নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেহনুমা আক্তার

রেহনুমা আক্তার › বিস্তারিত পোস্টঃ

কাব্যে তুমি

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৫

আজন্ম অন্তঃপুরে যা লালন করতে চেয়েছি
তুমি আমার সেই সে অনুরণন,
আজন্ম যে অপ্রাপ্তি আমায় আক্ষেপ দিয়েছে
তুমি আমার সেই সে অনুভব,
তাই তুমি না থেকেও আছো সম্পূর্ণ মননে,স্পর্শে।

অথচ শুরুর গল্পটা ছিল টলায়মান বিন্দুসম..
একটি সুন্দর মুহূর্তের জন্ম দিবে বলেও অদৃশ্য,
তবুও আত্মবিশ্বাসহীন সে চলায় কোথাও ছিলে তুমি
আমি ছুটেছি, অমসৃণ সেই চলায় ভেঙেছি অচলায়তন।

মাঝে মাঝে ভেতর ঘরে হাহাকার করেছে বিষাদ
ডেকেছি তোমায় খুঁজেছি আদ্যোপান্ত কাব্যময়তায়,
হারানোর যন্ত্রণায় নিঃস্বতা বোধে ছুঁয়েছি বিষাদকাব্য!

দিবসের গল্প গতানুগতিক আজো, অথচ ছন্দময়!
শুধু তুমি আছো বলে, অথচ তুমি ছিলে প্রবাহমান।

আজ নিঃস্বতার এই আধার আমার পূর্ণময়!
ধূসর, মলিন অবয়বে আজ আর বেদনার নীল নয়,
আজ পরিপূর্ণতার নীলাম্বরী সাজে সমগ্র ভুবন তুমিময়।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.