নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

শৈশব ছিল সালমানময়

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪২



পুরনো একটি লেখা: সালমানকে মনে পড়ে

শুক্রবার এলেই বসে থাকতাম কখন ৩.২০ বাজবে। কখন ছবি শুরু হবে। সালমান শাহ’র ছবি হবে তো? প্রতি ঈদে তো হতোই, এক দুই সপ্তাহ পরপর তার ছবি হতো বিটিভিতে। বিচার হবে, স্বপ্নের নায়ক, কেয়ামত থেকে কেয়ামত, দেনমোহর, বিক্ষোভ, চাওয়া থেকে পাওয়া, তোমাকে চাই, স্নেহ, সত্যের মৃত্যু নেই, অন্তরে অন্তরে, স্বপ্নের পৃথিবী, আনন্দ অশ্রু, প্রিয়জন, বুকের ভেতর আগুন, শুধু তুমি, মহামিলন, প্রেমপিয়াসী, সুজন সখি, মায়ের অধিকার, জীবন সংসার, এই ঘর এই সংসার, আশা ভালোবাসা, আঞ্জুমান, প্রেমযুদ্ধ প্রায় সব ছবি দেখা শেষ। তাও দেখি।

শুধু কী ছবি? তার চুলের স্টাইলও ফলো করতাম। সালমানের চিপ ছিল না। আমিও রাখতাম না। তার কপালের দুই পাশে চুল ছিল না। আমিও নিজে নিজে চেছে ফেলতাম। অদ্ভুত সব পাগলামি ছিল।

সালমানের জন্ম সিলেটে। ‘৭১ এর ১৯ সেপ্টেম্বর। মৃত্যু ৬ সেপ্টেম্বর ‘৯৬। পিবিআই বলছে ওনি সুইসাইড করেছেন। হাসিখুশি একজন মানুষ কেন এমন করবে? আরও কিছু রহস্য আছে, যাতে মনে হয় ওনাকে হত্যা করা হয়েছে। যদিও বলা হয় শাবনুরের সাথে ঘনিষ্ঠতা নিয়ে একটা ঝামেলা ছিল। এছাড়া মা নীলা চৌধুরীর সাথে স্ত্রী সামিরার দ্বন্দ ছিল। ইমোশনাল সালমানের পক্ষে অঘটন ঘটানো অসম্ভব নয়।

হত্যা মামলায় সামিরা, ডন সহ অনেকেই ছিল। মূল কালপ্রিট ধরা হয় আজিজ মোহাম্মদ ভাইকে, পরবর্তীতে যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামী।

যাহোক, সালমান নেই এটা একসময় বিশ্বাস হতো না। ওনি মারা যাওয়ার সময় আমি খুব ছোটো। কিন্তু আমার শৈশবের বিশাল একটা অংশ নিয়ে ওনি ছিলেন, এখনও আছেন।

ছবি: নেট

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সালমানের সিনেমাই তো তখন দেখতাম মন্ত্র মুগ্ধ হয়ে
গানগুলো কী সুন্দর ছিল

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: দারুণ এক নায়ক ছিলেন।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২২

সাহাদাত উদরাজী বলেছেন: আমরা সব জলদি হারিয়ে ফেলি!

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সত্যিই।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৫

ইমরোজ৭৫ বলেছেন: ২০০১ সালে আমি সালমান খানের সিনেমা দেখতাম। তখনও জানতাম না যে সালমান খান মারা গেছে। তখন আমি ক্লাস ওয়ানে পড়তাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আমিও জানতাম না।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫১

জুল ভার্ন বলেছেন: রাজ্জাক জাফর ইকবাল যুগের অবসানে সালমান খানের প্রাণবন্ত ন্যাচারাল অভিনয় দেশের সিনেমা জগতে এক নতুন ক্রেজ তৈরী করেছিলো.....

সালমান খানের পরিবার একসময় গ্রীন রোড থাকতেন। সালমান (ডাক নাম ইমন, আমরা ইমন নামে ডাকতাম) মা-বাবার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিলো....

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: যোগাযোগ আছে?

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলা সিনামা খুব একটা দেখা হয়নি আমার।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: কখনোই না?

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৩

মনিরা সুলতানা বলেছেন: নাটকে দেখে মুগ্ধ হয়েছিলাম। যেহেতু খুব বেশি বাংলা সিনেমার ভক্ত না তাই সেভাবে দাগ কাটে নাই।
ওর লাশ যখন মেডিক্যালের মর্গে নেয়ার জন্যে পিছনের গেট দিয়ে নিচ্ছে তখন আমি ঐ রাস্তায়, আমার বড় বোনের মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলাম। শুনলাম আত্মহত্যা করেছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: নয়ন, সৈকতে সারস সহ বেশ কিছু নাটক আছে। ভালো লাগার মত।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: ওয়ান এন্ড অনলি সালমান শাহ। ♥️

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: একদম।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: নায়কদের জীবনেও এত কষ্ট!!

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: পারিবারিক ঝামেলাও ছিল।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪১

শূন্য সারমর্ম বলেছেন:

সালমানের মৃত্যু আজও রহস্য?

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: জ্বি।

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫০

খায়রুল আহসান বলেছেন: তিনি শুধু একজন জনপ্রিয় চিত্রনায়কই ছিলেন না, একজন জনপ্রিয় ব্যক্তিত্বও ছিলেন। অভিনয়ে প্রাণবন্ত এবং স্বতঃস্ফূর্তা ছিলেন। দেশের তরুণ সমাজ তাকে ভালবাসতো। তার রহস্যজনক মৃত্যুতে তারা স্তম্ভিত, শোকবিহ্বল হয়ে পড়ে ছিল। অনেকদিন লাগে তাদের এই শোকের মায়া কাটিয়ে উঠতে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: তাঁর স্থান অপূরণীয়। এরপর এমন কেউ আসেননি।

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: স্বতঃস্ফূর্তা শব্দটাতে টাইপো ঘটে গেছে। স্বতঃস্ফূর্ত হবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৩

সোনালি কাবিন বলেছেন: একদম ঠিক লিখেছেন।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: এমন স্টাইলিশ আইকন খুব কমই এসেছে দেশীয় সিনেমায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.