নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াহিদ সাইম www.facebook.com/wahidsaaim1

ওয়াহিদ সাইম

আভ্যন্তরীণ আদিম পশুত্বের নিয়ন্ত্রনে সদা সচেষ্ট মানুষ আমিও আর সবার মত।

ওয়াহিদ সাইম › বিস্তারিত পোস্টঃ

এককোষী জীবন

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৩

তুমি আমার সারা দেহে জড়িয়ে আছো
মিশে আছো হৃদয়ে অস্তিত্বে ঘরে বাহিরে সবখানে।
তোমার অদম্য নিশ্পাপ প্রেমের উচ্ছ্বলতায়
ফিরে অস্তিত্ব আমার ।
তবু আমার একা থাকতে ভালো লাগে,
ভালো লাগে ভাবনায় বুদ হতে নিঃসংগ নিজস্বতায়।
ভালো লাগে আকাশ-পাতাল ভাবতে।
পড়তেও ইচ্ছে করে ,
কপাল কুন্ডুলা শবনম গীতান্জলী রবীন্দ্রনাথ জীবনানন্দ
ইতিহাস বিজ্ঞান দর্শন রাষ্ট্রনীতি সমাজ নীতি অর্থনীতি ধর্মপুস্তক
বর্ণমালা-পার্টস অব স্পীচ-ভার্বস-ইডিয়মস
সব কিছু।
মাঝে মধ্যে লিখতেও ইচ্ছে করে
অথচ নিস্তদ্ধতা আমার সুদূর পরাহ্ত।
কিছুই হয়না।
শুধু ভাবনার আকাশে মাথা রেখে
দূর গ্রহানুপুন্জে পথ হারাতে গিয়ে
ফিরে আসি কোয়ান্ট মেকানিক্সের অসীম ক্ষুদ্রতায়,
ফিরে আসি এককোষী জীবনে, শরীরে, মাটিতে।
তোমার সীমাহীন অবুঝ বেড়াজালে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৩

মানুষ বলেছেন: কিছুক্ষনের জন্য পাবলিক লাইব্রেরি থেকে ঘুরে আসতে পারেন।

০১ লা মে, ২০১৭ রাত ১২:৪৪

ওয়াহিদ সাইম বলেছেন: ভালো পরামর্শ। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.