নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রায়আন৫৬৩

আবু রায়আন

ছাত্র

আবু রায়আন › বিস্তারিত পোস্টঃ

আমার ভুল ভাঙ্গে না

২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩

ভুল করি
তারপর আবার ভুল করি
আবারও ভুল করি
একই ভুল বারবার করি
অথচ ক্লান্তি আসে না
আমার ভুল ভাঙ্গে না
আমার ভুল ভাঙ্গে না

গিরগিটির সাথে চলে গেছে অর্ধেক জীবন
বাকি অর্ধেকটা শেয়াল-শূয়োরে
পশুর সঙ্গমে আমার ভীষণ আহ্লাদ
বড়জোর আমি শরীর পেয়েছি
বিবেক ত পাইনি কোন নরনারীর ভিতর
পাইনি ত লাউয়ের ডগার মত কমল মন
দেখি নাই ত ব্যাধির মত ভালোবাসা
আমি মানুষ দেখি নাই
আমার দেখা হয় নাই এতটুকু মানুষ
যদিচ আমি সব্বাইকে মানুষই ভেবেছিলাম।

ভুল করি
তারপর আবার ভুল করি
আবারও ভুল করি
একই ভুল বারবার করি
অথচ আমার ক্লান্তি আসে না
আমার ভুল ভাঙ্গে না
আমার ভুল ভাঙ্গে না


(সাইফুল ইসলাম
১৪২৪,২ মাঘ।)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০

চাঁনমিয়া বলেছেন: ভালো লাগল কবিতা।

২| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


কবিতা বা সেই ধরণের কিছু হয়নি

৩| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৯

বাকপ্রবাস বলেছেন: মানুষতো পাওয়া গেলনা, কবির অবস্থান কোথায় সেটাও আর জানা হলনা। কবিতা ভাল লেগেছে।

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

৫| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.