নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতদিন লেখার ক্ষমতা থাকবে ততদিনই লিখব, একটুও বেশি না

বঙ্গতনয়

ভালবাসি ভালবাসি ভালবাসি।

বঙ্গতনয় › বিস্তারিত পোস্টঃ

নিউটনের তৃতীয় সূত্রটা আসলেই কাজের

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭

এইমাত্র বৃষ্টি নামলো। চারদিকে পালাই পালাই দৃশ্য। বাতাসের ঝাপটায় কারো মাথার কাপড় উড়ে যায় যায়। কেউবা হাত দিয়ে লেপ্টে যাওয়া কামিজ টেনেটুনে আব্রু রক্ষার ব্যর্থ চেষ্টায় রত।

আমি আর দেরি করতে চাইনি।
চট করে রিক্সায় উঠে বসলাম। পলিথিন দিয়ে সামনের অংশ ঢাকার চেষ্টা করছি বৃষ্টি থেকে রক্ষা পেতে হবে। গায়ে গা ঘেষে বসার ইচ্ছে হল। একটু ভয় ভয় লাগছিলো।

জীবনে প্রথম কোনো মেয়ের সাথে রিক্সায় বসা। বাংলাদেশে রিক্সার জন্য জায়গা ভর্তুকি দিলেই বোধহয় আমার ভয়ের কারণটা উবে যেত। নিরাপদ দূরত্বে বসতাম।

কালো বোরকার সাথে ফুলছাপা পাঞ্জাবীর সংস্পর্শ ঘটালে বিদ্যুৎ উৎপন্ন হয়না এই মহাসূত্রটি আবিস্কার করতে কয়েক মুহুর্ত লাগলো।তারপর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম তোমার হাতটা একটু ধরি?
নিউটনের তৃতীয় সূত্রটা আসলেই কাজের। আমি বলার আগেই বিপরীত প্রতিক্রিয়া প্রস্তুত। হাত ধরে উষ্ণতা পরিমাপ করলাম।

ভাবছি.......................

কিছুক্ষণ আগেও যাকে আপনি বলেছি, যার ছায়া মাড়াইনি। আর এখন তার হাত ধরে পাশাপাশি বসে আছি। এ দুর্ভেদ্য রহস্য ভেদ করতে পারে কেউ।
কারণ আমি তাকে বরণ করে নিয়েছি।
সে আমার অর্ধাঙ্গী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১১

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো ভাই।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৮

আরণ্যক রাখাল বলেছেন: বিয়ে করে প্রেম! ভালোই| পানসে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.