নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রায়আন৫৬৩

আবু রায়আন

ছাত্র

আবু রায়আন › বিস্তারিত পোস্টঃ

Computer System Properties Division

১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

Computer System Properties Division নিয়ে অনেকের ঝামেলায় পড়তে হয়। বিশেষ করে System Properties 'C' Drive Space এর সাথে প্রসেসরের Clock Speed সহ আরো কিছু বিষয় জড়িত আছে। তাই কিছু বিশেষ বিষয় রাখলে clock speed সর্বোচ্চ ব্যাবহারের আশা করা যায়। যেমন ধরুন: (HDD- 1TB)

১. 1T.B.(1024G.B.) Drive থেকে 70G.B. এং অতিরিক্ত 10G.B. Unallocated হিসেবে বাদ দিন।
২. 70G.B. থেকে 30G.B. ভাগ করুন System Properties (Drive Letter Name 'C'; সাধারণত) এবং বাকি 40G.B. তে (Drive letter Name 'D' বা ইচ্ছে মত দিয়ে নিন) -সকল প্রকারের Application, Software run এবং install করুন।
৩. আর বাকি 944 {1024-(70+10)=944} অন্যান্য Drive হিসেবে ব্যবহার করুন।


এভাবে HDD Division করলে আশা করা যায় সর্বোচ্চ Possessor's Clock Speed পেতে পারেন।(RAM & BUS সংক্রান্ত ব্যাপারগুলো ছাড়া)
তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে নতুন করে Windows Install & Re-Install এর ক্ষেত্রে Drive 'C' এবং Drive 'D' আলাদা ভাবে Installation Disk (Windows Set Up CD)ব্যাবহার করে সম্পূর্ণ Drive Delete করে নিবেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১

সুমন কর বলেছেন: মনে হয়, সবাই এমনটিই করে থাকে। শেয়ারের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.