নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

কোনভাবেই তাঁদের অবদানের প্রকাশ সম্ভব নয়। আমার সামান্য প্রয়াস মাত্র।শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা ভরে শহীদদের স্মরণ করি এবং বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। বীরশ্রেষ্ঠদের পুনরাগমন

১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩




আকাশে বাঁধন দিয়াছি ছুড়িয়া।
বাতাসে কাফন গিয়াছে উড়িয়া।
আজ দূর্বার বুক ফুলিয়া,
মোরা লড়বো চোখ তুলিয়া।


কইরে তোরা দুরন্ত ষাঁড়,
সমর শিঙ্গা সাজা।
আজ লড়াইয়ের রণধ্বনিতে
মারণ ধুন বাজা।


বীর বাঙ্গালি বীর শ্রেষ্ঠ
মতিয়ুরের কসম,
তুর্য নাদে কাঁপিয়ে দিবি
অজাত পাখির পশম।


এই দেশের প্রাণের ভাই
একাত্তরের বীর সেপাই,
মোস্তফা কামাল।
জানিস এখন তাঁরই মত
রক্ত তোদের দামাল।
কইরে পাপী সামাল তোরা সামাল।


ইঞ্জিনরুমে গর্জেছিলো
রুহুল আমীন আর্টিফিসার,
লক্ষ ইঞ্জিন চলবে এবার
করবে শত্রু সারাৎসার।


বীর আঘাতে ঝাঁঝরা হলো
নূর মোহাম্মদ শেখ।
তাঁর ঘুমে যে ব্যাঘাত দিয়ে
হাসে খ্যাক খ্যাক;
তারে শ্যেন আঁখিতে দেখ।


ল্যান্সনায়ক মুন্সী আব্দুর রব,
কখনো মলিন হবেনা তোমার শব।
বাংলাদেশের তরূন রক্তে উঠেছে কলরব;
জেগেছে ঘোর চেতনা আজ যুদ্ধদিনের সব।


ও ক্যাপটেন, বীর ক্যাপটেন
মহিউদ্দিন জাহাঙ্গীর,
তোমার সোনার বাংলাদেশে
জন্মেছে লাখো বীর।
এবার হবেই নাশ দুষ্কৃতিদের ভীড়।


বীরশ্রেষ্ঠ বীর সেপাই হামিদুর রহমান,
অবদান তোমার কখনোই হবে নাকো অম্লান।
বাঘের সাহসে ছেলেরা সদা বাঁচাবেই মায়ের মান,
ঝেঁটিয়ে তাড়াবে মিথ্যুক যত; যত পুরনো শয়তান।

আমরা বাংলা মায়ের দুঃসাহসী ছেলে,
অন্তরেতে আছে মোদের মুক্তি প্রদীপ জ্বেলে।
প্রলয় তুফান আসুক যত সবুজ মায়ের বুকে,
যুগে যুগে বীরশ্রেষ্ঠরা জন্মাবে হাসিমুখে।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: জাতীর প্রিয় সন্তান , জাতীর গর্ব, বীর শ্রেষ্টদেরকে নিয়ে তাদের অমর বিরত্বপুর্ণ কৃতি তুলে ধরে রচিত কবিতাটি অসাধারন ও অপুর্ব হয়েছে ।
আমরা বাংলা মায়ের দুঃসাহসী ছেলে,
অন্তরেতে আছে মোদের মুক্তি প্রদীপ জ্বেলে।
প্রলয় তুফান আসুক যত সবুজ মায়ের বুকে,
যুগে যুগে বীরশ্রেষ্ঠরা জন্মাবে হাসিমুখে।


এক অনবদ্য রচনা , ধন্যবাদ,শুভেচ্ছা রইল ।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

চঞ্চল হরিণী বলেছেন: আমি অনেক নার্ভাস ছিলাম লেখাটি পোস্ট করার পর। জানিনা তাঁদের সম্মান করতে গিয়ে কোথাও সামান্য ভুল হয়ে গেলো কিনা। এখন আপনার মন্তব্য পেয়ে সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ হলাম। বাংলাদেশের শ্রেষ্ঠ সাত সন্তানের নাম একসাথে ধরতে চেয়েছি আর বলতে চেয়েছি যুগে যুগে তাঁদের ত্যাগ, তাঁদের অবদানের চেতনা যেন জাগ্রত থাকে। অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা নেবেন ডঃ এম এ আলী ভাই।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


জাতিকে স্বাধীন করতে সেদিন যুদ্ধের দরকার ছিলো; যুদ্ধে প্রাণ যায়, এঁরা আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন; এঁদের পরিবারের জন্য শ্রদ্ধা রলো।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

চঞ্চল হরিণী বলেছেন: জাতিকে স্বাধীন করতে সেদিন যুদ্ধের দরকার ছিল, এখন আমরা স্বাধীন তবু আমরা পরাধীনতার শৃংখলেই আছি। হয়তো সরাসরি বা প্রত্যক্ষ যুদ্ধের দরকার আজ নেই কিন্তু পরোক্ষভাবে এখনো এমন বীরদের প্রয়োজন এই দেশের। আমি বিশ্বাস করি তাঁদের ত্যাগের চেতনা সবসময়ই দেশপ্রেমিক বাংলাদেশিদের মানসপটে থাকবে। আপনার মন্তব্য পেয়ে অনেক খুশী হয়েছি। শ্রদ্ধা ও ধন্যবাদ চাঁদগাজী ভাই।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য । কবিতাটি প্রিয়তে গেল ।
শুভেচ্ছা রইল ।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

চঞ্চল হরিণী বলেছেন: সম্মানিত বোধ করলাম আলী ভাই। শুভেচ্ছা অফুরন্ত।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

ধ্রুবক আলো বলেছেন: বীর মুক্তিযোদ্ধা দামাল সামাল সন্তানেরা যারা শহীদ হয়েছেন যারা বেচে আছেন সবার প্রতি বিনম্র শদ্ধা রইলো,, বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা কবিতা খানি সত্যি অতুলনীয়, অসাধারন।
আপনার প্রতিও শ্রদ্ধা ও অভিনন্দন জানাই এতো সুন্দর কবিতা খানি রচনা করার জন্য।

বিজয় আমার গর্ব, স্বাধীনতা আমার চেতনা....,

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

চঞ্চল হরিণী বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো। "বিজয় আমার গর্ব, স্বাধীনতা আমার চেতন" আপনার এই অনুভব ছুঁয়ে গেলো আমাকে। যাঁরা শহীদ হয়েছেন এবং যাঁরা বেঁচে আছেন সবার প্রতি শ্রদ্ধা এবং বেঁচে থাকারা যেন আরও ভালোভাবে সম্মানের সাথে বেঁচে থাকেন সেই কামনা। ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকেও।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

ধ্রুবক আলো বলেছেন: আপনি ভালো থাকবেন..,
কবিতায় ভালো লাগা রেখে গেলাম, প্রিয়তে রাখলাম.....

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

চঞ্চল হরিণী বলেছেন: বিভিন্ন জায়গায় আপনার মন্তব্য দেখতাম, বুঝতাম আপনি একজন নিয়মিত এবং মনোযোগী পাঠক। আপনার কাছে আমার এই প্রয়াস প্রিয় হয়েছে জেনে অনেক সম্মানিত বোধ করলাম। ভালো থাকবেন ধ্রুবক আলো, শুভেচ্ছা রইলো।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসম্ভব সুন্দর একটা কবিতা পড়লাম। ++++
দারুণ লিখেছেন।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১০

চঞ্চল হরিণী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দিশেহারা রাজপুত্র। ভালো থাকো, আনন্দে থাকো সবসময়। শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.