নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রায়আন৫৬৩

আবু রায়আন

ছাত্র

আবু রায়আন › বিস্তারিত পোস্টঃ

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দেড় দশক

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দেড় দশক

রেকর্ডের পাতায়
সবচেয়ে কম বয়সে সেঞ্চুরিঃ মোহাম্মদ আশরাফুল; ১৭ বছর ৬১ দিন, বিপক্ষ শ্রীলঙ্কা; কলম্বো ২০০১
এই টেস্টে সেঞ্চুরি-হেট্রিকঃ সোহাগ গাজী; ১০১*ও ৬/৭৭; বিপক্ষ: নিউজিল্যান্ড; চট্টগ্রাম ২০১৩
অভিষেক ম্যাচে ১০ নম্বরে নেমে সেঞ্চুরিঃ আবুল হাসান; ১১৩, বিপক্ষ: ও. উন্ডিজ; খুলনা, ২০১২
টানা ১১ ম্যাচে ফিফটি ( দ্বিতীয় সর্বোচ্চ): মুমিনুল হক।
একই টেস্টে সেঞ্চুরি এবং ১০ উইকেটঃ সাকিব আল হাসান; ১৩৭ ও ৫/৮০+৫/৪৪; বিপক্ষ: জিম্বাবুয়ে; খুলনা ২০১৪
সবচেয়ে কম বয়সে ম্যাচে ১০ উইকেটঃ এনামুল হক জুনিয়র; ১৮ বছর ৮০ দিন; বিপক্ষ জিম্বাবুয়ে; ঢাকা; ২০০৫
টেস্টে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ উদ্ধোধনী জুটিঃ তামিম-ইমরুল; ৩১২ রান, বিপক্ষ: পাকিস্তান, খুলনা ২০১৫
আরো কিছু:
খেলোয়াড়ঃ ৭৮
রানঃ ৩৯১৬৬
উইকেটঃ ৯৫৫
ক্যাচঃ ৫৫০
মোট সেঞ্চুরিঃ ৪২
ইনিংসে ৫ উইকেটঃ ৪১
ম্যাচে ১০ উইকেটঃ ২


Bangladesh made its full debut in international cricket in the 1986 Asia Cup.

অভিষেক টেস্টের ১৬ জনঃ
নাইমুর রহমান দুর্জয় (অধিনায়ক)
খালেদ মাসুদ পাইলট ( সহ-অধিনায়ক)
আমিনুল ইসলাম বুলবুল
শাহরিয়ার হোসেন বিদু্ৎ
আকরাম খান
মোহাম্মদ রফিক
মেহরাব হোসেন অপি
হাবিবুল বাশার সুমন
আল শাহরিয়ার রোকন
হাসবুল হোসেন শান্ত
বিকাশ রঞ্জন দাশ(বর্তমানে মাহমুদুল হাসান)
মঞ্জুরুল ইসলাম মঞ্জু
রাজিন সালেহ্
জাভেদ ওমর বেলিম গোল্লা
এনামুল হক মনি
ফাহমিদ মুনতাসির সুমিত।
সর্বোচ্চ/সেরা
ম্যাচঃ মোহাম্মদ আশরাফূর; ৬১ টি
অধিনায়কঃ মুশফিকুর রহিম; ২৪ টি
রানঃ তামিম ইকবাল; ৩১১৮ রান
ব্যাক্তিগত ইনিংসঃ তামিম ইকবাল ২০৬; বিপক্ষ: পাকিস্তান, খুলনা; ২০১৫
উইকেটঃ সাকিব আল হাসান; ১৪৭ টি
ইনিংস সেরা বোলিংঃ এনামুল হক জুনিয়র;১২/২০০; বিপক্ষ: জিম্বাবুয়ে; ঢাকা ২০০৫
ইনিংসে ৫ উইকেটঃ সাকিব আল হাসান ১৪ বার
ক্যাচঃ মাহমুদুল্লাহ রিয়াদ; ২৭ ম্যাচে ২৮ টি
ডিমমিসালঃ খালেদ মাসুদ পাইলট; ৪৪ ম্যাচে ৮৭ টি(ক্যাচ ৭৮ টি ও স্ট্যামিং ৯ টি)
ইনিংসে বেশি ডিসমিসালঃ ৫টি; মুশফিকুর রহিম (২বার)
ম্যাচে বেশি ডিসমিসালঃ ৭টি, খালেদ মাসুদ পাইলট
টেস্টে বাংলাদেশের প্রথম:
ম্যাচঃ ১০-১৪ নভেম্বর ২০০০।(ক্রিকেট ইতিহাসে ১৫১২ তম টেস্ট)
প্রতি পক্ষঃ ভারত
ভেণুঃ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা।
অধিনায়কঃ নাইমুর রহমান দুর্জয়।
জয়ঃ ১০ জানুয়ারি ২০০৫; জিম্বাবুয়ে(চট্টগ্রাম); ৩৫ ম্যাচ।
শতকঃ আসিনুল ইসলাম বুলবুল; বিপক্ষ: ভারত ১০ নভেম্বর ২০০০।
দ্শিতকঃ মুশফিকুর রহিম; বিপক্ষ: শ্যীলংকা।
হ্যাট্রিকঃ অলক কাপালি; বিপক্ষ: পাকিস্তান।

(কারেন্ট অ্যাফেয়ার্স ডিসম্বর ২০১৫*পৃঃ৪১)

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

নিমগ্ন বলেছেন: সামুতে এটা আপনার ১ম পোস্ট না? ভাল লিখেছেন। তথ্যবহুল পোস্ট। +

২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

রক্তিম দিগন্ত বলেছেন: ভাল পোষ্ট! +

টাইগারদের নিয়ে আমিও লিখেছিলুম!!! দেখতে পারেন চাইলে! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.