নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতদিন লেখার ক্ষমতা থাকবে ততদিনই লিখব, একটুও বেশি না

বঙ্গতনয়

ভালবাসি ভালবাসি ভালবাসি।

বঙ্গতনয় › বিস্তারিত পোস্টঃ

মেয়ে, আমি তোমার বাবা নই পুরুষ

০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:০৬




(সিনেমার নায়িকার ভক্ত দেখে (ছোট পোষাক পরে, খোলামেলা হয়ে, বক্ষ উন্মোচিত করে)
নায়িকা সাজার চেষ্টা কোরোনা, বাস্তবতা হলো এই যে নায়িকাদেরকে ভক্তকুল বিছানাতেই পেতে চায়, মনে আশ্রয় দিতে পারেনা, দেয়না। সংসারে তো নয়ই। কে চায় সারা দুনিয়ার মানুষ তার বউকে নিয়ে বিছানাসুখের কল্পনা করুক?)


মেয়ে,
কোনো পুরুষকে রাস্তায় খালি গায়ে ঘোরাফেরা করতে দেখেছ?
জামার পেছন দিকে দড়ি দড়ি দিয়ে বাতাস খাওয়াতে? বরঞ্চ একজন ব্যক্তিত্ববান পুরুষ পারতপক্ষে একান্ত আপনজন ছাড়া অন্যের সামনে খালি গায়ে থাকেন না। এতে তার প্রতি অন্যদের মনস্তাত্ত্বিক মূল্যবোধ কমে যায়।

অথচ তুমি দেখবে, একজন সম্মানিতা মহিলা পোষাক পরার পরেও শরীরের সামনের পিছনের এক তৃতীয়াংশ খোলা রাখেন, এরপর ব্যক্তিত্বও রাখতে চান, সম্মানও পেতে চান।
তার মানে কি দাড়ালো? মেয়েরা কি এতটাই সস্তা?
তুমি শাড়ি পরলে শরীর খোলা রাখাতে অপমানিত হওনা, অথচ অন্য পোশাক পরার পর যদি কেউ তোমার পেট-পিঠ বের করে দেখাতে বলে তুমি কি খুলবে?

মেয়ে,
আমি বলছিনা তোমাকে আপাদমস্তক কালো কাপড়ে মুড়ে থাকতে হবে, সেটা যারযার ধর্মের ব্যাপার। অন্ততপক্ষে একটা অবলা প্রাণীকেও আল্লাহ শরীরের গোপনীয় অংশগুলো ঢেকে রাখতে পশম দিয়েছেন, আর তুমি তো সৃষ্টির সেরা। আমি দিচ্ছিনা খুলে রাখা খাবার আর বেড়ালের উদাহরণ, কারণ তুমিও মানুষ খাবার/তেতুল না। আমি বলছিনা তুমি রাস্তায় বেরোতে, কাজ করতে পারবেনা।

তুমিও মানুষ। তোমারও শরীর আছে, মন আছে ভালোমন্দ প্রকাশের ইচ্ছা আছে। তোমারও মন খারাপ হয়।
তুমি বলতে পারো এটাই ফ্যাশান, এটাই চল, এটাই মেয়েদের পোষাক। আমি বলব তুমি ভুল পথে আছো। তোমাকে হেয়, খেলো করার জন্য যেকেউ যা তা তোমাকে পরতে বলবে আর তুমি ভালোমন্দ বাছ বিচার না করেই কাদায় ঝাপ দেবে?

সিনেমার নায়িকার ভক্ত দেখে (ছোট পোষাক পরে, খোলামেলা হয়ে, বক্ষ উন্মোচিত করে)
নায়িকা সাজার চেষ্টা কোরোনা, বাস্তবতা হলো এই যে নায়িকাদেরকে ভক্তকুল বিছানাতেই পেতে চায়, মনে আশ্রয় দিতে পারেনা, দেয়না। সংসারে তো নয়ই। কে চায় সারা দুনিয়ার মানুষ তার বউকে নিয়ে বিছানাসুখের কল্পনা করুক?

মেয়ে, তুমি কেন বুঝতে পারোনা দুনিয়াটা একটা রেসের মাঠ সবাই যার যার ঘোড়াকে সামনে নিতে চায় তাতে অন্যে পায়ের তলে ছেচে যাক।
সবাই স্বার্থপর, সুতরাং তোমার রক্ষা তোমাকেই করতে হবে। নিজের সম্মান নিজেকেই বজায় রাখতে হবে।
মনে রেখো, আকাশের অসংখ্য তারার মধ্যে দুয়েকটি নিভে গেলেও কারো চোখে পড়েনা, অথচ সূর্য্যের একটি ঘণ্টাও বিরাম নেই। তাকে জ্বলতেই হবে জ্বলতেই হবে।

তুমি সূর্য্য, তোমার কাজ জাতির বিবেক জাগানো,
তুমি মা, তোমার কাজ সব সন্তানকে মনুষ্যত্ববোধ শিখানো
মেয়ে, পৃথিবীর পথে যত পুরুষ সবাই তোমার বাবা নয়, ভাইও হতে পারেনা। বাবা তোমার একজনই। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা।

স্রষ্টা সকল নারী-পুরুষকে জোড়া হিসেবে সৃষ্টি করেছেন তার মানে কি বোঝো?
তোমাকেই ভাবতে হবে তুমি সম্মান চাও কি চাওনা। তুমি দশ টাকা দিয়ে একশ টাকা মূল্যের পণ্য দাবী করলে সেটাকে আমি ন্যায্য বলতে পারিনা।
তুমি খাবারে বিষ মিশিয়ে খুনের দায় এড়াতে পারো না।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:২০

বেঙ্গল রিপন বলেছেন: তুমি সূর্য্য, তোমার কাজ জাতির বিবেক জাগানো,
তুমি মা, তোমার কাজ সব সন্তানকে মনুষ্যত্ববোধ শিখানো

চমৎকার কথা...
আপনার এই লিখাটি আমাদের বাংলাদেশ প্রেস টোয়েন্টিফোরের পাঠকের কলাম বিভাগে প্রকাশের আগ্রহ প্রকাশ করছি

০৭ ই মে, ২০১৬ সকাল ১০:৩৫

বঙ্গতনয় বলেছেন: আপত্তি নাই, তবে নাম কি দিবেন?

০৮ ই মে, ২০১৬ ভোর ৫:৫০

বঙ্গতনয় বলেছেন: ব্লগার বঙ্গতনয় দিতে পারেন

২| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:২৩

নতুন গেম বলেছেন: ভালো লাগলো ।

০৮ ই মে, ২০১৬ ভোর ৫:৫২

বঙ্গতনয় বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:৫১

বিষন্ন পথিক বলেছেন: মাট্রিক পরীক্ষার সময় লালসালু পড়তে হয়েছিলো, মজিদের মেয়ে মানুষের পায়ের গোড়ালী দেখে মাথায় উঠে ! আজ ২০/২৫ বছর পরও সেই একই টপিক, পা, পিঠ, পেট। মেয়ে মমি সেজে ঘুরুক আর পর্ন পোষাক পরুক, মজিদরা মজিদই থাকবে

০৭ ই মে, ২০১৬ সকাল ১০:৪৩

বঙ্গতনয় বলেছেন: ধন্যবাদ। কাম জেগে উঠবে এটা সৃষ্টিগত ব্যাপার। কাম না জাগলে শারীরিক সমস্যা। কিন্তু মানবিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা আমাদেরকে শেখায় কোথায় আমি এই জৈবিক শক্তিকে কাজে লাগাবো আর কোথায় নিয়ন্ত্রণ করে মনুষ্যত্বের পরিচয় দেবো। এই বোধ নষ্ট হয়ে গেছে বিধায় আজ মানুষে পশুতে তফাত দেখা যাচ্ছেনা।
আবারো বলছি যৌনতা একটি স্বাভাবিক,প্রাকৃতিক, সৃষ্টিগত ব্যাপার। তবে প্রত্যেক পুরুষ এবং নারীর উচিত শরীরের সুন্দর অংগ প্রত্যংগ গুলি ভালো ভাবে ঢেকে সৌজন্যবোধের পরিচয় দেয়া। কুকুরকে খেপিয়ে লাভ আছে কি?

৪| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১:৫৯

সাধারণী বলেছেন: খুবই সুন্দর পোস্ট। পুরুষরা নারীদের প্রচুর জ্ঞান দিয়ে থাকে এই ব্যাপারে। এইসব মন্তব্যের বেশীর ভাগের সাথে আমিও একমত। কিন্তু যখন একটা মেয়ে টিজড হয়, বাসে মেয়ের গায়ে হাত দেওয়া হয় এবং প্রতিবাদ করলে উল্টা অপমানিত হতে হয় তখন যখন কাওরে পাওয়া যায় না, বুঝা যায় ঐসব পুরুষের দৌড় ঐ নারীরে জ্ঞান এবং নারীরে একা পাইলে কাম জেগে ওঠা পর্যন্তই।

ইন জেনারেলই বললাম, ঢাকা শহরে থাকে, ২৮ বছর বয়স পর্যন্ত রাস্তা-ঘাটে যেমন দেখে আসছি আরকি।

০৭ ই মে, ২০১৬ সকাল ১০:৪২

বঙ্গতনয় বলেছেন: ধন্যবাদ। কাম জেগে উঠবে এটা সৃষ্টিগত ব্যাপার। কাম না জাগলে শারীরিক সমস্যা। কিন্তু মানবিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা আমাদেরকে শেখায় কোথায় আমি এই জৈবিক শক্তিকে কাজে লাগাবো আর কোথায় নিয়ন্ত্রণ করে মনুষ্যত্বের পরিচয় দেবো। এই বোধ নষ্ট হয়ে গেছে বিধায় আজ মানুষে পশুতে তফাত দেখা যাচ্ছেনা।
আবারো বলছি যৌনতা একটি স্বাভাবিক,প্রাকৃতিক, সৃষ্টিগত ব্যাপার। তবে প্রত্যেক পুরুষ এবং নারীর উচিত শরীরের সুন্দর অংগ প্রত্যংগ গুলি ভালো ভাবে ঢেকে সৌজন্যবোধের পরিচয় দেয়া। কুকুরকে খেপিয়ে লাভ আছে কি?

৫| ০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৪

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ভাল লিখেছেন।

০৮ ই মে, ২০১৬ বিকাল ৩:২৪

বঙ্গতনয় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.