো

স্পিনার পাওয়া যেতো।



বোলিং ঘাটতি টা ভালো ভাবেই টের পেলাম।

ব্যাটিং লাইনে "আনামুল" আর "মুশফিক" ছাড়া অন্য কেউকে জ্বলে উঠতে

দেখা গেলোনা!



"নাসিরের" কাছ থেকে কিছু রান আসা করেছিলাম।



৩০০+ রান হওয়ার কথা ছিলো। শেষ দিকে রানের চাকাটা একেবারেই "লো"

হয়ে গেছিলো। আর কিছুটা রান হলে হইতো ম্যাচটা জিতে যেতাম!



প্রত্যাশা অনেক কিছুই ছিলো। ভেবেছিলাম এবার "রেন্ডিয়ারে" একটা জনমের

শিক্ষা দেওয়া যাবে।

ভেবেছিলাম "আশরাফুল" "তামিম" সাকিব" ছাড়াও

বাংলাদেশ বড় ইনিংস খেলতে পারে! বিশ্ব চাম্পিয়নদের হারাতে পারে!



মুশফিক কে আন্তরিক ভাবে অভিনন্দন সহ "স্যালুট! জানায়।

আমাদের রিয়েল "টাইগার" যদি কেউ থেকে থাকে? সে হচ্ছে "মুশফিকুর রহিম"

বাংলাদেশ দলের' এ যাবত কালের সেরা "ক্যাপ্টেন! সেরা খেলোয়াড়!

আবারো "স্যালুট! তোমায়।



একটি ম্যাচ হেরেছি তাই কি? দুঃখ নেই কোন। আরো ম্যাচ আছে সামনে।

এবার পারিনি কিন্ত পরের বার দেখিয়ে দেবো!



তোমাদের সাথে ছিলাম!

তোমাদের সাথে আছি!

তোমাদের সাথেই থাকবো!



"দুঃখ ছাড়ো, মুখে রাখো হাঁসির সঞ্চার,

তোমরা তো মোদের "রয়েল বেঙ্গল টাইগার"!!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

বেলা শেষে বলেছেন: "দুঃখ ছাড়ো, মুখে রাখো হাঁসির সঞ্চার, তোমরা তো মোদের "রয়েল বেঙ্গল টাইগার"!!
...we shall try again & again.
...up to next time...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

রাসেলহাসান বলেছেন: হুম "ইনশাআল্লাহ" নেক্সট ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াবো। :)

মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

উজবুক ইশতি বলেছেন: সেই টি টুয়েন্টি থেকে শুরু., জয় আর আসেনা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

রাসেলহাসান বলেছেন: :( একটা জয়ের অপেক্ষায় আছি! অনেকদিন যাবত একটা "জয়" দেখিনা।।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

মশিকুর বলেছেন:
সমস্যাটা পিচের। এই পিচে ভারতকে ৩৫০ চেস করতে দিলেও করতে পাড়বে। বাংলাদেশ পরে ব্যাট করলেও ৩২০-৩৩০ চেস করতে পাড়্ত। ফ্লাট পিচের ক্ষেত্রে টস জিতাটা গুরুত্বপূর্ণ।

শুভরাত্রি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৩

রাসেলহাসান বলেছেন: আমিও সেটা মনে করেছিলাম। টচে জেতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিলো!

ধন্যবাদ "মশিকুর" ভাই। ভালো থাকবেন।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

সৌভিক ঘোষাল বলেছেন: বাংলাদেশ ভালোই খেলেছে। কিন্তু ভারত এখনো শক্তিতে অনেক এগিয়ে। তাই ভালো খেলেও বাংলাদেশকে হার মানতে হলো। বাংলাদেশ ক্রিকেট বাজারে দ্রুত উঠে আসছে। এবার আই পি এল ও বাংলাদেশেই। বাংলাদেশের ক্রিকেট ও অর্থনীতির পক্ষে ভালো খবর এটা। তাদের দর্শকরা তো ভালো উত্তেজক খেলা দেখবেন ই, দেশের ছোট ছোট ছেলেমেয়েরা ক্রিকেটে আরো আকৃষ্ট হবে। এটা বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করতে পারবে আশা রাখি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬

রাসেলহাসান বলেছেন: আই পি এল বাংলাদেশে হবে?? ঠিক জানতাম না তো!! :)

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫০

মামুন রশিদ বলেছেন: যাই হোক, টাইগার্সদের সাথেই আছি । সামনে দুইটা ইম্পর্টেন্ট খেলা । শ্রীলংকার সাথে সদ্য সিরিজ হারার শোধ আর চিরশত্রু পাকিদের আবারও হারিয়ে একাত্তরের শোধ । ঐ দুইটা কাজ ঠিকমত পারলে ইন্ডিয়াকে হারানোর সুযোগটা আমরা আবারও পাব ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

রাসেলহাসান বলেছেন: প্রত্যাশা তো অনেক কিছুই "মামুন" ভাই। দেখা যাক কতদুর যেতে পারি। :)

ধন্যবাদ আপনাকে।

৬| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:০৫

এহসান সাবির বলেছেন: তোমাদের সাথে ছিলাম!
তোমাদের সাথে আছি!
তোমাদের সাথেই থাকবো!

০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:৩৫

রাসেলহাসান বলেছেন: যত দিন বেঁচে থাকবো! তোমাদের সাথেই থাকবো!

ধন্যবাদ "সাবির" ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.