নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“এনালগ যুগের মানুষ আমি ডিজিটাল যুগে পরেছি... বুঝতে পারছি না খুশি হওয়া উচিৎ নাকি অন্য কিছু ? ”

রুমকিন

পৃথিবীতে যতো ধরনের মানুষ আছে, জীবনে ততটা সংজ্ঞা আছে !

রুমকিন › বিস্তারিত পোস্টঃ

দুইবার জন্ম নিয়েছেন বিখ্যাত মানুষগুলো?

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬

পুর্নজন্ম কি আসলেই সম্ভব? নানান ধর্মে এই নিয়ে আছে হরেক রকম তর্ক-বিতর্ক। পুনর্জন্ম সম্ভব না হলেও কথায় আছে, একই রকম চেহারার ৭জন মানুষ নাকি থাকে পৃথিবীতে। আসলেই কি তাই? প্রকৃতি একই ছাঁচে তৈরি করছে বহু বছর পর একই ধরণের মানুষ? না হলে এতো এতো বছর পরেও কীভাবে মিলে যাচ্ছে দুটি মানুষের চেহারা একদম হুবহু? আসুন, আজ দেখি এমন কিছু বিখ্যাত মানুষ ও তাঁদের “আগের জন্মের” চেহারাটিকে। এখন এটাকে পুনর্জন্ম বলবেন না কেবলই কাকতালীয় চেহারার সাদৃশ্য, সেটা না হয় আপনিই ভেবে ঠিক করুন। তালিকায় প্রথমেই আছেন ফেসবুকের স্রষ্টা মার্ক জাকারবার্গ!



১. জনি ডেপ কি আগের জন্মে জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ের ছিলেন?









২. কুইন লতিফাই কি এ জন্মে জোরা নিল হার্স্টোন?







৩. নিকোলাই গ্রেগোরাসকি জন্মেছেন অরলেন্ডো ব্লুম হয়ে?







৪. নিকোলাস কেইজ ছিলেন গৃহযুদ্ধের যুগের কোন একজন?





৫. কিয়ানু রিভস ১৮৭৫ সালের জীবনে ছিলেন কোন সম্ভ্রান্ত শাসক?





৬. পল রিভেয়ার – ও জ্যাক ব্ল্যাক





৭. ব্রুস উইলিস এবং WWII জেনারেল ডগলাস ম্যাকআর্থার দুই জীবনের একই রকম দুই জন





৮. ক্রিস্টিয়ান বেইল আঠারো শতকের জীবনে দেখতে যেমন ছিলেন





৯. লিওনার্দো ডি ক্যাপ্রিও কি আগের জন্মে জন্মেছিলেন জুডি জিপার নামের এক তরুণী হয়ে?





১০. কোনান অ’ব্রায়েন এবং মার্শাল হেনরি টুইটচেল





১১. এডি মারফি- আগের শতকে যেমন ছিলেন





১২. ফেইসবুকের রাজা মার্ক জুকেরবার্গ আগের জন্মে ছিলেন স্পেনের রাজা চতুর্থ ফিলিপ?





১৩. পোপ নবম জর্জ-ই কি জন্মেছেন সিলভেস্টার স্ট্যালন হয়ে?





১৪. ম্যাগি জিলেনহোল এবং রোজ ওয়াইলডার লেন





১৫. ব্র্যাড পিট এবং হারমান রস্বাক একই ছাঁচে তৈরি দুইজন?





১৬. জেনিফার লরেন্স এবং তার জমজ মিশরীয় অভিনেত্রী জোবাইদা তাওরাত





১৭. জ্যাক গেলিফিনাকিস এবং লুইস ভুইটন





১৮. Diego Velazquez কি তাঁর “Portrait of Sebastián de Morra” এঁকেছিলেন Peter Dinklage কে দেখেই?





১৯. মাইকেল জ্যাকসন তার মুখের প্লাস্টিক সার্জারি কি এই ছবি দেখেই করিয়েছিলেন?





২০. টমি লি জোনস এবং এন্ড্রু জনসন





[Collected]

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪২

অদ্বিত বলেছেন: ওয়াও! দারুণ তো। ধর্মের পুনর্জন্মের কথা জানিনা তবে বিজ্ঞানের নতুন একটি তত্ত্ব বলছে - এই মহাবিশ্বে যে মারা গেল সেই মৃতের মধ্যে থাকা শক্তিটকু অপর কোন সমান্তরাল মহাবিশ্বে গিয়ে অন্য কোন পৃথিবীতে জীবন হিসেবে বিকশিত হয়। সে যাই হোক, আসলেই লোকগুলোর চেহারা একরকম।
এমনিতেও পৃথিবীর যে কোন দুটো লোকের চেহারা একরকম হতেই পারে। যমজ না হলেও। খুবই রেয়ার হলেও এমনটা ঘটা অসম্ভব নয়। :)

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৭

রুমকিন বলেছেন: রহস্যই জীবনের আসল মজা . . .

২| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২০

মুদ্‌দাকির বলেছেন: ব্রেড পিট আর মাইক্যেল জেকসন মিলে নাই

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৪

রুমকিন বলেছেন: ব্রেড পিট মিলে নাই এইডা কইয়া পাঠাইছি . . . নেক্সট ভারসনে আল্লাহ ঠিক করে দিবেন . . . আর মাইক্যেল জেকসন নিজে পন্ডিতি মারাইছে . . . হয় নাই সেটা কি আমার দোষ ????

৩| ২২ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৩

শহুরে আগন্তুক বলেছেন: আমাকে নিয়েও এমন একটা গবেষণা হওয়া উচিত !! :P B-)) :D

৪| ২২ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৩

মনিরা সুলতানা বলেছেন: বাহ দারুন তো ...
শেয়ার করার জন্য ধন্যবাদ :)

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯

গেম চেঞ্জার বলেছেন: মিল না থাকাটাই অস্বাভাবিক.....(আমার মতে)

তবে
অদ্বিত বলেছেন: ওয়াও! দারুণ তো। ধর্মের পুনর্জন্মের কথা জানিনা তবে বিজ্ঞানের নতুন একটি তত্ত্ব বলছে - এই মহাবিশ্বে যে মারা গেল সেই মৃতের মধ্যে থাকা শক্তিটকু অপর কোন সমান্তরাল মহাবিশ্বে গিয়ে অন্য কোন পৃথিবীতে জীবন হিসেবে বিকশিত হয়। সে যাই হোক, আসলেই লোকগুলোর চেহারা একরকম।

এইটা কোন সাইন্সে লিখা আছে জানতি মুঞ্চায় B-))

৬| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪১

অ্যাপল ফ্যানবয় বলেছেন: সবার ব্যাপারেই কি এমন ঘটে থাকে, নাকি বিখ্যাত মানুষদের ক্ষেত্রেই এমন হয় ?

২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৯

রুমকিন বলেছেন: আসলে সবার বেপারেই ঘটে, কিন্তু যারা সাধারণ ওদের খবর তো ওদের নিজেদের মানুষরাই রাখেনা তো আমরা জানবো কই থেকে ?
এই বেপারটা নিয়ে আমার নিজের কিছু মতবাদ আছে ... জানি না সত্যি কি মিথ্যা -
আমার ধারনা একরূপের কয়েক জন মানুষ থাকে দুনিয়ায় ... হতে পারে তারা একই সময় এ হতে পারে বা এক এর পর এক ...
এরা দেখতে এক রকম হলেও এদের ভাগ্য / কর্ম একজনের থেকে আর এক জনের টা আলাদা হয় ... টুইস্টটা আসলে সেখানে।
.........
কখনো সময় আর ইচ্ছা হলে এইটা নিয়ে লিখব হয়ত :)

৭| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৯

কিশোর মাইনু বলেছেন: এক চেহারার ৭জন মানুষ হতে পারে।
খুজলে হয়ত আর ও ৫জন পাওয়া যাবে।।।☺☺☺

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৮

রুমকিন বলেছেন: আপনার কয় জন পাইছেন ? :)

৮| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩০

টারজান০০০০৭ বলেছেন: অভিনেতা অভিনেত্রীদের পূর্বপুরুষ , দাদা দাদীরাও মনে হয় পরকীয়া করিতেন ! যাহার ফলে ডিএনএ ছড়াইয়া গিয়াছে ! :D

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১১

রুমকিন বলেছেন: হাহাহাহাহা ... এইভাবে হাটে হাড়ি ভেঙ্গে দিলেন ???? হাহাহাহাহা

৯| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৯

আবু তালেব শেখ বলেছেন: বিষয়টা কিছু জানা ছিল এখন পুরোপুরি জানলাম

১০| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫

অ্যাপল ফ্যানবয় বলেছেন: খাইছে ! এখ্খনি বাইরে যাচ্ছি নিজের জোড়া খুঁজতে ।

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

রুমকিন বলেছেন: হাহাহাহাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.