নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রায়আন৫৬৩

আবু রায়আন

ছাত্র

আবু রায়আন › বিস্তারিত পোস্টঃ

স্টিভ জবস

১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

স্টিভ জবস (১৯৫৫-২০১১)

জন্মঃ ৪ ফেব্রুয়ারি ১৯৫৫
জন্মস্থানঃ সানফ্রান্সিকো, যুক্তরাষ্ট্য
পিতাঃ আবদুল ফাত্তাহ জান্দালি(সিরীয় বংশোদ্ভূত)
মাতাঃ জোয়ান সিবিল
মৃতু্ঃ ৫ অক্টোবর ২০১১, ক্যালির্ফোনিয়া, যুক্তরাষ্ট্য।

অ্যাপোল একটি মার্কিন কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠান। প্রথমে প্রতিষ্ঠানটির নাম ছিলো অ্যাপোল কম্পিউটার ইনকর্পোরেশন। অ্যাপোল নানা ধরনের কুম্পিউটার, ইলিক্ট্রিক পণ্য, সফটওয়্যার ও পার্সোনাল কম্পিউটার তৈরী করে থাকে। ১৯৭৬ সালের ১ এপ্রিশ স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনান্ড ওয়েন মেলি অ্যাপোল কম্পিউটার কম্পানি প্রতিষ্ঠা করেন। ১৯৭৬ সালের ১ জুলাই সর্বপ্রথম বাজারে আসে অ্যাপোলের তৈরী প্রথম কম্পিউটার অ্যাপোল ১। প্রধান নির্বাহি স্কালির সাধে অভ্যন্তরিন দন্ধের কারনে তিনি অ্যাপোল ছেড়ে ১৯৮৫ সালের ১২ সেপ্টেম্বর তিনি গড়ে তুলেন নেক্সাস কম্পিউটার কম্পানি। ১৯৮৬ সালের ৩ ফেব্রুয়ারি বিখ্যাত অ্যানিমেশন স্টেডিও পিক্সার কিনে নেন স্টিভ জবস। ২৯ নভেম্বর ১৯৯৫ সালে অ্যানিমেশন স্টেডিও থেকে মুক্তি পায় জনপ্রিয় অ্যানিমেশন মুভি টয় স্টোরি। ১৯৯৬ সালে ১০ ডিসেম্বর অ্যাপলে চলে আসেন তিনি উপদেষ্টা হিসেবে এবং অ্যাপোল নেক্সাস কম্পিউটার কম্পানি কিনে নেয় ৪২ কোটি ৯ লাখ ডলারে। ১০ নভেম্বার ১৯৯৭ অনলাইনে অ্যাপোল স্টোর চালু হয়। ১৫ জানুয়ারি ২০০৮ বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ ম্যাক বুক এয়ার বাজারে আসে। ২০০৯ সালের ১৪ জানুয়ারি চিকিৎসাগত করণ দেখিয়ে ছয় মাসের ছুটিতে যান স্টিভ। ৬ জুন ২০১১ অ্যাপোলের ওয়াল্ডওয়াইড ডেভলাপারস সম্মেলনে মূল প্রবন্ধ পড়েন যেটি ছিলো তার শেষ অনুষ্ঠান। ২০১১ সালের ২৪ অাগষ্ট অ্যাপোলের প্রধান নির্বাহি পদ থেকে পদত্যাগ করেন তিনি, তবে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকেন তিনি।

উল্লেখযোগ্য আবিষ্কার (নাম-ধরন-বাজারে আসার তারিখ)
অ্যাপোল-১- কম্পিউটার- ১ জুলাই ১৯৭৬
অ্যাপোল-২- কম্পিউটার- ১ এপ্রিল ১৯৭৭
অ্যাপোল লিসা- কম্পিউটার- ১ জানুয়ারি ১৯৮৩
ম্যাকিনটোশ- কম্পিউটার- ২৪ জানুয়ারি ১৯৮৪
নেক্সাস কম্পিউটার- কম্পিউটার- ১৯৮৮
ম্যাকিনটোশ ক্লাসিক- কম্পিউটার- ১৫ অক্টোবর ১৯৯০
আইম্যাক- ডেক্সটপ কম্পিউটার- ১৫ আগষ্ট ১৯৯৮
আইবুক- ল্যাপটপ কম্পিউটার- ২১ জুলাই ১৯৯৯
আইপেড- মিডিয়া প্লেয়ার- ২৩ অক্টোবর ২০০১
আইপেড ন্যানে- মিডিয়া প্লেয়ার- ৭ সেপ্টেম্বর ২০০৫
অ্যাপোল টিভি- ডিজিটাল মিডিয়া রিসিভার- ২১ মার্চ ২০০৭
আইফোন- স্মার্টফোন- ২৯ জুন ২০০৭
আইপড ক্লাসিক- মিডিয়া প্লেয়ার- ৫ সেপ্টেম্বর- ২০০৭
আইপড টাচ- মিডিয়া প্লেয়ার- ৫ সেপ্টেম্বর ২০০৭
আইপড- ট্যাবলেট কম্পিউটার- ৩ এপ্রিল ২০১০
আইফোন-৪ এস- স্মার্টফোন- ১৪ অক্টোবর ২০১১
(সংগ্রহকৃতঃ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০১১*পৃঃ ৩৯)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

হাসান নাঈম বলেছেন: তথ্যবহুল চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।
আমরা বিল গেটস কে যতটা চিনি, স্টিভ জবসের সম্পর্কে ততটা জানি না।
অথচ ব্যাক্তিগত কম্পিউটার উন্নয়নের প্রধান রুপকার এই স্টিভ জবস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.