নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেভেন্থ সেন্স

সেভেন্থ সেন্স

If you think i miss you all the time , then you are certainly mistaken. I miss you only when i think of you, but damn i think of you all the time.

সেভেন্থ সেন্স › বিস্তারিত পোস্টঃ

কনফিউশান

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২১

Confusion মানুষের লাইফে গুরুত্বপূর্ণ একটা যায়গা দখল করে আছে, যার বাংলা অর্থ - "বিশৃঙ্খল অবস্থা"

কিভাবে এটি লাইফে "বিশৃঙ্খল অবস্থার" সৃষ্টি করে????



Confusion শব্দটি- Condition (অবস্থা)+Fusion (দ্রবন, গলন= যা Already গলে গেছে) শব্দ থেকে এসেছে।। অর্থাৎ অবস্থা গলে গেছে, কিভাবে গললো????



Confusion শব্দটিকে আরেকটু ভাঙলে যে শব্দগুলো আসে তা হলোঃ-

1. Condition= অবস্থা।

2. Con= মুখস্থ করা।

3. Fuse= উত্তাপে গলা।

4. Fusion= গলন বা দ্রবন।



#প্রক্রিয়াঃ প্রথমে আপনার Mind একটা অবস্থা (Condition) তৈরি করতে সাহায্য করলো, Brain সেটিকে বারবার মুখস্থ করতে থাকলো (Commit to Memory=Con). আশেপাশের নানান Object সেখানে নাক গলাতে আরম্ভ করলো, অবস্থার পরিবর্তন অর্থাৎ উত্তপ্ত (Fuse) হতে লাগলো। তাপে তাপে অবস্থা পুরোদস্তুর গলে গেলো (Fusion)। প্রস্তূত হলো "বিশৃঙ্খল অবস্থা" (Confusion).



#প্রস্তুতপ্রণালীঃ Mind "অবস্থা" গর্ভপাত করলো। Brain সেটাকে জটিলভাবে Mind কে Delivery দিলো। Mind সেটাকে আবার খুব করে আঁকড়িয়ে ধরল। ঠিক মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া শিশু, আবার সেই মায়েরই বুকের দুধ পান করার মতো।



#ফলাফলঃ মনের উপর ব্যাপক প্রভাব, সিডাক্সিন কিংবা ট্রিপটিন (ঘুমের ট্যাবলেট); অথবা প্যারাসিট্যামল কিংবা ডিসপ্রিন (মাথাব্যাথার ট্যাবলেট)।



#শিক্ষাঃ Confusion দূর করার সবচেয়ে বড় উপায় পুরোপুরি Confused হয়ে যাওয়া। সময়ের সাথে সাথে জটিলতা এমনিতেই ছুটতে থাকবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.