নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেহনুমা আক্তার

রেহনুমা আক্তার › বিস্তারিত পোস্টঃ

অন্ধকার আর প্রতিচ্ছবি!!

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:০৫

'পৃথিবীটা কেমন অন্ধকার হয়ে আসছে'
নিজের সাথে বলা কথা প্রতিধ্বনির মত
ফিরে আসে আর বলে সত্যিই কী তাই!
পৃথিবী ভাঙ্গছে আর গড়ছে নিজের নিয়মে,
অন্ধকার সে তো আমার অন্ত:পুরে।

অশরীরী এক আত্মা যেন
দিনের শেষে, নিশি জাগরণে জাপটে ধরে,
ডাক দেয় এক অন্ধকারের....
যেখানে অনন্তকাল ধরে সেই অন্ধকার নামে।
ভুলে যেতে বলে এই নগর এই কোলাহল।

পাশাপাশি এই থাকা, চাওয়ার অধিক পাওয়া
সবই একঘেয়ে লাগে অথবা বলে রেখে যেতে,
ঠুনকো কাঁচের আয়নায় নি:স্বতার প্রতিচ্ছবি
না বলা কথা গুমরে কাঁদে, বুঝতে আর বোঝাতে
না পারার ব্যাকুলতায় আর্তনাদ তোলে।

গ্লানিবোধের কাফনে মোড়া আজ সারা শরীর,
পরাজয়ের নগ্ন নৃত্য অশরীরীরূপে বিরাজ করে,
ক্লান্ত অবসাদে অত:পর আশ্রয় খোঁজে রাত্রির মাঝে।।

০৪-০৭-২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.