নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“এনালগ যুগের মানুষ আমি ডিজিটাল যুগে পরেছি... বুঝতে পারছি না খুশি হওয়া উচিৎ নাকি অন্য কিছু ? ”

রুমকিন

পৃথিবীতে যতো ধরনের মানুষ আছে, জীবনে ততটা সংজ্ঞা আছে !

রুমকিন › বিস্তারিত পোস্টঃ

মুরগীর FB স্ট্যাটাস !!

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২১




চাদর

এক বুড়া বারে গিয়ে মদ গিলতো। আর মাতাল হয়ে তার গায়ের চাদর হারিয়ে আসতো।
তাই তার বউ বুড়াকে খুব ঝাড়তো। একদিন বুড়া ঠিক করলো আজকে বারে যাওয়ার
আগে গায়ের সাথে চাদরটা খুব টাইট করে গিট্টু লাগায় নিবে….তাহলে আর হারাবে না।
রাতের বেলা হেবি করে মাল টাল খেয়ে বাসায় বুড়া ফিরলো।।
বুড়িকে ঢলতে ঢলতে বলল,
“দেখেছো..আজকে গায়ের চাদর ঠিকঠাক আছে….
বুড়ি বলল,”তা ঠিক বলেছো,
..
.
,
.
.
.

কিন্তু তোমার লুঙ্গি কই???”
=====================================================

শিক্ষকঃ বলতো বল্টু , আকবর জন্মেছিলেন কবে..?
বল্টুঃ স্যার, এটা তো বইয়ে নেই।
শিক্ষকঃ কে বলেছে বইয়ে নেই। এই যে আকবরের নামের পাশে লেখা আছে ১৫৪২-১৬০৫.
বল্টুঃ ও! ওটা জন্ম-মৃত্যুর তারিখ..? আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার। তাই তো বলি,
এত্তোবার ট্রাই করলাম, রং নাম্বার বলে কেন..?
....................................
শিক্ষকঃ বেঁহুশ

=====================================================

স্বামীর মৃত্যু

পুলিশ - আপনার স্বামী মারা গেলেন কী করে?
মৃতের স্ত্রী - জানি না স্যার! হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকেই বললেন, "জলদি কিছু দাও পেটে ইঁদুর দৌড়চ্ছে।" তাই আমি ইঁদুর মারার বিষ দিয়েছিলাম। ব্যস উনি তারপর থেকে আর উঠছেন না।

[** এই রকম বউ যার কপালে জুটবে তারতো এমনিতেই গলায় দরি দিয়ে মরার কথা :) ]

====================================================


মিলিটারি ট্রেনিং

মিলিটারি একাডেমীতে ট্রেনিং চলছে ।

OFFICER ক্যাডেট বল্টুকে জিজ্ঞেস করল , "তোমার হাতে এটা কি ?"

বল্টু : "Sir, এটা বন্দুক " ।
OFFICER: "না ! এটা বন্দুক না, এটা তোমার ইজ্জত , তোমার গর্ব, তোমার মা হয় মা " ।
তারপর Officer দ্বিতীয় ক্যাডেট পল্টনকে জিজ্ঞেস করল : "তোমার হাতে এটা কি ?"

পল্টন: "Sir, এটা. . .বল্টুর মা, ওর ইজ্জত, ওর গর্ব! আমাদের কাকিমা হয় কাকিমা " !!

===================================================

ছেলে কার?

কোর্টে লন্টে দা ও তাঁর স্ত্রীর ডিভোর্স কেসের মামলা চলছে। সমস্যা বাধলো ৫ বছরের বাচ্চাটাকে নিয়ে।

এটা নিয়ে যখন কথা উঠলো তখন মা হঠাৎ দাঁড়িয়ে উঠে চেঁচিয়ে বলল.. "ইওর অনার ... আমি বাচ্চাটাকে অমানুষিক পরিশ্রম আর কষ্ট সহ্য করে পৃথিবীতে এনেছি।বাচ্চা অবশ্যই আমারকাছে থাকবে।"
বিচারক লন্টে দার দিকে তাকিয়ে বলল "আপনার কি কিছু বলার আছে??"

লন্টে দা কিছুক্ষণ বসে থাকলো ......তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল.."ইওর অনার, আমি যদি আমার ATM কার্ড টা মেশিনে ঢুকিয়ে টাকা বের করে আনি, তাহলে টাকা টা কার???? আমার???
নাকি ATM মেশিনের????

===================================================

বড়দা

- কিরে? তোকে এ রকম ভাবে ঠ্যাঁঙালো কে?
- হেড স্যার।
- এমা, কেনো রে???
- আরে, গার্লস স্কুলের মেয়েরা হেড মিস্ট্রেস কে বলে বড়দি।

- তো কি হয়েছে?

- আরে আমিও তাই আজকে হেড মাস্টার কে গিয়ে বললাম " বড়দা ভালো আছেন?"
কি ক্যালান ক্যালালো মাইরি।
====================================================

বার্ড ফ্লু

শিক্ষকঃ “কাল স্কুল কেন আসো নি?”
পাপ্পুঃ “বার্ড ফ্লু হয়েছিল”
শিক্ষকঃ “বার্ড ফ্লু তো পাখিদের হয়!”
পাপ্পু রেগে গিয়েঃ “কোন দিন মানুষ মনে করছেন আমাকে?
!
!
!
!
!
রোজ রোজ তো মুরগী বানায় নিল ডাউন করায় রাখেন”

===================================================

চাকরির ইন্টারভিউ

দুইজন লোক গেল চাকরির ইন্টারভিউ দিতে…
প্রথমজন আগেই প্রশ্নকর্তাকে ঘুষ দিয়ে রাখছিলো!!

প্রশ্নকর্তা প্রথমজনকে প্রশ্ন করলেনঃ তুই ডগ বানান কর।

প্রথম জনঃ DOG.

প্রশ্নকর্তাঃ সাবাস।

এরপর তিনি দ্বিতীয় জনকে বললেনঃ তুই হিপোপটমাস বানান কর।

দ্বিতীয় জনঃ এটা তো পারি না।

প্রশ্নকর্তাঃ তুই পারিস নাই তুই বাদ। ওর চাকরি হয়া গেছে।

দ্বিতীয় জনঃ মানি না। আমারে কঠিনটা ধরছেন ওরে সহজটা ধরছেন।

প্রশ্নকর্তাঃ আচ্ছা ঠিক আছে আবার। এই তুই বল ১৯৭১ সালে বাংলাদেশে কতজন মারা গেছে?

প্রথম জনঃ ৩০ লক্ষ।

প্রশ্নকর্তাঃ সাবাস।…..

এরপর দ্বিতীয় জনকে বললোঃ তুই
ওই ৩০লক্ষ মানুষের নাম বল।

দ্বিতীয় জন বেহুশ!!

======================================================


মুরগীর স্ট্যাটাস

মুরগীর স্ট্যাটাসঃ
কতিপয় কিছু জানোয়াররুপি মানুষের কারনে আমাদের সংখ্যালঘু মুরগিসমাজ আজ বিপন্নের পথে।
এইসব মানুষেরা আমাদের ধরে নিয়ে যেয়ে নিখোজ করে দেয়। আমাদের কষ্টার্জিত ডিমগুলো ওরা
ফাটিয়ে খায়। তাই আমি সকল গৃহপালিত পশু সমাজকে অনুরোধ করছি এর বিরুদ্ধে সচ্চার হতে।
আর নয় প্রতিরোধ এবার হবে প্রতিশোধ।
। পাতিহাঁস and 22 others like this.
.
.
পাতিহাঁসঃ
বন্ধু চরম একখান পোষ্ট দিছো।
.
গরুঃ
মানুষেরা খুব ভালো এরা আমাদের ঘাস খাওয়ায়।
- ঘোড়া like this.
.
বিড়ালঃ
আমি মুরগীর এই কার্যক্রমে অংশ গ্রহন করতে পারছি না।
.
শিয়ালঃ
মুরগি সঠিক কথাই বলেছে। # মুরগি কাল পুকুর পাড়ে
আমার সাথে দেখা করো।
- বেঁজী like this.
.
কুকুরঃ শিয়াল তুই
এখানে কি করিস?
#মুরগি শিয়ালকে ব্লক মারো।
- মুরগি like this. .
.
ছাগলঃ
Add me I am block
================================================




FB স্ট্যাটাস ক্যাচাল


গিন্নির স্ট্যাটাস- আজ করল্লা আর লইট্যা শুটকি দিয়ে গরুর মাংসের দো পেয়াজি করেছি।
.
কর্তা অফিসে বসে- লাইক।কমেন্টস এ- ওয়াও! লাবুজানু,আই উইল বি হোম সুন কান্ট ওয়েট
.
বাসার পিচ্চি- ডিসলাইক ,আমিবার্গার খামু।
.
বান্ধবি- এই রেসিপি টা লিখেশেয়ার দে না রে !আমিও রাধঁবো ওর জন্য
.
পাশের বাসার ভাবি-লাইক,এন্ড আমাকে এক বাটি দিয়েন তো আপা
.
বউয়ের আপন মা- আহারে আমার মেয়টা শশুর বাড়ি গিয়ে কি কষ্টেই না আছে,
এখনি চুলো গুতাচ্ছে সবাই তোকে শুধু পোক করে নারে?
.
শাশুড়ি- কি যে রাধোঁ না তুমরা ? আমারে এই আইটেম থেকে আনট্যাগ করো,আজ আমি সাগুদানা আর দুধ খাবো।
.
ননদ- স্ট্যাটাসে লাইক ও না,ডিসলাইক ও না।বয় ফ্রেন্ডের সাথে চ্যাটে-জানু আমাকে কিন্তু
আজকে তুমি চাইনিজে নিয়ে যাবা,ভাবি আজকেও ছাইঁপাশ রাধঁছে
.
দেবর- ফ্রেন্ডের সাথে চ্যাটে । দোস্ত তোর মেসে বুয়ারে চাউল এক পট বাড়ায়া দিতে ক!
আমি আইতাছি,দুপুরে খামু।
.
দাড়োয়ান- ম্যাডাম দর্জা জানলা বন কৈরা রান্ধেন ফিলিজ,অলরেডি পাশের ফ্ল্যাটের লোকজন
গন্ধের চোটে রিপোর্ট বাটনে কিলিক মারছে।
.
জরিনা খাতুন’স রেসিপি পেজ- আপনি আমাদের রেসিপি নিজের নামে চলানোয় আপনাকে আনফ্রেন্ড কর্তে বাধ্য হলাম।
.
বুয়া- কমেন্টস এ – ইসটেটাস পরে দিয়েন আগে শপিং মল থাইকা আইসা রান্না বওয়ান খালাম্মা।
.
.
.
অতঃপর মান ইজ্জত খাওনের দুষে একটু পরেই বুয়ারে ব্লক !!



=================================================

সংগৃহীত

মন্তব্য ৪৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন :P

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮

রুমকিন বলেছেন: লাইক পাইনাই সো মটেও ভাল হয় নাই :|

২| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: সংগৃহীত এটা দেখে মনে হয়েছে আপনার মাথা থেকে আসেনি, তাই লাইক দেইনি !!! এবার দিলাম যে লিখেছেন উদ্দেশ্য !! :P

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

রুমকিন বলেছেন: আগের কাজটাই তো ভাল করছিলেনরে ভাই ... একটা লাইক দিয়া তো এখন ক্যাচাল লাগাই দিলেন !! এই এক লাইক নিয়ে তো এখন যার যার মাথা থেকে বের হইছে ওনারা মারামারি লাগাইব !!! কামডা মোটেও ভাল হয় নাই :|

৩| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: "জলদি কিছু দাও পেটে ইঁদুর দৌড়চ্ছে।" এমন কথা আমি জীবনেও বউকে বলব না। সর্বনাশ!

৪| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



সম্রাট আকবরের'টা শুনে হাসি পেলেো

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫

রুমকিন বলেছেন: আমি নিজেও নাম্বার তা ট্রাই করে দেখছি ... আসলেই রং নাম্বার বলে :P

৫| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: লাইক দিলুম। ভাল্লাগছে।

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৭

রুমকিন বলেছেন: দাদা, কদম্বুছি লইয়েন :)

৬| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৯

উদাস মাঝি বলেছেন: :D ;)

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২

রুমকিন বলেছেন: কি গো মামু, উদাসীনতা কিছুটা কি গেলুইন ?? :P

৭| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৯

এম আর তালুকদার বলেছেন: .
.
প্রশ্নকর্তাঃ আচ্ছা ঠিক আছে আবার। এই তুই বল ১৯৭১ সালে বাংলাদেশে কতজন মারা গেছে?

প্রথম জনঃ ৩০ লক্ষ।

প্রশ্নকর্তাঃ সাবাস।…..

এরপর দ্বিতীয় জনকে বললোঃ তুই
ওই ৩০লক্ষ মানুষের নাম বল।

হা হা হা...

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৪

রুমকিন বলেছেন: এইটা আসলেই beyond the limit ছিল ... :)

৮| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৪

এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৬

রুমকিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

৯| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইন্টারভিউ আর আর্মির টা ভালো লেগেছে...

২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

রুমকিন বলেছেন: চা খেয়ে গেলে হত না ! একদম খালি মুখেই চলে গেলেন দাদা ?

১০| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

কাছের-মানুষ বলেছেন: মজা পেলাম পড়ে।
সবগুলোই মজার বিশেষ করে চাকরির ইন্টারভিউ , চাদর এবং স্বামীর মৃত্যু , এই তিনিটা ছিল চরম মজার।

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৩

রুমকিন বলেছেন: তাই না বলেন ??? :)

১১| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা হা

=p~ =p~ =p~ =p~ =p~

অনেক গুলো বেশ ভাল লাগছে। নতুনত্ব পেলাম কিছু কিছুতে :)

+++

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৬

রুমকিন বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো :) ... আপনার জন্য আর একটা দিলাম ... একটু + টাইপ :P
....................

এক লোক বাজারে গেছে মুরগী কিনতে।সে মুরগিওয়ালাকে বলল একটা রাজশাহীর মুরগী দেও। মুরগিওয়ালা একটা মুরগি দিয়া বলল এই নেন রাজশাহীর মুরগি।

লোকটা মুরগীর পাছা দেখে কইলো – অই মিয়া এইডা তো রাজশাহীর মুরগী না। এটা যশোর এর মুরগী।

মুরগিওয়ালা অনেক খুজে আরেকটা মুরগি দিয়া কইলো এই নেন রাজশাহীর মুরগি।

লোকটা আবার মুরগীর পাছা দেখে কইলো, ধুর মিয়া এইডাও তো রাজশাহীর মুরগি না। এটা ফরিদপুরের এর মুরগী।

মুরগিওয়ালা এবার অনেক ক্ষন খুজে আরেকটা মুরগি দিয়া কইলো এই নেন এইটাতো রাজশাহীর মুরগি হইবোই।

লোকটা এবার রাইগা কইলো। কি মিয়া? কি ব্যবসা কর একটা মুরগিও চিনো না। তোমার বাড়ি কই?

এইবার মুরগিওয়ালা পিছন ফিরে লুঙ্গি উপরে তুইলা কইলো আপনেই দেইখা কয়া দেন আমার বাড়ী কই?

১২| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৫

সোহানী বলেছেন: সুপার লাইক!!!!

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৬

রুমকিন বলেছেন: ধন্যবাদ আপনাকে । আপনার জন্য একটা ...

**ছেলেঃ তুমি খুব সুন্দর একটা শাড়ি পড়েছ।
মেয়েঃ জি ধন্যবাদ।
ছেলেঃ লিপস্টিক এবং মেকআপও অনেকভাল করেছ।
মেয়েঃ জি ধন্যবাদ।
ছেলেঃ অনেক জমকালো গয়নাও পড়েছ সুন্দর করে
মেয়েঃ (একটু ভাব নিয়ে) ধন্যবাদ ভাইয়া।
ছেলেঃ তবুও তোমাকে পেতনীর মত লাগতাছে...
:P

১৩| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৭

সুমন কর বলেছেন: মজা পেলাম।

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৮

রুমকিন বলেছেন: তাইলে আর একটা শোনেন - :)

-------------------------------------------------------------
গদা: আচ্ছা পদা, গুগল কী ছেলে নাকী মেয়ে?
পদা: অবশ্যই মেয়ে। দেখসনা একটা লাইনও শেষ করতে দেয় না। শুরু না করতেই আরো কত সব আইডিয়া সাজেস্ট করে বসে।

১৪| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩৩

মনিরা সুলতানা বলেছেন: মুরগীর স্ট্যাটাস বেস্ট হৈছে =p~

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪০

রুমকিন বলেছেন: আপনাকে ধন্যবাদ :)

--------------------------------------------------- আর একটা ফ্রি -------------------------------------

স্ত্রী একটি গাড়ি কিনতে চাচ্ছে।
আসুন দেখি কি ভাষায়

"ডার্লিং ! দাওনা একটা কিনে আমাকে!"
"কি! ?"
"আমি চড়লেই যা 2 sec এ 0 থেকে 90 এ উঠে যাবে ! something speedy ! "
"ও ! আচ্ছা! দেব।"
,
,
পরদিন,
স্বামী একটা ওজন মাপার মেশিন কিনে দিল তাকে!
;)

১৫| ২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪১

আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: ইতিহাসের শিক্ষক হিসেবে আমি ও আকবরের নাম্বারে ফোন দিসি । আমারেও অপমান করছে । রং নাব্বার বলছে । মনে হয় ব্ল্যাকলিস্টে দিয়া রাখছে আমার নাব্বার । আকবর এটা ঠিক করে নাই ।

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৯

রুমকিন বলেছেন: এইটাই তো আমিও বলি . . কাজটা আকবর মোটেও ঠিক করেন নাই . . . আপনি একটা বাঁশ নেন আর আমি একটা চেলা নিয়া আকবর কে ঠেংগাই গিয়া :)

------------------- আর একটা শোনেন --------------------

জাপানি আর বাংলাদেশী ২ টা সাবান কারখানার ঘটনা শোনেন এবার ...
জাপানী কারখানা !! পুরা কারখানাই অটোমেটিক । মানুষ কেউ নাই সব মেশিন ... একদিক দিয়ে সাবানের উপাদান দেওয়া হয় আরেকদিক দিয়ে একদম প্যাকেট হয়ে সাবান বের হয়ে আসে কিন্তু একবার হল কি একটা সাবানের প্যাকেট বের হল যেটায় কোন সাবান ছিল না ... সেই প্যাকেট যেই না ক্রেতার হাতে গেল ক্রেতা অভিযোগ করলেন কোম্পানিতে ব্যাস আর যায় কই ? কম্পানির মালিক দের মাথায় হাত
। জাপান বলে কথা এরকম ভুল হল কিভাবে ?? !! এরকম তো আর করাযাবে না দেখ দেখ ... তো সেই কম্পানির মালিক রা একজোট হয়ে ৬ মিলিয়ন ডলার খরচ করে একটা মেশিন বসাল যা সাবানের প্যাকেট এক্সরে করে ওজন নিয়ে গন্ধ শুকে আগে নিশ্চিত হবে সবান আছে কিনা তারপর সেটা রিলিজ দিবে ।।
একই সমস্যা ঘটল এবার এক বাংলাদেশী কারখানায় ! কিন্তু বাংলাদেশী মালিক টি ছিলেন আবার খুব চালাক ...তিনি দেখলেন তার পক্ষে ৬ মিলিয়ন ডলার খরচ করে ওঁই মেশিন বসানো সম্ভব না ... তিনি করলেন কি তার কারখানার যেদিক দিয়ে সাবান ভর্তি প্যাকেট বের হয়ে আসে সেখানে একটা ফ্যানলাগিয়ে দিলেন ... বাস আর কি... যে সাবানের প্যাকেট এ সাবান থাকে না সেটা ফ্যানের বাতাসে উরে যায় ।
---------------------------------------------------
সারমর্ম : বাঙালির মত হারামি দুনিয়াতে বিরল !

১৬| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৪

রক বেনন বলেছেন: হা হা হা!! চমৎকার হয়েছে। ++++ =p~

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৬

রুমকিন বলেছেন: থ্যাংকইউ. . .থ্যাংকইউ. . .থ্যাংকইউ. . .

------------------------------------ আর একটা শোনেন ---------------------------------

এক লোক তার বন্ধুদের কাছ থেকে প্রায়ই এটা-ওটা চেয়ে নিত। একদিন সে তার এক বন্ধুকে গর্ব করে বলছিল, আমার গায়ের শার্ট, প্যান্ট, জুতা, মোজা এমনকি টাই-টা পর্যন্ত আমার বন্ধুদের কাছ থেকে পাওয়া–বলতে পার শুধু গায়ের চামড়াটাই আমার।

বন্ধুটি তার উপর আগে থেকেই রেগে ছিল। বলল, চামড়াটাও তোমার নয় বন্ধু, ওটা গাণ্ডারের। :)

১৭| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: হাসিয়ে মারলেন মশাই।

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩

রুমকিন বলেছেন: নেন আর একটা পরেন -

--------------------------------------------------------------

পিল্টু ও তার বন্ধু গেছে পানের দোকানে-
পিল্টু : একটা পান দেন।
দোকানদার : কী দিয়ে খাবেন?
পিল্টু : কেন, দাঁত দিয়ে।
দোকানদার : বলছি কীভাবে খাবেন?
পিল্টু : চিবিয়ে খাব?
দোকানদার : আরে ভাই, সাথে কী খান?
পিল্টু : সাথে আমার বন্ধু হাবলু খান।
দোকানদার : আরে মিয়া ভাই, আপনি কি জর্দা খান?
পিল্টু : জ্বি না। আমি পিল্টু খান।

১৮| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২২

হাসান রাজু বলেছেন: পোস্টে কমেন্টে জোকসের ছড়াছড়ি । ভাল্লাগছে । B-)

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৯

রুমকিন বলেছেন: ভাই এইটাকে বলে innovative idea ...
কেউ যেন শেষ লাইন পর্যন্ত না পরে যাইতে না পারে ওইটার বন্দবস্ত করসি :)
নেন এখন এইটা পরেন -
--------------------------------------------------------------------------------------

হাবলু : আচ্ছা তোরে যদি দাঁত ছাড়া কুত্তায় কামড়ায়, তাইলে তুই কী করবি?
বাবলু : তাইলে মুই সুঁই ছাড়া ইনজেকশন দিমু!

১৯| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আবারও হাসলাম। ধন্যবাদ ।

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫০

রুমকিন বলেছেন: আপনার এই কমেন্টে একটা কৌতুক মনে পরে গেল -

--------------------------------------------------------------------------------------
এক শিক্ষক একবার তার ছাত্রকে জিজ্ঞেস করলেন -

শিক্ষক : বল তো, কালার টিভি আর সাদাকালো টিভির মধ্যে পার্থক্য কী?
ছাত্র : স্যার, কালার টিভিতে যেইটা গাজর। সাদাকালো টিভিতে সেইটাই মুলা।

২০| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৭

সচেতনহ্যাপী বলেছেন: হাাসতে হাসতে শেষ। সবকটিই ভাল লাগলো।।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৭

রুমকিন বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। আপনার জন্য একটা উপহার -

--------------------------------------------------------------------------------------------
ব্রাজিলের আলভারেজ গাভী দোহনে বিশ্বচ্যাম্পিয়ন। তো ২০০৬ এর অস্ট্র্রেলিয়ার বিশ্ব দোহন প্রতিযোগিতায় তাকে আমন্ত্রণ জানানো হল। বিভিন্ন দেশ থেকে নানা প্রতিযোগিরা ভিড় জমিয়েছেন সিডনিতে। দেখা গেল হল্যান্ডের কেসলার আধা ঘণ্টায় ১০ লিটার দুধ দুইয়ে ফেললেন! রাশিয়ার হোগামভ ১০ মিনিটে একই পরিমাণ দোহন করে চমক দেখালেন। সবশেষে আলভারেজের পালা। খুব গর্ব নিয়ে সে ঢুকে যায় গোয়ালে। কিন্তু ১০ মিনিট, ২০ মিনিট, ৩০ মিনিট পার হয়ে যায়, আলভারেজের দেখা নেই। তারপর প্রায় পৌনে দুঘণ্টা পরে তাকে দেখা গেল আধা গেলাস দুধ হাতে বের হতে। উপস্থিত জনতা তো মহা হতাশ! বিশ্বচ্যাম্পিয়নের একি হাল!
উৎসুক সাংবাদিক চুপ থাকতে না পেরে জানতে চাইলেন, ঘটনা কী হে?
দাঁত খিচিয়ে আলভারেজ বলে,
কি করব কন? আমারে তো দিছে একটা ষাঁড়!

২১| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩২

অ্যাপল ফ্যানবয় বলেছেন: হাহাহাহাহাহহাহাহাহাহহাহাহাহাহাহহাহাহাহাহাহা

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

রুমকিন বলেছেন:

বিবির পিড়াপিড়িতে নাসিরুদ্দিন একটা গরু কিনল। কিন্তু গরু ও গাধার জন্য গোয়াল ঘরে পর্যাপ্ত যায়গা না থাকায়, একটা ঘুমালে আরেকটাকে দাড়িয়ে থাকতে হতো।
প্রিয় গাধার এই দুরবস্থা দেখে হোজ্জা একদিন খোদার কাছে প্রার্থনা করছে, "হে আল্লাহ, দয়া করে গরুটাকে মেরে ফেল যাতে আমার গাধাটা একটু আরাম করে ঘুমাইতে পারে" ।
পরদিন সকালে সে গোয়াল ঘরে গিয়ে দেখে যে গাধাটা মরে পরে আছে।
প্রানপ্রিয় গাধার মৃত্যতুতে হতাশ হয়ে হোজ্জা বিরস বদনে আকাশের দিকে তাকায়ে বলল, "কোন অভিযোগ করবনা, খোদা, কিন্তু তুমি এতদিন ধরে সারা দুনিয়ার মালিক হয়েও, কোনটা গরু কোনটা গাধা এইটা চিনলানা!"

২২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২২

অ্যাপল ফ্যানবয় বলেছেন: অনেক মজা পেলাম । ঈদ মোবারক ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৭

রুমকিন বলেছেন: ঈদ মোবারক :)

---------------------------------------------------------------------------
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধুঃ তোর কি মনে হয় রবীন্দ্রনাথ কখনও ফুটবল খেলেছিলেন?
২য় বন্ধুঃ অবশ্যই!
১ম বন্ধুঃ তুই এতটা নিশ্চিত হলি কী করে?
২য় বন্ধুঃ আরে, তার একটা গান আছে না- ‘বল দাও, মোরে বল দাও।’

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.