নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি, পেটনীতি আর আমার সুখদুঃখের গল্প

২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৪


সরকার পতনের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ। মতিঝিলে জামায়াতের। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। আরও কয়েকটি রাজনৈতিক দলের আন্দোলনে রাজপথ প্রকম্পিত। বিভিন্ন বাহিনী ব্যস্ত জানমাল, আইনশৃঙ্খলা রক্ষায়। জনমনে আতঙ্ক কখন কী হয়!

ইতিমধ্যে দাঙা-হাঙ্গামা শুরু হয়ে গেছে। মারপিটও চলছে। প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর হয়েছে। ভাঙচুর করা হয়েছে অনেক গাড়ি। গ্রেপ্তার হয়েছেন অনেকেই। এর মধ্যে বয়স্ক লোকজনও আছেন। কী লাভের আশায় এতকিছু? আবার আন্দোলন না করেও কি স্বস্তি আছে?

অনার্সে ভর্তি হওয়ার পর একবার আন্দোলন শুরু হলো ক্যাম্পাসে। ছাত্রছাত্রীরা সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন করছিল। হুটহাট নেতৃত্ব তৈরি হলো। সড়ক-অবরোধ করলাম আমরা। হলো গণপরিবহণ ভাঙচুরও। মর্মাহত হলাম। কেউ কেউ বলল, দাবি আদায় করতে হলে এসব করতেই হবে। দাবি আদায় হলো বটে, কিন্তু মন থেকে এসব হামলা-মামলা-ভাঙচুর মেনে নিতে পারিনি।

দেশের কথা ভাবি, জাতির কথা ভাবি। দেশটার কি এমন পরিস্থিতি হওয়ার কথা ছিল? সুশাসন নেই, জবাবদিহিতা নেই। আকাশচুম্বি জিনিসপত্রের দাম। এমন পরিস্থিতিতে এক কানায় আরেক কানাকে লাথি সারে, এক বুড়ি আরেক বুড়িকে ডাকে নানি শাশুড়ি।

শুভানুধ্যায়ী একজন ফোন দিয়ে হিতোপদেশ দিয়েছিলেন; বলেছিলেন, ‘নিজের কথা ভাবুন। পরিবারের কথা ভাবুন।’ তার কথা শুনে মনে হলো, আসলেই। আগে নিজের আর পরিবারের কথা ভাবতে হবে। নিজের বিপদ হলে পরিবারের কী হবে? স্বার্থপরের মতো নিজের কথা ভাবতে হয়। নূর হোসেনের কথা তো কেউ মনে রাখেনি, মনে রাখেনি বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কথা। আজকের দিনে শহিদ হয়েছিলেন তিনি। সবাই নিজের পেটের ধান্দায় আছে। কে কাকে গুঁড়িয়ে দিতে পারে এটাই লক্ষ্য।

মানুষের ভালো করতে গিয়ে কটূক্তি শুনতে হয়। কেউ ভাবে কোনো স্বার্থসিদ্ধির অভিপ্রায় আছে। মানুষ কেবল ক্ষমতার দাসত্ব করে। ক্ষমতাবান ভুল বললেও ঠিক। কাঙাল ঠিক বললেও ভুল। মন খারাপ হয় কিন্তু প্রকাশ করে লাভ কী? এ সংসারে অন্যের অনুভূতির দাম দুই পয়সাও না।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:




আপনার কথায় সব সময় হ্তাশা থেকে।

শেষ চাকুরীটা ঠিক মতো আছে তো?

২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আছে।

২| ২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৪

বাউন্ডেলে বলেছেন: বিসৃংখলা পুর্ব পরিকল্পিত। ভোটকে ভয় পাওয়া দলটি যা করছে, জনগন সেটা পছন্দ করছে না।

২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: জনগণ কখনও কিছু বুঝতে পারে না। এরা উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়ে আসছে দীর্ঘকাল।

৩| ২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৯

সোনাগাজী বলেছেন:



সুখবর, চাকুরীটা যাতে থাকে সেজন্য মনোযোগ দিয়ে কাজ করেন ও সময় করে ড্রাইভিং শিখুন।

২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: জ্বি।

৪| ২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

সোনাগাজী বলেছেন:




চাকুরীর অবস্হা ভালো হলে, ও নিজের উপর উপর আত্মবিশ্বাস একটু বাড়লে, ১টা বিয়ে করে ফেলুন।

২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: একা চলাই কঠিন :|

৫| ২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

নিমো বলেছেন: রক্তাক্ত পল্টন শিরোনামে পোস্ট এলো না কেন? হামুনে যারা ক্ষতিগ্রস্ত, তারা কি মানুষ না? আজ যারা আগুন সন্ত্রাসে মারা গেছেন, তাদের নিয়ে আহাজারি করলে কি লাইক, শেয়ার ও ভিজিট ব্যবসা হবে? চল্লিশ ঘর প্রতিবেশীকে না দেখলেও চলবে, হাজার মাইল অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালো লিখেছেন।

২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: যে যার ধান্দায় চলে :( চল্লিশ ঘর প্রতিবেশীকে না দেখলেও চলবে, হাজার মাইল অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলেই।

৬| ২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

আমি নই বলেছেন: নিজের কথা ভাবুন। পরিবারের কথা ভাবুন।

এটাই মহাসত্য। এই মহাসত্যকে যে ধারন করতে পারবে সে তার পরিবারকে নিয়ে সার্ভাইভ করতে পারবে।

অফটপিকঃ চল্লিশ ঘর প্রতিবেশীকে কি ব্লগে পোষ্ট দিয়ে দেখতে হবে? আমাদের এলাকায় বন্যা হলে বা ঝড়ে ক্ষতিগ্রস্ত হলে বিভিন্ন সালের এসএসসির ব্যাচ থেকে যেই পরিমানে সাহায্য করা হয় তা দিয়ে সাধারন একটা পরিবার মাস ব্যাপি বসে খেতে পারবে। আমার বিশ্বাস প্রতিটা এলাকাতেই করা হয়। কিন্তু হাজার মাইল দুরে যারা আছে তাদের জন্য দীর্ঘশ্বাস ফেলা ছারা কিছুই করার থাকেনা, সম্ভবত তাই ব্লগে আলোচনা বেশি হয়, অনেকের দেখি তাতেও এলার্জি।

২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আমাদের এলাকায় বন্যা হলে বা ঝড়ে ক্ষতিগ্রস্ত হলে বিভিন্ন সালের এসএসসির ব্যাচ থেকে যেই পরিমাণে সাহায্য করা হয়, তা দিয়ে সাধারণ একটা পরিবার মাসব্যাপী বসে খেতে পারবে। এমন উদ্যোগে সাধুবাদ জানাই। আবার আমাদের আশপাশে এমন অনেককে দেখি যারা নিদারুণ অর্থকষ্টে থাকলেও পার্শ্ববর্তী বিত্তবানরা ফিরেও তাকায় না। সবার দিন তো সবসময় একরকম যায় না।

৭| ২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

কামাল১৮ বলেছেন: ‘প্রত্যেকের তরে প্রত্যেকে আমরা প্রত্যেকে অমরা পরের তরে।’ তবে কি একথা ভুল।আত্ম কেন্দ্রীক মানুষ কখনো শুখী হতে পারে না।

২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ‘প্রত্যেকের তরে প্রত্যেকে আমরা প্রত্যেকে আমরা অপরের তরে।’ ভুল না। সময়-সুযোগমতো পাশে দাঁড়াতে হয়। নিজের ক্ষতি করে না। সংসারের কর্তা মারা গেলে পুরো সংসার ভোগে, পুরো জাতি না।

৮| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমরা বাক্যহারা হয়ে গিয়েছি। আর বাকশক্তি ফিরে পাওযা যাবে না মনে হয়। শেষ।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আপাতত আশা বেঁধে রাখা ছাড়া গত্যন্তর নেই :((

৯| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: আপনি শুধু নিজের কথা ভাবুন। দেশের কথা ভাবার দরকার নাই।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা।

১০| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেউ ছাড় দিতে রাজি নয় সবাই শুধু নিজের লাভটা দেখে, নিজের সুখ খোঁজে তাতে কার কি হলো ভাববার সময় নেই, এটাই কি মানবতা?

৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: সমাজব্যবস্থাই এখন এমন হয়ে গেছে। যারা নিঃস্বার্থভাবে কাজ করে, তারা ভোগান্তিতে থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.