নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেহনুমা আক্তার

রেহনুমা আক্তার › বিস্তারিত পোস্টঃ

জননীর গল্প....

১৪ ই মে, ২০১৭ রাত ১১:০৯

অসমাপ্ত গল্পে অর্ধখণ্ডিত প্রয়াণে..
প্রথম যখন দেখেছিলাম
তা পঁচিশ হতে চলল, অথচ
মিশে ছিল ভ্রূণ হয়ে জন্মমুহূর্ত ক্ষণে।

সেই হতে আজ অবধি আত্মজিজ্ঞাসা..
সাধারণের খেরোখাতায় প্রতিনিয়ত
অসাধারণ সব উপলব্ধির প্রয়াস!
হারানোর ব্যথা আজো যায়নি মুছে ,তাই
প্রাপ্তিবোধ দাড়িপাল্লায় ভালোবাসার
অসম বণ্টন জানান দেয় সর্বক্ষণ।


আপ্লুত হতে ভুলেছে যে মন
তবু জানে কি অসামান্য সে পাওয়া!

অত:পর একই পরম্পরায়..
আজ তেরো হতে চলল,
ভ্রূণসম নাড়ির টান জানান দিল
কখনো হবে না শোধ এই অতলান্ত পাওয়া!

এ যে শুধুই দেয়া, পাওয়ার নেই কিছুই
বুঝেছি বললে তা অত্যুক্তি, তীব্র সে বোধগম্যতা!
নি:শব্দে নিগূঢ় সে পরশ আজো ধমনীতে প্রবাহমান
সেই অতীন্দ্রিয় অনুভূতি বহমান আমার রক্তকণিকায়
একটি জন্ম নি:শেষে তাই উচ্চারণ সার্থক জনম আমার।

১৪-০৫-২০১৭

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৭ রাত ১১:১৪

ধ্রুবক আলো বলেছেন: এ যে শুধুই দেয়া, পাওয়ার নেই কিছুই
বুঝেছি বললে তা অত্যুক্তি, তীব্র সে বোধগম্যতা!


অসাধারণ লিখেছেন ++++

১৫ ই মে, ২০১৭ রাত ১০:১৩

রেহনুমা আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ আর শুভকামনা...
অনুপ্রাণিত হলাম....

২| ১৫ ই মে, ২০১৭ রাত ২:৩৩

তোমার জন্য মিনতি বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালো লাগা রইল। +++++

১৫ ই মে, ২০১৭ রাত ১০:১৪

রেহনুমা আক্তার বলেছেন: ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা জানবেন.....

৩| ১৫ ই মে, ২০১৭ রাত ২:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একটু কঠিন হলেও খুব সুন্দর কবিতা।
সন্তানের জন্য মায়ের মুগ্ধতা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। ভালো লাগলো।

মাদের প্রতি বিনম্র শ্রদ্ধা সবসময়।
শুভকামনা আপনার জন্য।

১৫ ই মে, ২০১৭ রাত ১০:১৯

রেহনুমা আক্তার বলেছেন: অজস্র ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা জানবেন....

ভালো লাগায় মুগ্ধ হই সব সময়।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.