নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেভেন্থ সেন্স

সেভেন্থ সেন্স

If you think i miss you all the time , then you are certainly mistaken. I miss you only when i think of you, but damn i think of you all the time.

সেভেন্থ সেন্স › বিস্তারিত পোস্টঃ

কিছু কিছু খামখেয়ালী

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭

১.

ভালোবাসা নট এ স্মেল Or টেষ্ট ইটস লাইক......এ #বে #নী #আ #স #হ #ক #লা, ভালোবাসা একটা স্নিগ্ধতা এক কাপে দুজন কফি খাওয়া।

২.

#আমি_ফেইসবুক_AdDiCtEd

সেই ঘূটঘূটে অন্ধকার, নীরবে তার পদচারন আমার ভাবনার জগত কে জাগিয়ে তোলে| আমি হাত বাঁড়াই, তার ছোঁয়া পাই, তার স্পর্শে শিহরিত হয়ে দুইটা রঙ্গে তাকে সাজাই #সবুজ আর #নীল, দু'টোতেই যেন রাঁজকন্যা| তারপর চাঁর দেয়ালের মাঝে আঁকাশ বানাই, জোঁছনা সাঁজাই, নদীর ধারে কিংবা পুকুর ঘাটে, চুল এলিয়ে কিংবা বৃষ্টি ভেঁজায় পারস্পারিক আকর্ষন নেয়ার চেষ্টা করি।

এর নাম আমি কথিত ভাষার ভালোবাসা বলবোনা এটা একটা টান...তীব্র টান; যেখানে একজন আরেকজনের সঙ্গটা খুব ইঞ্জয় করবে|



কিন্তু শেষমেষ সেই গোঁমড়া মুখেই ঘুম থেকে রোজ উঠি, গুলুগুলু করে নয় বরং আঁড়মোঁড়া দিয়ে বিছানাতেই একটা সিগারেট ধরাই| সিগারেটের এক একটা তীব্র টান আমার গতরাতের সেই #শিহরিত টানকে নিমেষেই মিলিয়ে দেয়| অবশেষে ব্রাশ ঘষতে ঘষতে ফ্রেশ হয়ে চলে আসি অব্যক্ত কথার ব্যক্ত যায়গা ফেইসবুকে, শুরু হয় আমার চিরচেনা রিয়েলিটি।

৩.

#Careless

আশাতীত যাহা, তাহা পূরন হইবে হইবে করিয়াও পূরন হইলোনা তাহার। অপূর্ণতাকে প্রাপ্য মনে করিয়া সুখ লাভ করিতে থাকিলো। অতঃপর অপূর্ণতা খুব করিয়া পাইয়া বসিল এবং এদিক-সেদিক চতুর্দিক থেইকা ঘাই বসাইতে লাগিলো, জখমে জখমে ভাবনা তৈরির যন্ত্রটা তাহার কানেকশান হারাইয়া উলটা পালটা সিগনাল দিতে লাগিলো। জীবনের প্রয়োজনে দূরত্ব বাড়িয়া গেলো, হেয়ালীর ছলে সকল অপূর্ণতাকে এক করিয়া যাহা পাইলো তাহা জীবনের অভিজ্ঞতা স্বরূপ পূর্নতা তো বটেই......

৪.

কতবার বলেছি ও ঘরে যাস নে, ও ঘর অভিমানের...ও ঘর আবেগের ঘর... ও ঘর ভালোবাসাবাসির... যেখানে একটু ছোঁয়াতেই আঁচড় লাগে।

৫.

তাহাই উৎকৃস্ট যাহা পাওয়া যায়না| সময়ের পরিসীমা আর ঘরবাঁধা দুটোই দু'-মেরুর| কল্পনায় #বাস্তব হল #উপজাতি, আর বাস্তবে#কল্পনার ভাত নাই| যদি এটাই নিয়তি হয়- তাহলে #ফর্মালিন মাখা জীবনটা তে বেশ আছি .....তবে তুমি আছো সময় পেলে এটাও ভাবি|

৬.

#আমরাপ্যাথেটিক

মূল্যহীন সেই নির্ঘূম রাত| যে রাত নিজেকে ভাবায় না| মূল্যহীন সেই নির্ঘূম রাত| যে রাত শুধু নিজেকে নিয়েই ভাবায়|



আর কতটা ম্লান হলে অবসাদ আসবে!!! আর কতবার হারলে মূল্য হবে মুক্তোর দামে!!! রাত আর দিন কেউ ই কারও থেকে কম না। তবে সবচেয়ে দূর্ভাগা মনে হয় রাতটাই। সকল গুপ্ত আবেগ মুক্ত হয় রাতে, যা দিনের আলোতে মিলিয়ে যায়।



এই রাতেই আসে সে, এই রাতেই আবার হারিয়ে যায়| কিছু সত্য ব্যাপার সুপ্তই থেকে যায়| রাত হারায় তার অন্ধকার, হারিয়ে যায় কিছু চাপা সত্য| হারাই আমি, হারায় সে| কানাকড়ি যা পরে থাকে তা পরিনত হয় এই লেখায়....

৭.

#ক্ষূদ্রগবেষনা #নিরাপদভ্রমন

সময়ের সাথে দিন দিন জরিয়ে পরছি। শুধু জরিয়েই পরছি না, বরং পেচিয়েও যাচ্ছি। এমতাবস্থায়, জিলিপির প্যাঁচের কথা খুব বেশি মনে পড়ছে...



আচ্ছা মানুষ কিভাবে বুঝলো জিলিপি প্যাঁচানো বানাতে হয়???

আসলে মানুষের মস্তিষ্কের প্যাঁচই জিলিপি, যা খাদ্যে পরিনত হয়েছে। তাহলে সোজা কথা দাঁড়ায়- মানুষ তার মস্তিষ্কের প্যাঁচ থেকে জিলিপি বানায়, আর সেই প্যাঁচ আবার খায়। তার মানে, প্যাঁচ থেকে ছোটা কোন ভাবেই সম্ভব না। তাই আমিও প্যাঁচ থেকে ছুটতে পারছিনা।

৮.

#স্বস্তা #ক্ষোভ #নিরাপদভ্রমন

কারনে অকারনে কপালের দোষ দেয়া আমাদের অভ্যাসে পরিনত হয়ে গেছে। সমাজ বাঁচতে দিয়েছে ঠিক ই, কিন্তু স্বীকৃতি দেয়নি। সামাজিক হতে শিখিয়েছে, কিন্তু গুছিয়ে নেয়ার খোরাক দেয়নি। মানুষের ভীরে হাত উচু করে দাঁড়ালে সেই সাধারন মানুষই, আলাদা কোন পরিচয় কিংবা দৃষ্টিভঙ্গি নেই। কারও কাছে হয়তো আবার হিরো হয়েও, অবস্থান জিরো।



যৌবনের ধাক্কা মানছে না হাঁড়কাপানো শীত, আর অবলীলায় হচ্ছে রক্তের অপচয়,

সবকিছু মিলিয়ে নিজের আঁকা সুন্দর ছবিটা যদি হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট।

শিল্পী সেখানে কিঞ্চিত বিষপান করতেই পারে...।।



নিজেকে নিজের লক্ষে চালানো ও কাউকে মনে স্থান দেয়া অনেক্ কাঠ-কয়লা পুরিয়েই অর্জিত, ঠিক চামরার লোভ সামলানোর মতই কষ্টকর।



৯.

কি করো??

-স্বপ্ন দেখি।



কি স্বপ্ন??

-সেই,,যা সবসময় ভাবি।



কি ভাবো??

- কিছু সুস্থ্য চিন্তা-ধারা, আমি এবং সে, সীমাহীন চাওয়া-পাওয়া...



থামো থামো!!! আচ্ছা তুমি কি কখনও শুধরোবেনা??

-কেন আমি আবার কি করলাম??



আচছা তোমার স্বপ্নের ফলাফলটা কি আমাকে বলবে??

-কেন, বরাবরের মতই দু:স্বপ্ন।



তাহলে স্বপ্ন দেখো কেন??

-তুমি আছো বলে।



আমি আবার কি করলাম??

-তুমি-ই তো যত নষ্টের মূল....



#NB: “আমি” আর আমার “বিবেক” দু’জনে কথা বলছিলাম।

১০.

#আমিশিরোনামহীন

নিভু নিভু আলো দিয়ে, সকালের স্নিগ্ধতা কাটিয়ে- শুরু হয় আমাদের ব্যাস্ত শহর| ব্যাস্ত মানুষ| ব্যাস্ত তাদের ভাব-ভঙ্গি| ব্যাস্ততার ভীরে, টানে যান্ত্রিকতা - হারিয়ে ফেলি নিজেকে, নিজের মনকে| যেখানে দিন শেষে রাতের জন্য একগাদা ভাবনা ছাড়া আর কিছুই দেয়না|



এভাবেই যখন দিনের সমাপ্তি!!!! শুরু হয় রাতের খেলা রাত জাগা, আর অদ্ভুত অদ্ভুত বিষয়কে উপাত্ত ধরে নিজের পরিবেশ সাজানো| আমরা রাত জাগি নিজেকে ভাবতে| আমরা রাত জাগি ভুলে পরলে| আমরা রাত জাগি সকল অসম্ভবকে সম্ভব করার নিমিত্ত্বে এবং শেষ-মেষ আমরা রাত জাগি ঘুমানোর অপেক্ষায়

১১.

#MindBank

আবার থেমে গেছি, চার দেয়ালে আটকে গেছি| দেয়াল গুলো ক্রমশই চেপে আসছে| জানালায় এখন আর কেউ ভূলেও উঁকি দেয় না| নিস্ক্রিয় দেহ সক্রিয় প্রান, ইন্টারেস্ট বিহীন শুধু অনুভূতিই জমা করছে| সেভিংস একাউন্টে বছর শেষে যার ব্যালেনস ইনভিজিবল, চোঁখে দেখা যায় না|



ঠিক এরকমই প্রতিটা মানুষের লকারে আবদ্ধ কিছু জিনিস কিংবা একাউন্ট থাকে, যেখানে অনেক অনেক অনুভূতিই জমা হয়| যার ইন্টারেস্ট বাবদ কখনও চোঁখের পানিতে রূপ নেয়, কখনও বা কোন প্রকার নোঁটিশ ছারা একাউন্টই ক্লোজ হয়ে যায়......

১২.

অকাট্য এক অনুভুতি, অদ্ভুত ভালোলাগা

আর ভালোবাসার মাঝখানে আমি ।।

আমার সত্তা, আমার সততা, আমার অস্থিরতা...

আমার সিগারেটের টানের মতই প্রখর



বাবা-মায়ের চরম ভালোবাসায় যদি পৃথিবীতে আসার হেতু হয়,

ভালোবাসা শেখার হাতেখড়িটা তো তাহলে এখানেই।।



এখন আমি পরিপক্ক, স্থির......

কিন্তু, বিধাতার স্থবিরতার কোন মানেই বুঝতেছিনা

সীমাহীন পাওয়া, না পাওয়ার মধ্যেও আমি !!!!!!

অপেক্ষায় আছি.........।।।

১৩.

#Constructive Life

কেন জানি রাত কে অনেক আপন মনে হয়। রাতে জন্মেছি এটা একটা কারন হতে পারে রাতকে ভালোলাগার।



গভীর রাতে ভাবনার বিষয় গুলো খুব পরিষ্কার হয়। বহুদূর কে কাছে নিয়ে আসা যায়। নিজের জগতে যাকে খুশী তাকে নিয়ে, তার অবসথান উপলবধি করা যায়। সেখানে তার কোন রকম মানা নেই। কোন লজজা নেই, নেই কোন খারাপ লাগা।



শুনশান চারিদিক, রেললাইন দিয়ে হাটছি। কল্পনা নয় বাস্তবের মদ্ধ্যেই ভাসছি। সুখ আর দুঃখগুলোকে আলাদা করার চেষ্টা করছি, সিগারেটের জ্বলন্ত আগুন বুঝিয়ে দিচ্ছে আমার প্রকৃত অবস্থান। একটু পর পর পেছনে ফিরে তাকাচ্ছি ট্রেন না আবার এসে যায়। এ ভয় মরার ভয় না। এ ভয় টিকে থাকার ভয়। নিজের থেকে নিজে দূরে সরে যাচ্ছি সে ভয়।



১৪.

হটাত ঘুম ভেঙ্গে দেখি সামনে তুমি, তোমার এলো চুল আর মিষ্টি হাসি।

একি সপ্ন, নাকি সততি তুমি??

নাকি তোমার হেয়ালি, না আমার বেখেয়ালি???



চিকিৎসক বলল তোমার লাস্ট স্টেজ

এখন শুধু হ্যালুসিনেশান হতে থাকবে।



অপেখখা শুধু প্যারালাইসিস হওয়ার....

১৫.

#অস্থির_লাইফ_সাইকেল

একটা ঘর থাকবে, সেখানে স্বপ্ন নামক কিছু আসবাবপত্র থাকবে, থাকবে কয়েকটা প্রানের বসবাস, দুটি প্রানে বিরাজমান অন্ধকারে অদৃশ্য আলোর উচ্ছলতা, যেখানে ঘুম জড়ানো ভালোবাসা হার মানাবে অ্যালকোহলের মাতামাতি। মস্তিষ্কের তীব্র অনুভূতি মাঝে মাঝে ক্ষিপ্র হবে প্রনয়ের চরম অস্থিরতায়।



অতঃপর, প্রান থেকে প্রানের স্বঞ্চার , সম্মিলিত স্বপ্নের একটি রূপ ও তার বাস্তবে প্রতিফলন। তারপর আবার শৈশব, কৈশোর, যৌবন, জীবন, বার্ধক্য এবং মৃত্যু।

১৬.

হয়তো আমি এমনই.....

হয়তো দূরত্বই ভালো....

সে ভালো, আমি ভালো....

হয়তো পুরো দুনিয়াটাই ভালো...





বিশেষ দ্রষ্টব্দঃ ইউনিভার্সিটি লাইফের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া অবসরের উলটাপালটা চিন্তা ভাবনা তুলে ধরলাম।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

আলম দীপ্র বলেছেন: কি সুন্দর বর্ণনা ভঙ্গি ! আছেন কেমন ভাই ?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

সেভেন্থ সেন্স বলেছেন: ধন্যবাদ। ভাল আছি, আপনি ভাল আছেন তো??

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

আলম দীপ্র বলেছেন: আছি ভাই কোনোরকম । ছাত্রজীবনের আনন্দ আর অকারণ বেদনা নিয়ে আছি !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

সেভেন্থ সেন্স বলেছেন: খুব স্বাভাবিক একটা ব্যাপার। তবে স্বত্তার বাইরে আই মিন পারসোনালিটির সাথে আপোস করা যাবেনা।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

জেরিফ বলেছেন: অনুভূতির অসাধারণ প্রকাশ ।

অতঃপর, প্রান থেকে প্রানের স্বঞ্চার , সম্মিলিত স্বপ্নের একটি রূপ ও তার বাস্তবে প্রতিফলন। তারপর আবার শৈশব, কৈশোর, যৌবন, জীবন, বার্ধক্য এবং মৃত্যু।

প্রিয়তে +++++++++++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫

সেভেন্থ সেন্স বলেছেন: অনুভূতিতেই বেঁচে থাকা, অনুভূতিতেই ভাললাগা। ধন্যবাদ জেরিফ

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন।

ধন্যবাদ, সেভেন্থ সেন্স।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

সেভেন্থ সেন্স বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আবু হেনা

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩২

এফ রহমান বলেছেন: হাই থটের কথামালা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

সেভেন্থ সেন্স বলেছেন: অলস মস্তিষ্ক হাইথটের কারখানা

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

সায়েদা সোহেলী বলেছেন: ষষ্ট ইন্দ্রিয় অতিক্রম করে সপ্তম ইন্দ্রিয় এর উপস্থাপন ভালো হয়েছে :)

আবার থেমে গেছি, চার দেয়ালে আটকে গেছি| দেয়াল গুলো ক্রমশই চেপে আসছে| জানালায় এখন আর কেউ ভূলেও উঁকি দেয় না| নিস্ক্রিয় দেহ সক্রিয় প্রান, ইন্টারেস্ট বিহীন শুধু অনুভূতিই জমা করছে| সেভিংস একাউন্টে বছর শেষে যার ব্যালেনস ইনভিজিবল, চোঁখে দেখা যায় না|

ঠিক এরকমই প্রতিটা মানুষের লকারে আবদ্ধ কিছু জিনিস কিংবা একাউন্ট থাকে, যেখানে অনেক অনেক অনুভূতিই জমা হয়| যার ইন্টারেস্ট বাবদ কখনও চোঁখের পানিতে রূপ নেয়, কখনও বা কোন প্রকার নোঁটিশ ছারা একাউন্টই ক্লোজ হয়ে যায়...... ------- ঠিক তাই

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮

সেভেন্থ সেন্স বলেছেন: সপ্তম ইন্দ্রিয় তে আপনাকে স্বাগতম। ধন্যবাদ সায়েদা।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩০

কাঠ পাতা বলেছেন: অনেকেই মনের ভিতরকার কথা গুলো এতো সুন্দর ভাবে গুছিয়ে বলতে পারে না, নিজের আনন্দ, দুঃখ, বেদনা গুলো সহজে এতো সুন্দর ভাবে প্রকাশ করতে পারে না। অনেক সুন্দর বনর্না ভঙ্গি। ধন্যবাদ আপনাকে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৪

সেভেন্থ সেন্স বলেছেন: কাঠ পাতা নামটা দেখে কাঠ গোলাপের কথা মনে পরে গেল। আমার অসম্ভব পছন্দের একটা ফুল। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাঠ পাতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.