নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেহনুমা আক্তার

রেহনুমা আক্তার › বিস্তারিত পোস্টঃ

আনন্দলোক!!

২৯ শে জুন, ২০১৭ রাত ২:০৮

এক টুকরো রোদ নিয়ে এসে বলেছিলাম
গচ্ছিত রেখো তোমার বুকে,
সাথে দিয়েছিলাম একটি সাদা পালক।
আজ অনেকদিন পরে দেখা হল যখন
জানালে কতটা যত্নে আগলে রেখেছো
সোনালী রোদ্দুর, সাথে সেই শুভ্র পালক!


দিনটি ছিল অন্যান্য দিনের মতই সাধারণ,
জানালার দৃষ্টিসীমায় কৃষ্ণচূড়ার সৌন্দর্যে
সেদিনও আমি মুগ্ধতার দৃষ্টি রেখেছিলাম!
হলদে ডানার পাখিটি বরাবরের মতোই
আমায় আনন্দলোকের গল্প শুনিয়েছিল,
আর নীলাদ্রি নীলে সেদিনও দুফোঁটা অশ্রু
বৃষ্টিকণা হয়ে ঝরেছিল সারসের ঠোঁট জুড়ে।

সাঁকো পারাপারের দূরত্বে দাঁড়িয়েছিলে তুমি,
কাছে এলে শোনালে মুঠোভরা রোদ্দুরের গল্প,
রংধনুর রঙে বিভ্রমে জেগে রইলো শুভ্র পালক!
তোমার বুকে অপরাজিতার গন্ধ পেলাম আমি।

২৬-০৬-২০১৭

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৭ ভোর ৫:১৭

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: অসাধারণ।।


মোহনীয় আপনার লেখা।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:১৩

রেহনুমা আক্তার বলেছেন: অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা নিরন্তর।।

২| ২৯ শে জুন, ২০১৭ সকাল ৯:২২

ঋতো আহমেদ বলেছেন: ভাল হয়েছে

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:১৫

রেহনুমা আক্তার বলেছেন: অনুপ্রেরণার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর...

৩| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:১৭

রেহনুমা আক্তার বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা...
অনুপ্রেরণা চলার পথের পাথেয়।।

৪| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।
শুভ কামনা রইলো।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:১৯

রেহনুমা আক্তার বলেছেন: অনুপ্রেরণা ও শুভকামনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
শুভকামনা নিরন্তর।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.