নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

শুধু আমাদের জানা হলোনা || তাসফিক হোসাইন রেইযা ||

২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৪

যে নক্ষত্রে আমার জন্ম হয়েছে, সেখানে?
ইচ্ছাকৃত- ভাবে লেখা হয়েছে আরেকটি নাম? তোমায় ?
যাকে আমি ভালোবেসেছি, কখনো সে নারী জানাবে না প্রণাম। আমায়?
একটি বিবর্ণ মাংসপিণ্ড ভেতর একটি মাত্র হৃদয় সাক্ষী হবে। এখানে?
মহাকাশের মতো তোমার চোখ একে যাবে পৃথিবীর সব কটা কৃষ্ণচূড়া।
শুধু জানবোনা আমি।
*
তোমার মুখের খোঁজে যে কটা পথ হেঁটে গেছে। আমার অজান্তে?
সীমান্ত গুলিতে বেরিকেট লাগিয়ে কাঁটাতারের বেরা- প্রহরী দের ঘুম
লিখে দিয়েছ বিচ্ছেদ একান্ত মুমূর্ষু স্বপ্নে আমাদের মাঝে দেয়াল। অনুপম?
পথ গুলো একেবেকে যায় মানচিত্র এবং মহাকাল ঘুরে। গোপনে এবং একান্তে
দুপুরের টের পায় শূন্যতা, বিকেলের বাতাসে তোমার হাত ধরতে ইচ্ছে করে, জানে সবাই।
শুধু জানবেনা তুমি।
*
উন্মাদ পৃথিবীর মাঝে একা দাঁড়িয়ে থাকি একটি ট্রেনের অপেক্ষায়। গন্তব্য তোমাকে?
বেছে নেওয়া হয়েছে শুধু অত্যন্ত ঠাণ্ডা মাথায় নির্বাচিত ইচ্ছায়- তোমার দেওয়া দাসত্ব কালে
বেঁচে আছি সেই কবেকার কামনা- অন্তত একরাত্রি ভালোবাসা কামনা করে- কিন্তু অবশেষে দিলে
কিছু অপেক্ষাময় মুহূর্ত এবং বোবা অনুভূতির বন্দিশালায় আটকে রেখে। কিন্তু পারতে দিতে আমাকে
একটি পরিপূর্ণ জীবন, দ্যাখো যেখানে নক্ষত্র থেকে বহু নিচে আমরা বেঁচে আছি, ধরে আছি হাত।
যেখানে অনুভূতি গুলো অনেক দামি।
শুধু তোমাকে ঘিরে।
*
শুধু আমাদের জানা হলোনা || তাসফিক হোসাইন রেইযা ||

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

সালমান মাহফুজ বলেছেন: ব্যতিক্রম প্রয়াস । চালিয়ে জান ।

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:০৯

ভবঘুরে যাত্রি বলেছেন: ধন্যবাদ জনাব :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.