নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতদিন লেখার ক্ষমতা থাকবে ততদিনই লিখব, একটুও বেশি না

বঙ্গতনয়

ভালবাসি ভালবাসি ভালবাসি।

বঙ্গতনয় › বিস্তারিত পোস্টঃ

আপনার শিশুকে সবার কোলেই দিন-

২০ শে মে, ২০১৬ সকাল ৮:৪৪



বড্ড খারাপ শোনা যাচ্ছে তাই না আব্বা? হ্যা, এসবই পড়ে আসছি বিগত চারটা বছর।
সমাজবিজ্ঞানের এক শিক্ষার্থীকে তার স্কুল মাস্টার বাবা জিজ্ঞেস করলেন তোমার বিভাগে কি পড়ানো হয়?

সেক্স, সেক্স, সেক্সুয়াল হ্যারাজমেন্ট, সেক্সুয়াল এবিউজ, ছে.........................................................ক্স


সমাজবিজ্ঞানীরা অন্ধ হয় জানতাম, তবে গাধা হয় এটা জানতাম না

ক্লাসের শ'দেড়েক ছাত্র-ছাত্রীর মাঝে স্যার লেকচার দিচ্ছেন-
“আপনার বাচ্চাকে কারো কোলে দিবেননা। কারো কাছে ছেড়ে দিয়ে আসবেন না। কারো বলতে বিশেষ করে তার চাচা, মামা, দাদা, নানা, প্রাপ্তবয়স্ক চাচাত, মামাত, খালাত ভাই ইত্যাদি ইত্যাদি। আত্মীয়ের বাইরে তো প্রশ্নই আসেনা।
-কেন স্যার?
-কারণ ওরা হলো আত্মীয়ের বেশে ধর্ষক, ছদ্মবেশী, সুযোগ পেলেই আপনার বাচ্চাকে মেরে ফেলবে বলাৎকার করে।
-বলাৎকার কেন করবে?
-কারণ মানুষ খুব খারাপ হয়ে গেছে,
-স্যার আপনার শুনলাম আপনার ও নাতনী হয়েছে আপনি কি তাকে কোলে নিবেন?”
-------------------------------------------------------------------------------------------------------
ক্লাসের একজন আরেকজনের ব্যাপারে ভাবছে “পাশেরজন নিশ্চয়ই ধর্ষক,
কল্পনায় আঁকছে- আমার বাবা, ভাই, শ্বশুর, দেবর, সবাই নিশ্চয়ই ধর্ষকই হবে।
-----------------------------------------------------------------------------------------------------------
ছাদহীন ঘরের মানুষকে গরম থেকে বাঁচতে ছাদ না বানিয়ে ঘরে এসি লাগানোর বুদ্ধি দেয় এসব ভদ্রবেশী শয়তানেরা। একটা শিশুর সব থেকে কাছের আত্মীয়স্বজন যাদের কাছ থেকে সে আদর, স্নেহ, ভালবাসা নিয়ে সামাজিকভাবে বেড়ে উঠবে সেখানে এরা মাথায় কি ঢুকাচ্ছে?
আপনি তাদের ওয়াজ করুন যারা এসব সেক্সুয়াল এব্যুজের সাথে যুক্ত। মানসিক ব্যাধিগ্রস্থ, দিনের পর দিন বিকৃত চিন্তা, বিকৃত যৌনজীবন যাপন (ও আপনাদের কাছে তো বিকৃত বলে কিছু নেই), মাদকরুপী ফিল্ম দর্শন আর বিকৃতচিন্তার ধারাবাহিকতায় এক পর্যায়ে সে মনুষ্যরুপী পশু বনে যাচ্ছে। বরং এরা পশুর চেয়ে নিকৃষ্ট, কারণ পশুরা শিশুদের হ্যারাস করেনা।

আপনারা বিকৃত যৌনজীবনকে সার্টিফাই করবেন, এটাই নাকি ন্যাচারাল;

মা আবার কি? সেতো একজন নারী। বোন ও একজন নারী। মা, বোন, স্ত্রী এসব শব্দে আখ্যায়িত করেছে ধর্ম। আর ধর্ম তো ধান্ধাবাজি। অতএব পৃথিবীতে নারী আর পুরুষ ছাড়া সৃষ্টিগতভাবে অন্য কোনো পরিচয় নেই।

আদমের ছেলেরা নাকি তাদের মা'কে ভাগাভাগি করতে গিয়ে একজন আরেকজনকে মেরে ফেলে। যদি তা-ই হয় তাহলে মানুষ মানুষকে ভোগ্য বস্তু বলেই জানবে। গরুর মাংস খাওয়া, আর বাছুরের মাংস খাওয়ার মধ্যে যেমন অপরাধবোধ কাজ করেনা, তেমনি সেক্ষেত্রেও তাই। অতএব নারী আর শিশুর মধ্যে তফাৎ নেই সে-তো আপনিই বললেন।

শয়তানের সূত্রহীন কথাবার্তা। প্রশ্ন করলেই মার্ক হয়ে যাবেন, হয়তো ফেল করাবে, নয়ত ডাব্বা খাওয়াবে। ফেল করাতে করাতে ছাত্রত্ব শেষ হয়ে যাবে আপনার। এসবই উদারমনা, মুক্তমনা শয়তানের সৎকর্ম।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৬ সকাল ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধর্মকে উপড়ে ফলতে গিয়ে সেল্ফ কন্ট্রাডিক্টরিতে ফেসে আছৈ তারাই! সাথৈ লেজকাটা শেয়ালের মতো সবাইকে মন্দ ভাবার যে বিষ চেতনা ছড়িয়ে দিচ্ছে তাতে কি মানুষর প্রতি মানুষের আস্থা থাকবে। সন্দেহ দিয়ে যে সম্পর্কের শুরু তা কখনোই ভার হবে না।

বরং বিশ্বাসের সাথে সতর্কতা প্রয়োজন।

২| ২০ শে মে, ২০১৬ সকাল ১০:০১

চিত্রনাট্য বলেছেন: আপনি কি বাংলাদেশের কোন ক্লাসের কথা বলছেন? যদি বলে থাকেন তাহলে কি এভাবেই বলা হয়েছিলো?

কথাটার মধ্যে সত্যতাও কম নেই। শিশু তার বাবার কাছে নিরাপদ নয়। আমি নিজে দেখেছি, নিজের চোখে দেখেছি, পরপর বাবা তার দুই মেয়েকে ধর্ষণ করতে। ভাই তার বোনকে ধর্ষণ করেছে। কিশোরী মেয়ে, চৌদ্দ হবে বয়স হয়তো, তার মা তাকে নিয়ে আমার মায়ের কাছে এসেছিলো, কি করবে জানতে, কারণ পেটে বাচ্চা এসেছিলো।

কোলে নিয়ে পুরুষ তার লালসাগ্রস্ত চোখ নিয়ে দেখে তো অবশ্যই, জরিপ দেখে নিতে পারেন। কোন মেয়ের নিজের এরকম কোন কষ্টকর অভিজ্ঞতা নাই সেটা ভাবাও কষ্টকর, যদি এরকম কেউ থাকে তাহলে সে ভাগ্যবান।

মানুষ ধর্ম থেকে আরো আগেই বের হয়ে গেছে। সবাই এখন মুক্তমনা, শিশুকে এখন তাই শেখাতে হবে।

৩| ২০ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৮

বঙ্গতনয় বলেছেন: তাদের চিকিতসা দরকার যারা এসব সেক্সুয়াল এব্যুজের সাথে যুক্ত। মানসিক ব্যাধিগ্রস্থ, দিনের পর দিন বিকৃত চিন্তা, বিকৃত যৌনজীবন যাপন (ও আপনাদের কাছে তো বিকৃত বলে কিছু নেই), মাদকরুপী ফিল্ম দর্শন আর বিকৃতচিন্তার ধারাবাহিকতায় এক পর্যায়ে সে মনুষ্যরুপী পশু বনে যাচ্ছে। বরং এরা পশুর চেয়ে নিকৃষ্ট, কারণ পশুরা শিশুদের হ্যারাস করেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.