নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতদিন লেখার ক্ষমতা থাকবে ততদিনই লিখব, একটুও বেশি না

বঙ্গতনয়

ভালবাসি ভালবাসি ভালবাসি।

বঙ্গতনয় › বিস্তারিত পোস্টঃ

টিকিত্ব হিন্দুত্ব নয়, ওটা ব্রাহ্মণত্বঃ দাড়িত্ব মুসলমানিত্ব নয়, ওটা মোল্লাত্ব।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৫


গল্প-সাহিত্য-সিনেমায় সমাজের চিত্র তুলে ধরা হয়; আবার সমাজের চিত্র, মানুষের চিত্ত ইত্যাদি পরিবর্তনের চেষ্টাও যে করা হয়না তা কিন্তু নয়।
ধর্ম নিয়ে সিনেমার সংখ্যা বলতে গেলে কম নয়, কিন্তু আমার দেখা ২টি সিনেমার কথা বলি। যমালয়ে জীবন্ত মানুষ, এবং O My GoD নামের সিনেমা দুটি বেশ ভালো লাগার মতই।
নায়কের চমৎকার ভাড়ামী, সুন্দর অভিনয়, কৌতুকরসের মধ্য দিয়ে সমাজপতিদের ধর্মের নামে অধর্মের দিকগুলি তুলে ধরা; সব মিলিয়ে দেখার মতই বলতে হয়।

আবার এদেশী কিছু সিনেমাতেও সংখ্যাগরিষ্ঠ ধর্মের তথাকথিত রক্ষাকারীদের কিছু নিন্দনীয় রুপ দেখানো হয়েছে যা আসলে কোনোভাবেই ইসলামের মধ্যে পড়েনা।
ঐ যে নজরুলের সেই কথার মত-
“দাড়িত্ব মুসলমানিত্ব নয় ওটা মোল্লাত্ব”

অর্থাৎ শুধু দাড়ির কারণেই কারো ধর্ম চলে যায়না কিন্তু মোল্লাগিরি কর্পুরের মত উবে যায়। হালুয়া রুটির বন্দোবস্ত বন্ধ হয়ে যায়

আর যারা সত্যিই চান তাদের ধর্মের মাহাত্ম্য মানুষের সামনে তুলে ধরা দরকার, তাদের উচিত সিনেমার মাধ্যমে এন্টিডোজ দেয়া।
জ্বর হলে শুধু মাথায় পানি দিলেই চলেনা সাথে অষুধ-পথ্যও লাগে।
ইরানীদের আক্বিদা নিয়ে না ঘেটে তাদের থেকে অন্তত কিছু শেখার চেষ্টা করলেই তাদের জন্য ভালো হবে।
অন্তত সাংস্কৃতিক বলয় ঘিরে যে অশুভ শক্তির পদচারণা তা কিছুটা হলেও ঠেকানো সম্ভব হতে পারে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

সপ্ন মায়া বলেছেন:

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

লেখোয়াড়. বলেছেন:
টিকিত্ব হিন্দুত্ব নয়, ওটা ব্রাহ্মণত্বঃ দাড়িত্ব মুসলমানিত্ব নয়, ওটা মোল্লাত্ব।
++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.