নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“এনালগ যুগের মানুষ আমি ডিজিটাল যুগে পরেছি... বুঝতে পারছি না খুশি হওয়া উচিৎ নাকি অন্য কিছু ? ”

রুমকিন

পৃথিবীতে যতো ধরনের মানুষ আছে, জীবনে ততটা সংজ্ঞা আছে !

রুমকিন › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলাদেশ !!

০৬ ই জুন, ২০১৮ দুপুর ২:২২


আজ আমরা আমাদের সীমানা ছাড়িয়ে মহাকাশে - ডিজিটাল বাংলাদেশ ! - জয় বাংলাদেশ !!
কিন্তু আমাদের রাস্তার একটাও সিগন্যাল লাইট কাজ করছে না ! (এনালগ) - জয় বাংলাদেশ !!

ঘরে ঘরে ইন্টারনেট, হাতে হাতে স্মার্ট ফোন - জাতি ডিজিটালি শিক্ষিত হচ্ছে - জয় বাংলাদেশ !!
কিন্তু ভুলে যাচ্ছে, আদব কায়দা, গুরু জনের ভক্তি, মানুষে মানুষে সহানুভূতি !! - জয় বাংলাদেশ !!

সারা দুনিয়ায় আজকে রবোটিক্স নিয়ে মাতামাতি - আর আমাদের স্কুল কলেজের প্রশ্ন ফাঁস !! (what a bas!) - জয় বাংলাদেশ !!
স্কুলের বাচ্চাদের ওজনের ৮ গুন ওজনের ব্যাগ টানছে - হাই ফাই ইউনিভার্সিটি তে পড়ে হয় মাদকের নেশায় বিভোর আর না হয় জঙ্গিবাদি হচ্ছে - জয় বাংলাদেশ !!

সারা দুনিয়া যেখানে অর্গানিক উৎপন্নতে মাথার ঘাম পায়ে ফেলছে - সেখানে আমাদের ফলে রাসায়নিক মেশানো হচ্ছে !
খাবারের দোকানে পচাবাসি, মেয়াদ উত্তীর্ণ পণ্য অনায়াসে খাইয়ে দিচ্ছে - জয় বাংলাদেশ !!

বাংলাদেশ অনুন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে - রাস্তায় লাখ লাখ দামি গাড়ি গুলো দেখলেই অনুমান করা যায় - জয় বাংলাদেশ !!
লাভের লাভ হয়েছে - হাজারও ভাঙ্গা রাস্তায় ঘন্টার পর ঘন্টা গরমে এসির ঠান্ডা হাওয়া খাওয়া যাচ্ছে - জয় বাংলাদেশ !!
বাবার জীবন রাস্তায়ই সুরু রাস্তায়ই শেষ, সন্তান হয়তো বাবার চেহারাও ভুলে যাচ্ছে, তাতে কি, বাবা রাস্তায় এসি খাচ্ছে ! - জয় বাংলাদেশ !!
মাথা পিছু আয় নাকি ১০০০ ডলার ! এখনও অনেক চাষি, জেলের মুখে ৩ বেলা খাবার উঠে না ! - জয় বাংলাদেশ !!

এগ নুডুলে এগ নেই, বাড়িতে পানি নেই, গ্যাস নেই, অনেকের তো ভিটে মাটিই নেই, কিন্তু ডিজিটাল বাংলাদেশ - জয় বাংলাদেশ !!

=================================================================

এ রকম হাজারো কমপ্লেইন করতে পারবো, কিন্তু তাতে কি বা যাবে আসবে ? কোন কিছুর কি কোন পরিবর্তন হবে ? হা হবে তো বটেই, কখনই অনিয়ম, অন্যায়, খারাপ সারা জীবন চলতেই থাকবে এটা সম্ভব না, সব কিছুরই একটা শেষ থাকে। কথায় এর শেষ এইটা আমার বিষয়বস্তু নয়। এমন কি করে হল সেটাই আমি ভাবছি দিনের পর দিন। অনেক ভাবার ফসল মাত্র একটা শব্দ "ভালবাসা" !!
কি অবাক হচ্ছেন ?? এই একটা শব্দ কি করে দায়ি হতে পারে ভেবে ?

ভেবে বের করতে পরেন কি না দেখুন তো ?? পারলে কমেন্টে সেয়ার করলে খুশি হব ।


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৭

আবু তালেব শেখ বলেছেন: দাদা আপনি আছেন স্যাটেলাইট ১ নিয়ে
,,,,, ইতিমধ্যে নাকি স্যাটেলাইট ২: এর নির্মানকাজ শুরু হয়ে গেছে,,,,

জয় বাংলাদেশ

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:১০

রুমকিন বলেছেন: খুবই স্বাভাবিক, এটাই সিস্টেম প্রসেস ... রেডেন্ডেন্ট লাগবে তো ।

২| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:১২

একাল-সেকাল বলেছেন: আবু তালেব শেখ
যেমন ভিশন ৩০ তে প্রকাশিত খালেদা জিয়া আর পলক সাহেবের 4।G তে কিছুটা ভুল বুঝাবুঝি ছিল। :D

৩| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন।

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:২৩

রুমকিন বলেছেন: চোখে আঙ্গুল দিয়ে দেখানোর কিছু নেই । আসলে সবাই ই সব কিছুই দেখতে পায় । আর আমরা বিশ্বাস করি যে, এইটা জরুরি না দেখতে পেলেই সব বলতে হবে :)

৪| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৫

ঢাবিয়ান বলেছেন: উন্নয়নের মহাসড়কে দেশ। আপনার সব অভিযোগ বানোয়াট

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:২৪

রুমকিন বলেছেন: অবশ্যই বানোয়াট . . . আমরা বানোয়াট ছাড়া আসলে কি কিছু বলতে পারি আর না করি ।

৫| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পদ্মা সেতু হচ্ছে। জয় বাংলাদেশ...

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৩০

রুমকিন বলেছেন: এইটা খুবই ভাল খবর . . . কিন্তু নতুন কিছু করার আগে কি আমাদের জমে থাকা অনেক উন্নয়ন গুলা আগে শেষ করা উচিৎ না ??? SSC, HSC না করে লাফ দিয়ে MBA করে ফেলছি, ব্যাপার টা কেমন হয়ে যাচ্ছে না !!!

৬| ০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৩৩

পদ্মপুকুর বলেছেন: জয় তো আমেরিকায়.... বাংলাদেশ বাংলাদেশ করছেন কেন? :`>

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমি পজেটিভ বাংলাদেশ দেখি । কিছু করার নেই । জোর করে হলেও দেখি ।

১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

রুমকিন বলেছেন: আমিও দেখি। এখন আরও বেশি দেখি. . . B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.