নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

বৃত্তায়ন

১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৫



দীপ্ত খরস্রোতে পুড়ছে বাহিকা,
অঙ্কুরোদগমের সময় এটা নয়।
জলকেলি যখন খেলবে শুকনো তটে, তখন
তোমার কোলে আঙ্গুরলতা জন্মাবে।

সেই দিন এক ফালি চাঁদ হয়ে
আমি আকাশে আসবো।
তোমার উদরে বপন করবো অপরাজিতা,
হাস্নাহেনা আর মধুমঞ্জুরির বীজ।

স্বরসতীর আশীর্বাদ ভেবে মেখে নিও সেই ঘ্রাণ,
তোমার সন্তান দীক্ষিত হবে মধুময়।
চিন্ময়ের মত তোমার পানে চেয়ে
মৃণ্ময়ের মত আটকে রাখবে মায়ায়।

ভূষণ্ডির কাক সেদিন স্বর্গে চলে যাবে।
দিয়ে যাবে কিছু অপরিচিত সুর।
সেই সুরে তোমার সাথে বীণা বাজাবেন স্বরসতী।
মুগ্ধ হয়ে তুমি ওপরে চাইবে কৃতার্থ নয়নে;
আরেকবার সঞ্জীবনী পেয়ে।

সেই সুদিবসে আমায় তুমি অঞ্জলি দিয়ো।
আজ অপেক্ষায় থাকো হরপ্পার লিপি উদ্ধারে।
সিন্ধুর মোহনায় মহেঞ্জোদারোতে যে প্রেমের জোয়ার
অপূর্ব দ্যোতনায় সৃষ্টি করেছিলো অভিসারী প্রাণ,
তোমার শহর যান্ত্রিকতার ভ্রমণ শেষ হলে
সে ফিরে আসবে। আসবেই অমোঘ।


শুধু চাকার ঘূর্ণনে সাধতে থাকো নিজের অস্তিত্ব,
যেন ঘুমিয়ে না পড়ো, ভুলে না যাও সেসব স্মৃতি।

ছবি সুত্রঃ গুগল

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২০

নীল বসন্ত বলেছেন: অসম্ভব সুন্দর কবি ভাই

১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫০

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ নীল বসন্ত ভাই। শীত আমার প্রিয় কিন্তু শীত শেষে বসন্তের আগমনটাও খুবই প্রত্যাশা করি। বৃত্তায়নে আশায় বাঁচুন, ভালো থাকুন।

২| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার।

১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫২

চঞ্চল হরিণী বলেছেন: আপনার কাছ থেকে প্রথম মন্তব্য পাওয়া এবং অসম্ভব ভালো লাগা। এই আশায় বাঁচি। অসংখ্য ধন্যবাদ।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৭

ফাহমিদা বারী বলেছেন: কবিতার ভাব ও ভাষা হৃদয়গ্রাহী। কবিকে শুভেচ্ছা জানাই।

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩০

চঞ্চল হরিণী বলেছেন: হৃদয় থেকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২০

ইমরান আল হাদী বলেছেন: অসাধারন কবিতার জন্য অভিন্দন।

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩

চঞ্চল হরিণী বলেছেন: অসংখ্য ধন্যবাদ। কবিতাটি আপনার এতো ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো, প্রেরণা পেলাম। শুভকামনা।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ++

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪

চঞ্চল হরিণী বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক আলো। আপনার প্লাস খুব অনুপ্রেরণা দিলো। শুভেচ্ছা নিরন্তর।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৪

ডঃ এম এ আলী বলেছেন: এক কথায় অসাধারণ কবিতা
প্রচ্ছদ ছবির সাথে কথা ও ছন্দ পাতন
প্রনয়ের শুরুর বীজ বপন থেকে
ধারাবাহিক অগ্রগমন, স্বাভাবিক
পরিনতি, কিছু বিশাদের ছায়া
স্মৃতির পাতায় অমলিন হয়ে
থাকা , কামনায় ফিরে যাওয়া
অঞ্জলি যাচনা কি নাই কবিতাটিতে
এক রাশ মুগ্ধতা রেখে গেলাম ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১১

চঞ্চল হরিণী বলেছেন: এতো দেরিতে উত্তর দেয়ার জন্য অনেক দুঃখিত আলী ভাই। আপনার মন্তব্যটি অনেক আগেই দেখেছিলাম কিন্তু আমি সময়ই পাচ্ছিলাম না একটু সুস্থিত হয়ে ব্লগে বসার জন্য। কবিতাটা আসলে কেমন আমি জানিনা কিন্তু আপনার মন্তব্যটিই অসাধারণ। কি দারুণ অনুপ্রেরণা যে পেয়েছি আপনার মন্তব্যটি পড়ে ! আশা করি কুশলে ছিলেন, আছেন। ভালো থাকেন আর এই দেরির জন্য আমাকে ক্ষমা করে দেবেন এই কামনা। 8-|

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৬

আহমেদ জী এস বলেছেন: চঞ্চল হরিণী ,



বেশ লিখেছেন ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩১

চঞ্চল হরিণী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। একদম অপ্রত্যাশিত, ভাবিইনি এতদিন পরে দেখবেন। অনেক শুভকামনা এবং কৃতজ্ঞতা আহমেদ জী এস ভাই।

৮| ২৬ শে জুলাই, ২০১৮ ভোর ৪:১৪

রাকু হাসান বলেছেন: এটা কি লিখছো তুমি ! X((












এতদিন কেন পড়িনি আমি ? :-< বেশ কয়েকদিন পর তোমার ব্লগ বাড়িতে আসলাম , এছাড় প্রথম দেখলাম তুমি লিখ নি আজ । বোনটা কবিতা/ছড়া না পড়লে ভাল লাগে না ব্লগ আমার । হুম পরে তো টাস করে বলে দিবা আমার কবিতার মূলায়ন হচ্ছে না B:-/ , হাস্নাহেনা আর মধুমঞ্জুরির বীজ, স্বরসতীর আশীর্বাদ ভেবে মেখে নিও সেই ঘ্রাণ,ভূষণ্ডির কাক সেদিন স্বর্গে চলে যাবে । এত কথা কইতে পারতাম না X(( , আসলে সবগুলো লাইন ই আমার খুব ভাল লাগছে , ;) প্রিয়তে নিলাম ,আরও পড়বো বলে ,

ও ভাল কথা আজ আমার ভাল একটি দিন কাটলো আপু :-B

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৭

চঞ্চল হরিণী বলেছেন: আমার নিজের খুব প্রিয় কবিতা এটা। এখন তুমি প্রিয়তে নেয়াতে কি যে ভালো লাগছে। আরে চুপি চুপি বলি শোন, আমি ব্লগে যা পোস্ট করছি সেগুলো সব আমার অনেক আগে লেখা। তাই প্রতিদিন চাইলেই পোস্ট দিতে পারি, কিন্তু ইচ্ছে করেই দেবো না ভেবেছি। কারণ, প্রচুর পোস্ট হয় প্রতিদিন, সবার ধৈর্য থাকা লাগবে তো এত পড়ার :P
আচ্ছা, আমার ভাইটার কি এমন খুশীর দিন কাটলো শুনি :#) ?

৯| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৭

রাকু হাসান বলেছেন: হাহা, চুপি চুপি বলি শোন ;) ,তোমার ভাইটি আনিস স্যারের দেখা করার সুযোগ হয়েছে ,কয়েক টা কথা বলার সুযোগও হয়েছে ,উপদেশ চেয়েছিলাম একটি..জান কি উপদেশ দিল ? ;) জান ?


বই পড় ,বই পড় এবং বই পড় ;) প্রশ্ন করেছিলাম ,স্যার একজন মায়ের ঠিক কতটুকু দেশেপ্রেম থাকলে নিজের অত্যাচারে মৃতপ্রায় ছেলে কে বলতে পারে ,বাবা সহ্য করো ?
এসব প্রশ্নের উত্তর হয় না ,জান ই ,
তিনি বললেন এটার উত্তর কেবল একজন মা ও স্রষ্টাই দিতে পারবেন । কাছ থেকে দেখার সুযোগ টা ভাল লাগলো , এট্টাই ... ;)

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৬

চঞ্চল হরিণী বলেছেন: 'মা' বইটা পড়ে চোখের জল ফেলেনি এমন মানুষ আমি দেখিনি। আমার খুব প্রিয় বই। আমার মায়েরও প্রিয় বই। ভালো লাগলো, স্যারের সাথে তোমার সাক্ষাতের কথা শুনে। আমারও একবার সাক্ষাত হয়েছিলো বইমেলায়। :)

১০| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৮

রাকু হাসান বলেছেন:


কবিতা টি প্রিয়তে নিয়েছিলাম আবারও পড়বো বলে । পড়ছিলাম তবে যেহেতু মন্তব্য করেছি ,তাই করিনি । আজ করি ,কত সুন্দর বললে চিন্ময়ের মত তোমার পানে চেয়ে
মৃণ্ণয়ের মত আটবে রাখবো মায়ায় । চমৎকার লাইন ;)
আজ আসলে না :-< । ঈদে ব্লগে আসা হবে না । ছটির পর আসবো । সে পর্যন্তভাল থেকো। দেখা হবে ঈদের পর যদি বেঁচে থাকি । ফিরে আসবো ,তোমাদের মাঝে ।েএকটি পোস্ট দিয়েছি । দেখ কিন্তু ,পোস্টটি তোমার ভাললাগবে । :-B

েএ পোস্টে অনেক মন্তব্য করে বসলাম আমি :||

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:৫১

চঞ্চল হরিণী বলেছেন: "েএ পোস্টে অনেক মন্তব্য করে বসলাম আমি :||" হিহিহি =p~ । মন্তব্য করছো তো কি হইছে, তোমার মন্তব্য দেখলেই আমার ভাল্লাগে । মন ভালো হয়ে যায় :#)

আমি এখনি তোমার পোস্ট দেখতে যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.